| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

ফাগুন এসেছে বসন্তও ফিরেছে 
ফুল ফুটেছে, ফুল ফুটেছে রে...।
কোকিলের কুহুতানে পৃথিবী মেতেছে
বসন্ত এসেছে রে.., বসন্ত এসেছে।
গগনতলে আজ ভালোবাসা হাসিবে 
ফাগুনে সে আজ বসন্তের সাঁজে, 
অদৃশ্য ভালোবাসা তারে পিছুটানে 
অদৃশ্য থেকেই শুধু ভালোবাসে।
তিমির রাতের অন্ধকারের সেই ছেলেটি
ফাগুন তাহার আসেনি, বসন্তও ফেরেনি,
ভালোবাসা হারিয়েছে ৩৬ মাস পার হলো
এখনো ভালোবাসা ফেরেনি। 
ভালোবাসা হারিয়েছে, হারিয়েছে বসন্তের রাণী,
ভালোবাসার গভীরতার সে মূল্য দেয়নি।
ফাগুন তো এসে গেছে
পাঠ্যবার্তাও ছড়িয়ে ছিটিয়ে।
ভালোবাসা গনীভূত আকাশের কালোমেঘে ।
- বসন্ত এসেছে, শুভেচ্ছা নিও সাদরে
- বসন্ত ফিরে নাই, তবুও কৃতজ্ঞতা রইলোরে
- এ কেমন উক্তি.? বসন্ত নাকি ফেরেনি...?
- ফাগুন এসেছে, সে তো আসেনি
- একটা হারিয়েছে আর কেনো খোঁজো নি....
- ফাগুন একবার'ই আসে মনে, 
স্মৃতিগুলো আজও নিভৃতে কাঁদিয়ে চলে।
- তবে কেনো তারে আনো নাই ফিরিয়ে ...?
- যে চলে যায়, সে কভুও ফেরে নারে,
ভালো থাকুক সে এই বসন্তেও এ ...। 
ভালোবাসা বাচুঁক আমার আত্মমস্তিষ্কে।
হারাতে চেয়েছে সে অন্যভূবনে
বসন্তে খুঁজে পায় যেনো তার ভুবনটারে ।
ফাগুন এসেছে, বছর পেরিয়ে
চলে যাবে আবার আসিবে।
ভালোবাসা গুলো আবার মাতিবে।
অন্ধকারের ছেলেটি অন্ধকারেই থেকে যাবে
ভালোবাসা হারিয়ে গগনবিদারী এক মহাহাহাকারে ,
তবু ভালোবাসা মেতে উঠুক প্রতিটি প্রাণে প্রাণে।
#চাইরচোখ
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৭
আবু রায়হান ইফাত বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
২| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৭
আবু রায়হান ইফাত বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা ।
৩| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪২
মোস্তফা সোহেল বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইল ভাই।
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১:২১
আবু রায়হান ইফাত বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা ।
৪| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:০৭
সৈয়দ ইসলাম বলেছেন: 
চমৎকার কবিতা। ভালোলাগা জানবেন।
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১:২১
আবু রায়হান ইফাত বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, আবার আসবে ।
ফাল্গুনের শুভেচ্ছা ।