নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

শৈশবের ট্রেন ও স্বপ্নেরা ...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

শৈশবের ট্রেন





প্রতিটি মানুষের মধ্যে মাত্র একবারের জন্য হলেও,

শৈশবে ফিরে যাওয়ার এক সলাজ আকুতি থাকে।

স্বপ্নের প্রকট আকালেও, ঘুমহীন পথচলাতে,-

সামনে এসে দাঁড়ায় রেল ক্রসিং, সিগন্যালে লাল বাতি জ্বালিয়ে-

শৈশবের সবুজ ট্রেনটা ঝন ঝন ঝড়ো গতিতে দিগন্তে মিলিয়ে যায় ...

বেঁচে থাকার মধুচন্দ্রিমা ছেলেবেলা পেরিয়ে,

মধ্যাহ্নের কোন এক রোদেলা স্টেশনে নেমে,

জনঅরণ্যে পথ হারিয়ে ফেলার পর থেকেই ;-

মিলনের প্রথম শয্যায় আর কখনও ফিরতে না পারার মতন ...

ছুড়ে দেওয়া ভুল তীরের পেছনে ছুটতে ছুটতে হেরে যাওয়ার মতন ...

কেটে যাওয়া কোন ঘুড়ির লাটাইয়ে ফিরতে না পারার মত ...

শত চেষ্টাতেও আমি কখনও আর স্টেশনটা খুঁজে পেলামনা !

শুধু এই সব দিন রাত্রির মাঝে আমার এই বেলা অবেলার পথ চলাতে,

সামনে এসে দাঁড়ায় সেই রেল ক্রসিং, সিগন্যালে লাল বাতি জ্বালিয়ে,-

শৈশবের ট্রেনটা সবুজ টিয়া পাখি হয়ে,

ঝন ঝন ডানা মেলে উড়ে যায়।





শৈশবের স্বপ্নেরা ...




খুব ছোটবেলায়, তখন আমরা বেনাপোল থাকি। ছয়, সাত বছর বয়স।আমরা একটা একতলা পুরনো বাড়িতে থাকতাম । বাড়ির সাথে একটু উঠান। পেছনের গেট বের হলে একটা পুকুর, ঐ পুকুরেই আমি প্রথম সাঁতার শিখেছি। বাড়ির সামনে একটু জায়গা ছেড়ে বেনাপোল সড়ক।দুইপাশে অনেক বছরের পুরনো সব শিশু গাছ। গাছগুলোর গায়ে পরগাছা ছেয়ে গেছে,দেখে বুড়ো মানুষের লোম মনে হয়। অনেক হনুমান আসত তখন।

বাড়ির পেছনে একটা নোংরা জায়গা,ময়লা আবর্জনা ফেলা হয়, গাছপালা আছে। ওখান থেকে মাঝে মাঝে রাতের বেলা পিচাশ বের হত।আমি কখনও পিচাশ দেখিনি। তবে পিচাশ যে খুব ভয়ংকর শ্রেণীর নোংরা একটা ভুত ছিল এটা জানতাম। যে রাতে সবাই বলত যে পিচাশ বের হয়েছে, তখন যে ভয়ে কেমন সিঁটিয়ে থাকতাম!

যে বাড়িতে থাকতাম তার ছাদে ছিল অনেকগুলো ফুটো। বৃষ্টি শুরু হলে নানা জায়গা দিয়ে পানি পড়ত। আমরা মগ, হাড়ি, বালতি, গ্লাস যা যা পেতাম তায় নানা জায়গায় বসিয়ে দিতাম।মজায় লাগত। বৃষ্টি আসলে অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার ঘটে যেত!

রাতে আমরা তিন ভাইবোন একসাথে ঘুমাতাম,ওদের মধ্যে আমি সবথেকে ছোট। মশারি টাঙ্গিয়ে মেঝেতে একটা হারিকেন জ্বালান থাকত ।আমি হারিকেনের সলতের আগুনটুকু দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়তাম তা আমি কখনও মনে করতে পারিনি। ছোট বেলার স্বপ্ন গুলোও যে কেমন আজব হত, এটা বর্ণনা করার মত ভাষাও মানুষ আবিষ্কার করতে পারেনি। তো মাঝে মাঝে স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যেত, তখনও দেখতাম হারিকেন জ্বলছে, সলতেয় ভোতা ঘোলাটে একটা আগুন, আমি মশারীর মধ্যে দিয়ে তাকিয়ে আছি।

তখনকার স্বপ্নগুলোও এমন জীবন্ত ছিল, ঘুম ভেঙ্গে গেলেই খুব বিভ্রান্ত হয়ে যেতাম। স্বপ্নের মধ্যে যখন পুরো ঢুকে গেছি, ঐ জীবনটাই সত্যি মনে হচ্ছে, ঠিক তখনি ঘুমটা ভেঙ্গে যেত আর আমি হারিকেনের দিকে তাকিয়ে আছি।

আস্তে আস্তে বড় হয়েছি, কিন্তু মাঝে মাঝেই ভেবেছি, আঁতকে উঠেছি, ভয় পেয়েছি, আশা করেছি, আমার এখনকার জীবনটাও বোধহয় কোন স্বপ্ন। হঠাৎ করে ঘুম ভাঙবে আর দেখব আমি মশারির মধ্যে দিয়ে হারিকেনের দিকে তাকিয়ে আছি। সলতেটা জ্বলছে আর জ্বলছে। তাকিয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়ব। আবার স্বপ্ন দেখা করব, নতুন একটা জীবন শুরু হবে, যতক্ষণ পর্যন্ত না ঘুমটা আবার ভেঙ্গে যায়...









মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

স্বপনবাজ বলেছেন: রাঙ্গা শৈশব ! ভালো লাগলো !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: শৈশব !!!( এক বিরাট দীর্ঘশ্বাসের ইমো হবে!)

পাঠে কৃতজ্ঞতা রইলো স্বপনবাজ ।

শুভকামনা রইলো।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শূন্য পথিক বলেছেন: ভালো লাগা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা রইলো শূন্য পথিক ।


শুভকামনা রইলো।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

সায়েম মুন বলেছেন:
আস্তে আস্তে বড় হয়েছি, কিন্তু মাঝে মাঝেই ভেবেছি, আঁতকে উঠেছি, ভয় পেয়েছি, আশা করেছি, আমার এখনকার জীবনটাও বোধহয় কোন স্বপ্ন। হঠাৎ করে ঘুম ভাঙবে আর দেখব আমি মশারির মধ্যে দিয়ে হারিকেনের দিকে তাকিয়ে আছি। সলতেটা জ্বলছে আর জ্বলছে। তাকিয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়ব। আবার স্বপ্ন দেখা করব, নতুন একটা জীবন শুরু হবে, যতক্ষণ পর্যন্ত না ঘুমটা আবার ভেঙ্গে যায়...
---এরকম বোধয় অনেকেরই হয়। আমার খুব ছোট হতে ইচ্ছে করে। একদম ছোট। আমার বিকাশটা আমি ঠিক অন্যভাবে দেখতে চাই। জীবনে যেসব জায়গায় ভুল করেছি সে সব জায়গায় আমি জাদুকাটির পরশ বুলিয়ে দিতে চাই। একজন সঠিক মানুষ হওয়ার জন্য যে সব গুনাবলী দরকার। সব আত্মস্থ করতে চাই। যে মানুষটি হবে একদম পরিপূর্ণ মানুষ। মাঝে মাঝে আমাকে হত্যোদ্যম মনে হয়। যখন দেখি প্রতিটি কাজে হোঁচট খাচ্ছি। যখন দেখি আপন পর হয়ে যাচ্ছে। যখন দেখি আত্মীয়রা দূরে চলে যাচ্ছে। যখন দেখি অন্যায় আমার চারিধারে ঘুরছে। তখন নিজেকে উন্মাদের মত মনে হয়। মনে হয় এ পৃথিবীটা আমার জন্য নয়। মনে হয় এ পৃথিবী আমার জন্য এক বিভীষিকাময় অধ্যায়।

প্রথম কবিতা এবং পরবর্তী লেখা দুটোই ভাল লেগেছে। ভাল থাকুন খন্ডত এবং চন্দ্রবিন্দু।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর বলেছেন সায়েম মুন।

প্রতিটি মানুষের মধ্যে মাত্র একবারের জন্য হলেও,
শৈশবে ফিরে যাওয়ার এক সলাজ আকুতি থাকে।

আমাদের সবারই কখনও না কখনও শৈশবের দ্বীপটাতে ফিরে যেতে ইচ্ছে করে, ছেলেবেলার বৃষ্টিতে এক বারের জন্য হলেও ভিজতে ইচ্ছে করে !!!

আর জীবনটা আর এক বার, ফেলে আসা কোন মোড় থেকে যদি আর একবার শুরু করার সুযোগ থাকত!!!!!!!!

হবার নয়, তাই এই আকুতিটাই সম্বল।

শুভকামনা রইলো। ওই যে বলেনা, - life is like a box of chocolate! একেক সময়ে জীবনের একেক স্বাদ, কখনও বিভীষিকাময়, কখনও মধুর!

ভাল থাকুন নিরন্তর।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মামুন রশিদ বলেছেন: শৈশব স্মৃতির কাব্যিক বর্ননা খুব ভালো লাগলো । :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন৬৫৩ । আপনার নিয়মিত পদচিহ্ন আমার জন্য অনেক আনন্দের একটা বিষয়।

শুভকামনা রইলো। ভালো থাকুন। :)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম আহমদ ১৪ । পাঠে কৃতজ্ঞতা রইলো।



ভালো থাকুন।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

চয়নিকা আহমেদ বলেছেন:
আপনার লেখাটা একদম মন ছুঁয়ে গেলো।
যা বলতে চাই,
মুন ভাই এত সুন্দর করে বলে দিলেন যে,
আর বলার কিছু নাই।

----তো মাঝে মাঝে স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যেত, তখনও দেখতাম হারিকেন জ্বলছে, সলতেয় ভোতা ঘোলাটে একটা আগুন, আমি মশারীর মধ্যে দিয়ে তাকিয়ে আছি।
----
বর্ণনাশৈলী একদম জীবন্ত।
ছেলেবেলার গ্রাম মনে পড়ে গেলো।
কতদিন দেখি না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চয়নিকা আহমেদ ।

ছেলেবেলায় গ্রামে ছিলেন? আমার মনে হয় শৈশবটা গ্রামে কাটান খুব জরুরী! মানে যারা কাটাইতে পারে তারা অনেক লাকি। রাতে ঝিঁঝিঁর ডাক, হারিকেন, কুপি, আশেপাশে নানা প্রজাতির জীন, ভূত, সব মিলিয়ে খুব জমজমাট পরিবেশ।

শুভকামনা রইলো।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

ধূসর সপ্ন বলেছেন: খুব খুব ভাল লাগল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ধূসর সপ্ন ! আর একটি বার আপনাকে পেয়ে খুশী লাগছে। :)

আপনাদের এই ভালো লাগায় লেখা নির্বাচিত না হইলেও ভরসা পাই! :) :)

শুভকামনা রইলো, ভালো থাকুন নিরন্তর।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

মনিরা সুলতানা বলেছেন: হু স্বপ্নময় শৈশব

ভাললাগা রেখে গেলাম :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা । ব্লগে স্বাগতম! :)

আমাদের সবার শৈশবই কি স্বপ্নময় নয়?!

পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আমাদের সবার শৈশব ই স্বপ্নময় ।। একথা সত্যি

কিন্তু সবাই আপনার মত করে সপ্নগুল কথার মালা তে গাঁথতে পারে না :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

কথাগুলো সবার মাঝেই থাকে, কেউ একজন বলে ফেললে অনুভুতির জায়গাটাতে একটু নাড়া লেগে যায়, এই নাড়া লাগাটুকুতেই লেখার সার্থকতা।

শুভকামনা রইলো মনিরা সুলতানা, ভালো থাকবেন।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

চয়নিকা আহমেদ বলেছেন:
গ্রামে ছিলাম না,
কিন্তু বছরে একবার স্কুল বন্ধ হলে ধান তোলার সময় মাসখানেকের জন্য দাদা বাড়িতে থাকতাম।

বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ধান, খুব কাছ থেকে দেখেছি।
বহুবার ছেনি-ও ধরেছি, যেটা দিয়ে ধান কাটে।
অনন্য সেই সৃতিগুলো,
ব্যস্ততার দায়ভারে আজ আর পাই না।
লেখাটায় এজন্যই স্রিতির কাছাকাছি চলে গেলাম---

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ বেশ দারুন তো, গ্রামে ছেলেবেলা পেয়েছেন। আমার দাদবাড়িতে তাঁত ছিল অনেক, সাড়া বাড়িতে রঙের গন্ধ আর সকাল থেকে মাকুর ঠক ঠক আওয়াজ!

আপনাকে এই লেখাটি তাহলে ওই সময়টার কথা একটু মনে করিয়ে দিল! , ভালো লাগছে। পৃথিবীতে সাররিয়াল কিছু থাকলে মনে হয় শৈশবের স্মৃতি!!!

শুভকামনা রইলো।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

আমিনুর রহমান বলেছেন: ভালো লাগলো আপনার শৈশবের স্মৃতির পদ্য আর গদ্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান । শৈশবের গদ্য পদ্য আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে। :)

শুভকামনা রইলো।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

নীলফরিং বলেছেন:


সুন্দর। শৈশব। আহা শৈশব।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: শৈশব। আহা শৈশব। !!!!

ধন্যবাদ নীলফরিং ।

শুভকামনা রইলো।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

ভিয়েনাস বলেছেন: যে কোন মানুষের অন্তরে বাসা বেঁধে থাকে মধুময় শৈশব। বার বার ফিরে যেতে ইচ্ছে করে সেই সব দিন গুলোতে।

স্মৃতিময় শৈশবের পদ্য অনেক ভালো লাগলো :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
প্রতিটি মানুষের মধ্যে মাত্র একবারের জন্য হলেও,
শৈশবে ফিরে যাওয়ার এক সলাজ আকুতি থাকে


ধন্যবাদ ভিয়েনাস । পাঠে কৃতজ্ঞতা রইলো।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

চারকল বলেছেন: আমিও প্রায় ১৬ বছর টিনের ছাপড়ার নিচে রাত কাটিয়েছি। বৃষ্টি আসলেই নানান সাইজের ঘটি, বালতি, গামলা নিয়ে দৌড়-ঝাপ পড়ে যেত। শৈশবকে মনে করিয়ে দিলেন। কবিতাটা ভাল লাগল। অনেক ভাল লাগা রেখে গেলাম। ভাল থাকবেন। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: ঘটি, বাটি, গেলাস, গামলা হাতের কাছে যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ার অভিজ্ঞতা আপনারও আছে? :) বৃষ্টি শুরু হলে এইজন্য বিরক্ত হইলেও আমার মজা লাগতো!

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। ছেলেবেলার মত ভালো থাকুন! :) :)

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

চারকল বলেছেন: *শব্দটা সম্ভবত পিশাচ হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চারকল, সঠিক শব্দটা যে * পিশাচ এইটাতে সহমত। তবে সবাই তখন যে ভূতটার নাম বলত সেইটা হল *পিচেশ। আমি একটু অন্যভাবে লিখেছি আর কি!

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

অনীনদিতা বলেছেন: নতুন একটা জীবন শুরু হবে:)
এত সুন্দর করে কিভাবে লেখেন:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম অনীনদিতা । :) আপনার আগমনে খুশী লাগছে। :) :) :) আশা করি ভালো আছেন। লেখা ভাল লেগেছে জেনে আরও খুশি লাগলো!।


শুভকামনা রইলো। নিরন্তর ভালো থাকুন।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল লাগলো শৈশবের কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন । পাঠে কৃতজ্ঞতা রইলো।


শুভকামনা রইলো। :)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

ইনকগনিটো বলেছেন: শেষের কথাগুলো অসাধারন লাগলো!


পোস্টে প্লাস।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইনকগনিটো। আপনার অসাধারন লাগলে সেইটা আমার জন্য বিরাট আনন্দের বিষয়। :)


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.