নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক ভীষণ আমলাতন্ত্রের খপ্পরে পড়েছিলাম। সেইবার খুকুর জন্য একটুকরো অন্ধকার খুব জরুরী হয়ে পড়েছিল। খুকু মোটেই ঘুমায় না, নিরন্তর নির্ঘুমে, আমার খুকু যেন কেমন হয়ে যেতে লাগলো। বৈদ্য দেখে বললেন, “বিরল অসুখ, তবে রাজ্যের অন্ধকার সব লুট হলে এই রোগ দেখা যায় বটে। এখন তো অন্ধকার ছাড়া আর কোন গতি দেখিনা। যেখান থেকে পার কিছু অন্ধকার নিয়ে আস... ”
অতঃপর আমি অন্ধকারের খোঁজে বের হলুম। শুরুতেই গেলাম সকালের কাছে। সকালের টেবিলখানিই না সবার আগে। ‘একটুখানি অন্ধকার চাই’- দাবী পেশ করা মাত্র সকাল এমন আজব তাচ্ছিল্য করল, রোদের তেজটাও যেন একটু বেড়ে উঠল। ‘অন্ধকার চাই তো আমার কাছে কেন? এমন আহাম্মক তো সূর্য জন্মানোর পরে আর দেখিনি। পথ ছাড় বাপু। ওসব অন্ধকার আমার বিভাগে না। সরে দাঁড়াও, সরে দাঁড়াও।’
নিতান্তই লজ্জা পেয়ে মুখ লুকিয়ে সরে আসলাম। আমাকে এক কোনে অসহায় দাঁড়িয়ে থাকতে দেখে একটা বক এগিয়ে আসল, ‘আমার একটুখানি অন্ধকার চাই’- শুনে বকটা কেমন বিভ্রান্ত হয়ে একটু ভাবল, তারপর বলল, ‘আমি তো অন্ধকারের খোঁজ পুরো জানিনে। আমি একটুখানি গোধুলীর দাবী নিয়ে এসেছি সন্ধ্যার কাছে। আমার ছানাটাকে গোধূলির আলোয় নিরুদ্দেশের পানে উড়ে যাওয়া শেখাতে চাই। তুমি সন্ধ্যার সাথে কথা বলে দেখতে পার। ’ সাদা ঝলক মেলে বক উড়ে যায় সন্ধ্যার পানে।
উপায়ন্তর না দেখে আমিও তাই ভাবলাম, সন্ধ্যার কাছেই যাব। পথে দুপুরের সাথে লাগলো এক ধাক্কা, তখন গলা শুকিয়ে কাঠ। বিরক্ত দুপুরের পথ থেকে সরে আসতে আসতে আমি কপালের ঘামটুকু মুছে ফেলি, আমার তো হাল ছাড়ার কোন উপায় নেই, খুকুর জন্য একটুখানি অন্ধকার যে চাইই চাই।
বিকেল পেরিয়ে যখন সন্ধ্যার কাছে আসলাম, তখন সন্ধ্যা যায় যায় ভাব। আকাশের পশ্চিম পাড়ে সিঁদুর রঙের আঁচল বিছিয়েছে সাঁঝ , রূপের বিভায় কেমন যেন ধাঁধা লেগে যায়। বার বার ঘড়ি দেখা দেখে বুঝলাম সন্ধ্যার খুব তাড়া। আমার অন্ধকারের দাবি শুনে বলল, ‘আসলে আমার তো একদম সময় নেই, আমার অফিস এখনি বন্ধ হবে। তোমার একটুখানি সন্ধিপ্রকাশ গোধুলি লাগলে বোলো।’ ‘গোধুলী নয়, আমার অন্ধকার চাই, আমার খুকু... ’ মুখ থেকে কথা কেড়ে নিয়ে অস্থির সন্ধ্যা বলল, ‘তা বেশ তো অন্ধকার লাগে তো রাত্রির কাছে যাও না কেন, তোমায় দেখে মায়া লাগলো বলেই না এত কথা খরচ করলাম।’ বলেই ঝপ করে টেবিল গুছিয়ে সন্ধ্যা পাহাড়ের ওপাশে হারিয়ে গেল।
দূরে দেখলাম একটা বক তার ছানাকে নিয়ে উড়ে যাচ্ছে। খুকুর জন্য পড়ন্ত বেলায় আমার মনটা হু হু করে উঠলো। থামলে চলবে না, এগিয়ে গেলাম আবার। দেখলাম অন্ধকারচ্ছন্ন, ধূলোমাখা একখানা টেবিল। পদবী দেখে বুঝলাম এটাই তাহলে রাত্রির দপ্তর। অন্ধকার বুঝি এবার মিলবে। কিন্তু কই, কোথাও যে কাউকে দেখছিনা। একটু পরেই নোটিশখানা চোখে পড়ল, ‘যুবরাজ সুর্যের সাথে বিবাদে রাত্রির অন্ধকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল।’ এবার? এবার তবে কি হবে? আর আমার সইল না, হাঁটুমুড়ে বসে পড়লাম। এতদূর থেকেও যেন আমার কানে ভেসে আসছে খুকুর নির্ঘূম কান্না। আমি অন্ধকার ছাড়া ফিরব কি করে?
আমার বুঝি আর কোথাও ফেরার নেই, আমার বুঝি কোথাও যাওয়ার নেই। আমার বুঝি আর কোথাও কেউ নেই। এইভাবে অল্পক্ষণ নাকি বেশিক্ষন কে জানে, হঠাৎ করে মনে হল কেমন কোমল এক আলোয় বুঝি ধুয়ে যাচ্ছে চরাচর, চোখ তুলে চেয়ে দেখি রূপসী চাঁদ, সুর্যের প্রাণপ্রিয় রক্ষিতা হিসেবে যার জগত জোড়া কলঙ্ক। জন্মের পর থেকেই সুর্যের সাথে অন্ধকারের বিবাদ। মহাবিশ্বের সিংহাসনের আরেক প্রতিদ্বন্দ্বী কৃষ্ণবিবরের সাথে সুর্যের জন্মের শত্রুতার কথা কে না জানে। শুধুমাত্র চন্দ্রের জন্যেই সুর্যের যা কিছু অন্ধকারের ছাড়, অন্ধকারেই চাঁদের রূপটা ঠিকমত খোলে কিনা।
আমার অবস্থা দেখে চাঁদের বুঝি মায়া হল, সব বৃত্তান্ত শুনে বলল, ‘খুকুর কপালে তুমি আমাকে এঁকে নিও, তাহলে আর আলো এসে খুকুর ঘুম ভাঙ্গাবে না। সূর্য আজ ভুলে গেছে যে জেগে উঠে ঘুমানোর জন্য একটুখানি অন্ধকার সবারই চায়। ঈশ্বর তো বেচারাকে একবার ঘুমানরও ফুসরত দিলনা...।’। একটা দীর্ঘশ্বাস ফেলে চাঁদ স্থির হয়ে বসল। আমি এক টুকরা কয়লা কুড়িয়ে এনে হাতের তালুতে চাঁদের ছবিটা ঠিকঠাক তুলে নিয়ে হাঁটা ধরলাম, খুকুর মাদের কে জানিয়ে দিতে হবে কপালে চাঁদ আঁকবার কথা। আহা, কতদিন পরে আমার খুকু ঘুম দিয়ে উঠে আবার জেগে উঠবে...
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সহমত ! আসলেই জটিল হৈ গেসে,
দায়িত্ববান নাগরিক ভাই, এত কষ্ট করে এই লেখাটা পড়লেন, আপ্নের ধৈর্যের প্রশংসা করার ভাষা আমার জানা নাই !
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
মাক্স বলেছেন: ভয়াবহ রকমের জটিল।+++
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: জটিল হৈ গেসে রে ভাই, কিছু জিনিষ আমারও অ্যান্টেনার উপ্রে দিয়া গেল।
এত কষ্ট কইরা আপ্নে লেখাটা পড়লেন, আপ্নেরে স্যালুট ।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
রাইসুল নয়ন বলেছেন: কি বোঝাতে চেয়েছেন?
বুঝিনি,
মাথার হাত চারেক উপর দিয়া গেলো,
তবে পড়তে ভালো লেগেছে অনেক,
খুকুরা ভালো থাকুক ।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন ভাই।
হিমম ... লেখার সুনির্দিষ্ট অর্থ থাকাটা কি খুব জরুরী?
সূর্য আজ ভুলে গেছে যে জেগে উঠে ঘুমানোর জন্য একটুখানি অন্ধকার সবারই চায়।
লেখাটা আপনার পড়তে ভালো লেগেছে এইটাই এক বিরাট আনন্দ আমার জন্য।
খুকুকের ভালো থাকার জন্য কিন্তু শুধু নিরন্তর আলো নয়, একটু সামান্য অন্ধকার ছাড়া কি চলে?
ভালো থাকবেন অনেক।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
বেবিফেস বলেছেন: আপনার প্রাঞ্জল ভাষায় লেখা অসম্ভব ভাল লাগল।
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: সত্যিই ?!
আসলে গতরাতে লেখাটা শেষ করার পরে আমার নিজের কাছেই অনেক আজব লাগছিল, আপনাদের ভালোলাগা ভরসা দিল যে পন্ডশ্রম হয়নি!
পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকবেন।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
মাথানষ্ট০০৭ বলেছেন: আমার মাথানষ্ট হইয়া গ্যাছে গা
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ! মাথা নষ্টের পুনরায় মাথা নষ্ট হইয়া তো তাইলে ঠিক হৈ গেল! মাইনাসে মাইনাসে তো প্লাস হৈসে
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
ফ্রাস্ট্রেটেড বলেছেন: আসুন, আমি অন্ধকার সুলভ মূল্যে বিক্রি করি। খুকুকে আমি নাহয় গিফটই দিলাম এক পশলা।
ভাল লাগলো। আপনার লেখনীতে ভাললাগা আলাদা করে। আর শুরুটা খুব ভাল হইসে...
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি সুলভ মূল্যে অন্ধকার বিক্রি করেন?! ইস, আরেকটু এগেই তো আপনার সাথে দেখা হওয়ার দরকার ছিল। খুকুর জন্য আপনার ভালবাসায় কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা রইলো।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার অন্ধকার চলে না! অন্ধকার আমার চাই-ই-চাই!
ভালো লাগলো +
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ সরকার । পাঠে কৃতজ্ঞতা রইলো। আপনাকে ব্লগে পেয়ে খুব ভালো লাগছে।
ভালো থাকবেন অনেক।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
অনীনদিতা বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন আপনিএক কথায় চমতকার
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনীনদিতা। আপনার ভালো লাগায় লেখার আনন্দ বহুগুন বৃদ্ধি পেল,
অবিরাম ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: বাফরে! খুব জটিল!