![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
এই শহরে একদিন উড়বে আমার মৃত্যুর নিশান ,
ঝুলে থাকবে হয়তো সিলিং ফ্যানের সাথে,
নয়তো নিথর হয়ে পরিত্যাজ্য খোসাগুলোর পাশে।
নৃশংসতায় প্রাণ উড়ে ফালাবে দেহ খাঁচা ছেড়ে
অতৃপ্ততায় দেয়াল এঁকে দিয়ে
দেহ-আত্মা রবে দুই পৃথিবীতে।
সেদিন কি হাহাকারের সৃষ্টি হবে তোর বুকেতে..?
২১ শে মে, ২০১৮ রাত ১১:১৫
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ ।
২| ২১ শে মে, ২০১৮ রাত ১১:১৮
কাইকর বলেছেন: বেদনাময় কবিতা।সুন্দর লিখেছেন।সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।ধন্যবাদ আপনাকে
২১ শে মে, ২০১৮ রাত ১১:২৩
আবু রায়হান ইফাত বলেছেন: নিশ্চয়ই
৩| ২১ শে মে, ২০১৮ রাত ১১:১৯
সনেট কবি বলেছেন: আগেই বুঝলুম একটা ‘ধন্যবাদ’ কপালে ঝুটছে। কারণ এমন আগেও পেয়েছিলাম!
২১ শে মে, ২০১৮ রাত ১১:২২
আবু রায়হান ইফাত বলেছেন: ঠিক তেমন না দাদা,
ভালোবাসা নিবেন
৪| ২২ শে মে, ২০১৮ রাত ১২:৩৩
অর্থনীতিবিদ বলেছেন: মৃত্যু মানেই তো হাহাকার আর শূন্যতা।
২২ শে মে, ২০১৮ রাত ১২:৩৫
আবু রায়হান ইফাত বলেছেন: আপন মৃত্যু হাহাকার আর শূন্যতা থেকে মুক্তি দেয় ।
৫| ২২ শে মে, ২০১৮ রাত ২:১৫
স্ব বর্ন বলেছেন: অতৃপ্ততায় দেয়াল একে দিয়ে
দেহ-আত্মা রবে দুই পৃথিবীতে।
সেদিন কি হাহাকারের সৃষ্টি হবে তোর বুকেতে..?
সুন্দর প্রকাশ জাগতিক উদারতা!!
২২ শে মে, ২০১৮ রাত ১১:০৬
আবু রায়হান ইফাত বলেছেন: অতৃপ্ততায় ঘিরেই প্রতিনিয়ত অতিবাহিত হয় আমাদের দিনগুলো, এক সময় অতৃপ্ততা ঘিরেই আমাদের হারাতে হয় মহাশূন্যে ।
৬| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
২২ শে মে, ২০১৮ রাত ১১:০৬
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা রাখবেন
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৮ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: সুন্দর।