| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
 
মেঘকন্যা,
তোমার কি একটুও মনে পড়েনা সেই দিনগুলির কথা..?
শীতের সকালগুলোর কথা ....
এই তো আবার সেই শীতের সকালগুলো প্রকৃতির নিয়মে ক্রমান্বয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছে জনপদবহুল এই পৃথিবীতে, 
কুঁয়াশাভরা সকালগুলো এখনো আসে, গাঁয়ের মেঠোপথের দূর্বাগুলো আজও রূপালী বর্ণ ধারণ করে, 
মুক্তাকণার মতো করে বিন্দু বিন্দু শিশির জমে। 
প্রকৃতির সব কিছুই আগের মতো অবিরত রয়েছে ,
সব তার নিজের মতোই করে, 
শীতের শেষে আবার বসন্ত ফিরে আসে কুকিলের কুহুতানে ।
জানো, 
প্রকৃতি তার চিরাচরিত রীতিতেই বহমান, 
চলে যায় আবার ফিরে আসে। 
শুধু ফিরে আসে না, 
ফিরে আসে না সেই শীতের সকাল গুলো,
ভালোবাসা মাখা সেই অনুভূতিগুলো।
কনকনে শীতের সকালে ক্যাম্পাসের বারান্দায় কুঁয়াশাচ্ছন্ন আবহে চতুর্দশী সেই তরুণীর দেখা মেলে না,
চোখের ভাষায় মিষ্টি হাসিতে আর কথা হয় না।
জানো, 
ভালো আছি আজ, অনেক ভালোথাকি
শুধু ক্যাম্পাসের সেই দিনগুলি বড্ডমিস করি, 
চতুর্দশী সেই তরুণীর চোখের চাহনি মিস করি ।
জানো, 
মাঝে মাঝে আমি ডুব দেই, সেই হারানো দিনগুলোর মাঝে,
স্মৃতির আয়নায় তখন আপনগতিতে প্রতিবিম্বিত হয় ভালোবাসা মাখা মুহূর্তগুলি। 
তখন আর নিজেকে স্থীর রাখতে পারি না, 
মজে যাই তখন অ্যালকোহলের মাঝে ,
হৃদয়ের অপ্রকাশিত কিছু হাহাকার থেকে মুক্তি পেতে।
জানো,
আমি নিকোটিন এখনো স্পর্শ করে দেখিনি, 
অথচ নিকোটিন'ই আজকাল হৃদয়জ্বালা মেটাতে খুব বেশি গ্রহন করে । 
কিন্তু,
আমি এখনো স্পর্শ করিনি,
আমি কথা দিয়েছিলাম সেই চতুর্দশী কে কখনো নিকোটিন স্পর্শ করবো না ।
জানো,
আজ আমার অব্যাক্ত কথাগুলো শুনার কেউ নেই,
সেই মানুষটি আজ অন্যত্রে স্বপ্নবুনে,
আমায় হাহাকারে নিমজ্জিত করে।
বয়ে গেছে এখন সব, মানিয়ে নিয়েছি নিজেকে বিবর্তনের সাথে। 
কিন্তু ভালোবাসা ত্যাগ করতে পারিনি ।
জানি, 
আজ আমি তোমার চক্ষুশূলে বাস করি
তবুও সেই তোমাকেই ভালোবাসি, 
এখনো মরীচিকার পিছনে ছুটে চলি,
মিথ্যা স্বপ্ন দেখি। 
এটাও জানি, 
প্রেমিকদের স্বপ্ন দেখা মস্তবড়ভূল,
প্রেমিকদের স্বপ্নগুলো দুমড়ে-মুচড়ে যায়,
তবুও দেখি, নিভৃতে ভালোবাসি।
আর অামৃত্যু ভালোবেসেই যাবো।
তবুও,
ভালোথেকো, চিরন্তর সুখে থেকো ।
#চাইরচোখ
 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:১০
আবু রায়হান ইফাত বলেছেন: বেদনা আকুতিগুলোকে দীর্ঘায়িত করে
২| 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:১৮
শাহিন-৯৯ বলেছেন: চমৎকার কবিতা, প্লাস।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:১১
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ।
৩| 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:১১
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ।
৪| 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:১১
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ।
৫| 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:০৮
আকিব হাসান জাভেদ বলেছেন: নিকোটিন খারাপ জিনিস, যাহা অন্যত্র সপ্নবুনে তার জন্য নিকোটিন নয়। অন্যযাত্রা নতুন করে সপ্নবুনেন।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:১৫
আবু রায়হান ইফাত বলেছেন: কিছুকিছু স্বপ্ন কখনও নয়া স্বপ্ন বুনতে দেয়না।
৬| 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:১৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেক ভালো লাগা।
 
১৪ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৫:১২
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ।
৭| 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৪০
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
 
১৪ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৫:১৪
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ।
৮| 
১৪ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৪২
জাহিদ অনিক বলেছেন: 
তবুও ভালোবাসা বাসি, তবুও ভালো থাকবেন।
 
১৪ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৪২
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোই আছি, ভালোই থাকি ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:২৫
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অসাধারণ আকুতি