নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

বিপ্রতীপ

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৫

বিষাদের এক আঁতুড়ঘরে তোর জন্ম,

ঠিক যে মুহূর্তে -

শুক্রবিন্দুটা ধুমকেতুর মত ছুটতে ছুটতে,

খুঁজে নিল ঝিনুকের কোল।

তন্তুগুলো সব ঝলমলিয়ে উঠেছিল,

অজস্র আতসবাজির রঙে

নেচেছিল, ফুটেছিল, হেসেছিল-

অন্য সব গন্তব্যহীন ধুমকেতুগুলো।

ওদের অজস্র ব্যর্থ জন্ম

শুধুমাত্র একটা জন্ম সাজাবে বলে।

আর যে ঝিনুক ফুলটা,

অনেক শুন্য-বুক জন্মের মত

এই ফুলটাও না ঝরেই যেত।

তবু ঝরেনি, তবু ঝরেনি...

ধুমকেতু আর ঝিনুক মিলেছিল,

পৃথিবীর বুকটাও শিরশিরিয়ে উঠেছিল।



ঠিক তখনি,

মৃত্যুর অন্ধকার শুন্য কোনে

একটা মোমবাতি জ্বালানো হল।

জ্বলবে, যতক্ষণ না নিভে যায়...

কখন নেভে কেউ জানেনা,

সময় না, বৃক্ষ না, আকাশ না...

শুধু জানে একদিন নেভে,

কেননা জানতে হয়, যখন নিভে যায়।

এক একটি জন্ম, এক একটি মৃত্যুর জন্ম দেয়,

জাননা, প্রতিটি জন্মই জমজ সন্তান!

এক এক বিন্দু আলোর বিপরীতে,

জন্ম নেয় এক এক ফোঁটা অন্ধকার।



সকালের আলোকরশ্মি যেমন খাপখোলা তলোয়ারের মত

অন্ধকার চিরে বাতাসে জমাট বাঁধে,

এই শর্তে যে আজ বিকেলেই-

বুক পেতে দেবে অন্ধকার এর ছোবলে!

আলো-অন্ধকারের তুমুল প্রেমে

একইভাবে জন্মে, জন্মে যায়-

নতুন নতুন আনকোরা সব দিন...

গতদিনের মৃত্যুতে সময়ের অশ্রুবিন্দু গুলো কেমন

শিশিরের মত ঘাসে ঘাসে চুর হয়ে থাকে !



আমি আবারও বলছি শোন-

প্রতিটি জন্মই জমজ সন্তান,

এক একটি জন্ম, এক একটি মৃত্যুর জন্ম দেয় …

এমন কোন রেখা তুমি টানতে পারনা,

যার কোন প্রান্ত বিন্দু নেই।

এমন বৃত্ত কে কবে আঁকতে পেরেছে-

কখনও যার কোন কেন্দ্র ছিলনা?

এমন কোন রঙ এ কেউ আঁকেনি

যা কখনও বিবর্ণ হয়না...

এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,

যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩০

রোজেল০০৭ বলেছেন: ১ম ভালো লাগা দিয়ে গেলাম।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রোজেল! কবির প্রথম অভিভাদন গ্রহন করুন!

শুভকামনা!

২| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো কবি।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই!

শুভকামনা রইলো!

৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার কবি ! আপনার ভান্ডার থেকে শব্দ চুরি করতে ইচ্ছে করছে ! ++

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: যেটা খুশি নিজের মনে করে নিয়ে নেন, কবিও আর কারও ভান্ডার থেকেই সংগ্রহ করেছে!

শুভকামনা রইলো স্বপ্নবাজ অভি! অনেক ভাল থাকুন!

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৫ম ভালোলাগা, কবি।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে দূর্জয় কবি!

অনেক শুভকামনা রইলো!

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৬ষ্ঠ ভাললাগা!

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আজ আমি কোথাও যাবো না ! পাঠে কৃতজ্ঞতা!

ভাল থাকুন!

৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: বরাবরের মতই অসাম B-)

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ!


শুভকামনা নিরন্তর!

৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৩

ইনকগনিটো বলেছেন: আমি আবারও বলছি শোন-
প্রতিটি জন্মই জমজ সন্তান,
এক একটি জন্ম, এক একটি মৃত্যুর জন্ম দেয় …
এমন কোন রেখা তুমি টানতে পারনা,
যার কোন প্রান্ত বিন্দু নেই।
এমন বৃত্ত কে কবে আঁকতে পেরেছে-
কখনও যার কোন কেন্দ্র ছিলনা?
এমন কোন রঙ এ কেউ আঁকেনি
যা কখনও বিবর্ণ হয়না...
এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,
যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ইনকগনিটো'র আগমনে কবি আনন্দিত!

শুভকামনা !

৮| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বেশ ভালো লাগলো । :)


এটা আমার ফেসবুক আইডি এখানে আমরা কথা বলতে পারি । :)
https://www.facebook.com/polly.agro

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ হে ঘুড্ডির পাইলট!

ফেসবুকে বন্ধুত্বের আহ্বান পাঠিয়ে দিয়েছি! :)

কথা হবে!

শুভকামনা!

৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১২

রেজোওয়ানা বলেছেন: Sob somoyer motoi sukhopatho. . .

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা আপা !

কবিতা ভালো লাগায় আনন্দ হল! আবার আসবেন! :)


শুভকামনা!

১০| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৩

বাংলার হাসান বলেছেন: চমৎকার

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ভাই!

অনেক শুভকামনা রইলো!

১১| ৩১ শে মে, ২০১৩ রাত ১:০৮

হাসান মাহবুব বলেছেন: এক একটি জন্ম, এক একটি মৃত্যুর জন্ম দেয়,
জাননা, প্রতিটি জন্মই জমজ সন্তান

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন:

এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,
যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?

শুভকামনা হা-মা ভাই! অনেক ভাল থাকুন!

১২| ৩১ শে মে, ২০১৩ রাত ১:১৫

ফালতু বালক বলেছেন: সুন্দর সুন্দর।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!

শুভকামনা রইলো ফালতু বালক!

১৩| ৩১ শে মে, ২০১৩ রাত ২:৪৪

রাতুল_শাহ বলেছেন: এক একটি জন্ম, এক একটি মৃত্যুর জন্ম দেয়

দারুণ একটা লাইন।

কবিতাটি এক কথায় অনেক সুন্দর হইছে।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল_শাহ ! কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে! :)

শুভকামনা রইলো!

১৪| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪

জ্যোস্নার ফুল বলেছেন: অসাধারণ!

০১ লা জুন, ২০১৩ রাত ৮:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে জ্যোস্নার ফুল !

শুভকামনা রইলো!

ভাল থাকুন!

১৫| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭

s r jony বলেছেন:

চমৎকার +++++++++++++++

০১ লা জুন, ২০১৩ রাত ৮:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জনি ভাই! পাঠে কৃতজ্ঞতা!

শুভকামনা রইলো!

১৬| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো

০১ লা জুন, ২০১৩ রাত ৮:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: কবির অভিভাদন গ্রহন করুন হে মাননীয় মন্ত্রী মহোদয়! কবি সম্মানিত!

শুভকামনা!

১৭| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
নবম ভাললাগা জানবেন কবি।

প্লাসের সাইক্লোন হবে একটা ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০১ লা জুন, ২০১৩ রাত ৮:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: প্লাসের সাইক্লোন! ১০ নং মহা আনন্দ সঙ্কেতের ঘোষনা দিলাম!


শুভকামনা রইলো হে স্নিগ্ধ কবি!

১৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২১

রহস্যময়ী কন্যা বলেছেন: সবসময়ের মতোই অসাধারণ :)

০১ লা জুন, ২০১৩ রাত ৮:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে রহস্যময়ী কন্যা!

শুভকামনা রইলো নিরন্তর!

১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার, দুর্দান্ত ও অসাধারন +++++

০১ লা জুন, ২০১৩ রাত ৮:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

কবি আপ্লুত ! :)

অনেক শুভকামনা রইলো!

২০| ০১ লা জুন, ২০১৩ রাত ১:১৫

শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর।।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি আবারও বলছি শোন-
প্রতিটি জন্মই জমজ সন্তান,
এক একটি জন্ম, এক একটি মৃত্যুর জন্ম দেয় …
এমন কোন রেখা তুমি টানতে পারনা,
যার কোন প্রান্ত বিন্দু নেই।
এমন বৃত্ত কে কবে আঁকতে পেরেছে-
কখনও যার কোন কেন্দ্র ছিলনা?
এমন কোন রঙ এ কেউ আঁকেনি
যা কখনও বিবর্ণ হয়না...
এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,
যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?


শুভকামনা শ্রাবণ!

অনেক ভাল থাকুন!

২১| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১২

আশিক মাসুম বলেছেন: খুব ভালো লেগেছে।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই! ভাল লাগায় আনন্দম! :)

শুভকামনা রইলো!

২২| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:২৮

এরিস বলেছেন: কবিতার সবগুলো লাইন ই স্বতন্ত্রভাবে উদ্ধৃত করার যোগ্যতাসম্পন্ন। চমৎকার এবং চমৎকার।


আমি আবারও বলছি শোন-
প্রতিটি জন্মই জমজ সন্তান,
এক একটি জন্ম, এক একটি মৃত্যুর জন্ম দেয় …
এমন কোন রেখা তুমি টানতে পারনা,
যার কোন প্রান্ত বিন্দু নেই।
এমন বৃত্ত কে কবে আঁকতে পেরেছে-
কখনও যার কোন কেন্দ্র ছিলনা?
এমন কোন রঙ এ কেউ আঁকেনি
যা কখনও বিবর্ণ হয়না...
এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,
যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?
প্রিয়তে নেবো। অবশ্যই নেবো।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা আমার প্রিয় কবিতাদের একটা! প্রিয় কবিতা অন্যদের ভাল লাগলে অনেক আনন্দ হয়। :)

এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,
যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?

অনেক শুভকামনা রইলো এরিস!

২৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:০৯

এরিস বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম.। :)

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আনন্দম! আনন্দম!!

ধন্যবাদ এরিস!

২৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

অদৃশ্য বলেছেন:





লিখাটি খুব ভালো লাগলো আমার...



শুভকামনা...

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ! কবিতা ভালো লাগায় অনেক আনন্দ হয়! :)


শুভকামনা!

২৫| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:০১

শ্রাবণ জল বলেছেন: এমন বৃত্ত কে কবে আঁকতে পেরেছে-
কখনও যার কোন কেন্দ্র ছিলনা?
এমন কোন রঙ এ কেউ আঁকেনি
যা কখনও বিবর্ণ হয়না...
এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,
যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?


দ্বিতীয় বারের মত ভাল লাগা জানিয়ে গেলাম।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন:

এমন কোন স্বপ্নটা তুমি দেখতে পেরেছ,
যা তোমার ঐ সূর্য থেকেও ম্লান?


সাধারণত কবিতা এক টানে লেখা হয়, অল্প যে কয়েকটা কবিতা যেটা আমি কয়েকদিন ধরে ভেবে ভেবে লিখেছি এইটা একটা! আমার খুব প্রিয় কবিতা তো বটেই!

অশেষ ধন্যবাদ শ্রাবণ!
ভালো থাকুন অবিরল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.