নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকাল রোবটও ব্লগ লেখে ... এটা তারই নমুনা

Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear

অদ্ভুত

সে(অদ্ভুত) কখনো সিরিয়াস পোস্ট দিয়া ভাত পায় নাই - ধীরে বৎস পত্র পাঠাতে পারেনঃ oodvut এট ইয়াহু ডট কম নিচে ইনবক্সের লিংক দেয়া আছে।

অদ্ভুত › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে বড় বাংলা শব্দ

০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম সবচেয়ে বড় ইংলিশ শব্দ নিয়ে। সেটা যত সহজে পেয়েছিলাম, সবচেয়ে বড় বাংলা শব্দটা সেভাবে পেলাম না।



এখানে আমরা অনেক বাংলা ভাষাভাষী আছি। দেখি না বড় বাংলা শব্দটা বের করতে পারি কিনা। চেষ্টা করতে ক্ষতি কি?



আমার জানা সবচেয়ে বড় শব্দ 'অঘটনঘটনপটিয়সী'। আপনার?

মন্তব্য ১১ টি রেটিং +৫/-১

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

দুরের পাখি বলেছেন: বঙ্কিমের কপালকূন্ডলা উপন্যাসে অনেকগুলা ছিলো, একটা মনে আইতাছে > নিশীথবনভ্রমণবিলাসিনী

০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

অদ্ভুত বলেছেন: হুম, অঘটনঘটনপটিয়সী র চেয়ে বড় দেখা যায়

২| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

পুরাতন বলেছেন: অঘটনঘটনপটিয়সী

৩| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

জেনন বলেছেন: শোকেইসে রাখলাম..........হয়তো জানা যাবে বড় বাংলা শব্দটি..........অপেক্ষায় রইলাম..............

৪| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

ছুক্কুরালী বলেছেন: আরেকটা আসে। নিচে দিলাম

ছুক্কুরালীকডিনকমাপডায়সা।

৫| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

ছুক্কুরালী বলেছেন: সোরি বানান বুল অয়া গ্যাসে। আবার ল্যাকলাম।
ছুক্কুরালীকডিনকামপডায়সা

০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

অদ্ভুত বলেছেন: বাউরে, কি লেখলেন একটু বুঝায়ে দেন

৬| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

ছুক্কুরালী বলেছেন: ছুক্কুরালীকডিনকামপডায়সা মানে অইলো
ছুক্কুরালী কিডন কাম করতে পডু।

৭| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

ছুক্কুরালী বলেছেন: সোরি আবার বানান বুল... আবার ল্যাকলাম
ছুক্কুরালী কডিন কাম করতে পডু।

০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৮

অদ্ভুত বলেছেন: এই ভাষার নাম কি? :P

৮| ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৯

ছুক্কুরালী বলেছেন: আরে এইডা তো খাস বাংলা, আইমিন খাস ক্ষেউত্তা বাশা। আর ক্ষেউত্তা ব্য....করণ বইয়ে "ছুক্কুরালীকডিনকামপডায়সা" শব্দ সংক্ষ্যাপডা ফাইব্যান। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.