| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
 
দূরত্ব যাচ্ছে বেড়ে, সময় পুরাচ্ছে তেড়ে
বিন্দু বিন্দু ক্ষণে ক্ষণে, 
বিষাদের নৌকা পাড়ি জমাচ্ছে গভীরে, 
ভালোবাসা সীমাবদ্ধ আজ সময়ের রোষাণলে,
সময় কেটে যায়, ভালোবাসা হারিয়ে যায় ...
দুর থেকে বহুদূরে ।
বিশ্বাসের দরজা আজ বড্ড নড়বড়ে, 
ঝড় এসে কখন ভেস্তে যাবে কে জানে..?
কালের টানে, সময়ের তালে
ভেস্তে যায় বিশ্বাস কালবৈশাখীর ন্যায়ে, 
ভালোবাসা ঠাই পায় অবিশ্বাসের অনলে,
হারিয়ে যায় মহাকাশের শূণ্য বায়ুমন্ডলে ,
ভালোবাসা ঘুরে বেড়ায় হাহাকারে।
ক্লান্তিকতা আসে নেমে, আশ্রয় খুঁজে বেড়ায় মানব মাঝে।
হারাবার সময় এগুচ্ছে তীব্র বেগে,
ভালোথাকুক যে যার মতো করে । 
আমি হারাবো অতৃপ্ততা নিয়ে, এক মহাসুখের খোঁজে
মহাশূণ্যতায় মিশে, মৃত আত্মা নিয়ে আড়ালে। 
পাড়ি জমাবো ছায়ালোকে, অতৃপ্ত আত্মাদের দেশে 
তৃপ্ততার খোঁজে।
ভালোবাসায় হারিয়ে যায় আজ এক নিমিষে,
আমি থাকবো ভবেতে কোন আশায় বেঁচে,
বিচ্ছেদে আমার কার'ই বা কি আসে ..?
দুফোটা অশ্রুও স্থান পাবে না কারো নয়নে 
আড়াল হবো অচিরেই, সময়ও সন্নিকটে।
#চাইরচোখ
ছবি - দেবরাজ চক্রবতী
 
১০ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:১৫
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ ।
২| 
১০ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৮
তারেক ফাহিম বলেছেন: চমৎকার কবিতা
 
১০ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:০৬
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ ।
৩| 
১০ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:১১
অলিউর রহমান খান বলেছেন: ভালো লাগলো। সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
 
১০ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:১৬
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ।
৪| 
১০ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৪৭
জাহাঙ্গীরএকা বলেছেন: দারুন লিখেছেন ভাই
 
১০ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৫:৪৭
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।