নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

রাজকন্যা ও চারন কবি !

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

নন্দন গড়ের রাজকন্যা সুবর্ণরেখা,লোকে বলে নন্দন শোভা,

আসছে পৌষে আঠারো ছোঁবে, বসিবে স্বয়ম্বর সভা।

রূপের কদর করিলে বুঝি গুনে ঘাটতি পড়ে,

গুনের তারিফ কেমনে করে, রূপে চোখ যায় জ্বলে।

পাকা জহুরীও হার মেনে যায়, করিতে সুবর্ণ বিচার,

রূপে- গুনে যেন লক্ষ্মী স্বরসতী, যুগল আশীর্বাদ।



‘রাজত্ব সহ রাজকন্যা, মিলিবে যদি কেহ চাও,

প্রশ্ন এক করিবে কন্যা, উত্তর যদি দাও। ’

ঢাক পিটিয়ে ডাকিল ঘোষক, ছুটিল রাজার দূত,

“স্বয়ম্বর সভা বসিবে, শোন হে পুরুষকুল” ।

রাজ্যের যত রাজার কুমার, উজির, নাজির,কৃত- অকৃতদার,

বিবাহযোগ্য উঠতি যুবা, কামুক বুড়ো, সকলে পাতিলো কান।

কিন্তু শর্ত আছে এক, ভীষন কঠিন বটে,

উত্তর যদি ভুল হয় তবে গর্দান দিতে হবে।

শর্ত শুনে আগুপিছু মনে, কিছু পিছু হটে যায়,

তবুও অনেক পুরুষ থাকিল, যারা পিছুপা নয়।

এমন সুযোগ বুঝি আর আসেনি কভু,

যায় যদি জীবন তবু যায় আসেনা কিছু।



নির্ধারিত ক্ষনে, সন্ধ্যা সভাতে উঠিল ডঙ্কা বেজে,

সভা শুরু তবে, একে একে ডাক পরে অন্দরে।

পন্ডিত, জ্ঞানী, মূর্খ, বেনিয়া সকলে গেল রনে,

অবাক কান্ড, ফিরিল না কেহ, উত্তর না মেলে।

নড়েচড়ে উঠে সকলে এবার, বুঝিল সহজ নহে,

সুবর্নরেখা, সাথে রাজত্ব, অসম্ভবই বটে।

দিন বয়ে যায়, তবু কেহ নাই, যে পারে উত্তর,

রাজা শুধু ভাবে, রাজ্য কে পাবে, কি হবে সুবর্ন’র।



একদিন এক চারন কবি আসিল গড়ের দ্বারে,

একতারাতে গান বেঁধে যায়, উড়ে উড়ে পথে পথে।

সকলের কাছে সকল শুনিয়া বলিল চারন হেসে,

ঠিক আছে তবে রাজন্যকে বল- কবি যুদ্ধে যাবে।

অনেকে কাঁদিল, নিষেধ করিল, বলিল যেওনা ভাই,

পথের পাখি তুমি, পথেরই গান, জীবন কি দামী নয়?

চারন তবুও নিষেধ মানেনা, যখন সুর্য গিয়াছে ডুবি,

ডঙ্কা বাজিয়ে ঘোষনা জানায়, দুয়ারে দাঁড়ায়ে কবি।



চারন কবিরে দেখিয়া সুবর্ন কহিল মায়া ভরে,

একি কবি? তুমি কেন? কি চাও আমার কাছে?

চারন হাসিয়া কহিল, “ দেবী, এসেছি তোমার তীরে,

উত্তর তুমি পাইবে আমাতে, এই বাসনা মনে” ।

সুবর্ণ কহিল, ‘ শর্ত কি তবে জানা আছে তোমার কবি?

শির দিতে হবে, যদি না পার, সঠিক উত্তর করি।’

‘জানা আছে দেবী, দেব দেব শির তোমার পায়ে ছুড়ে,

আমারও এক শর্ত আছে শুনতে তোমায় হবে। ’

‘উত্তর যদি দিতে পার কবি, তুমি হবে অধিপতি,

যা চাও তুমি, তাই হবে ত্বরি, এই শপথ করি।’



এই বলিয়া সুবর্ণ কবিরে নিয়ে উঠিল প্রাসাদ শীর্ষে,

তারায় তারায় আকাশ সাজিছে, তারায় তারা ফুটিছে।

আকাশ পানে চাইয়া সুবর্ন উঠিল প্রশ্ন করি,

'আকাশে মোট তারা কত আছে জান কি তুমি কবি?'

তারার আলো চোখে মেখে নিয়ে চারন বলিল, “শোন তবে,

তোমার কেশ থেকে আকাশের তারা তিনখানি কম আছে”।

‘কিভাবে জানিলে? কিভাবে গুনিলে তিনখানি কম শুনি?’ ,

কাজল কালো ঝর্না দুলিয়ে শুধায় সুবর্ণ নারী।

চারন কহিল, ‘ঐ দেখ এক তারা খসিয়া যায় পূবে,

কেশ যদি সখী কম হত তবে, কবি আসিত না দ্বারে। ’

সুবর্ন হাসিয়া কহিল, ‘ জয় হোক,জয় হোক- কবি,

যা কিছু দেখ, আমি সহ আজ, জিতিয়াছ তুমি সবই;-

শর্ত তোমার, কি চাও তুমি, কহ আজ্ঞা করি।’

চারন কহিল, ‘কন্যা, তবে শোন, এই আমি চাই,

পথে নামবে তুমি, হবে ভৈরবী, আমিই তোমার সাঁই’।

‘তবে তাই হোক’, বলিয়া সুবর্ণ ধরি হাত চারনের,

নামিল পথে, সঙ্গী চারন, জীবনের তরে জীবনের...













* সহব্লগার শ্রাবণ জলের ধারনা এই কবিতাটা রিপোস্ট করলেও অন্যেরা পরবে! রিপোস্টের দায়দায়িত্ব হস্তান্তর পুর্বক কবিতাটি শ্রাবণ জল কে উৎসর্গ করিলাম।







** অনেক আগে শোনা এক অজানা লেখকের গল্পকে উপজীব্য করে এই লেখা। গল্পটা আমার খুব প্রিয়। নাম না জানা লেখক কে ৎঁৎঁৎঁ কবি'র শ্রদ্ধা।

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

অনীনদিতা বলেছেন: :):):):)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: :-B :-B :-B :-B


স্বাগতম অনীনদিতা , আশা করি ভালো আছেন!

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

রাইসুল নয়ন বলেছেন: শেষের দিকে বেশী ভালো লাগছে ,
এইরকম গল্প মায়ের কাছে শুনেছিলাম ।

এই অনবদ্য সৃষ্টির জন্য আপনাকে ধন্যবাদ ।।

কবি আপনি , আপনার প্রতি শ্রদ্ধা রইলো ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: গল্পের শেষটাই তো অসাধারন ভাই, আমি এই গল্পের প্রেমে পড়ে আছি সেই কবে থেকে! চারন যে খেল দেখাল, রাজকন্যা কুপকাত!!!

আপনার এত সুন্দর একটা মন্তব্যকে কিভাবে ধন্যবাদ জানাবো এইটা ভেবে কবি নীরব হইয়া পড়িল!!! :) :) :)

অভিভাদন গ্রহন করুন রাইসুল নয়ন , ভালো থাকুন নিরন্তর।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

নিয়েল ( হিমু ) বলেছেন: O.M.G. !! B:-)
অসাধারন । কবিতায় গল্প । ভাল লাগল খুব :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম নিয়েল ( হিমু ) ! আপনার আগমনে খুশী লাগছে! :)

চারন কিন্তু বিরাট হিমু, রাজকন্যারে কেমন প্যাঁচে ফেলে রাজ্য জয় করে ফেলল দেখসেন? :-B :-B :-B

পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:

চমৎকার ধারাবর্ণনায় গল্পটি অসাধারণ কবিতা হয়ে উঠেছে।
ভালোলাগা জানালাম...........

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ সোনালী ডানার চিল !

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

ভিয়েনাস বলেছেন: অনেক আগের শোনা গল্প আজ আবার কবিটাকারে ভালো লাগলো :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভালো লেগেছে ভিয়েনাস ?! :) কৃতজ্ঞ রইলাম ।


ভালো থাকুন নিরন্তর।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

একজন আরমান বলেছেন:
“শোন তবে,
তোমার কেশ থেকে আকাশের তারা তিনখানি কম আছে”।


চমৎকার বুদ্ধিদীপ্ত উত্তর। :)

চমৎকার কবিতা। :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান । পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

উত্তর জটিল হবে মানে? বুঝতে হবে! চারন কবি বলে কথা!!!


ভালো থাকুন অনেক।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

শ্রাবণ জল বলেছেন: আমি কি কিছু বলব আর ? :P :P :P

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি তো জহুরী হে, কবিতা লিখেই আপনার দ্বারে চলে আসতে হবে, মুল্য যাচাইয়ের জন্য। :) :) :)

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আশিক মাসুম বলেছেন: সুন্দর

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম । পাঠে কৃতজ্ঞতা রইলো।

শুভকামনা রইলো।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শূন্য পথিক বলেছেন: গল্প+কবিতা=গল্বিতা!
বাল লাগলো।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: গল্বিতা :-* =p~ পাঠে ধন্যবাদ শূন্য পথিক !!

শুভকামনা রইলো।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি গল্প কবিতা পড়লাম। এক কথায় দারুন। ১০০ তে ১০০ দিলাম

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম লাইলী আরজুমান খানম লায়লা ! কবিতায় ১০০ তে ১০০! কবি তো লাজওয়াব হয়ে গেল! কবিতা পাঠে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন, নিরন্তর।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: রাজকন্যা'দের গল্প সব সময়ই ভালো লেগেছে ...এখনও লাগে...
এটাতো পরেই গেলাম এক নিঃশ্বাসে , চারন কবি আর রাজকন্যা!!! এক কথায় দারুন '' কাব্যিক গল্প না গাল্পিক কাব্য '' পড়লাম বলব বুঝতে পারছি না ...
আমার কাছে একটা গল্প আছে , কবিতাকারে নেই ... আপনার লেখা দেখে ক্ষীণ লোভ হচ্ছে এখন ...

ভালো লাগা ... + :)


( অফ টপিক ঃ ব্যক্তিগত ভাবে, আমি আপনার কাছে একটা জিনিশের জন্য ভীষণ কৃতজ্ঞ , কি সেটা ... অজানাই থাকুক । শুধু বলব... অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন )

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম তোমার গল্পের মৃত রাজকন্যা !!! রাজকন্যের গল্প, আপনি না আসলে চলবে কেন? :) আপনি নিশ্চয় আগেও অনেকবার শুনেছেন, আমি আরেকবার বলি- আপনার নিকটা অনেক সুন্দর!

পাঠে কৃতজ্ঞতা রইলো। রাজকন্যেরা কিন্তু যুগে যুগে শেষপর্যন্ত কবির কাছেই কুপোকাত হয়েছে!!! আর রাজকন্যাই যখন কবি তখন তো কথাই নেই! শিগগির লিখে ফেলেন। পড়বার অপেক্ষায় রইলাম।


অফটপিকঃ খুব স্বাভাবিকভাবেই ভীষণরকম জানতে ইচ্ছে করছে কিসের জন্য, জানার আগ্রহটা থেকে গেল! 8-|

অনেক অনেক শুভকামনা রইলো। সুন্দর একটা মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন: আমাকে স্বাগতম কেন ইফতি ? খুব সম্ভব অনেক আগেই আপনার পোষ্টে আমি এসেছি ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: খুব নিশ্চিতভাবেই আপনি আমার ব্লগে কয়েকবার এসেছেন :) , মাঝে বেশ কিছুদিন দেখা নেই, তাই পুনর্দেখার আনন্দে স্বাগতম বলেছি, :) :) ' u r always welcome,my dear Himu!

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার সুন্দর । :D


অনেক ভালোলাগা ।


২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন । পাঠে কৃতজ্ঞতা রইলো। আশা করি ভালো আছেন :)


শুভকামনা রইলো।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

মনে হচ্ছে যেন গীতি পালা দেখলাম....দারুন হয়েছে কিন্তু। শ্রাবণ জলকে ধন্যবাদ আপনাকে এই পোস্ট রিপোস্ট করতে বলায়।





ইস্ আবারও নিকটা বলতে যেয়ে তোতলাচ্ছি :( :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরজুপনি আপনার মন্তব্যের জন্য। ! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। আপনাদের ভালোলাগায় ভরসা পাই !! :)



সব নিকের কপালে উচ্চারন জোটেনা, কেন এই চেষ্টা করতে যান?! আমি নিজেই তো করিনা! :( :P

শুভকামনা রইলো।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

শান্তা273 বলেছেন: এক কথায় অসাধারন!
মুগ্ধপাঠ!

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শান্তা273 ! কবি অভিভূত! :)


নিরন্তর ভালো থাকুন।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার কবিতা লেখার হাত চমৎকার !

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক! আপনাকে পেয়ে খুশী লাগছে। :)

ভরসা পাই!


শুভকামনা রইলো।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯

শের শায়রী বলেছেন: ভাই করছেন কি? আমার মত বেরসিক কে বলতে বাধ্য করলেন দারুন! রবীন্দ্র পরবর্তী এই ধরনের কবিতা আমি পড়িনি, সে হয়ত আমার অজ্ঞতা। ভাল থাকুন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শের শায়রী , এত সুন্দর কাব্যিক নিক আপনার, কবিতা ভালো লাগেনা বললে চলবে?!

এত সুন্দর একটা মন্তব্য করলেন, জবাবে কবি নির্বাক হয়ে গেল!

অনেক অনেক ভালো থাকুন।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

অদৃশ্য বলেছেন:



চমৎকার হয়েছে লিখাটি....


শুভকামনা...

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ! পাঠে কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

চয়নিকা আহমেদ বলেছেন:
চারন কহিল, ‘ঐ দেখ এক তারা খসিয়া যায় পূবে,
কেশ যদি সখী কম হত তবে, কবি আসিত না দ্বারে। ’
-------------

দোলায় দোলায় মন দোলানো সুন্দর!

দুজনকেই অজস্র শুভকামনা।
শ্রাবণ এবং আপনাকে।
ভালো থাকবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চয়নিকা আহমেদ । পোস্টের ধন্যবাদ শ্রাবন জলের প্রাপ্য, উহার প্ররোচনায় রিপোস্ট করা হইল, আপনাদের ভালো লাগা পাইলাম। :)

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো, ভালো থাকুন।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :) আমার নিক'এর প্রশংসা কতবার শুনেছি মনে নেই!! তবে আরো একবার জানলাম .... আর এজন্য সত্যিই অনেক অনেক ধন্যবাদ ... অনেক ভালো থাকবেন ...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :) শুভোকামনা রইলো।

২১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

শ্রাবণ জল বলেছেন: আপনি এই পোস্ট দিলেন ২৯ তারিখ। এডিট করেছেন ৩০ তারিখ। উৎসর্গ টা সম্ভবত ৩০ তারিখে করা। যার জন্য আমার নজর এড়িয়ে গেছিল। :)

ধন্যবাদ।
এত সুন্দর কবিতা আমাকে উৎসর্গ করায়।

ভাল লাগছে সত্যি। :)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: জী না, শুরু থেকেই উৎসর্গপত্র ছিল, উৎসর্গ কি এডিট করে করার জিনিস!

যাই হোক টিউব লাইট আপনে এতদিনে হইলেও দেখলেন, এতেই কবি অভিভূত!

গল্পটা আমার এত প্রিয়, যেই ব্যাটাই লেখসে সেই কি জিনিস আসিল দেখতে মুঞ্চাই!

ভালো থাকুক শ্রাবণ জল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.