নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশাচর প্রতিটি শব্দের বিপরীত নৈঃশব্দের কোলাহলে,
আলোকিত অন্ধকারে অনন্তর ফুটে চলে কামনার ফুল।
নগর থেকে নগরের দেয়াল জুড়ে আঁকা শুধু পতনের
স্লোগান! সময়ের পলেস্তেরা থেকে বিদ্রোহটুকু খসে
পড়লেও, প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে কিছু দেয়াল;- অটল ।
যার ওপাশে, আমাদের বাসনারা হাহাকারের ঐকতানে
উৎসবে মাতে। পলকগুলো ক্রমশ বোবা জগদ্দল ভারী
হয়ে আসার জলজ বিষাদে, চোখেরাও চেয়ে বসে ছুটি একদিন।
যে চোখে এক কবুতরের স্বপ্ন ছিল, হরিনীর মাদকতা ছিল,
মৃগনাভির সুবাস ছিল, ঘন কালো মেঘের বৃষ্টি নামলে ;-
শিরোনামহীন অনুভুতিরা এসে গাইত শোকবিধুর মার্সিয়া।
সব পাখি গান গায়না,সব সত্য সূর্য নয়, সব জীবনের মানে
থাকেনা, তবুও নিরর্থক অর্থময়তার প্রহর ফুরালে, বেলা শেষের
ভোরে বেজে ওঠে সন্ধিপ্রকাশ সাঁনাই। রক্তমাংসের চলমান সজীব
গল্পগুলো, ছোট গল্পের মত হঠাৎ থমকে দাঁড়ায় এসে কোন বাঁকে;-
শেষ না হয়েও শেষ হয়ে যায় - অতঃপর খোকা ঘুমায় - পাড়া জুড়ায় -
গল্প ফুরায় ...
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ! পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকবেন।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
আদিম পুরুষ বলেছেন: বেশ ভালো লাগল। একটা কেমন বিদ্রোহী ভাব আছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আদিম পুরুষ। পাঠে কৃতজ্ঞতা রইলো।
নগর থেকে নগরের দেয়াল জুড়ে আঁকা শুধু পতনের
স্লোগান! সময়ের পলেস্তেরা থেকে বিদ্রোহটুকু খসে
পড়লেও,প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে কিছু দেয়াল;- অটল ।
ভালো থাকুন।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
একজন আরমান বলেছেন:
শেষ না হয়েও শেষ হয়ে যায় ...
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান। পাঠে কৃতজ্ঞতা।
অতঃপর খোকা ঘুমায় - পাড়া জুড়ায় -
গল্প ফুরায় ...
নিরন্তর ভালো থাকুন।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
এম হুসাইন বলেছেন: ৩য় ভালোলাগা!
চমৎকার হয়েছে!
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: তৃতীয় অভিভাদন গ্রহন করুন এম হুসাইন ।
পাঠে অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নেক্সাস। পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকবেন।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: সুন্দর লিখেছেন!
বাই দ্যা ওয়ে, আপনার নিকের উচ্চারনটা কি, আর রহস্যটাই বা কি?
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম রেজোওয়ানা । আপনার আগমনে আমি আনন্দিত !
কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
সব পাখি গান গায়না,সব সত্য সূর্য নয়, সব জীবনের মানে
থাকেনা, তেমনি সব নিকেরও উচ্চারন হয়না !!!
ৎঁৎঁৎঁ - খন্ড ৎ এ চন্দ্রে বিন্দু, ভাঙ্গা ঘরে চাঁদের আলো! এত আলো কই রাখি ?!
আসলে রহস্য কিছু নেই, নিক খোলার সময় পছন্দের কয়েকটি নিক ট্রাই করলাম, পেলামনা আগেই বুক হয়ে গেছে, অনেকটা নিরুপায় হয়ে এই সাঙ্কেতিক লাইনে আসতে হল , পরে দেখলাম মজাই হইসে।
শুভকামনা রইলো। ভালো থাকুন, নিরন্তর ...
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
টুম্পা মনি বলেছেন: চমৎকার!
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ টুম্পামনি।
কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন অনেক।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: সব পাখি গান গায়না,সব সত্য সূর্য নয়, সব জীবনের মানে
থাকেনা, তবুও নিরর্থক অর্থময়তার প্রহর ফুরালে, বেলা শেষের
ভোরে বেজে ওঠে সন্ধিপ্রকাশ সাঁনাই।
দারুন লিখেছেন । কবিতায় ভালো লাগা
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: রক্তমাংসের চলমান সজীব
গল্পগুলো, ছোট গল্পের মত হঠাৎ থমকে দাঁড়ায় এসে কোন বাঁকে;-
শেষ না হয়েও শেষ হয়ে যায় - অতঃপর খোকা ঘুমায় - পাড়া জুড়ায় -
গল্প ফুরায় ...
ধন্যবাদ মামুন৬৫৩ । পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। আপনার ভালোলাগায় আমি অভিভূত!
ভালো থাকুন অনেক।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় । পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
অনীনদিতা বলেছেন: অতঃপর খোকা ঘুমায় - পাড়া জুড়ায় -
গল্প ফুরায় ...
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম অনীনদিতা। কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।
আশা করি ভালো আছেন। শুভকামনা রইলো।
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
আরজু পনি বলেছেন:
যে চোখে এক কবুতরের স্বপ্ন ছিল, হরিনীর মাদকতা ছিল,
মৃগনাভির সুবাস ছিল, ঘন কালো মেঘের বৃষ্টি নামলে ;-
শিরোনামহীন অনুভুতিরা এসে গাইত শোকবিধুর মার্সিয়া। ...........দীর্ঘশ্বাস!!
বেশ প্রকাশ!
আপনার নিকতো উচ্চারণ করতে গিয়ে তোতলা হয়ে যাচ্ছি! :`> :-&
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম আরজুপনি । আপনার আগমনে আমি অভিভুত !
আমার নিক উচ্চারন এর চেষ্টা এখন আর আমিও করিনা। সব নিকের কপালে তো আর উচ্চারন জোটেনা
শুভ কামনা রইলো। ভালো থাকুন ।
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
অনীনদিতা বলেছেন: অতঃপর খোকা ঘুমায় - পাড়া জুড়ায় -
গল্প ফুরায় ...
অতঃপর খোকা জাগবে-পাড়াও জাগবে-
গল্প গুলোও একটা একটা ফিরে আসবে ...
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অনীনদিতা।
অতঃপর খোকা জাগবে-পাড়াও জাগবে-
গল্প গুলোও একটা একটা ফিরে আসবে ...
নতুন খোকাদের বুড়ো চোখেরাও একদিন ছুটি চেয়ে বসে,
জীবনেরা ছোট গল্পের অসমাপ্ত আকুতি নিয়েই থমকে যায়।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ইখতামিন বলেছেন: অষ্টম ভালো লাগা।
আরজুপনি বলেছেন:
আপনার নিকতো উচ্চারণ করতে গিয়ে তোতলা হয়ে যাচ্ছি! :-&
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইখতামিন । পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
আমার নিক উচ্চারন এর চেষ্টা এখন আর আমিও করিনা। সব নিকের কপালে তো আর উচ্চারন জোটেনা
ভালো থাকুন ।
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
সোমহেপি বলেছেন: মনটা ভরে গেলো।যেনো আমারই কবিতা।আমার জন্যই এ কবিতা।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অদ্ভুত সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ সোমহেপি । আমারও মনটা ভরে উঠল!
এটা আপনারই কবিতা, আপনার জন্যই এ কবিতা।
অনন্তর শুভকামনা রইলো।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
অনীনদিতা বলেছেন: আপনার নিক উচ্চারন করতে গেলে কেন যেন তুতু তু তুতু তাতারা এই গান মনে পরে
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: উচ্চারন করতে যান কেন ??
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
স্বপনবাজ বলেছেন: বাহ ! খুব সুন্দর !