নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

একাপাখি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

কৈশোরে আমার একটা পাখি ছিল,নাম বলতো একাপাখি ।

গল্পের পাখিদের মত অবশ্য একাপাখি গান গাইত না।

আমাদের দেখা হয়েছিলো সদ্য ডানা মেলা শিখছি দুজন, এরকম সময়ে।

জীবনের সেই কাশবন বেলা, বৃষ্টি ভেজা চড়ুইয়ের হাতছানিতে,

গুটি গুটি পায়ে যখন সবে সবকিছুর শুরু ! তখন খুব বেশী দেখা হতনা বটে,

আসলে সুযোগ ছিলনা যে! চারিদিকে ছিল এত সামাজিক শকুনের চোখ রাঙ্গানি!

পালক ছিরে ছিরে মনের কথা লিখে ভাসিয়ে দিয়েছি কত,

কত সহজেই দূর ব্যবধানেও অনায়াসে গড়ে তুলতাম যুগল অমল আকাশ।

‘আমাদের উড়বার আকাশ নেই, চল আমরাই আমাদের আকাশ হই!’

-হতামও তাই। ধু ধু নিরালা দুপুরের প্রথম ভেজা বিদ্যুতের শিহরণ !

গল্পের পাখিদের মত একাপাখি গান না গাইলেও, গল্পের ঝড়টা ঠিকই

একদিন হানা দেয়, তারপর কে যে কোন আকাশে ছিটকে গেলাম !

এখন আর চাইলেও তা মনে করে বলতে পারবনা তোমাদের ।

এই সেদিন এক আচমকা রোদ্দুরে দেখা হয়ে গেল একাপাখির সাথে,

কিছু অপ্রয়োজনীয় ধ্বনি ও প্রয়োজনীয় নীরবতায়,

নেহাত অনভ্যস্ত আড়ষ্টতায়, দুজন আবার ছুট দিলাম আপন নিশানায়।

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখার মত কিছু ঘটল না বটে, নাকি ঘটল?!

হতেও পারে, হয়তবা দিনের আলোয় লুকিয়ে থাকা রাতের তারার খোঁজে,

হাজির হলাম এক বিকালে একাপাখির নীড়ে, দরজা খুলতেই,

কিচির মিচির সঙ্গীত ধাক্কা দিল, একাপাখি বেশ কয়েকটি ছানা ফুটিয়েছে,

এক একটি ছানা যেন এক এক দানা মায়া! চোখ জুড়িয়ে গেল!

একথা, সেকথায়, পুরানো সেই সব উড়াউড়ির গল্পে, দুজনের মাঝে সেই দুপুরের

চিলতে রোদ ঢুকে পড়ে, নীড় ছেড়ে গাছের সবথেকে নিঃসঙ্গ চূড়ায় দুজন যখন ,

হঠাৎ এক অচেনা সাঁঝে নিভে যায় রোদটুকু,

ডানা গুটিয়ে নিশ্চল আমি আর একাপাখি,

জেনে গেলাম,একই আকাশের নিচে,তবু আর আমরা আমাদের আকাশ নই !





মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

খুব সুন্দর।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় , আপনার এই ভালো লাগায় আমি অভিভূত! :)

শুভকামনা রইলো।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: গদ্য আকারে লেখাটা আরও ভাল লাগতো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাসুম আহমদ ১৪। আসলেই একটা গল্পই ঠিক গল্পের সরল শব্দে বলার চেষ্টা করেছি, কবিতার আকারে, এই আর কি! কবিতায় অনেক সুবিধা পাওয়া যায়, ইচ্ছে মত অনেক কিছু লেখা যায়!

পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ *কুনোব্যাঙ*। অশেষ কৃতজ্ঞতা।

শুভকামনা রইলো।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

মাক্স বলেছেন: +++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স। নয়খানি প্লাসে নয়খানি ভালোলাগা! :) :) :)


শুভকামনা রইলো।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

আমিভূত বলেছেন: ভালো লাগলো ।
জেনে গেলাম,একই আকাশের নিচে,তবু আর আমরা আমাদের আকাশ নই !
++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আমিভূত। পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: কত সহজেই দূর ব্যবধানেও অনায়াসে গড়ে তুলতাম যুগল অমল আকাশ।
‘আমাদের উড়বার আকাশ নেই, চল আমরাই আমাদের আকাশ হই!’
......................


চমৎকার । :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন৬৫৩ । ভালো লেগেছে জেনে ভালো লাগছে। :)

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব । পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।



শুভকামনা। :)

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

শ্রাবণ জল বলেছেন: একই আকাশের নিচে,তবু আর আমরা আমাদের আকাশ নই !

সুন্দর, ভাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল । কেমন আছেন? বেশ কিছুদিন পড়ে আপনার দেখা পেলাম! :)

পাঠে কৃতজ্ঞতা রইলো।

শুভকামনা রইলো।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: হায়! একা পাখি, হায়! :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হায়! একা পাখি, হায়! :(


:( :( :(

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছা:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন:

এই বসন্তে পৃথিবীর কোন বাগিচার কথা বলবে কবি,
যেখানে শাহবাগ ফুটিয়েছে অনির্বান আগুনের ফুল?

ধন্যবাদ অনীনদিতা ! এই আগুন ঝরা ফাগুনের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.