নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বসন্তে পৃথিবীর কোন বাগিচার কথা বলবে কবি,
যেখানে শাহবাগে ফুটেছে অনির্বান আগুনের ফুল?
কোন কোকিল আজ ডাক দেবে বসন্তের,
যখন অগ্নিকন্যারা ইস্পাতে বেঁধেছে কন্ঠ?
কোন কবিতা আজ লেখার আছে?, মানুষ ছাড়া,
যখন এক একটি দৃপ্ত মানুষ এক একটি প্রজ্জলিত কবিতা?
কোন সুরে আজ তুমি গাইবে গান, কোন আলোতে আজ তুমি জ্বালবে বাতি?
যখন আমি তুমি আমরা সবাই প্রতিবাদের মদিরায় উন্মাতাল ?
শিরায় ও ধমনীতে, অস্তিত্বের প্রগাঢ় মর্মমূলে আজ জেগেছে সবুজের বিদ্রোহ!
জাগরণের এক অবাক সুনামির পুর্বাভাসের ঘন্টাধ্বনি রটে গেছে বাতিঘর থেকে বাতিঘরে,
অটল অত্যাচারী প্রাচীরগুলো ধ্বসে যাওয়ার অপেক্ষায় কম্পমান,
বিস্মৃতির খাদের কিনার হতে, প্রতিটি শহীদের প্রতি ফোঁটা রক্ত হতে,
প্রতিটি দুঃখিনীর এক এক ফোঁটা অপমানের শোধ নিতে,
আজ বাংলায় জেগেছে এক অরূপ বসন্ত!
প্রাচীন ভীরু বৃক্ষদের প্রত্যাখ্যানের মশালে পুড়িয়ে
মাথা তুলেছে নবীন তরুলতার ঝাঁক,
আজ আর কোন সুন্দরের বন্দনা গাইবে তুমি,
যখন তুমি দেখেছ এই জেগে ওঠা বাংলাদেশ ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: মনের অনেক কথায় বলে ফেলেছেন। বহুপথ পাড়ি দিয়ে শাহবাগ ঘুরে আসলাম, আসলে কি বলব? কবি নীরব হয়ে গেছে। প্রতিটি মানুষ যখন এক একজন প্রজ্জলিত কবিতা হয়ে ওঠে, তখন বোধহয় কবিতার প্রয়োজন হয়না, আসে না।
শাহবাগ আসলেই কেমন আনমনা করে দিল, রক্তে এমন এক নেশা জাগিয়ে তুলেছে, চোখ বন্ধ করলেও যেন শুনতে পাচ্ছি স্লোগান!
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনেক কথা বলার জন্য, আমিও যেন একটু হাল্কা হলাম।
ভালো থাকুন, দেখা হবে বিজয়ে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
রিশাদ রিজওয়ান বলেছেন: অসাধারণ । এমন করে কীভাবে লিখতে পারেন ? এতটা অসাধারণ করে !!! কেপে উঠেছি ।। রক্তস্রোতে অনুভব করেছি শব্দকম্পন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রিশাদ রিজওয়ান ।
এমন স্লোগানে কিভাবে আপনারা কাঁপিয়ে তুললেন পৃথিবী?
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
একজন আরমান বলেছেন:
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: লড়াই চলবে! একবার যখন জোয়ার এসেছে, এই বানে ভাসিয়ে নিতেই হবে!
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
shfikul বলেছেন: ++++++++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
আজ আর কোন সুন্দরের বন্দনা গাইবে তুমি,
যখন তুমি দেখেছ এই জেগে ওঠা বাংলাদেশ ?
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
অনীনদিতা বলেছেন: কবি,কি লেখেন এমন কবিতা
যতটুকু ভালো লেগেছে সেই পরিমান ভালো লাগা দিতে পারলামনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: জাগরণের এক অবাক সুনামির পুর্বাভাসের ঘন্টাধ্বনি রটে গেছে বাতিঘর থেকে বাতিঘরে,
অটল অত্যাচারী প্রাচীরগুলো ধ্বসে যাওয়ার অপেক্ষায় কম্পমান,
বিস্মৃতির খাদের কিনার হতে, প্রতিটি শহীদের প্রতি ফোঁটা রক্ত হতে,
প্রতিটি দুঃখিনীর এক এক ফোঁটা অপমানের শোধ নিতে,
আজ বাংলায় জেগেছে এক অরূপ বসন্ত!
প্রাচীন ভীরু বৃক্ষদের প্রত্যাখ্যানের মশালে পুড়িয়ে
মাথা তুলেছে নবীন তরুলতার ঝাঁক,
আজ আর কোন সুন্দরের বন্দনা গাইবে তুমি,
যখন তুমি দেখেছ এই জেগে ওঠা বাংলাদেশ ?
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
অনীনদিতা বলেছেন: কবি,কি করে লেখেন এমন কবিতা
যতটুকু ভালো লেগেছে সেই পরিমান ভালো লাগা দিতে পারলামনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
ৎঁৎঁৎঁ বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা রইলো।
কোন কবিতা আজ লেখার আছে?, মানুষ ছাড়া,
যখন এক একটি দৃপ্ত মানুষ এক একটি প্রজ্জলিত কবিতা?
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জাগরণের এক অবাক সুনামির পুর্বাভাসের ঘন্টাধ্বনি রটে গেছে বাতিঘর থেকে বাতিঘরে,
অটল অত্যাচারী প্রাচীরগুলো ধ্বসে যাওয়ার অপেক্ষায় কম্পমান,
বিস্মৃতির খাদের কিনার হতে, প্রতিটি শহীদের প্রতি ফোঁটা রক্ত হতে,
প্রতিটি দুঃখিনীর এক এক ফোঁটা অপমানের শোধ নিতে,
আজ বাংলায় জেগেছে এক অরূপ বসন্ত!
অপূর্ব সুন্দর!!
বর্তমান অবস্থায় ভাল কবিতা কম পাচ্ছি ও লেখার ভ্যরাইটি কোন সাবজেক্টও তেমন আসছেনা। দেশকে নিয়ে সবসময় চিন্তাভাবনা আবর্তিত হচ্ছে এবং এলোমেলো করে দিচ্ছে। কবিতা লেখা বা পড়া তাই কেন যেন হয়ে উঠছে না, লিখলেও পোস্ট করতে ইচ্ছে করছে না। শাহবাগ সব কিছুই যেন আনমনা করে দিল।
আপনার কবিতাটি খুবই ভাল লেগেছে, তাই অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, জবাব এর অপেক্ষায় থাকব।
ভাল থাকবেন।