![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
নগ্নতা নয় প্রভু, ভালোবাসা দাও
দৈহিক মিলন নয় প্রভু, আত্মিক মিলন দাও
দেহ তৃপ্তি গণিকালয়ে মেলে, আত্ম তৃপ্তি নয়
তবে কেনো নগ্নতা আর ভালোবাসা এক অংকে নাও.?
নগ্ন বক্ষে প্রভু হিংস্রতা বাড়ে, লালসার জ্বল জিহ্বে আসে
কামনার রঙে প্রভু চক্ষু রাঙে,
ভালোবাসা নয় প্রভু, দেহ তখন মোহতে মজে
প্রভুু ভালোবাসা ফিরিয়ে দাও, আত্মিক টান যাতে চিরকাল রয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
আবু রায়হান ইফাত বলেছেন: ধন্যবাদ দাদা।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা নিবেন দাদা
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
আহমেদ জী এস বলেছেন: আবু রায়হান ইফাত ,
ভালোবাসা আর নগ্ন লালসা বুকের ভেতরে পাশাপাশিই বাস করে । লালসাকে জয় করতে জানেন যিনি , ভালোবাসায় জয় হয় তারই । এ জন্যে প্রভুর দ্বারস্থ হবার দরকার নেই মনে হয় । নিজেকে চিনে নিলেই হয় ।
সুন্দর হয়েছে কবিতা ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
আবু রায়হান ইফাত বলেছেন: কাম দহন করতে প্রভুর শরণাপন্ন হতে হয়, প্রভু চাইলেই নিজেকে চেনা যায় আর তখনই জয় হয় কামের।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
কথার ফুলঝুরি! বলেছেন: খুব ভালো বিষয়বস্তু । আমাদের ভালোবাসা কাম্য, নগ্নতা নয় ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
আবু রায়হান ইফাত বলেছেন: আমাদের ভালোবাসা কাম্য, নগ্নতা নয় । কিন্তু বর্তমানে সম্পর্কগুলোতে নগ্নতাই যেন মুখ্য। তবুও চাই জয় হোক ভালোবাসার।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
শাহাদাত নিরব বলেছেন: সুন্দর বলেছেন
নগ্নতা নয় , ভালোবাসার জয় হোক ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
আবু রায়হান ইফাত বলেছেন: জয় হোক ভালোবাসার।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
এস এম ইসমাঈল বলেছেন: বাহ! দার্শনিক উক্তি। চালিয়ে যান।