নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ধূসর সর্বনাশ

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

জীবনের লল্লিটা সুরুত সুরুত করে নয়,

নাড়ি থেকে উঠে আসা এক প্রচণ্ড টানে শুষে নাও!

চেটেপুটে নাও অন্তিম উপযোগিতা পর্যন্ত।

তারপর স্রেফ আলতো করে ,

কামে- ধ্যানে- ক্ষুধায়, আনন্দ আর হতাশায়-

ছিবড়ে করে ফেলা হাড়টুকু,

মায়াহীন মায়ায় মুড়ে গড়িয়ে দাও শূন্যতায়।

হতে পারে কোন বাজপাখি ঠোঁটে তুলে নিয়ে,

ফেলে আসবে কোন পাহাড়ী বধ্যভূমিতে।

এমনও হতে পারে কোন অস্তিত্ববান ফসিলে পরিনত হলে,

কোন এক অনিশ্চিত ভবিষ্যতে উন্মোচনের অপেক্ষায়।

আর যদি প্রজ্ঞাবান হও,

তাহলে আশা কর না কোন কিছুর!

সময়ের কোটরে গচ্ছিত রেখোনা কোন অমল বাসনা!

তুমি আছ -নিতান্তই সাময়িক;তুমি নেই- অটল চিরন্তন!

আর যদি জীবনের মর্মমূলে কান পেতে শুনতে শেখো,

তাহলে তো জেনেই গিয়েছ এই বেলা,

শুরুর আগেও যদি কিছুই না থাকে,

শেষের পরেও নেই কিছু বাকী।

মহান শূন্যতার মেহনতি মৌমাছির দল,

তিল তিল জমানো স্বপ্নের মধুগুলো,-

হয় যদি কেবল সময়ের খাজনা,

তবে সরোবরের জলের মিলন থেকে বুঝি,

মরুভূমির মরীচিকায় আত্মাহুতির আকুতি পবিত্রতর।

তৃপ্তির ঢেঁকুর থেকে আদিগন্ত হাহাকার মঙ্গলময়।

অভ্যস্ত সংগমের থেকে অচেনা কাতরতা অধিকতর মানবিক।

মুখোশচারী মহাপুরুষ থেকে মুন্ডুছেদী গুহামানব সুচারু ন্যায়বান।

অস্তিত্বের অর্থহীন সমৃদ্ধির থেকে হরিনের চোখ অধিক গুরুত্বপূর্ন।

বেকুব রত্ন পাথরে আলোর কারসাজি থেকে পথের ধুলো হিরন্ময়।

যে ধুলোয় আঁকা তোমার অবয়ব, যে ধুলো তুমি মেখেছ পথে,

যার জমাট বাঁধা তলে তুমি গড়েছ নিশ্চিন্ত আবাস,

এই ভালো সেই ধুলোই মুক্তি,ধূলি ধূসর সর্বনাশ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

অনীনদিতা বলেছেন: তাহলে তো জেনেই গিয়েছ এই বেলা,
শুরুর আগে যদি কিছু না থেকে,
শেষের পরেও নেই কিছু বাকী।

ওয়াও :)
অন্নেক সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনীনদিতা ! পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো লেগেছে জেনে খুশি লাগছে! :)


একটু ভুল ছিল, ঠিক করে নিয়েছি-
তাহলে তো জেনেই গিয়েছ এই বেলা,
শুরুর আগেও যদি কিছুই না থাকে,
শেষের পরেও নেই কিছু বাকী।

অনেক শুভকামনা রইলো।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত সব শব্দের খেল।
মুগ্ধ পাঠ :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় ! আসলে আপনারা কয়েকজন লেখা গুলো পড়েন দেখেই যেন মনে যা আসে লিখে যাই। এই ইচ্ছে খুশি লেখা ভালো লেগে গেলে সেটা এই কবির বিরাট পাওয়া। :)

ভালো থাকুন, শুভকামনা রইলো অনেক।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

যে ধুলোয় আঁকা তোমার অবয়ব, যে ধুলো তুমি মেখেছ পথে,
যার জমাট বাঁধা তলে তুমি গড়েছ নিশ্চিন্ত আবাস,
এই ভালো সেই ধুলোই মুক্তি,ধূলি ধূসর সর্বনাশ।


অনেক ভাললাগা।
+++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: এই ভালো সেই ধুলোই মুক্তি,ধূলি ধূসর সর্বনাশ।


ধন্যবাদ স্নিগ্ধ শোভন। পাঠে কৃতজ্ঞতা রইলো।



ভালো থাকুন।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন:
আজ কি ধূসর দিবস নাকি!!!

আশিক মাসুম লিখেছেন, "!!আমার এক ধূসর আকাশ!!"

রোেক্য়া ইসলাম লিখেছেন, "ধূসর স্বপ্ন.......... এর শেষ অংশ"

আর আপনি লিখলেন, "ধূসর সর্বনাশ"

শুভ ধূসর দিবস। শুভেচ্ছা।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ মজার একটা জিনিস খেয়াল করসেন তো? একটা কি ধূসর দিবস গেল? !!


ধূসর দিবসে ধূসর অভিনন্দন রইলো জাকারিয়া মুবিন ।


অনেক শুভকামনা রইলো।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

shfikul বলেছেন: সুন্দর।ভালো লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শফিক ভাই। পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শান্তা273 । আশা করি ভালো আছেন।


শুভকামনা রইলো।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫১

আশিক মাসুম বলেছেন: অভ্যস্ত সংগমের থেকে অচেনা কাতরতা অধিকতর মানবিক।



মন ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় মাঝে মাঝে
কিন্তু খুব প্রয়োজনীয় কিছু ব্যপার ঈশ্বর নিজের করে রেখেছে,
বড় অবিচার।


খুব ভাল হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
মন ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় মাঝে মাঝে
কিন্তু খুব প্রয়োজনীয় কিছু ব্যপার ঈশ্বর নিজের করে রেখেছে,
বড় অবিচার।

অবিচার, অবিচার!!! কিতাবের শুকনো পাতায় কি আর আদমের তৃষ্ণা মেটে!

পাঠে কৃতজ্ঞতা রইলো আশিক মাসুম । ভালো থাকুন, নিরন্তর।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

এম হুসাইন বলেছেন: অসাধারন শব্দচয়ন।

ভালো লাগলো।
++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শব্দে গাঁথা মালা, শব্দেই বাঁধা সুর,
শব্দে স্বপ্নে মিলে মিশে স্বাপ্নিক,
শব্দ শরীরে প্রান গুঁজে দেয়,
কবি?-সে কেবল শব্দসৈনিক!


পাঠে অশে কৃতজ্ঞতা রইলো।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫

একজন আরমান বলেছেন:
বাহ

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান । কেমন আছেন? অনেক দিন পড়ে দেখা হল!


শুভকামনা রইলো।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব!

পাঠে অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা রইলো।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

মামুন রশিদ বলেছেন: ভালোলাগা+++++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন৬৫৩। পাঠে অশেষ কৃতজ্ঞতা।


ভালো থাকুন।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

সোনালী ডানার চিল বলেছেন:

মরুভূমির মরীচিকায় আত্মাহুতির আকুতি পবিত্রতর।
তৃপ্তির ঢেঁকুর থেকে আদিগন্ত হাহাকার মঙ্গলময়।

মুখোশচারী মহাপুরুষ থেকে মুন্ডুছেদী গুহামানব সুচারু ন্যায়বান।
অস্তিত্বের অর্থহীন সমৃদ্ধির থেকে হরিনের চোখ অধিক গুরুত্বপূর্ন।


এসব জ্যোর্তিময় শব্দমালা কবিতাকে বহুদুর এগিয়ে নিয়েছে!!
শুভকামনা কবি।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সোনালী ডানার চিল ! দারুন ভালো লাগার মন্তব্যে কৃতজ্ঞতা। আসলে শব্দগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতেই হয়ত একদিন একটা কবিতা লিখে ফেলতে পারব!

ভালো থাকুন। শুভকামনা রইলো।

আপনার নিক তো সেরকম কাব্যিক! চিল নিয়ে আমারো একটা লেখা আছে ছোট্ট!

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লেগেছে

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইখতামিন!

কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা। ড্রাকুলার ডায়েরী কেমন চলে?

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

ভিয়েনাস বলেছেন: চমৎকার শব্দভান্ডারে সমৃদ্ধ......

ভালো লাগা জানালাম :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস! ভাললাগায় কবি আনন্দিত!

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

স্বপনবাজ বলেছেন: ধূলি ধূসর সর্বনাশ।
++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: যে ধুলোয় আঁকা তোমার অবয়ব, যে ধুলো তুমি মেখেছ পথে,
যার জমাট বাঁধা তলে তুমি গড়েছ নিশ্চিন্ত আবাস,
এই ভালো সেই ধুলোই মুক্তি,ধূলি ধূসর সর্বনাশ।



পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

ইখতামিন বলেছেন:
খুব ধীর গতিতে থেমে থেমে :(

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: #:-S #:-S

১৭| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে,ইফতি ভাই।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

ৎঁৎঁৎঁ বলেছেন:


কবিতা প্রতীক্ষায় ছিল একজনের,
মেঘে মেঘে রটেছে সে খবর,
শ্রাবন কি জানে?!

১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

শ্রাবণ জল বলেছেন: জানে বোধহয়।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.