নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু রজনীর বকেয়া ঘুম নিয়ে,
ফেরারী আসামীর মত দুচোখ আমার,
গোপন তালাশে ফেরে এদ্বার থেকে সে দ্বারে।
অবিরাম সপ্ত বর্ষ ব্যাপী খরায়
আমার জগতটা বহুদিন ধরেই বৃষ্টি শুন্য,
অরণ্যেরা সব অসুখ রকমের হলুদ হয়ে গেছে ।
সাঁঝের কুয়াশার সাথে তো আমার কোন শত্রুতা ছিলনা,-
তবুও সকালের শিশির আমার ঘাসগুলোর কথা ভুলেই গেছে।
বুকের জমিনটা লবনের পলি জমে বন্ধ্যা কবি,
সে জমিনে কলম ঘষে আর সোনা ফলে না।
শেষ যেবার ওরা ভিজেছিল,
তা ছিলো নিছক কয়েক ফোঁটা অন্তিম লোনা জল।
তারপর কত কাল, বহুকাল পার হয়ে গেল,
আমার চোখের আকাশে রোদ তবু অচেনাই থেকে যায়, -
সূর্যটা নাকি চুরি হয়ে গেছে!
কতদিন আমার একলা আকাশে,
এক রত্তি মেঘও ভাসেনি !
নদীগুলো সব কোনো এক অন্ধকূপে বয়ে গেছে,
যার নিশানা কেউ আমাকে বলেনি।
আমারই সামনে সমুদ্রটা দুফোঁটা জল ঝরিয়ে শুকিয়ে গেল!
প্রথম মরুঝড়ে শেষ গাংচিলটাও উড়ে যায়,
এরপর থেকে আমি আর কোন পাখি দেখিনি।
চোখের পাতাগুলো ঠিক যেন বনের পথে ঝরে থাকা,
চৈত্রের শুকনো পাতার মত আগুনপ্রত্যাশী হয়ে আছে।
তবুও দাবানল উৎসবের আমন্ত্রন ফিরিয়ে দিয়ে,
জলের খোঁজে আমি তোমাদেরই দরজায় ঘুরে মরছি...
আমার কি কেউ থাকবেনা ?-
যে আমার জন্য জমিয়ে রেখেছে দু ফোঁটা অশ্রু জল!!!
-------------------------------------------
বেশ কিছুদিন আগের লেখা, আরেকবার পোস্ট করতে ইচ্ছে করলো!
১৪ ই মে, ২০১৩ রাত ১:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই!
একটু ছেলেমানুষি ধরনের লেখা হইতে পারে!
২| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৩৭
প্রিন্স হেক্টর বলেছেন: কবি, পুত্তুম পেলাচটা কইলাম আমি দিচি
১৪ ই মে, ২০১৩ রাত ১:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন হে বীর প্রিন্স হেক্টর!
শুভকামনা!
৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৩৮
স্বপনবাজ বলেছেন: মাঝে মাঝে আমার মনে হয় আমার আমির অস্তিত্বের প্রাচীরে সহস্র বছর হলো বৃষ্টিপাতের লক্ষণ নেই, তাই আত্ববিশ্বাস টা তলানীতে! ভালো আছি কাল্পনিক এক জগতে, বাস্তব থেকে পালিয়ে!
আমার বাস্তব জগতে বর্ষণ চাই, দু ফোটা চোখের জল নয়!
লিখায় ভালোলাগা জানবেন!
১৪ ই মে, ২০১৩ রাত ১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার বাস্তব জগতে বর্ষণ চাই, দু ফোটা চোখের জল নয়!
দারুন বলেছেন স্বপনবাজ! --- অস্তিত্বের প্রাচীরে সহস্র বছর হলো বৃষ্টিপাতের লক্ষণ নেই, তাই আত্ববিশ্বাস টা তলানীতে-- মাঝে মাঝে ঠিক এইরকমই মনে হয়!
অবিরাম বর্ষনের শুভকামনায় ...
৪| ১৪ ই মে, ২০১৩ রাত ২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: আমার কি কেউ থাকবেনা ?-
যে আমার জন্য জমিয়ে রেখেছে দু ফোঁটা অশ্রু জল!!!
ইফতি ভাই আমার কেহ নাই।
কবিতায় প্লাস++++++
২য় ভালোলাগাটা আমার।
১৪ ই মে, ২০১৩ রাত ২:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! কখনও কখনও এরকমটা মনে হয় বটে!
ভাল লাগা কুড়িয়ে নিলাম!
শুভকামনা!
৫| ১৪ ই মে, ২০১৩ রাত ২:৩৭
নিয়েল হিমু বলেছেন:
ইফতির কবিতা
মেলাদিন হইছে পড়ি না
১৪ ই মে, ২০১৩ রাত ২:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: আরে এ যে স্বয়ং হিমু ভাই আমার ঘরে!
আনন্দম! আনন্দম!
শুভকামনা রইলো!
৬| ১৪ ই মে, ২০১৩ রাত ২:৪১
নিয়েল হিমু বলেছেন:
সাঁঝের কুয়াশার সাথে তো আমার কোন শত্রুতা ছিল না
তবুও সকালের শিশির আমার ঘাঁশগুলোর কথা ভুলেই গেছে
ভাললাগায় ছুয়ে গেল ।
১৪ ই মে, ২০১৩ রাত ২:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন:
নদীগুলো সব কোনো এক অন্ধকূপে বয়ে গেছে,
যার নিশানা কেউ আমাকে বলেনি।
ধন্যবাদ হিমু ভাই!
৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:১৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি শখ করে প্রথম কবিতা পড়ি সম্ভবতঃ সেভেন কি এইটে উঠে। বড়'পার টেবিল থেকে চুরি করা বিষ্ণু দে। প্রথমে ভাল লাগে নি। এখন লাগে। প্রচণ্ড।
সেই থেকে বুঝলাম, কবিতা বোঝার একটা বয়স লাগে। তাই কাব্যদেবীর আরাধনা এত কম, ভক্ত আরও কম।
কবিতা বেশ লেগেছে। +
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি কবিতা পড়া শুরু করলাম কলেজে উঠে, এক আপুর পড়া দেখে! পড়তামও খুব বেছে বেছে। গত একবছর লেখা শুরু করার পর থেকেই বলতে পারেন কবিতা পড়া শুরু বলা যায়! ভাল লাগতে অনেক সময় নিয়েছে। কিন্তু ভালো লাগাটা প্রচন্ডই বটে!
শুভকামনা রইলো প্রোফেসর!
৮| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৫৯
শিপন মোল্লা বলেছেন: কবিতা ভাল লাগলো।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
শুভকামনা আবুশিথি!
৯| ১৪ ই মে, ২০১৩ সকাল ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম মরুঝড়ে শেষ গাংচিলটাও উড়ে যায়,
এরপর থেকে আমি আর কোন পাখি দেখিনি।
আমি ও দেখিনি সুপ্রিয় কবি ।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: কৃতজ্ঞতা সেলিম ভাই!
ভাল থাকবেন, শুভকামনা রইলো!
১০| ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
তারপর কত কাল, বহুকাল পার হয়ে গেল,
আমার চোখের আকাশে রোদ তবু অচেনাই থেকে যায়, -
সূর্যটা নাকি চুরি হয়ে গেছে!
উপমার ব্যাবহারে কবিতাটি অসাধারন হয়েছে।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!
আপনার আগমনে কবি আনন্দিত!
শুভকামনা!
১১| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০৮
সায়েম মুন বলেছেন: খুব ভাল লাগলো। জমানো লেখাগুলো দিয়ে দিন।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই! পাঠে অশেষ কৃতজ্ঞতা!
পুরানো লেখাগুলো তাহলে কিছু পোস্ট করে ফেলব! ভরসা দিয়েন যখন!
শুভকামনা কবি!
১২| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:২৭
এরিস বলেছেন: বহু রজনীর বকেয়া ঘুম নিয়ে,
ফেরারী আসামীর মত দুচোখ আমার,
গোপন তালাশে ফেরে এদ্বার থেকে সে দ্বারে। কিসের তালাশে কবি ফেরারি? ঠিক কেন এগুলো আমারই কথা। কবির মতো করে লিখে বুঝাতে পারিনা।
..................
দুর্জয় ভাইয়ের মন্তব্যের প্রত্যুত্তরে লেখক বলেছেন: ধন্যবাদ ভাই!
একটু ছেলেমানুষি ধরনের লেখা হইতে পারে! ফালতু বকলে মেজাজ খারাপ হয় কিন্তু।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: এরিসের মেজাজ একটু চড়া মনে হয়!
আসলে পুরনো লেখা একটু অন্যরকম লাগেই, সময়ের সাথে সাথে লেখার ধরন বদলে যায়! আগের গুলো একটু কেমন কেমন লাগে!
এমন একটা সময় আসে যখন সবাইকেই কিছু না কিছু থেকে ফেরারী হয়ে যেতে হয়! গোপন সন্ধানে কেটে যায় সারাবেলা, অথচ কি খুঁজে যাই, মন সে নিজেই জানে না!
শুভকামনা রইলো এরিস!
১৩| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮
বটবৃক্ষ~ বলেছেন: আমারই সামনে সমুদ্রটা দুফোঁটা জল ঝরিয়ে শুকিয়ে গেল!
প্রথম মরুঝড়ে শেষ গাংচিলটাও উড়ে যায়,
এরপর থেকে আমি আর কোন পাখি দেখিনি।
চোখের পাতাগুলো ঠিক যেন বনের পথে ঝরে থাকা,
চৈত্রের শুকনো পাতার মত আগুনপ্রত্যাশী হয়ে আছে।
তবুও দাবানল উৎসবের আমন্ত্রন ফিরিয়ে দিয়ে,
জলের খোঁজে আমি তোমাদেরই দরজায় ঘুরে মরছি...
আমার কি কেউ থাকবেনা ?-
যে আমার জন্য জমিয়ে রেখেছে দু ফোঁটা অশ্রু জল!!!
কেউ নিশ্চই থাকবে.......
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার কি কেউ থাকবেনা ?-
যে আমার জন্য জমিয়ে রেখেছে দু ফোঁটা অশ্রু জল!!!
হয়ত!
শুভকামনা বটবৃক্ষ! কবিতায় আপনার উপস্থিতি একটা বিরাট পাওয়া!
ভাল থাকুন!
১৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪২
হাসান মাহবুব বলেছেন: হাহাকার! হাহাকার!
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: হা তে হা-মা ভাই!
হা তে হাহাকার!
হাহাকার টুকু ছড়িয়ে দেওয়ার জন্যই বোধহয় কবিতার জন্ম!
পাঠে অনেক কৃতজ্ঞতা ভাই!
শুভকামনা!
১৫| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
বেশ লাগলো কবিতাটি।
বিশেষ করে কবিতার ভেতরের বিষাদী আবেগ সেখানেই
মুগ্ধতা রেখে গেলাম।
ভালো থাকুন কবি!!
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: এই বিকালে আমার আকাশে সোনালী ডানার চিলের আগমন!
আনন্দম!
শুভকামনা রইলো চিল! উড়ে উড়ে যাও আকাশ থেকে আকাশে, রোদ চুরি করে সন্ধ্যা নামাও!
১৬| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
সায়েম মুন বলেছেন: শূন্য হবে।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: তবে তাই হোক!
শূন্য হোক, তবুও-
সত্য হোক!
১৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: এ যে দেখি খালি ' নাই আর নাই নিয়ে হাহাকার ! '
কবিতা পড়া যেমন ধৈর্যের ব্যাপার তেমনি লেখাটাও , বিশেষ করে ভালো লেখাটাও চর্চার ব্যাপার। এক কবিতা লিখে সেটা বারবার কারেকশন করলে সেটা আর পরিপক্ক হয় । আপনিও চেষ্টা করতে পারেন, তাহলে আর ছেলেমানুষি মনে হবে না ।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অপর্ণা মম্ময় ! বিলম্বিত প্রতিমন্তব্যে ক্ষমা চাইছি!
হাহাকার! হাহাকার! আসলে কিছুই না থাকার কথাটাই বলতে চেয়েছি! খুব নিঃস্ব, একদম খালি হয়ে যাওয়া একটা অনুভূতির কথাই বলতে চেয়েছি!
শুভকামনা রইলো!
১৮| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! হাহাকার! কাব্যময় হাহাকার।
হাহাকার মাঝে মাঝে সৌন্দর্য হয়ে দাঁড়ায়।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা!
যদি কিছু সুন্দর থাকে তবে কবি ধন্য!
শুভকামনা!
আপনাকে কবিতায় পেলে আনন্দ হয়!
১৯| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:৪১
রাইসুল নয়ন বলেছেন: কবি কবিরা ভালোবাসা পেলে কবিতা আসতো না, তাই না পাওয়াতেই খুশী, তাও যদি কিছু লেখা যায় তবে তার প্রস্থানই শ্রেয়
আমারও পুরনো কিছু লেখা মাঝে মাঝেই পথ রোধ করে প্রকাশের আশায়, কিন্তু ও ঘসা মাজা ছাড়া প্রেমহীন ।
লুকায়িত আবেগ আমার ভালো লাগে ।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: কবি কবিরা ভালোবাসা পেলে কবিতা আসতো না, তাই না পাওয়াতেই খুশী, তাও যদি কিছু লেখা যায় তবে তার প্রস্থানই শ্রেয়
কবি মনস্তত্ত্বের গুরুত্বপূর্ণ স্বীকার্য বলেছেন কবি!
পুরনো লেখা দেওয়া শুরু করুন, আমি তো বেশ উৎসাহ পেলাম!
শুভকামনা রইলো কবি!
২০| ১৫ ই মে, ২০১৩ সকাল ৭:৫৫
সায়েদা সোহেলী বলেছেন: চোখটা এতো পোরায় কেন , ,ও পোরা চোখ সমুদ্রে যা . , , , ,
। সঞ্জীব দার গান টা মনে পরে গেল
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: এ যে গুরুর কথা বললেন! গুরুর চরন ধুলির যোগ্য এ কবি নয়!
জয় গুরু!
চোখটা এত পোড়ায় কেন?
চোখটা এত পুড়িস কেন?
চোখটা এত ঝড়ায় কেন?
চোখটা এত ভাসায় কেন?
চোখটা, তুই এত কাঁদিস কেন?
২১| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:০৭
একজন আরমান বলেছেন:
ইফতি ভাই আমার পড়া আপনার সেরা কবিতাগুলোর মধ্যে একটি।
জলের আকুতিতে ফেরারী কবি খুঁজে ফেরে তার প্রেয়সীকে।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ওহো, আরমান ভাই! কবির অভিভাদন গ্রহন করুন!
পুরনো লেখাগুলোর উপর ভক্তি বেড়ে গেল!
জলের আকুতিতে ফেরারী কবি খুঁজে ফেরে তার প্রেয়সীকে। ++++
শুভকামনা রইলো।
২২| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আশিক মাসুম বলেছেন: যে আমার জন্য জমিয়ে রেখেছে দু ফোঁটা অশ্রু জল!!!
এই লাইনটা যত সুন্দর .... পুরু কবিতা ততটাই প্রানবন্ত।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: .
আমার কি কেউ থাকবেনা ?-
যে আমার জন্য জমিয়ে রেখেছে দু ফোঁটা অশ্রু জল!!!
অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই! আনন্দম!
শুভকামনা!
২৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১:১৮
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পেলাস ব্রাদার
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ব্রাদার! আঁচড় কেমন চলছে? কয়েকদিন ব্লগে ছিলাম না। আঁচড় কেমন চলছে?
শুভকামনা রইলো।
২৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪০
ভিয়েনাস বলেছেন: তারপর কত কাল, বহুকাল পার হয়ে গেল,
আমার চোখের আকাশে রোদ তবু অচেনাই থেকে যায় ....... চমৎকার একটা লেখা পড়লাম।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস!
পাঠে কৃতজ্ঞতা!
সূর্যটা নাকি চুরি হয়ে গেছে!
২৫| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট ।
লেখায় +++++
ভাল থাকবেন .....শুভকামনা রইলো
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোকেয়া ইসলাম! পাঠে কৃতজ্ঞতা!
শুভকামনা!
২৬| ২১ শে মে, ২০১৩ রাত ১:৪০
রাইসুল নয়ন বলেছেন: সায়েদা সোহেলী ,
সঞ্জিব দার গানটা শুনা হয়না অনেকদিন মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ ।
প্রিয় কবি অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি ।
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: রাইসুল ভাই, আমার কবিতা পইড়া যদি কারও সঞ্জীবদার কথা মনে পড়ে সেইটা কবির বিরাট পাওয়া!
প্রিয় কবি অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি ।--
নিশ্চয় বুঝতে পারছেন,!
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৩ রাত ১:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।।