| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
আমি আবারো প্রত্যাবর্তন করেছি,
জমে থাকা সব অভিমানগুলো নিংড়ে দিয়ে
সাবলীল সেই অতীত ফিরে পেতে
আমি আবারো প্রত্যাবর্তন করেছি। 
কিন্তু এবারও উপেক্ষিত হয়েছি, 
ভিন্নতা এবারও স্থান পায়নি এ গল্পে
উপেক্ষাই চির বহমান ।
আমি এক বুক আশা নিয়ে ফিরেছিলাম
হয়তো বিলিয়ে দিবে শুভ্র গোলাপের গালিচা 
প্রত্যাখ্যাত সেই আশা 
চূর্ণ হয়ে স্থান করে নিলো ধোঁয়াশায়
উপেক্ষিত এবারও আমি।
আমি আবারো প্রত্যাবর্তন করেছি
শুভ্রতার ছোঁয়ায় রঙিন প্রজাপতির পিছু নিতে
ভালোবাসায় আবারো পৃথিবী মাতাতে
নব্যাঙ্কুরে আবারো ভালোবাসার বীজ ফোটাতে।
আমি উপেক্ষিত,
আমি এবারো উপেক্ষিত
অগ্রাহ্যতায় স্থান করে নেয় ভালোবাসা
যুগ যুগ ধরে বিস্তৃত হয় অতৃপ্তা,
তবুও
আমি আবারো প্রত্যাবর্তন করেছি।
#চাইরচোখ
 
২১ শে মে, ২০১৮  রাত ১০:৫৯
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ
২| 
১৮ ই মে, ২০১৮  রাত ১০:২২
সনেট কবি বলেছেন: মন্দ লাগেনি।
 
২১ শে মে, ২০১৮  রাত ১০:৫৯
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ
৩| 
১৮ ই মে, ২০১৮  রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
২১ শে মে, ২০১৮  রাত ১০:৫৯
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ
৪| 
১৯ শে মে, ২০১৮  রাত ১২:০৬
মাথাবযাথা বলেছেন: ভালো লাগলো
 
২১ শে মে, ২০১৮  রাত ১১:০০
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ
৫| 
১৯ শে মে, ২০১৮  সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
২১ শে মে, ২০১৮  রাত ১১:০০
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৮  রাত ৯:৫২
ল বলেছেন: ভালো লেখনি