নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটো বেলায়, আমার একজন ফেরিওয়ালা ছিলো,
দ্বারে দ্বারে ভোর ফেরী করতো।
আমি রোজ ওর কাছ থেকে
একটা করে করে ভোর কিনতাম।
দাম কি দিতে হত জান?
আমার ভোর রাতের এক টুকরো স্বপ্ন!
ফেরিওয়ালার একটা রঙ্গিন ঝোলা ছিল,
স্বপ্ন সব তাতে ভরে রাখতো।
আর আমার হাতে সুতো দিয়ে,-
একটা টাটকা সূর্য বেঁধে দিত!
আমি রোজ সকালে সূর্য উড়িয়ে,
-একটা করে সকাল কিনতাম।
এখন আমি বড় হয়ে গেছি,
আমার স্বপ্নগুলোও বুঝি ফুরিয়ে গেছে,
কত যুগ পার হল আমি একটা সূর্য উড়াই না!
কত রাত আমার সকাল ছোঁয় না!
রঙ্গিন স্বপ্নে কেনা একটা অরুণ ভোর,
পা মুড়িয়ে শিশির সকাল ঘাস ভোর,
হেঁটে যাই হাতে লাটাই সুর্যটা বাঁধা-
-উড়িয়ে দেই - ভাসিয়ে দেই-
ডানা মেলে সুর্যটা উড়ে যায়-
মায়া রোদে ভাসিয়ে দেয়-
আমার একটা সকাল, একটা ভোর!
নগদ কড়িতে, সজীব স্বপ্নে কেনা একটা ভোর...
ওগো ভোরওয়ালা,আমার স্বপ্নকিনি ফেরীওয়ালা!
অনেক তো স্বপ্ন কিনলে,
এখন একটু কষ্ট কেন, হতাশা কেন,
পাপ কেন, ভুল কেন, ক্লেদ কেন,
লোভ কেন, হিংসা কেন, নষ্ট আত্মা কেন,
পঁচা গলা সত্য কেন,
চোখের কোণের অশ্রুটাও কেন!
তুমি বলেছিলে,
স্বপ্নগুলো সব জমা রাখলাম ছোটো সোনা!
তুমি যখন সকাল কিনতে কিনতে-
অনেক বড় হয়ে যাবে-
ভুলে ছেয়ে যাবে-
পাপে নুয়ে যাবে-
গ্লানিতে মুড়ে যাবে-
যখন মধ্যাহ্ন, যখন খরতাপ,
যখন উদ্ভ্রান্ত, যখন অস্থির,
যখন দেয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে থাকতে থাকতে,
তালুতে কড়া আর পায়ের নিচে পিঁপড়া বাসা বাঁধবে-
তখনও অপেক্ষায় থেক।
আষাঢ়ে একটা চাঁদ উঠবে
তুমি ঘুমিয়ে যেওনা ভুলেও...
লোভী সম্রাটের পাঁজরের বাঁশিতে
শয়তান তুলবে ঘুম পাড়ানি সুর!
দেবকুলের ভাড়াটে সুন্দরী মেনকা নাচবে,
স্বার্থপর একটা বিছানা সাজিয়ে তুলতুল!
তুমি কিন্তু তখনও জেগে থেক ছোট সোনা...
ছেলেবেলার ভোররাত্রির এক টুকরো স্বপ্নের জন্য,
হাতড়ে হাতড়ে অন্ধকার অরন্য পেড়িয়ে একটু আলোর জন্য,
রাতজাগা কবিয়াল আশ্বিনের মাতাল এক পেয়ালা জ্যোৎস্নার জন্য,
আদিম মানুষের প্রথমবার নদী দেখবার কামনায় সোমেশ্বরীতে ডুববার জন্য,
হারিয়ে যাওয়ার সবগুলো পথ হারিয়ে ফেলে আর একটিবার ডুকরে উঠে কান্নার জন্য,
আর কতকাল জেগে থাকতে হবে আমাকে নিস্পলক?
আর কত খ্রীষ্টকে হতে হবে পেরেক ঠুকে ঠুকে ক্রুশবিদ্ধ???
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: সহজিয়া কবিতা!- ঠিক বলেছেন ভাই, এইটা অবশ্য আমার লেখা ২ নং বা ৩ নং কবিতা! কাল বের করে একটু এডিট করে শেষের অংশটা যোগ করলাম!
আরে অঞ্জনের গানটা আমারও দারুন আগে, মজার ছন্দময় গান!
কবিতা দূর্জয় কবির ভালো লাগায় অনেক আনন্দ হল!
শুভকামনা রইলো !
২| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:১২
ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর লেখনী আমাকে মুগ্ধ করেছে
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট! আপনার মুগ্ধতা কবির জন্য বিরাট প্রাপ্তি!
শুভকামনা রইলো! কবিতার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা!
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৪
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: এই পত্থম আপনার কবিতা একবার পইড়াই বুইঝা ফালাইছি
পেলাচ
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, এইটা তো সহজিয়া কবিতা, না বুঝার কিচ্ছু নাই! যখন কবিতা লেখা শুরু করলাম। একদম প্রথম কবিতাদের একটা!
শেষেরটুকু যোগ করে দিলাম!
শুভকামনা! অনেক অনেক ভাল থাকুন!
৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আমার একটা সকাল, একটা ভোর!
নগদ কড়িতে, সজীব স্বপ্নে কেনা একটা ভোর...
ওগো ভোরওয়ালা,আমার স্বপ্নকিনি ফেরীওয়ালা! +++
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি ওরফে স্বপনবাজ ভাই! স্বপ্ন আর আপনার পিছু ছাড়ল না! ছাড়বেই বা কেন?
যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়!
শুভকামনা রইলো!
৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ কদিন পরে ব্লগে মন্তব্য করলাম, আপনার কবিতা আমার অসাধারণ লাগে। পঞ্চম প্লাস দিয়ে সোকেশে রেখে দিলাম!
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ কিছুদিন আপনার দেখা পাচ্ছিলাম না! দিকভ্রান্ত পথিকের তো আর পথ হারিয়ে ফেলার কোন সুযোগ নাই!
ছেলেবেলার ভোররাত্রির এক টুকরো স্বপ্নের জন্য,
হাতড়ে হাতড়ে অন্ধকার অরন্য পেড়িয়ে একটু আলোর জন্য,
রাতজাগা কবিয়াল আশ্বিনের মাতাল এক পেয়ালা জ্যোৎস্নার জন্য,
আদিম মানুষের প্রথমবার নদী দেখবার কামনায় সোমেশ্বরীতে ডুববার জন্য,
হারিয়ে যাওয়ার সবগুলো পথ হারিয়ে ফেলে আর একটিবার ডুকরে উঠে কান্নার জন্য,
আর কতকাল জেগে থাকতে হবে আমাকে নিস্পলক?
আর কত খ্রীষ্টকে হতে হবে পেরেক ঠুকে ঠুকে ক্রুশবিদ্ধ???
শোকেসে কবিতা নেওয়ার জন্য কৃতজ্ঞতা! কবি অশেষ সম্মানিত!
৬| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৪৩
আহসান জামান বলেছেন:
মুগ্ধপাঠ, ভালো থাকবেন।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ জামান ভাই!
শুভকামনা রইলো!
৭| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৩৬
লাবনী আক্তার বলেছেন: চমৎকার !!
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাবনী! কবিতায় থাকার জন্য কৃতজ্ঞতা!
শুভকামনা রইলো!
৮| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:১২
অপর্ণা মম্ময় বলেছেন: শুরুটা খুব সুন্দর ! তবে মাঝে যেন একটু দিক হারিয়ে ফেলল এমন লেগেছে। আবার শেষে এসে সেটা ঠিক হয়ে গেছে।
ভালো লেগেছে কবিতা
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিকঠাক ধরেছেন! একদম প্রথম দিকের লেখা, খেই হারিয়ে ফেলে কোথা থেকে কোথায় চলে গেলাম, গতকাল শেষের অংশটা যোগ করলাম। প্রথমের দিক হারিয়ে ফেলাতে আর হাত দিলাম না, কিছু কবিতা থাক এরকম!
শুভকামনা অপর্ণা!
৯| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫
মেহেরুন বলেছেন: এখন আমি বড় হয়ে গেছি,
আমার স্বপ্নগুলোও বুঝি ফুরিয়ে গেছে,
কত যুগ পার হল আমি একটা সূর্য উড়াই না!
কত রাত আমার সকাল ছোঁয় না!
খুব সুন্দর। +++++
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২১
ৎঁৎঁৎঁ বলেছেন:
আর কতকাল জেগে থাকতে হবে আমাকে নিস্পলক?
আর কত খ্রীষ্টকে হতে হবে পেরেক ঠুকে ঠুকে ক্রুশবিদ্ধ?
শুভকামনা মেহেরুন! ভাল থাকুন!
১০| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর!!!!
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
শুভকামনা রইলো!
১১| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২
লেখোয়াড় বলেছেন:
সাদা গদ্যে লেখা নাতিদীর্ঘ কবিতা।
বেশি কিছু বলতে চাই না।
শুধু বলি, আপনার কবিতায় একটি জন্ম তথা একটি জীবন দেখতে পেলাম।
আমার উপলব্ধি গভীর হলো।
শেষ সাতটি লাইন কবিতাকে দারুন পূর্ণতা দিয়েছে।
ভাল থাকুন, আপনার নিকের কোন নাম নেই।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ লেখোয়াড় ভাই ! আপনার মন্তব্যে ভরসা পেলাম, অনুপ্রাণিত হলাম তো বটেই!
ছেলেবেলার ভোররাত্রির এক টুকরো স্বপ্নের জন্য,
হাতড়ে হাতড়ে অন্ধকার অরন্য পেড়িয়ে একটু আলোর জন্য,
রাতজাগা কবিয়াল আশ্বিনের মাতাল এক পেয়ালা জ্যোৎস্নার জন্য,
আদিম মানুষের প্রথমবার নদী দেখবার কামনায় সোমেশ্বরীতে ডুববার জন্য,
হারিয়ে যাওয়ার সবগুলো পথ হারিয়ে ফেলে আর একটিবার ডুকরে উঠে কান্নার জন্য,
আর কতকাল জেগে থাকতে হবে আমাকে নিস্পলক?
আর কত খ্রীষ্টকে হতে হবে পেরেক ঠুকে ঠুকে ক্রুশবিদ্ধ???
অনেক শুভকামনা রইলো!
১২| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪৪
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:০০
ৎঁৎঁৎঁ বলেছেন:
আর কতকাল জেগে থাকতে হবে আমাকে নিস্পলক?
আর কত খ্রীষ্টকে হতে হবে পেরেক ঠুকে ঠুকে ক্রুশবিদ্ধ
১৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটারে মুক্তগদ্য আকারে ট্রাই করে দেখতে পারেন
৩০ শে মে, ২০১৩ রাত ৯:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ মাসুম ভাই! মুক্তগদ্য আকারে খুব একটা সাচ্ছন্দ্য পাইনা এখনও!
শুভকামনা!
১৪| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটারে মুক্তগদ্য আকারে ট্রাই করে দেখতে পারেন
৩০ শে মে, ২০১৩ রাত ৯:১১
ৎঁৎঁৎঁ বলেছেন:
১৫| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:১১
রোজেল০০৭ বলেছেন: একঢোকে গিলে ফেললাম আপনার কবিতা।
৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: আশা করি সুন্দর হজম হয়ে যাবে! একদম সহজপাচ্য কবিতা!
ধন্যবাদ রোজেল!
শুভকামনা রইলো!
১৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৫
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কবি!
শুভকামনা রইলো নিরন্তর!
১৭| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮
হাসান মাহবুব বলেছেন: ভোরওয়ালা!অদ্ভুত সুন্দর শিরোনাম। কবিতা যাথারীতি ভালো।
০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ হা-মা ভাই, শিরোনাম ভাল হইলে বেশ ভাল লাগে, শিরোনাম নিয়ে সবসময় একটু ঝামেলার মধ্যে থাকি, খুব সহজে পছন্দসই শিরোনাম পাইনা!
আপনার কবিতা ভাল লেগেছে জেনে অনেক আনন্দ হল!
ভাল থাকুন!
১৮| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
আর কতকাল জেগে থাকতে হবে আমাকে নিস্পলক?
এই প্রশ্নের উত্তর ভেসে আসে না।
কবিতায়++++
০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: কিছু প্রশ্নের আর শেষমেশ উত্তর মেলেনা এই জীবনে!
কবিতা ভাল লাগায় আনন্দ জানবেন হে স্নিগ্ধ কবি!
অনেক শুভকামনা রইলো!
১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভোরওয়ালা!
মুগ্ধ
০১ লা জুন, ২০১৩ রাত ৮:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ভোরওয়ালা! আমাদের সবারই শৈশবে একজন করে ভোরওয়ালা থাকে! বড় হওয়ার সাথে সাথে অগোচরে সে যে কোথায় হারিয়ে যায়, রেখে যায় জীবন নিয়ে কিছু প্রতিশ্রুতি!
শুভকামনা রইলো ভাই কান্ডারী!
২০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৫
বটবৃক্ষ~ বলেছেন: খুব বেশি সুন্দর....
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক বেশী ধন্যবাদ বটবৃক্ষ~!
শুভকামনা রইলো নিরন্তর!
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
''গাইলে তুমি ইচ্ছে করে গাইতে মন আমার
গান টা শুনে গুনগুনিয়ে গান টা হয় সবার
গাইলে তুমি পাই খুঁজে সময় ও ঠিকানা
গানওলা, ও গানওলা গান থামিয়োনা...
চাইনা শুনতে গান ছাড়া অন্য কিছু আর...''
অঞ্জনের গানে এক পিচ্ছির স্বর শুনছি, আর আপনার এমনতর কবিতা। অদ্ভূত মিলে যায়, ফিরে যাওয়ার টান।
আপনার অন্য কবিতার তুলনায় অনেকটাই সহজ কবিতা।]
অনেক সুন্দর।