নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

বৈজ্ঞানিক যুগলবন্দী !!!

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

সেই সব স্বপ্নবাজ



ধুমকেতু জাহাজে হ্যালি, সাথে দূরবীন হাতে গ্যালিলিও,

ডারউইন তরুন তখনও, তবু খুঁজে চলে,

গ্যালাপাগোস নক্ষত্রপুঞ্জের দিকচিহ্ন বলয়।

নিউটন আসবেন, আলো ফোটার আগেই তাই,

বৈঠকখানা ধুয়ে মুছে আসন পাতলেন কোপারনিকাস।

তখনও সময় অচেনা, আইনস্টাইন যে এখনও এসে পৌঁছাননি,

স্থান-কালের বক্রতায়, তার ট্রেনটা শুধু ছুটছে আর ছুটছে...

প্রাচীন আরকিমিদিস! মহান আরকিমিদিস!

একটুখানি শুধু জায়গা চেয়েছিলেন,

বলেছিলেন, তাহলেই নাকি পৃথিবীটা নাড়িয়ে দেবেন!

আর এই যে সেদিনকার হকিং,-,

উদ্ভিদের মত শিকড়বদ্ধ,

কেমন অবাক মহাবিশ্ব এঁকে চলেন,-

স্বপ্নবান সমীকরণের ভাঁজে ভাঁজে।

বোকা অন্ধ মানুষগুলো নাকি জানত না,

ভারতবর্ষের কোন এক কোন থেকে জগদীশ দাঁড়িয়ে বললেন-

উদ্ভিদেরও প্রান আছে, ওরাও প্রতীক্ষায় থাকে।

আমি অপেক্ষা করে আছি, শূন্যকে সংখ্যার জালে আটকানো-

গনিতসিদ্ধ আর্য ভট্টের মত কেউ আসবে,

যে নাকি অঙ্ক কষে প্রমান করে দেবে,

একটা নুড়ি পাথরেরও প্রান আছে,- ওরাও স্বপ্ন দেখে...





মহাজাগতিক



আদিম আকাশ ফুঁরে বৃষ্টি ঝরে অঝরে

মহাকাশ তবুও বৃষ্টিশূন্য থেকে যায়।

মেঘের পরে মেঘ সাজিয়ে চাঁদ উঁকি দেয়,

মহাজাগতিক শুন্যতা বলয়ে বন্দী

ফুরিয়ে যাওয়া কোন নক্ষত্র ভস্ম মেখে,

আবারও এক রক্তজবা নেবুলা ফুল ফোটে।

জাদুবিস্ফরনে জন্ম নেয় সময় নদী,

বাঁকে বাঁকে কৃষ্ণবিবর বুনে চলে,

যে গহ্বর তীর্থে বিলীন হবে বলে

নক্ষত্র ভেঙ্গে আলোর বন্যা ছুটবে।

ছায়াপথ থেকে ছায়াপথে আরও অনেক

অলীক মায়াবী নদী বয়ে চলে।

সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা

নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...





****একসময় মহাবিশ্ব, পদার্থবিজ্ঞান, অ্যাস্ট্রোনমি খুব আবেগের বিষয় ছিল। কলেজে পড়ার সময় আইনস্টাইনের বিরাট এক পোস্টার ছিল ঘরে। সমীকরন ভেঁজে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করে ফেলবো, এই বাসনা কখনও হয়নি বললে ভুল হবে। কলেজ পর্যন্ত এইগুলা নিয়েই মেতে ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম গনিতে, রাজকীয় বিষয়- বিজ্ঞানের ভাষা বলে কথা! গনিতের সাথে আমার সংসার জীবন খুব বিভীষিকার হয়েছে। তাকে যে সময়টা দেওয়ার দরকার ছিল তা দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। যাই হোক, আত্মকথা মূল উদ্দেশ্য না, মূল বিষয় হল বিজ্ঞানের প্রতি সেই ছাই চাপা ভালোবাসা থেকে লেখা দুইটা পুরনো কবিতা, একই মোড়কে আপনাদের সামনে পেশ করলাম। এই দুইটাকে বৈজ্ঞানিক কবিতা এই অর্থে দাবী করা যেতে পারে যে লাইনগুলোর কিছু গল্প আর ব্যাখ্যা আছে, যারা গল্পগুলো জানেন তাদের ভালো লাগার আশা রাখি! :)

মন্তব্য ৫৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

রোজেল০০৭ বলেছেন: ১ম ভালো লাগা।

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোজেল!

শুভকামনা রইলো!

২| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর ! ২য় ভালোলাগা !

২৮ শে মে, ২০১৩ রাত ১০:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেই স্বপনবাজ ভাই! প্রথম কয়দিন আমি বুঝতে পারি নাই!

স্বপ্নবাজদের নিয়ে প্রথম কবিতাটা আপনার ভাল লাগবে আশা ছিল, আপনিও যে স্বপ্নবাজ!

শুভকামনা রইলো, অনেক ভাল থাকুন!

৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:০৫

বাংলার হাসান বলেছেন: +++++++

২৮ শে মে, ২০১৩ রাত ১০:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই! পাঠে কৃতজ্ঞতা!


ভালো থাকুন অনেক!

৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++ দারুণ!!!!

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!

শুভকামনা রইলো অনেক!

৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি বিজ্ঞানের ছাত্র।
নিক, কবিতা কিন্তু এরকমই ভাবাচ্ছিলো :)

বিজ্ঞান শুনলেই ভয় করে :)

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: বিজ্ঞান নিয়ে আর কোন লেখা তো আগে দেই নাই, নিক দেইখা বিজ্ঞানের ছাত্র কিভাবে বুঝলেন! ? #:-S

বিজ্ঞান শুনলেই ভয়- এর জন্য দায়ী আমাদের শিক্ষাব্যবস্থা, একটা অদ্ভুত সুন্দর বিষয়ের আকর্ষক ডালপালা ছেঁটে কিভাবে খুব কর্কশ করে উপস্থাপন করতে হয়- এর উদাহরণ হইতেসে আমাদের বিজ্ঞান বিষয়ক পুস্তিকা ও পাঠ্যক্রম।

তো বিজ্ঞানে অরুচি খুবই স্বাভাবিক একটা বিষয়, তবে বৈজ্ঞানিক কবিতা নিয়ে দূর্জয় কবির অভিমত কি ?!

শুভকামনা!

৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৩ য় ভাল লাগা,,,,,,,,,,,,,,মুগ্ধতা

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ লায়লা! কবিতায় আপনাকে পেয়ে আনন্দ হয়! :)

শুভকামনা রইলো!

৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:১২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাইয়া ;)

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে নির্লিপ্ত স্বপ্নবাজ!

ইচ্ছে ছিল পাহাড়চূড়ার মত উদাসীন হব,
হিম পাথরের মত নির্লিপ্ত!
নগর পুড়লেও যদি সম্রাট বাজাতে পারে বাঁশী,
স্বপ্ন পুড়লেও কি নির্লিপ্ত থাকো তুমি স্বপ্নবাজ?!

৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

এরিস বলেছেন: আদিম আকাশ ফুঁরে বৃষ্টি ঝরে অঝরে
মহাকাশ তবুও বৃষ্টিশূন্য থেকে যায়।
মেঘের পরে মেঘ সাজিয়ে চাঁদ উঁকি দেয়,
মহাজাগতিক শুন্যতা বলয়ে বন্দী
ফুরিয়ে যাওয়া কোন নক্ষত্র ভস্ম মেখে,
আবারও এক রক্তজবা নেবুলা ফুল ফোটে।
চমৎকার কথাগুলো। আপনি খুব সুন্দর লিখেন। কবিতাগুলো সমসময় ভিন্নধর্মী। একরাশ মুগ্ধতা। ( আপনাকে মাইনাস। ২ টা কবিতা একসাথে দিয়েছেন কেন??? )

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: এই দুইটা লেখাই আমার খুব প্রিয় কবিতা। বিজ্ঞান ভালোবাসা ছিল খুব একসময়। আপনাদের ভাল লাগায় অনেক আনন্দ পেলাম! :)

আপনাদের এই সাথে থাকা আর ভাল লাগা অনেক বিরাট একটা পাওয়া! কারন হচ্ছে লেখার আত্মবিশ্বাস তৈরীতে এইটা আসলেই গুরুত্বপূর্ন। যেমন কিছুদিন আগে আমার এক কবি বন্ধু বলল যে আমার কবিতায় সম্ভাবনা আছে, কিন্তু অল্পের জন্য কবিতা হচ্ছেনা, ছন্দ মাত্রা পইড়া বুইঝা কবিতা লিখতে হবে। আমি কয়েকদিন ছন্দ আর মাত্রা মিলিয়ে ভাবার চেষ্টা করলাম। আমার লেখা বন্ধ হয়ে গেল! পরে সব চিন্তা ছুঁড়ে ফেলেছি । আমার লেখা কবিতা হওয়ার দরকার নেই! আমার যা খুশী আমি তাই লিখবো! -- এই ভরসাটা কিন্তু আপনারা দিয়েছেন!

শুভকামনা রইলো এরিস !

** বেশ বৃষ্টি হচ্ছে, জ্বর বাঁধায়ে কয়েকটা লিখে ফেলেন, অপেক্ষায় থাকলাম! :P

৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ফুরিয়ে যাওয়া কোন নক্ষত্র ভস্ম মেখে,
আবারও এক রক্তজবা নেবুলা ফুল ফোটে।


দুর্দান্ত উপমা +++++++++++

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কান্ডারী ভাই! ভালো লাগায় অনেক আনন্দ হল!


ছায়াপথ থেকে ছায়াপথে আরও অনেক
অলীক মায়াবী নদী বয়ে চলে।
সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা
নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...


শুভকামনা!

১০| ২৯ শে মে, ২০১৩ রাত ১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: কবিতার লাইন গুলো ব্যাখা পোষ্ট কবে পাবো ?

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: সশ্রদ্ধ ধন্যবাদ হে ঘুড্ডির পাইলট! আপনার কথা অনেক শুনেছি, বিশেষ করে সাভার ট্র্যাজেডীর সময়!

কবিতার লাইন গুলোর গল্প যেহেতু আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই লিখবো, পরবর্তী পোস্ট হবে এইটা নিয়ে। :)

শুভকামনা! অনেক অনেক ভালো থাকুন!

১১| ২৯ শে মে, ২০১৩ রাত ২:১০

শ্রাবণ জল বলেছেন: ভারতবর্ষের কোন এক কোন থেকে জগদীশ দাঁড়িয়ে বললেন-
উদ্ভিদেরও প্রান আছে, ওরাও প্রতীক্ষায় থাকে।
আমি অপেক্ষা করে আছি, শূন্যকে সংখ্যার জালে আটকানো-
গনিতসিদ্ধ আর্য ভট্টের মত কেউ আসবে,
যে নাকি অঙ্ক কষে প্রমান করে দেবে,
একটা নুড়ি পাথরেরও প্রান আছে,- ওরাও স্বপ্ন দেখে..


এটা আপনার অসাধারণ একটা কবিতা হয়েছে, ইফতি ভাই।
এক কবিতায় এতজন কে একসাথে, পারেন বটে!!

খুব খুব ভাল লাগল আমার।

আমি বিজ্ঞান ছেড়েছি ০৯ এ, এখন পড়তে হয় হিস্ট্রি-ফিলোসফির মত বোরিং সাবজেক্ট, তবু আপনার কবিতা পড়ে পুরনো পড়াশোনা মনে পড়ে গেল :)

দ্বিতীয় টার কথা কি বলবো!!

Red Rectangle Nebula, Cat's Eye Nebula কিংবা hallix nebula লাল চোখের মত বলেই বোধহয়
"রক্তজবা নেবুলা ফুল" উপমা ব্যাবহার করেছেন!!
উপমাটা অনেক সুন্দর!!

বেশি ভাল যারা লিখেন, তাদের লেখায় আমি কমেন্ট করিনা সচরাচর। যোগ্য মনে হয়না নিজেকে।

আপনার লেখায়ও খুব সহসা ই কমেন্ট করা বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে!!!

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সেইসব স্বপ্নবাজ আমার খুব প্রিয় একটা লেখা! অনেক লেখাই আর নিজের পড়তে ভালো লাগেনা, পুরনো পুরনো লাগে, কিন্তু এই লেখাটা যতবার পড়ি, ভালো লাগে।

আরও অনেক প্রিয় স্বপ্নবাজ ছিল, যাদের কথা লেখা হয়নি, আকারে বড় তো হতই, আর বৈজ্ঞানিক কবিতা কবিতার পাঠকদের আদৌ ভালো লাগবে কিনা, এইটাও একটা চিন্তা ছিল!


Red Rectangle Nebula, Cat's Eye Nebula কিংবা hallix nebula- ওরে বাবা, আপনি তো দেখি নানা ধরনের নেবুলার নাম জানেন! অ্যাস্ট্রোনমি ছিল নাকি?

ওহে শ্রাবণ, এক বর্ষাতেই কিন্তু জল সব ঝরে যায়না, তো খুব খিয়াল কইরা! কমেন্ট বন্ধ হইলে কবির লেখা বন্ধ হয়ে যাবে নিশ্চিত!

শুভকামনা !



একটা নেবুলা ফুলের ছবি আপলোডের চেষ্টা করলাম, হইলনা ! :(




১২| ২৯ শে মে, ২০১৩ রাত ২:২৩

আরজু পনি বলেছেন:

কবিতার পেছনের গল্প...ভাবতেই ভালো লাগে।
+++++

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আরজুপনি! ব্লগে আপনার আগমন যে বিশাল ব্যাপার আগে বুঝতাম না! এখন বুইঝা ভাল লাগতাসে! :P

গল্পগুলো নিয়ে আরেকটা পোস্ট দেব, আশা করি ভাল লাগবে!

অনেক অনেক শুভকামনা রইলো আপু, ভাল থাকুন নিরন্তর!

১৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৩:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে মাননীয় মন্ত্রী মহোদয়! ব্যর্থ কবির ব্লগে আসছেন, যথাযথ প্রটোকল কিছুই দিতে পারলাম না! নিজ গুনে মার্জনা করবেন আশা করি!

শুভকামনা মন্ত্রী মহোদয়!

** আপনি সামুর কোন মন্ত্রনালয়ে আছেন যদি বলতেন, মাঝে মাঝে তদবির নিয়ে যেতে পারতাম! :)

১৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪

মামুন রশিদ বলেছেন: কবিতা আর বিজ্ঞানে আদতে কোন বিরোধ নাই । দুটোই নতুন নতুন আবিষ্কারে ব্যস্ত ।


শেষেরটা বেশি ভালো লাগছে ++

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: মোটেই নেই, বিন্দুমাত্র বিরোধের কোন অবকাশ নেই, দুইটাই একই জিনিস, দুইটা দুই ফর্মে! রামানুজনের ভয়ঙ্কর রকম দূর্বোধ্য কোন সমীকরণের সৌন্দর্যের সাথে মধু কবির মহাকাব্যের সৌন্দর্যের কোন ফারাক নেই!

শুভকামনা মামুন ভাই! ভালো থাকুন!

১৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ১মটাই বেশি ভাল লাগলো ।সুন্দর ।

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই! প্রথমটা আমার খুব প্রিয় একটা কবিতা!

শুভকামনা রইলো!

১৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:১৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: মহাকাশ নিয়ে ভাবতে ভাল লাগে গুলিয়ে যাই তাই লিখিনা

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: মহাকাশ বিষয়টা বিস্ময়কর রকম রহস্যময় !!! কেমন জান টানে, আবার সেই পরিমান দুর্বোধ্যও বটে! অবশ্য আগামীর মানুষদের জন্যও তো কিছু রহস্য রেখে যেতে হবে যেন তারাও উন্মোচনের আনন্দ লাভ করতে পারে!

শুভকামনা "চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" !

১৭| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম কবিতাটা খুব ভালো লাগলো । যেখানে থেকে ঐ লাইনটা শুরু হলো সেইখান থেকে আরও মুগ্ধতা বাড়লো -

ভারতবর্ষের কোন এক কোন থেকে জগদীশ দাঁড়িয়ে বললেন-
উদ্ভিদেরও প্রান আছে, ওরাও প্রতীক্ষায় থাকে।

---- খুব সুন্দর !

মজাগতিক কবিতায় ' রক্তজবা নেবুলা ফুল' উপমাটাও আকর্ষণ করার মতো !

শুভকামনা আপনার জন্য

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপর্ণা ! প্রথম কবিতাটা আমার খুবই প্রিয়, নিজে পড়তেও খুব পছন্দ করি । জগদীশের সময় থেকেই আবেগের ত্বরন ঘটতে থাকে!

' রক্তজবা নেবুলা ফুল'- ভাল লেগেছে জেনে আনন্দ হচ্ছে!

শুভকামনা রইলো। আমি আপনার ব্লগে যাওয়ার জন্য সময়ের অপেক্ষায় আছি! খুব শীঘ্রই দেখা হবে আপনার লেখায়! :)

১৮| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমত্‍কার লিখেছেন ইফতি ভাই। ভালো লাগা রইল। +++++

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই গণ্ডমূর্খ ! ভালো লাগায় অনেক আনন্দ! :)


শুভকামনা!

১৯| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমত্‍কার লিখেছেন ইফতি ভাই। ভালো লাগা রইল। +++++

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

২০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৩

নিয়েল হিমু বলেছেন: কবিতাতেও সাইন্স ফিকেশন ? B:-) B:-)

খারাপ লাগে নি কিন্তু ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন বলেছেন হিমু ভাই! ঠিকঠাক শিরোনাম পাচ্ছিলাম না ! সায়েন্স ফিকশন কবিতা একদম পারফেক্ট! :) :)

শুভকামনা রইলো!

২১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: প্রথম কবিতার নিরীক্ষাটা বেশ টানলো।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম কবিতাটা আমার খুব প্রিয় হা-মা ভাই, এত স্বপ্নবাজ কিছু মানুষকে নিয়ে লেখা তো! :)

শুভকামনা ! ভাল থাকুন অনেক!

২২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫০

আশিক মাসুম বলেছেন: জি খুব ভালো লেগেছে....... সাইন্স এর স্টুডেন্ট ছিলাম :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সাইন্স এর স্টুডেন্ট ছিলেন, তাইলে তো অবশ্যই ভরসার কথা!

ভালো লাগায় আনন্দ পেলাম!

শুভকামনা রইলো!

২৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:০০

শ্রাবণ জল বলেছেন: astronomy chilona. Md Jafor Iqbal er ekta science fiction a chilo "nebula". shobdo ta tokhon theke jani. ar nebula mane to niharika. kichudin age amake ki karone jeno nebula topic ta dekhte hoyechilo google a. oi solpo gen thekei bollam :)

nebula ful ta sundor. Earrings hole sundor hoto :P :P :P


likhte thakun. pashei achi . :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আস্ট্রনমি না পইড়াও নেবুলা সম্পর্কে মেলা জানেন! :) আরও অনেক মজার মজার বিষয় আছে, আস্তে আস্তে লিইখ্যা ফেলবো!

ভাল থাকুন, কবিতার সাথে থাকুন! :) :)

২৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮

বটবৃক্ষ~ বলেছেন: গনিতের সাথে আমার সংসার জীবন খুব বিভীষিকার হয়েছে। তাকে যে সময়টা দেওয়ার দরকার ছিল তা দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।
তাতেই যদি এই অবস্থা হয়!! ছাইচাপা ভালোবাসা থেকে এতো দারুন ইউনিক কবিতা নি:সৃত হলেতো ভালোই....

হুম পেছনের গলপোগুলো জানা আছে...সাইন্স বরাবরই অসাম.....

জাদুবিস্ফরনে জন্ম নেয় সময় নদী,
বাঁকে বাঁকে কৃষ্ণবিবর বুনে চলে,
যে গহ্বর তীর্থে বিলীন হবে বলে
নক্ষত্র ভেঙ্গে আলোর বন্যা ছুটবে।

পুরাই সাইন্টিফিকালি অসাম!!! হিহিহি ;)

ছায়াপথ থেকে ছায়াপথে আরও অনেক
অলীক মায়াবী নদী বয়ে চলে।
সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা
নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...

আর এই লাইং গুলো ভীষন অপার্থিব,,,,,,,,, অনেক ভালোলাগা

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: গনিতের সাথে আমার সংসার ভাইঙ্গা গেলেও আমি এখনও তারে ভালবাসি! |-) :!>

ব্ল্যাকহোলের ঘটনা একদম ঠিক আছে না? :)

পেছনের গল্প জানা থাকায় নিশ্চয় মজা পেয়েছেন! সায়েন্স ফিকশন কিছু কবিতা, ছড়া লিখতে হবে। সায়েন্স ফিকশন উপন্যাস, ছোট গল্প থাকলে কবিতা থাকবেনা কেনু?!

অনেক অনেক ধনবাদ বটবৃক্ষ! আপনার আগমন কবির জন বেশ আনন্দের প্রাপ্তি!

শুভকামনা রইলো!

২৫| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪

অদৃশ্য বলেছেন:





সেইসব স্বপ্নবাজ____ মহাজাগতিক____ আমার কাছে দারুন লেগেছে আর সাথে আপনার কথাও

সবমিলিয়ে চমৎকার ...


শুভকামনা...

২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য! ভাল লেগেছে জেনে আনন্দ হচ্ছে!


ভালো থাকুন! অনেক শুভকামনা রইলো !

২৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:২৪

জ্যোস্নার ফুল বলেছেন: ভিন্ন সাঁদের।

৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জ্যোস্নার ফুল ! আপনার নিকটা সুন্দর!


শুভকামনা রইলো!

২৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: প্রথমটাতে বেশ মজা পেলাম।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথমটা আমার খুব প্রিয় লেখা সায়েম ভাই! মজা পেলেন জেনে ভাল লাগলো!

অনেক শুভকামনা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.