![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
. ( আবেশ )
আবু রায়হান ইফাত
পৃথিবীর মাঝে যত সৃষ্টিই আছে তাদের মাঝে সবচেয়ে আবেগ প্রবণ হলো মানব জাতি। মানুষের মন কখনোই বুঝা সম্ভব না, কখন যে মানুষের মন কোথায় পতিত হয় তা ও বুঝা দায় ।
পৃথিবীর মাঝে এমন কিছু মানুষ আছে যাদের মন কোথায় ও স্থির হলে চিরকালই সেথায় রয়ে যায় , যদিও কখনো যে ব্যক্তি বা বস্তুর উপর মন স্থির হয়েছিল তাহা জীবন থেকে হারিয়ে যায় কিন্তু সেই ব্যক্তি বস্তুর প্রতি ভালোবাসা চিরকালই থেকে যায়।
সেই অন্তরস্থ ভালোবাসার কারনেই সর্বদা প্রিয় মানুষটির কথা মনে পড়ে, এবং তাহার সাথে কাটানো কিছু হৃদয় গাঁথা স্মৃতি বারবার হাতছানি দিয়ে ডাকে , সেই স্মৃতি আর অন্তরস্থ ভালোবাসায় সৃষ্টি হয় তাহার প্রতি এক অপ্রকাশিত আবেশ ।
গল্পটি তেমনই একজন মানুষ কে নিয়ে, যার মনে কোনো একসময় সৃষ্টি হয়েছিল অন্তহীন ভালোবাসা। আর তার অন্তরস্থ ভালোবাসার আবেশে সৃষ্টি হওয়া একটি গল্প ..........
ছেলেটির নাম ইফাত, মধ্যবিত্ত পরিবারের সন্তান । মা, বাবা এবং ছোট ভাই কে নিয়ে গঠিত তাদের পরিবার।
বাবা পেশায় শিক্ষক, মা গৃহিণী , ছোট ভাইটি পড়াশোনা করে, আর ইফাত পড়াশোনায় প্রথম সারির একজন ছাত্র ছিল , ইন্টারমিডিয়েট পাশ করার পর উচ্চশিক্ষার্থে ভর্তি হওয়ার কয়েক দিন আগে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় বিদেশ চলে যাবে কিন্তু কাউকে বলে নি কেনো তার হঠাৎ এই সিদ্ধান্ত। ইফাতের পরিবার ও মেনে নিয়েছিল সেই সিদ্ধান্ত আর ইফাত চলে যায় বিদেশে , এবং সেখানে গিয়ে কাটাতে থাকে জীবন।
একদিন ইফাত রাতে ফেসবুক ওপেন করে এবং দেখে “অচেনা মানুষ” নামের অপরিচিত একটি বন্ধুত্বের অনুরোধ এসেছে , ইফাত আইডি চেক করে এবং অনুরোধ গ্রহন করে।
হঠাৎ একটি বার্তা আসলো ওই আইডি থেকে ......
অচেনা মানুষ : কেমন আছেন...??
ইফাত : এইতো ভালো , আপনি.....??
অচেনা মানুষ : ভালো, কি করেন...??
ইফাত : এইতো চ্যাটিং , আপনি...??
অচেনা মানুষ : অনেক মিস করি
ইফাত : কাকে......??
অচেনা মানুষ : ধরে নিন আপনাকে...
ইফাত : ওয়াও, যাক কেউ একজন আমাকে মিস করে, আচ্ছা, আমাকে মিস করা মানুষটির পরিচয় কি জানতে পারি......???
অচেনা মানুষ : আপাতত, না জানলেই ভালো হবে
ইফাত : কিন্তু আমিতো অচেনা কারো সাথে চ্যাট করি না।
অচেনা মানুষ : তো, কি হয়েছে আমার সাথে করবেন
ইফাত : পারবো না
অচেনা মানুষ : যদি বলি আমি আপনাকে ভালোবাসি
ইফাত : হা..হা..হা , চেনা নাই , জানা নাই এটা কি করে সম্ভব ... নিশ্চয়ই ফান...??
অচেনা মানুষ : সিরিয়াসলি আমি আপনাকে অনেক ভালোবাসি
ইফাত : সম্ভব নাহ
অচেনা মানুষ : কেনো....??
ইফাত : প্রথমত, আমি আপনাকে চিনি না, জানি না , দ্বিতীয়ত, আমার মন অনেক আগেই একজন কে দেওয়া হয়ে গেছে, সুতারং আমার পক্ষে সম্ভব না
অচেনা মানুষ : ভালো, মানুষটি কে... তা কি জানতে পারি...??
ইফাত : হুম, আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা।
অচেনা মানুষ : সে আপনাকে ভালোবাসে ...???
ইফাত : জানিনা, হয়তো ভালোবাসে।
অচেনা মানুষ : তাই ...?
ইফাত : হুম।
অচেনা মানুষ : চারচোখ.....
ইফাত : মানে কি...??
অচেনা মানুষ : মানে হলো... মেয়েটি আপনাকে চারচোখ বলে ডাকতো তাই না...?
ইফাত : হুম, কিন্তু আপনি জানলেন কিভাবে...??
অচেনা মানুষ : ভালোবাসি তো তাই, আচ্ছা আপনার মনে আছে ওই মেয়েটির দিকে যে আপনি ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকতেন.....
ইফাত : আপনি জানেন কিভাবে ...??
অচেনা মানুষ : আর একদিন মোটর সাইকেল চালানো অবস্থায় তার দিকে তাকাতে গিয়ে এক্সিডেন্ট করেছিলেন তাই না....??
ইফাত : আপনি আমার সম্পর্কে এতো কিছু জানেন কিভাবে, আচ্ছা বলেন তো আপনি কে...??
অচেনা মানুষ : বলবো না, মনে পড়ে... আপনি বিদেশ যাওয়ার আগের দিন তার সাথে সিএনজি তে বসে কিছু বলতে গিয়েও বলতে পারেন নি.....??
ইফাত : তার মানে তুমি লামিয়া .....???
অচেনা মানুষ : হুম, আজও আছি অপেক্ষায়
ইফাত : ভালোবাসি অনেক ভালোবাসি
অচেনা মানুষ : আপনি এতো ভিতুরডিম ক্যানো ...??
ইফাত : ক্যান, কি করলাম আমি ..??
অচেনা মানুষ : বলেন নি ক্যানো...??
ইফাত : কি...??
অচেনা মানুষ : ভালোবাসি
ইফাত : ভয় পেতাম, যদি হারিয়ে যাও
অচেনা মানুষ : হারাবো না
ইফাত : ভালোবাসি শুধু তোমাকে
অচেনা মানুষ : আমি ও আপনাকে অনেক ভালবাসি ।
ইফাত : থাকবে চিরকাল আমার সাথে....??
অচেনা মানুষ : যতদিন প্রাণ আছে ততদিন শুধু আপনাকেই ভালোবাসবো।
ইফাত : এই দিনটির অপেক্ষায় ছিলাম
অচেনা মানুষ : আমিও
আর কথা বলা হলো না, মুয়াজ্জিন এর ডাকে ঘুম ভেঙ্গে গেলো ইফাতের , লাফ দিয়ে উঠে মোবাইল টা হাতে নিলো দ্রুততার সহিত মেসেঞ্জার চাল করলো উপর নিচ সকল চ্যাট লিস্ট দেখলো কিন্তু আশান্বিত কিছুই খুজে পেলো না বুঝতে পারলো এটি স্বপ্ন ছিলো।
লামিয়ার প্রতি ইফাতের অপরিমিত ভালোবাসার আবেশই তাকে বার বার এমন স্বপ্ন দেখায় ।
ইফাত ভাবতে থাকে লামিয়ার কথা আর মনের ভিতর তীব্র আকাঙ্ক্ষা যদি স্বপ্ন গুলো সত্যি হতো।
ভালোবাসা আসলেই এমনই এক অনুভুতি যা কখনো ভুলা সম্ভব না।
শুধু গল্পের ইফাত 'ই না এমন হাজারো ইফাত রয়েছে যাহারা ভালোবাসে কিন্তু প্রিয়জনের নিকট তা প্রকাশ করতে পারে না অথচ তাহারা প্রিয়মানুষটি কে ছাড়া কিছুই ভাবতে পারে না এবং প্রতিনিয়ত ভালোবাসার আবেশে সৃষ্টি হওয়া স্বপ্ন দেখে যায় ।
©somewhere in net ltd.