| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।

নিকোটিন কাছে টানছে আমায়, 
নয়তো অ্যালকোহল । 
প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে সে
মাতিয়ে রেখে নেশায়।
বছর তিনেক হয়ে গেলো পার
ফেরা আর হলো না। 
প্রাক্তন,
সে আজ প্রাক্তন
আমার আর হলো না। 
বেলাগুলো আমার কেটে যায় 
তার ফেরার অপেক্ষায়,
ফেরে না সে তবুও ফেরে না।
সে যে আমার হয় না, 
হয়তো হবেও না, মাথা গুঁজে অন্য বক্ষাঙ্গিনায়।
নেশা কাটাতে নিকোটিন কাছে টানছে আমায়,
নয়তো অ্যালকোহল। 
রক্তকনায় মিশে আছে সে
ভুলা যায় না। 
রক্তকনায় বড্ড প্রয়োজন আজ
নিকোটিন, অ্যালকোহলের মিশ্রিত ছোঁয়া।
থাকুক সে প্রাক্তন'ই,
যদি না ফিরিতে চায়।
কাটিয়ে দিবো দুবেলা
নিকোটিন আর অ্যালকোহলের ছোঁয়ায়।
#চাইরচোখ
©somewhere in net ltd.