নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিটলা ইস ব্যাক!!!!

খবরদার!!! কোন প্রকার জামাতি ছাগু এই ব্লগে আসবি না।

পাঠক০০৭

মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে। তাই আমার ব্লগে আপনি এসেছেন।

পাঠক০০৭ › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ আর দুইটা প্রশ্ন।

১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

আজকে বাংলা নতুন বছরের প্রথম দিন। দেশের বাইরে বাংলা নতুন বছরের তেমন কোন আমেজ নাই। কাজ থেকে ফিরে, ডিনার বানালাম। ফেরার সময় বাজার করলাম। দেশের সব কিছু এখন ভার্জেনিয়ায় পাওয়া যায়। এই স্টেটে তুলনামুলক একটু দরিদ্র, অন্যান্য স্টেটের তুলনায়, একটু গ্রাম টাইপের। জন ডেনভারের একটা বিখ্যাত গান আছে, এই স্টেটের উপর। বলতে পারবেন কোন গান সেটা?

তার আগে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
ব্লগে দেখলাম মঙ্গল শোভা যাত্রা নিয়ে কয়েকটা পোস্ট আসছে। আমার দুইটা প্রশ্ন আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদ থেকে বাংলা নতুন বছরকে উদযাপন করতে যে সকল পাপেট ফিগার ও রঙিন মুখোশ তৈরী করা হয় এর সাথে ধর্মের সংযোগ কতটুকু আছে?

আপনি কি মনে করেন ঐ সকল পাপেট ফিগার বা রঙিন মুখোশ দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বা কৃপা চাওয়া হয়?


উত্তর দিয়েন পারলে। কিন্তু এই গভীর রাতে আমার মাছ খাইতে ইচ্ছা করতেছে। গ্রাম গঞ্জের পেতুনি ধরলো নাকি??

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০২

সাসুম বলেছেন: কান্ট্রি রোড টেক মি হোম- বাই লিজেন্ডারি জন ডেনভার।

১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদ থেকে বাংলা নতুন বছরকে উদযাপন করতে যে সকল পাপেট ফিগার ও রঙিন মুখোশ তৈরী করা হয় এর সাথে ধর্মের সংযোগ কতটুকু আছে? উত্তরঃ সাধারণ জনগণের কাছে নাই, ব্লগের বাংগু হাফ পেন্ট মাওলানাদের কাছে এতে করে ধর্ম নাই হয়ে যায়।
২। আপনি কি মনে করেন ঐ সকল পাপেট ফিগার বা রঙিন মুখোশ দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বা কৃপা চাওয়া হয়? উত্তরঃ সাধারণ মানুষ মনে করেনা। বাট ব্লগের বাংগু হাফ পেন্ট পড়া মওলানারা মনে করে এতে করে নাকি মুর্তির মাধ্যমে কারো কাছে কৃপা চাওয়া হয়।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩

পাঠক০০৭ বলেছেন: রাইট ইউ আর!!! মাঝে মাঝে দুধের স্বাদ ঘোলে মিটাই। আমেরিকান মেঠো পথে বাংলার গ্রামের ফিলিং নেয়ার চেষ্টা করি। তখন ডেনভার ছাড়া উপায় থাকে না।

অশিক্ষিত জাতি, নিজের ধর্ম সম্পর্কে ভালো করে জানে না।

২| ১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: সবার কল্যাণ হোক।
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩

পাঠক০০৭ বলেছেন: শুভ নববর্ষ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০২

দোয়েল২ বলেছেন: আপনার নিকট একখানা প্রশ্ন।
নূতন বৎসরের সাথে প্যাচার কি সম্পর্ক যদি একটু বুজায়ে দিতেন।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৬

পাঠক০০৭ বলেছেন: নতুন বছরের সাথে প্যাচা, হাতি ঘোড়া, কোন কিছুই সম্পর্ক নাই। একগুলো শ্রেফ শিল্পকর্ম এবং বাংলার কথিত কিছু মিথ।
নতুন বছরের সাথে এই ধরনের ইডিওটিক প্রশ্নের কারন যদি একটু বুজায়ে দিতেন।

৪| ১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কোন প্রশ্ন নাই।
সবাইকে বাংলা নতুন বর্ষের আন্তরিক
শুভেচ্ছা। সবাই ভালো থাকুন নতুন
বছরে।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৪

পাঠক০০৭ বলেছেন: শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.