নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেফড়িং

আশাকরি ব্লগিং উপভোগ করব।

ইচ্ছেফড়িং

লেখার খুব ইচ্ছা, কিন্তু ভাষা খুজে পায়না।

ইচ্ছেফড়িং › বিস্তারিত পোস্টঃ

আঁখি আলমগীরের লেটেস্ট আপডেট কারো জানা আছে?

১৩ ই মে, ২০১০ রাত ১০:৪০



ব্লগে অনেকদিন আগে ছবি সহ আঁখিকে নিয়ে বেশ তোলপাড় হয়েছিল। আমেরিকা প্রবাসী এক বাংলাদেশী তথ্য প্রমান নিয়ে নিজেকে তার প্রথম স্বামী হিসাবে দাবী করে আমেরিকান আদালতে মামলাও করে বলে শুনি।দেশী মিডিয়াতে অনেক হৈচৈ হয়, রংবেরঙ্গের ছবি জনসমক্ষে এসে পড়ে। আসলে কোন ঘটনা নিয়ে এদেশে অনেক তোলপাড় হয় ,আমরাও হুজুগে মাতি কিন্তু শেষ পর্যন্ত কিভাবে যেন সব সুকৌশলে দাফন করে দেওয়া হয়। এভাবে হারাতে দেয়া কি ঠিক ?তো ঘটনার লেটেস্ট আপডেট কারো জানা থাকলে কি ব্লগে শেয়ার করবেন?

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-১৩

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১০ রাত ১০:৪৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: খেয়াল করে দেখুন ১ম পাতায় আপনার একই লেখা ২বার এসেছে। ১টা সরিয়ে নেয়ার অনুরোধ থাকলো।

১৩ ই মে, ২০১০ রাত ১০:৪৯

ইচ্ছেফড়িং বলেছেন: দিছি। স্লো স্পিডের কারনে পোস্ট হয়নাই ভ্যাইববা আরেকবার টিপ দিছিলাম। ত আপনার কিছু জানা থাকলে বলেন।

২| ১৩ ই মে, ২০১০ রাত ১০:৪৬

শিলা সুলতানা বলেছেন: আখিঁ আলমগীরের আপডেট দেখুন আমি একটা পুরাতন আপডেট পেলাম।আপনারাও দেখতে পারেন।

১৩ ই মে, ২০১০ রাত ১০:৫২

ইচ্ছেফড়িং বলেছেন: ইডা পুরানা। উপ্রের ঘটনার পরের কিছু থাকলে হগল্কে জানান।এইডা ফরজ।

৩| ১৩ ই মে, ২০১০ রাত ১০:৫৮

দূরের মানুষ বলেছেন: ফাউল পোষ্টে মাইনাস!

১৩ ই মে, ২০১০ রাত ১১:০৩

ইচ্ছেফড়িং বলেছেন: মাইনাস দিয়া তুমি দেশ জাতি উদ্ধার করছো, এইবার অফলাইনে বইসা বইসা দেখ। ত এই ফাঊল পোস্টে তোমার ঢুকোনের কি কাম ছিল ? না মনমত ছবি পাওনাই বইল্লা ফাঊল লাগলো। কোনডা?

৪| ১৩ ই মে, ২০১০ রাত ১১:০৯

দ্যা ডেডলক বলেছেন: কি মরা ছবি দিছেন ? ভাল কোন ছবি নাই

১৩ ই মে, ২০১০ রাত ১১:১৪

ইচ্ছেফড়িং বলেছেন: বললেই হবে, ছবি কিন্তু জোশ। একটু মন দিয়া দেখেন।।

৫| ১৩ ই মে, ২০১০ রাত ১১:১২

এ আর খান বলেছেন: ভাইরে আমার প্রতিবেশীরে লইয়া এত টানা হেচড়া করতাছ ক্যান???

১৩ ই মে, ২০১০ রাত ১১:১৯

ইচ্ছেফড়িং বলেছেন: তা কন আপ্নের প্রতিবেশীর লেটেস্ট খব্রা খবর। আপডেট জাননের হক ব্লগের সকলের আছে। মিয়া খবর দিতে পারেন না, শুধু মুখেই প্রতিবেশী। তা কন দেহি।

৬| ১৩ ই মে, ২০১০ রাত ১১:২২

এ আর খান বলেছেন: চোরের দশ দিন, গেরস্তের এক দিন।

১৩ ই মে, ২০১০ রাত ১১:৩২

ইচ্ছেফড়িং বলেছেন: এই সব জবাবে কাম হইবনা। ভাল কইরা খোলসা কইরা কন। এইডা ব্লগারদের হক।

৭| ১৩ ই মে, ২০১০ রাত ১১:২৭

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
---

প্রেসারডা বাড়াইয়া দিলেন আমার....... :):):)

১৩ ই মে, ২০১০ রাত ১১:৩৭

ইচ্ছেফড়িং বলেছেন: বিদ্রোহে কেলান্ত শরীরডায় একটু প্রেসার উঠান দরকার। মৌজ মাস্তির দরকার আছেনা।

৮| ১৩ ই মে, ২০১০ রাত ১১:৩১

মাহবু১৫৪ বলেছেন: বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
---

প্রেসারডা বাড়াইয়া দিলেন আমার....... :) :)

১৩ ই মে, ২০১০ রাত ১১:৪১

ইচ্ছেফড়িং বলেছেন: হুমম।

৯| ১৩ ই মে, ২০১০ রাত ১১:৪৮

ইশতিয়াক অাহমেদ বলেছেন: আঁখি আলমগীরের আপডেট জানা নাই...তবে এই গায়িকাকে দেখলে আমার অপরাধী লাগে...

বোধহয় গত বছরের আগের বছর জনপ্রিয় সুরকার এস আই টুটুল এর সুরে তার জন্য একটা গান লিখেছিলাম, বেশ সুরেলা কন্ঠে সে গান গেয়েছিলেনও...
অজ্ঞাত কারণে তারপর থেকেই তার ক্যারীয়ারে যে ধ্বস নামলো...তাতে নিজেরেই দায়ী মনে হয়...

নানাভাবে তিনি সমালোচিত হয়েছেন...আজ তাকে দেখে সেই সব দায় স্বীকার করতে ইচ্ছে হলো...

আর @ বি.র.ক্লা...বড় ভাই, নারী কেন্দ্রিক বিষয় গুলোতে ইদানিং আপনার প্রেসার ব্যাপ আপ ডাউন করছে...ভাবীকে জানিয়ে দিয়ে আরো কিছু প্রেসার বাড়িয়ে দেয়া লাগবে বলে মনে হচ্ছে...


১৪ ই মে, ২০১০ রাত ১২:০২

ইচ্ছেফড়িং বলেছেন: তার আকাম কুকাম তো কয়েক বছর থিকা চালু হয়নাই, বহুতদিনের অভ্যাস।সে আকাম কুকাম করে বেড়াবে তাতে আপনার অপরাধী মনে হবে কেন। একটু খুইল্লা কন।

১০| ১৩ ই মে, ২০১০ রাত ১১:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সাথে আমার আরো জানতে ইচ্ছে করে, আঁখির মা খোশনোর আলমগীর এর আপডেট। ওর বাপটা তো একটা হারামী।

১৪ ই মে, ২০১০ রাত ১২:২৪

ইচ্ছেফড়িং বলেছেন: খোশনর আলমগীরের আবার কি হোল? আর আলমগীর কে তো ভালয় লাগে। সে আবার কি করছে?

১১| ১৩ ই মে, ২০১০ রাত ১১:৫৬

এ.জে. মিন্টু বলেছেন: কত রকমের শুয়োর যে আশেপাশে ঘুরে। ঐ ঘটনা আসলেই পুরুষ হিসাবে নিজেকে অপরাধী করে দেয়... @ইশতিয়াক

১৪ ই মে, ২০১০ রাত ১২:১৮

ইচ্ছেফড়িং বলেছেন: তো বলতে চাচ্ছেন অই ছবি গুলান সব ফটোশপে বানানো? সে শুয়োর হইতে পারে, কিন্তু আমাদের আঁখি মেডাম মানে ঐ ঘটনার নায়িকা,স্বল্পবসনে উত্তেজক সব ছবির মডেল উনি কি আমার দেশের মেয়েদের জন্য আদর্শ হিসাবে বেগম রোকেয়া লাগে?

১২| ১৪ ই মে, ২০১০ রাত ১২:৩৮

এ.জে. মিন্টু বলেছেন: চ্যানেলে টকশোর ঘটনাটা নিয়ে কথা হচ্ছে। .. একটা চ্যানেলের লাইভ অনুষ্ঠানে সবার সামনে একজন নারীর কাছে পায়ুমৈথুনের আগ্রহ প্রকাশ করাটা জাতি হিসাবে আমরা কতটা বর্বর এবং অসভ্য পর্যায়ে আছি সেটাই দেখিয়ে দেয়। এখানে আখি আলমগীর কে, সে কেমন শিল্পী, সে স্বল্পবসনে গান গায় নাকি লেংটা হয়ে পোজ দেয় এগুলো বিবেচ্য বিষয় নয়।

১৪ ই মে, ২০১০ রাত ১:০১

ইচ্ছেফড়িং বলেছেন: লাইভ টকশতে কাউকে হ্যারেশ করা সমর্থন করা যায়না। তবে এইসব মেয়েগুলানরে করলে আমার কিছু বলার নাই। যে উলঙ্গ হয়ে নাচতে পারে তার এইসকল শুনোনে লজ্জা পাওনের কিছু নাই। লজ্জা পেয়ে যে মুখ ঢাকবে সেই পরিমান কাপড়টুকুও তো তাদের শরীরে সময়ে সময়ে থাকেনা। তাই আঁখি আলমগীরের উপর কোন আপরাধ হয়েছে বলে আমি মনে করিনা । তবে যারা টিভির দর্শক , পরিবার নিয়ে দেখছিলেন তাদের সাথে অপরাধ করা হয়েছে।

১৩| ১৪ ই মে, ২০১০ রাত ১২:৫৬

আকাশ_পাগলা বলেছেন: আঁখি আলমগীর একটা ফাউল।
তার পোজের যা ধরণ, খাইসে।


@এ জ মিন্টু > আলতু ফালতু পোলাপানরে গণায় ধইরা আঁখী আলমগীরের কাহিনী মাফ ????? এইটা কী কইলেন? ওই ছাগলটা যেই কথা বলছে, সেটা নিয়ে পাত্তা দেয়ার কিছু নাই। এইটা ভেবে আঁখিরে ইগনর করারও কিছু নাই। আঁখির সমস্যা নিয়া আঁখিরে বলব, আর ঐ ছেলের ব্যাপার নিয়ে ওরেই দায়ী করব। যারটা তার।

১৪ ই মে, ২০১০ রাত ১:০৪

ইচ্ছেফড়িং বলেছেন: সেটাই। ১২ নম্বরে একটা জবাব লিখছি, পইড়া নিয়েন।

১৪| ১৪ ই মে, ২০১০ রাত ১:১৩

এ.জে. মিন্টু বলেছেন: মাফ এইটা কইনাই। টকশোর ঘটনাটা এখনো পীড়া দেয় এটাই বলছি। আঁখি না পাখি, আসল কথা হৈল হের কোন গানা হুনি নাই, হুনার আগ্রহ্ও নাই।

১৫| ১৪ ই মে, ২০১০ রাত ১:১৯

নষ্ট ছেলে বলেছেন: "এ.জে. মিন্টু বলেছেন: চ্যানেলে টকশোর ঘটনাটা নিয়ে কথা হচ্ছে। .. একটা চ্যানেলের লাইভ অনুষ্ঠানে সবার সামনে একজন নারীর কাছে পায়ুমৈথুনের আগ্রহ প্রকাশ করাটা জাতি হিসাবে আমরা কতটা বর্বর এবং অসভ্য পর্যায়ে আছি সেটাই দেখিয়ে দেয়। এখানে আখি আলমগীর কে, সে কেমন শিল্পী, সে স্বল্পবসনে গান গায় নাকি লেংটা হয়ে পোজ দেয় এগুলো বিবেচ্য বিষয় নয়। "

একজনকে দিয়েই পুরা জাতির বিচার কইরা ফালাইলেন!!! বাহ চমৎকার বিশ্লেষন ক্ষমতা আপনার।

১৪ ই মে, ২০১০ রাত ২:৫৬

ইচ্ছেফড়িং বলেছেন: আর বইলেন না, এগুলর বোঝোনের স্টাইলই আলাদা। ১৬ নং এ কিছু বলছি একটু ঘুইরা আসেন।

১৬| ১৪ ই মে, ২০১০ রাত ১:৩০

এ.জে. মিন্টু বলেছেন: আপনার দৃস্টিতে তাইলে কোন অপরাধ হৈনায়? টিভির টকশোতে ময়ুরী টাইপের কোন সিনেমার নায়িকা বা কোন পতিতা সাক্ষাতকার দিতে আসলে আসলে আপনারা কি ধরনের প্রশ্ল করবেন সেইটা ভাবতেসি। @লেখক


ইউটিউবে ভিডিওটির কমেন্টগুলা একটু কস্ট করে পড়েন, জাতি যে একজন না তার প্রমান পাইবেন @নষ্ট ছেলে

১৪ ই মে, ২০১০ রাত ১:৫৭

ইচ্ছেফড়িং বলেছেন: খুনি কে বিচারক ফাঁসির হুকুম দেয়।তার মানে সে আরেকটা হত্যার নির্দেশ দেয়। তবে বিচারক খুনের অপরাধে অপরাধী হয়না। কারন কোনটা কারন আর কোনটা কারনের প্রতিক্রিয়া সেটা বোঝনের বুদ্ধি হগলেরই আছে। তাই আঁখি আলমগীররা তাদের প্রাপ্য পেলে আমার গায়ে লাগেনা।

ছেলেটা যে অপরাধ করেছে সেটা করেছে সে আপামর টিভি দর্শকের সাথে,এটা আপনাকে আমি আগেই বলেছি। আর এই অপরাধের ইন্ধন এসেছে পরোক্ষভাবে ঐ আঁখি আলমগীরদের দীর্ঘদিনের কর্মকান্ড থেকে।

পেটের দায়ে পতিতাবৃত্তি,সে তো ভিন্ন ব্যাপার, একেবারেই ভিন্ন ব্যাপার। আর আপনার আঁখী আলমগীরেরা কোন অভাবের তাড়নায় এই লাইনে এসেছে যদি একটু বলতেন।

১৭| ১৪ ই মে, ২০১০ রাত ১:৪৩

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-
জাতীয় টিভিতে করা ঐ কমেন্টকারীর বিরুদ্বে কোন একশন নেয়া হই নাই এইটা ভেবে চরম হতাশ....!!

১৪ ই মে, ২০১০ রাত ২:০৫

ইচ্ছেফড়িং বলেছেন: একশন নেয়া হোক।

১৮| ১৪ ই মে, ২০১০ রাত ১:৪৬

শয়তান বলেছেন: ব্লগ পড়লে অনেকেরই রুচিবোধ সম্পর্কে পরিষ্কার ধারনা জানা যায় ।

১৪ ই মে, ২০১০ রাত ২:০১

ইচ্ছেফড়িং বলেছেন: সেটাই। উন্নত রুচির লোকেরা কোন কারনে যে এই সকল ব্লগে ঢুঁ মারেন হেইডা বুঝি না।

১৯| ১৪ ই মে, ২০১০ রাত ১:৪৭

শাওন৩৫০৪ বলেছেন: হের আপডেট দিয়া আপনে কি করবেন?

১৪ ই মে, ২০১০ রাত ২:১০

ইচ্ছেফড়িং বলেছেন: আপনে আপডেট নিতে এই ব্লগে আসছেন ক্যা হেইডা কন।

২০| ১৪ ই মে, ২০১০ রাত ১:৪৮

মুরুববী বলেছেন:
থু:

১৪ ই মে, ২০১০ রাত ২:০৯

ইচ্ছেফড়িং বলেছেন: থুতুটা যদি এইসব মেয়েগুলার কর্মকান্ডের উপর দেয়ার হিম্মত আপনার থাকত তবে ভাল হোত। না হলে সেটা ঘুরে নিজের মুখেই শেষে পড়বে।

২১| ১৪ ই মে, ২০১০ রাত ২:১৫

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

এটা একটা ফান পোস্ট|

কয়েকজন সুশীলের ভাব দেখে মনে হয় দেশটা কী সুশীলীয় তালেবানে ভরে গেল.......???

১৪ ই মে, ২০১০ রাত ২:৩৬

ইচ্ছেফড়িং বলেছেন: আর বইলেননা। তয় কি মধু খাইতে যে তারা এই সকল বোলোগে ঢুকে!

২২| ১৪ ই মে, ২০১০ রাত ২:২০

অনর্থ বলেছেন: বাংলাদেশের পত্র-পত্রিকা, টিভি চ্যানেলগুলি এইসব বিষয়ে এতই দুর্বল যে বলার মত না। তারা এইসব কন্ট্রোভার্শিল টপিক নিয়া ঘাটায় তারকাদের বিব্রত করতে চায় না বা এইগুলিকে খুব নিম্নরুচির বলে মনে করে এভয়েড করে। বেকুবরা বুঝে না যে তারকাদের স্ক্যান্ডাল, হাউকাউ এইগুলি হাইলাইট করতে না পারলে তাদেরকে যথেষ্ট বড় তারকা বানানো সম্ভব না। এইখানে যারা রিপ্লাই দিচ্ছেন, তাদের বেশিরভাগ আখির গান কোনদিন শুনেন নাই। এই জাতীয় কাহিনী না হইলে কোনদিন তারে নিয়া কথাও বলতেন না। কিন্তু এখন বলতেসেন। তার মানে কি? তার তারকাখ্যাতি বাড়সে অনেকগুন।

মিডিয়াদের উচিত তারকাদের জীবনকে পাবলিকরে খাওয়ানো। তাতে মানুষ সেই তারকাকে নিয়ে বেশি আলোচনা করবে, সে আরো বড় তারকা হবে। বাংলাদেশের তারকাজগত আরো বড় হবে।

চিন্তা করে দেখেন, ভারতের কোন তারকার কাহিনী এইরকম হইলে তাদের মিডিয়া কি করত? ১০০ চ্যানেল আর ৫০০ পত্রিকার সাংবাদিক ওবিভ্যান নিয়া দিনের পর দিন, রাতের পর রাত বাসার সামনে দাড়ায় থাকত। কথিত সেই প্রেমিকের পাড়ার পানওয়ালারও ইন্টারভিউ ব্রেকিং নিউজ হিসেবে আসত। এর ছাপ পড়ত আমাদের উপরেও। আমরাও সপ্তাহ-দুই সপ্তাহ এইটা নিয়া পড়ে থাকতাম।

এনিওয়ে, আখি ঘটনায় আমার খারাপ লাগসিল তার বাচ্চাটার (ওই লোক যার পিতৃত্ব দাবী করসে) জন্য। সে সম্ভবত স্কুলে মাত্র যাওয়া শুরু করসে বা খুব শিঘ্রি করবে। এত ছোট বয়সেই 'মায়ের অবৈধ পরকীয়ার ফসল' এই ট্যাগ তার জন্য খুব ভাল অভিজ্ঞতা না।

১৪ ই মে, ২০১০ রাত ২:৫২

ইচ্ছেফড়িং বলেছেন: সেটাই, মায়ের উদ্ধত অনৈতিক জীবনযাপনের গ্লানি বাচ্চাটাকে বহন করতে হবে। মানুষের হাতে হাতে রুশোর সঙ্গে মায়ের ঘনিষ্ঠ ছবির গ্লানি তাকে আজীবন টানতে হবে। তবে আদালতে এই ব্যাপারে কোন রায় হয়েছে কি?

আমার মনে হয় ব্যপারটা যখন এই পর্যায় পর্যন্ত গড়াই গেছে তখন আদালতের মাধ্যমে এটা দ্রুত নিষ্পত্তি করা দরকার, অন্তত সন্তানের মুখ চেয়ে। এতে একটা নৈতিক সাপোর্ট থাকবে ভবিষ্যতে।

২৩| ১৪ ই মে, ২০১০ সকাল ১০:৩৯

এ আর খান বলেছেন: একটা ডুয়েট করব চিন্তা করতাছি আখীর সাথে।

১৪ ই মে, ২০১০ বিকাল ৫:৪৬

ইচ্ছেফড়িং বলেছেন: আমিও সেইরকম কিছু ভাবছি সিরিয়াসলি। তবে ঠিক ডুয়েট না...। তয় তার আগে উনার উপর করা কেসটা কি হালে আছে জানা দরকার।

২৪| ১৪ ই মে, ২০১০ সকাল ১১:২৬

রাজসোহান বলেছেন: -

১৪ ই মে, ২০১০ বিকাল ৫:৫৪

ইচ্ছেফড়িং বলেছেন: রাজসোহান মাইনাস দিয়া জাতি উদ্ধার করছো ভালো কথা। তয় তুমি কারে দেখানোর লিগা ইদানিং সুশীল সাজতাছো হেইডা আমরা বুঝি।

২৫| ১৪ ই মে, ২০১০ সকাল ১১:৩৩

এস বাসার বলেছেন: আঁখি.............. আহারে!!!!!!!!!!

১৪ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০৫

ইচ্ছেফড়িং বলেছেন: মন খারাপ কইরেননা। আমরা আছিনা।

২৬| ১৫ ই মে, ২০১০ রাত ১২:১৮

অলস ছেলে বলেছেন: শুরু থেকেই আপনার এ পোষ্ট ফলো করলাম। সুন্দর। =p~ =p~ =p~ =p~

১৫ ই মে, ২০১০ রাত ২:৩২

ইচ্ছেফড়িং বলেছেন: খুশি হইলাম। তয় কোন খবর থাকলে শেয়ার করতে দেরি কইরেননা। বুজছেনতো এটা সকলের হক।

২৭| ১৫ ই মে, ২০১০ রাত ১২:৩০

শৈল্পিক ভাবনা বলেছেন: লেখক বলেছেন: রাজসোহান মাইনাস দিয়া জাতি উদ্ধার করছো ভালো কথা। তয় তুমি কারে দেখানোর লিগা ইদানিং সুশীল সাজতাছো হেইডা আমরা বুঝি।

সোহানরে নিয়ে বাজে কথা কইয়েন না।

১৫ ই মে, ২০১০ রাত ২:২৮

ইচ্ছেফড়িং বলেছেন: যান আর কমু না। তবে তারে ভাল হইতে কন, এই সকল পোস্ট বুঝনের তৌফিক যেন তার হয়।

২৮| ০১ লা জুন, ২০১০ রাত ২:২০

অ্যামাটার বলেছেন: ১২ আর ১৬র রিপ্লাই দেইখা বুঝলাম, আপনে সাধারণ ম্যাঙ্গো পাবলিক না।

২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৯

ইচ্ছেফড়িং বলেছেন: ধুরো আপনি কি যে কন। আচানক আচানক গিয়ানি কথাবার্তা কওন তো বুকাসুকা লোকেরই লক্ষণ বলিয়া জানি।

২৯| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৩

আরিয়ানা বলেছেন: কে উনি ?

২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১১

ইচ্ছেফড়িং বলেছেন: আপনে যে ইস্কুলের ছাত্রী, আঁখি সেই স্কুলের প্রিন্সিপাল।

৩০| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:১৮

ইচ্ছেফড়িং বলেছেন: ইদানিং কিছু আপডেট আসছে। মাস কয়েক আগে আমাদের আঁখি আপাজান মালদ্বীপ সফর করছেন। ছুডু একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে তিনি ভাড়া করা সাবমেরিনে করে ১ ঘন্টা সাগর পরিভ্রমন করে। তার সঙ্গে ছিলেন আমাদের হাবিবের আব্বাজান ফেরদৌস ওয়াহিদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.