![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
অপেক্ষা আজও রয়ে গেলো,
ঘড়িরকাটা ঘুরে ঘুরে কতইনা দিন-রাত অতিবাহিত হলো,
অপেক্ষা থেকে যায়, চিরকাল'ই থেকে যায়
মানুষগুলো ফেরার অপেক্ষায় ।
ফেরা হয়না আর, মানুষগুলোর ফেরা হয়না
ভুলে যায়, ভুলে যায় সব স্মৃতিকাঁথা ,
নিঃস্ব করে দেয়, দূরে চলে যায় ...!
ভালোবাসে না, ভালোবাসা অনুভব করে না
এক মহা হাহাকারে নিক্ষেপ করে যায় ।
ভালোবাসা থেকে যায়, বেদনার প্রহর বেড়ে যায় ।
স্মৃতিগুলো থেকে যায়, স্মৃতিগুলো কাঁদায়
অশ্রুহানি ঘটায় নয়নজোড়ায় ।
অসহায়, ভালোবাসা আজ বড্ড অসহায়
স্বার্থপর ভুবনে ভালোবাসা যেনো মরীচিকা,
ভালোবাসা আজ মত্ত অনুভূতি নিয়ে খেলায়
দূরে চলে যায় সবে , রেখে যায় একাকীত্বতা ,
মস্তিষ্কে বিঁধে যায় হারানো স্মৃতিকাঁথা
বিরহে -বেদনে নাড়ি যেনো ছিড়ে যায় ,
তবুও ভালোবাসা থেকে যায় ।
#চাইরচোখ
©somewhere in net ltd.