| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
         ( মনের মানুষ )
                    
  
হঠাৎ কে যেন পিছন থেকে ডাকিলো আমারে,
বলিল সে,  একা কেন বসে  এই নির্জনে ।
ভাবিতেছ কি কিছু তোমার মনের গহীনে ..?
এমন কেউ কি আছে  গাঁথা তোমার এই অন্তরে ,
যাহার কথা তুমি ভাবিতেছ  বসে এই নির্জনে।
বলিলাম তখন আমি ...
হুম,  ঠিকই ধরেছ  তুমি  -
ভাবিতেছি আমি একা এই নির্জনে  বসে  
আমার মনের ভিতর বাস করা মানুষ টি কে, 
যাকে আমি ভালবাসি আমার মনে প্রাণে।
 বলিল সে,  জানতে কি পারি আমি..,
তোমার সেই মনের মানুষ টি কে ??
বলিলাম আমি কেন নয়,  
শুনো.. বলছি আমি তোমায়  সব খুলে,
মায়াবী  রূপবতী  কন্যা সে,  যেন এক স্বর্গের অপ্সরী,
চেহারায় লেগে থাকতো সদা মন কেড়ে নেওয়া এক মিষ্টি হাসি।
সেই প্রথম যেদিন দেখেেছিলাম আমি তাকে
সেদিন থেকেই আমি মত্ত শুধু  তার প্রেমে।
 আর কিছু বলিবার ভাষা নেই এখন আমার মুখে,  
একটা বলিব শুধু শেষে,
যতদিন আমি থাকবো বেঁচে  এই ভবে..
ততদিন সেই বসবাস করবে শুধু এই মনে ।
 লিখা :-   আবু রায়হান ইফাত 
 
২৮ শে ডিসেম্বর, ২০১৬  দুপুর ২:৪২
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ১০:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম।