![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক যতবার তোমার দুপুর জানলায়,
কোন একলা শালিক খেতে আসে রোদ,
ঠিক ততবারই কোন দেবদূতের ঘুম ভেঙ্গে যায়!
যতবার নির্ঘুম তুমি চোখ থেকে মুছে ফেলতে চাও,
মেখলা কিছু টলোমলো প্রহরের জমানো ক্লান্ত কাজল,
ঠিক ততবারই হেসে ওঠে কোন বাজপাখির হৃদয়!
যতবার তুমি আড়মোড়া ভেঙ্গেই আবার স্তব্ধ হয়ে যাও,
উঠে দাঁড়ানোর পর্যাপ্ত কারনের অভাব থাকা সত্ত্বেও,-
তুমি উঠে দাঁড়াও কারন সেটাই মানবিক রেওয়াজ,
ঠিক ততবারই দীর্ঘশ্বাস চেপে মুচকি হাসেন আকাশগঙ্গা!
যতবার তুমি অবচেতন ধ্যানে গেয়ে ওঠো জীবনের গান,
আবার সেই তুমি থেমে যাও কোন পিছুটানে ঠিকানাবিহীন,
যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ঠিক ততবারই পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপনবাজ, কবিতার পথে সাথী হওয়ার জন্য!
কৃতজ্ঞতা জানবেন!
শুভকামনা রইলো।
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
শ্রাবণ জল বলেছেন: মেখলা কি?
কবিতা ভাল লেগেছে।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন:
যতবার নির্ঘুম তুমি চোখ থেকে মুছে ফেলতে চাও,
মেখলা কিছু টলোমলো প্রহরের জমানো ক্লান্ত কাজল,
ঠিক ততবারই হেসে ওঠে কোন বাজপাখির হৃদয়!
মেখলা মানে হচ্ছে - পাহাড়ী ঢাল টাইপের, পাহাড়ের ঢাল বেয়ে টলমল চলার ক্লান্তি কাজল! এখানের বাজপাখিটাও পাহাড়ী বাজ!
মেখলা- Click This Link
আমার এখানে দারুন একটা ঝড় বৃষ্টি হল, আম কুড়াই আসলাম!
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।
শুভ কামনা।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল!
পাঠে কৃতজ্ঞতা! শুভকামনা রইলো!
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
বটবৃক্ষ~ বলেছেন: ও্য়াও!! হোয়াট আ রাইটিং!
খুব পছন্দ হলো!!
ঠিক ততবারই কোন দেবদূতের ঘুম ভেঙ্গে যায়!.......
যতবার নির্ঘুম তুমি চোখ থেকে মুছে ফেলতে চাও,
মেখলা কিছু টলোমলো প্রহরের জমানো ক্লান্ত কাজল,
ঠিক ততবারই হেসে ওঠে কোন বাজপাখির হৃদয়!
........
যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ঠিক ততবারই পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
লাইনগুলোনা! জাস্ট অসাধারণ!! কিসসু বলার নাই!!
লিখতে তো আর পারমুনা! পড়মু খালি!!
:-<
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: বন্ধু বটবৃক্ষ, সম্মুখে থাকিলে পদধূলি লইতাম নিশ্চিত! আপনার ভালো লাগায় কবি অনিঃশেষ অনেক কিছু পাইল! কৃতজ্ঞতা! কৃতজ্ঞতা!
ভালো থাকুন!
শুভকামনা রইলো নিরন্তর!
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮
শ্রাবণ জল বলেছেন: ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ!!
আপনি আম কুড়ালেন কোথায়?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার বাড়ীর সামনে! পাশের বাড়ির আম গাছের ডাল আমাদের সামনে চলে আসছে, গেলাম এর টুক করে কুরিয়ে নিয়ে আসলাম! বাসায় কয়েকটা পিচ্চি আছে, ওদের জন্যই মজা লাগে, আমিও একটু একটু শৈশবে ফিরে যাই!
৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Elebele taif nik,othoco ki comotkar kobita.++++
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম গিয়াসলিটন ভাই! কতদিন পরে আমার বাড়িতে আসলেন! প্রথম দিকের কয়েকজনের একজন আপনি যে আমার কবিতা পড়তো!
আপনার ভালো লাগায় আনন্দ হচ্ছে!
শুভকামনা রইলো।
ভালো থাকুন!
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Elebele taif nik,othoco ki comotkar kobita.++++
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
ৎঁৎঁৎঁ বলেছেন:
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫
শ্রাবণ জল বলেছেন: বড় হয়ে গেছেন, সে খেয়াল আছে?? এখনো প্রতিবেশীর গাছের আম টুক করে নিয়ে আসেন??
খারাপ। খুবি খারাপ।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: নাস্তিকদের মত কথা বলবেন না! আম প্রতিবেশীর হতে যাবে কোন হিসাবে? মালিক আছেন উপরে একজন, যিনি বরাদ্দ করে দেন কোন আম কার রসনায় যাবে! এখানে তুমি আমি নাক গলানোর কে বাপু?
৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯
শ্রাবণ জল বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন:
১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
বটবৃক্ষ~ বলেছেন: খাইসে! এতো সম্মান কোথায় রাখবো!
বটবৃক্ষের পত্র বেশ ছোটা সাইজের হয় যে!!
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: বটবৃক্ষের পাতার হিসেবের কি দরকার? তার আছে অতিকায় বিস্তার, প্রশস্ত কান্ড আর বর্ধনশীল ঝুরির প্রাচীন প্রজ্ঞা!
শুভকামনা রইলো বটবৃক্ষ!
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
হাসান মাহবুব বলেছেন: অতি সুন্দর। এক জায়গায় মেঘলাকে মেখলা লিখসেন।
শুভরাত।
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: শব্দটা আসলে মেখলা-ই লিখতে চেয়েছি হা- মা ভাই! এখন কিছু দাঁড়িয়েছে কিনা আপ্নারাই বলতে পারবেন!
পাঠে অনিঃশেষ কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক ততবারই দীর্ঘশ্বাস চেপে মুচকি হাসেন আকাশগঙ্গা!
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
যতবার তুমি অবচেতন ধ্যানে গেয়ে ওঠো জীবনের গান,
আবার সেই তুমি থেমে যাও কোন পিছুটানে ঠিকানাবিহীন,
যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ঠিক ততবারই পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
শুভকামনা কান্ডারী ভাই!
ভালো থাকুন!
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সসুন্দর!!!!
অনেক ভালোলাগা জানবেন কবি।
আপনার কবিতা গুলো পড়ে মুগ্ধ হয় বারবার। এত ভালো মানের লেখা খুব কম পাওয়া যায়।
শুভ কামনা সবসময়।
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: নতজানু অভিভাদন স্নিগ্ধ কবি !
আপনার ভালো লাগা কবির অনেক কিছু পাওয়া! মুগ্ধতা তো থাকে আপনার চোখে, আপনি শুধু কবিতায় জড়িয়ে রাখেন ভালবাসায়!
অনিঃশেষ শুভকামনা!
ভালো থাকুন!
১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
একজন আরমান বলেছেন:
যতবার তুমি অবচেতন ধ্যানে গেয়ে ওঠো জীবনের গান,
আবার সেই তুমি থেমে যাও কোন পিছুটানে ঠিকানাবিহীন,
যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ঠিক ততবারই পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
একদম সত্যি কথা মনে হল !
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন:
আবার সেই তুমি থেমে যাও কোন পিছুটানে ঠিকানাবিহীন,
যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
--- বেদনাদায়ক সত্য কথা আরমান ভাই!
শুভকামনা রইলো!
ভালো থাকুন!
১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার সেইরাম হইছে . ডাবল পেলাস :p
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ডাবল মাইরা ধইন্যা লন ব্রাদার!
শুভকামনা!
১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
শান্তা273 বলেছেন: যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ঠিক ততবারই পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
খুব ভালো লাগলো।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শান্তা!
পাঠে কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ষষ্ঠ ভাল লাগা।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! পাঠে অশেষ কৃতজ্ঞতা!
ভালো থাকুন!
১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
লাবনী আক্তার বলেছেন: শব্দগুলোর মাঝে বেশ অর্থ আছে। ভালো লাগল।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার! শব্দ কি আর অর্থ জানে? অর্থ ঘুমিয়ে থাকে আপনার মনে, শব্দেরা শুধু ঘন্টা বাজিয়ে সেই অর্থ জাগিয়ে তোলে!
শুভকামনা রইল! ভালো থাকুন!
১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
ফালতু বালক বলেছেন: শব্দ চয়ন খুব ভালো হইছে।
++++++++
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফালতু বালক!
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা!
২০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা কবিতা। মন ছুঁয়ে গেল।
লেখায় +++++
ভাল থাকবেন .....শুভকামনা রইলো
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোকেয়া ইসলাম! আপনার ভালো লাগায় কবি আনন্দিত!
শুভকামনা!
ভালথাকুন নিরন্তর!
২১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
শেষ পর্যন্ত কবিতায় মুগ্ধ হতে বাধ্য।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনিঃশেষ কৃতজ্ঞতা কবি! আপনার ভালো লাগা এই কবির জন্য বিরাট পাওয়া! লেখার কষ্ট সার্থক!
শুভকামনা রইলো! ভাল থাকুন কবি!
২২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। দূর্দান্ত একটা কবিতা হয়েছে।
আপনি নিয়মিত আপনার নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন
আপনার ভালো লেখার হোটেলে এসে পাঠক মন খুব তৃপ্তি করে কিছু খেল।
একটা অজানা শব্দ জানলাম।
ভালো থাকবেন,অনেক শুভ কামনা।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: নতজানু কৃতজ্ঞতা গ্রহন করুন হে কাল্পনিক_ ভালোবাসা! কবি তো অশেষ সম্মানিত! আসলে গত কয়েকদিন কবিতা লিখতে লিখতে কেমন ক্লান্ত হয়ে গেছি, শব্দের শাবল হাতে নিজেকে খুঁড়তে খুঁড়তে ক্লান্ত! আপনাদের ভালবাসায় ক্লান্তি মুছে যায়!
শুভকামনা নিরন্তর!
ভাল থাকুন!
২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬
মামুন রশিদ বলেছেন: যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ঠিক ততবারই পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
হাহাহা, মজা পেলাম গ্যালারীতে পপকর্ণ হাতে ঈশ্বরকে দেখে ।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! কবিতাটা এখানেই শেষ হয়ে যাবে এমনটা ভাবিনি, আরও কিছু লেখার ইচ্ছে ছিল। কিন্তু যখনই স্বয়ং ঈশ্বর পপকর্ন হাতে গ্যালারীতে এসে বসলেন, বুঝতে পারলাম লেখা এখানেই শেষ করতে হচ্ছে!!!
ভালো থাকুন মামুন ভাই! শুভকামনা রইলো!
২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
এরিস বলেছেন: পপকর্ণ না খাইয়ে ফুচকা খাইয়ে দিতেন। আমার মতো পেটে ব্যাথা করতো, ভালো হতো। মানুশের জীবনকে এতো প্যাঁচে ফেলে রেখেছেন কেন, তাই খুব খুব খুব সুন্দর কবিতা। শুধু অবজেকশন ওই জায়গায়, পপ কর্ণ দিলে চলবে না, ভয়ানক কিছু লাগবে।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা এরিস! সেইরকম বলেছেন! আমার পছন্দের লাইন ছিল এইটা-
যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ততবারই বাসি পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
পরে আর 'বাসি' শব্দটা রাখিনাই,- বাসি পপকর্ন খেলে ঈশ্বর এর কিছু যায় আসেনা, কিন্তু তাঁর কোন উৎসাহী ভক্তের অনুভূতি ক্ষতিগ্রস্ত হতে পারে!
শুভকামনা রইলো এরিস! ভালো থাকুন!
২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
নিয়েল হিমু বলেছেন:
খুব ভাল লেগেছে
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হিমু ভাই!
পাঠে কৃতজ্ঞতা!
ভালো থাকুন নিরন্তর!
২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: চমৎকার বুননের কবিতা।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কবি!
পাঠে অশেষ কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো।
২৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
জাকারিয়া মুবিন বলেছেন:
অসাধারন কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই! পাঠে অশেষ কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
স্বপনবাজ বলেছেন: বেশ গভীর কিছু বলেছেন অনেক সুন্দর করে !
ভালোলাগা জানবেন !