নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই মিলে যদি ফিসফিস করেও উচ্চারন করি,
সেই শব্দ তরঙ্গিত হয়ে গর্জন তুলত বজ্রের!
আমরা সবাই সমস্বরে এক কদম বাড়লে,
পিছু হটে নুয়ে যেত অটল যে কোন প্রাচীর!
আমরা যদি একযোগে একটা আঙ্গুলও তুলি,
কুর্নিশে পথ ছেড়ে দিত যে কোন পর্বত!
আমাদের সম্মিলিত ভ্রূকুটিতে, বিরক্ত দীর্ঘশ্বাসে,
টলমলে কেঁপে যেত যেকোন স্বৈরাচারী মরুঝড়!
সবুজ সেনাদল আমার, ধূসর ধূধূ আকালের কালে,
জেগে উঠলে বাংলা মায়ের কোন শ্যামল কোল থেকে।
এক একটি মানুষ যেন এক একটি আলোকিত স্বপ্ন,
এক একটি নিঃশ্বাস যেন গগনভেদী প্রতিবাদের আবৃত্তি,
এক একটি হাত যেন এক একটি ভরসা ভোরের আহ্বান,
এক একটি কণ্ঠস্বর যেন মুক্তির দারুন দ্রোহের উচ্চারন।
নতুন দিনের নতুন সূর্যেরা আমার, স্বপ্ন জাগানিয়া তরুন দল!
আলোর মিছিলের পৌরোহিত্য আজ তোমাদের পদতলে সমর্পিত।
আমাদের জমানো হাহাকার গুলো আজ গুঞ্জরিত নিদারুন ক্রোধে,
আমাদের টুকরো হতাশা গুলো আজ নিমজ্জিত তীব্র হুঙ্কারে,
আমাদের বিদ্ধ তীর গুলো আজ ছুড়ে দেওয়া অবিচল লক্ষ্যবিন্দুতে,
আমাদের দমানো কান্না গুলো আজ বিস্ফোরিত নক্ষত্রের প্লাবনে।
শত শহীদের রক্ত বন্যায় পলি জমা এই বাংলার ঊর্বসী মাটিতে,
আবার জেগেছে দেখ দুরন্ত, দূর্জয় সেই আগ্নেয় তারুন্য;
যাদের বুকের শিরায় আর চেতনার ধমনীতে নাচে সুর্যসেন আর ক্ষুদিরামের শপথ;
যাদের ঠোঁটের কোনায় হেসে যায় রফিক, সালাম,বরকতের অনির্বান শৌর্য;
যাদের উত্তোলিত মূষ্ঠিবিন্দুতে ভর করে রুমি,আজাদের অবিনাশী চেতনা।
সুর্যের ঘুম ভাঙ্গলে পৃথিবীর কোন অন্ধকার আছে সকালের মুখে দুয়ার দেয়???
১২/০২/২০১৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: শত শহীদের রক্ত বন্যায় পলি জমা এই বাংলার ঊর্বসী মাটিতে,
আবার জেগেছে দেখ দুরন্ত, দূর্জয় সেই আগ্নেয় তারুন্য;
যাদের বুকের শিরায় আর চেতনার ধমনীতে নাচে সুর্যসেন আর ক্ষুদিরামের শপথ;
যাদের ঠোঁটের কোনায় হেসে যায় রফিক, সালাম,বরকতের অনির্বান শৌর্য;
যাদের উত্তোলিত মূষ্ঠিবিন্দুতে ভর করে রুমি,আজাদের অবিনাশী চেতনা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
একজন আরমান বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: শত শহীদের রক্ত বন্যায় পলি জমা এই বাংলার ঊর্বসী মাটিতে,
আবার জেগেছে দেখ দুরন্ত, দূর্জয় সেই আগ্নেয় তারুন্য;
যাদের বুকের শিরায় আর চেতনার ধমনীতে নাচে সুর্যসেন আর ক্ষুদিরামের শপথ;
যাদের ঠোঁটের কোনায় হেসে যায় রফিক, সালাম,বরকতের অনির্বান শৌর্য;
যাদের উত্তোলিত মূষ্ঠিবিন্দুতে ভর করে রুমি,আজাদের অবিনাশী চেতনা।
লড়াই চলবে । জয় বাংলা !!!!
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
সায়েম মুন বলেছেন: সুন্দর! ভাল লাগলো কবি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন। পাঠে কৃতজ্ঞতা রইলো।
সুর্যের ঘুম ভাঙ্গলে পৃথিবীর কোন অন্ধকার আছে সকালের মুখে দুয়ার দেয়???
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
জাকারিয়া মুবিন বলেছেন: সুর্যের ঘুম ভাঙ্গলে পৃথিবীর কোন অন্ধকার আছে সকালের মুখে দুয়ার দেয়???
চমৎকার।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: শত শহীদের রক্ত বন্যায় পলি জমা এই বাংলার ঊর্বসী মাটিতে,
আবার জেগেছে দেখ দুরন্ত, দূর্জয় সেই আগ্নেয় তারুন্য;
যাদের বুকের শিরায় আর চেতনার ধমনীতে নাচে সুর্যসেন আর ক্ষুদিরামের শপথ;
যাদের ঠোঁটের কোনায় হেসে যায় রফিক, সালাম,বরকতের অনির্বান শৌর্য;
যাদের উত্তোলিত মূষ্ঠিবিন্দুতে ভর করে রুমি,আজাদের অবিনাশী চেতনা।
পাঠে কৃতজ্ঞতা রইলো জাকারিয়া মুবিন !
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
shfikul বলেছেন: +++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সুর্যের ঘুম ভাঙ্গলে পৃথিবীর কোন অন্ধকার আছে সকালের মুখে দুয়ার দেয়???
পাঠে কৃতজ্ঞতা!
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
রাইসুল নয়ন বলেছেন: সুর্যের ঘুম ভাঙ্গলে পৃথিবীর কোন অন্ধকার আছে সকালের মুখে দুয়ার দেয়???
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: সুর্যের ঘুম ভাঙ্গলে পৃথিবীর কোন অন্ধকার আছে সকালের মুখে দুয়ার দেয়???
ধন্যবাদ রাইসুল নয়ন।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
স্বপনবাজ বলেছেন:
আমরা সবাই মিলে যদি ফিসফিস করেও উচ্চারন করি,
সেই শব্দ তরঙ্গিত হয়ে গর্জন তুলত বজ্রের!
আমরা সবাই সমস্বরে এক কদম বাড়লে,
পিছু হটে নুয়ে যেত অটল যে কোন প্রাচীর!