![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়!
যদিও এই চাওয়া তার, খুব গভীরের
গহীন গহ্বর থেকে উঠে আসা, দীর্ঘশ্বাস হতে পারে,
যা তোমার সচেতন শরীর সবসময় শুনতে পায়না,
যদিও জীবন তার কানে ঠিকই শুনতে পায় সে ডাক।
এবং যদিও তুমি তোমার আটপৌরে জীবনে
ভেবে দিশেহারা হও,
এটাই কি হওয়ার ছিল?
হতে কি পারতোনা একটু অন্যরকম কোন কিছু?
ঈশ্বর যাদের কথা ভুলে গেছেন,
তাদেরকে ছাড়া অন্যেরা শোন, একটু মিলিয়ে নিয়ে যেও,
জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়।
তাই কেউ যদি বিষাদের বিষে নীল অন্ধকার জড়িয়ে,
হেঁটে যেতে চায়,
আর যদি কেউ দুঃখের সৌরভে সুর মাখিয়ে,
বিষন্ন উত্তাপে সেঁকে রাখতে চায় স্বপ্নগুলো,
আর যদি তার সেই বিষবৃক্ষের মূল ছুতে পারে
তোমার সেই গহ্বরের অসীম সীমানা,
যদি শুষে নিতে পারে সেই উর্বর প্রানরস,
তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ !
অনেক অনেক শুভকামনা রইলো!
২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৬
তিথির অনুভূতি বলেছেন: জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ঈশ্বর যাদের কথা ভুলে গেছেন,
তাদেরকে ছাড়া অন্যেরা শোন, একটু মিলিয়ে নিয়ে যেও,
জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়।[/sb
ধন্যবাদ তিথি!
শুভকামনা!
৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৫
বটবৃক্ষ~ বলেছেন: তাই কেউ যদি বিষাদের বিষে নীল অন্ধকার জড়িয়ে,
হেঁটে যেতে চায়,
আর যদি কেউ দুঃখের সৌরভে সুর মাখিয়ে,
বিষন্ন উত্তাপে সেঁকে রাখতে চায় স্বপ্নগুলো,
আর যদি তার সেই বিষবৃক্ষের মূল ছুতে পারে
তোমার সেই গহ্বরের অসীম সীমানা,
যদি শুষে নিতে পারে সেই উর্বর প্রানরস,
তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
আমি কি লাইন গুলো চুরি করতে পারি!!???
খুব বেশি মন ছুয়ে গেলো.....
বিষাদের নীল অন্ধকারে হাটছি এখনো......
প্রিয়তে রাখছি.....
সময় পেলে আমার ঘরে এসেন...
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার যেটা খুশি আপনি নিয়ে যান!
বিষাদের নীল অন্ধকারে বেশি দিন হাটবেন না, একদিন আবিস্কার করবেন নীল প্রান্তরে বন্দী হয়ে গেছেন!
আপনার ভালো লাগায় কবির আনন্দ!
শুভকামনা রইলো! অনেক অনেক ভাল থাকুন।
** ইন্টারনেট সংযোগ নাই! মেলা কষ্টে আছি।
৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ্বর যাদের কথা ভুলে গেছেন,
তাদেরকে ছাড়া অন্যেরা শোন, একটু মিলিয়ে নিয়ে যেও,
জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়।
চমৎকার একটি দর্শন লুকিয়ে রয়েছে এই তিনটি লাইনে যার ব্যাখ্যা করতে গেলে পুরো একটি সিরিজ পোস্ট চালাতে হবে। দুর্দান্ত লিখেছেন এই তিনটি লাইনে পুরো অবস্থাটাকে ফুটিয়ে তুলে।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে ভাই কান্ডারী! লেখাটা নিয়ে মুশকিলে ছিলাম অনেক!
জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়। -- এই কথা কবি খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে চেয়েছে! আপনার ভালো লাগায় কবির অনেক অনেক আনন্দ!
ঈশ্বর যাদের কথা ভুলে গেছেন,-- এই কথাটার দরকার ছিল!
ভালো থাকুন। শুভকামনা রইলো!
৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৭
সায়েম মুন বলেছেন: বেশ তো!
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন!
শুভকামনা রইলো!
৬| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
ঠিক কি না?
শুভকমনা রইলো!
৭| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো জীবনের তীব্র মানে গুলোকে মেলে ধরা।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপর্ণা ! কবিতায় আপনাকে পেয়ে অনেক আনন্দ!
ভালো থাকুন!
৮| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫১
হাসান মাহবুব বলেছেন: অন্যান্য কবিতাগুলোর মত ভালো লাগে নাই। কেমন যেন উপদেশ উপদেশ ভাব।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: এই রে! একটু উপদেশ এসে পড়ছে, আসলে কবি খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে চেয়েছে!
ধন্যবাদ হা-মা ভাই। সমালোচনা ভালা পাই!
শুভকামনা!
৯| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:১৮
এরিস বলেছেন: যদি শুষে নিতে পারে সেই উর্বর প্রানরস,
তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়... চমৎকার কথাগুলো। জীবনকে নিয়ে এভাবে ভাবিনি, ভাববো এবার। কিছু বলার নেই কবিতা নিয়ে। এর আগের দুটো কবিতা পড়া হয়নি। এখন পড়তে যাচ্ছি। ওহ, আরেকটা কথা, এই কবিতাটা প্রিয়তে নেবো। কিন্তু সার্ভার স্লো। ঠিক হলেই এসে নিয়ে যাচ্ছি। আর কাওকে দেবেন না কিন্তু।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ওহে এরিস, আপনার আগমনে অনেক আনন্দ !
জীবনকে নিয়ে এভাবে ভাবিনি, ভাববো এবার। - এমন মানব জনম আর পাওয়ার চান্স খুবই কম। মনের চাওয়া বুঝে নিয়ে ছুট দেন!
যদি শুষে নিতে পারে সেই উর্বর প্রানরস,
তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে
** ইন্টারনেট সংযোগ নাই, বড় কষ্টে আছি!
১০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: কাল্পনিক ভালবাসার পোস্ট দেখে আপনার লেখার সাথে পরিচয় ঘটেছিল। অনুসরনে নিয়েছি। চমৎকার লিখেন আপনি।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম-উদ-দৌলা ! আপনার কথা আমি অনেক শুনেছি! আপনার ব্লগে এখনো যাওয়া হয়নি! আশা করি খুব শীঘ্রই আপনার লেখার সাথে পরিচয় ঘটবে!
অনেক অনেক ভাল থাকুন। শুভকামনা রইলো!
১১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় কাব্যের গুঁড়িগুঁড়ি আগমন ঘটছে বুঝি?
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: কেমন আছেন প্রোফেসর ? আপনার গবেষনা কেমুন চলে?
কবিতায় কাব্যের গুঁড়িগুঁড়ি আগমন ঘটছে বুঝি? -- কবি যে তেমন কিছু বুঝলনা এইটা তো বলা খারাপ দেখায়। তাই বলছি-- হে হে, তা আর বলতে!
শুভকামনা!
১২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৮
ঘুড্ডির পাইলট বলেছেন: তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।
এটা কি অপেক্ষা ?
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।[/sb
এইটা হইতেসে বিশ্বাস, এইটা হইতেসে সেই ভরসা যার উপর ভর দিয়ে এখনো স্বপ্ন দেখি!
আর এইটা অপেক্ষা তো বটেই, স্বপ্ন পূরনের অপেক্ষা না থাকলে বেঁচে থাকবো কিভাবে?
অনেক অনেক ধন্যবাদ হে ভাই ঘুড্ডির পাইলট !
শুভকামনা!
১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: যদি শুষে নিতে পারে সেই উর্বর প্রানরস,
তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
ভাই চরম হইছে।
আমিও লিখতে চাই এত সুন্দর সুন্দর কবিতা! কিন্তু পারিনা।
+++
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! আপনার লেখা তো আমার ভালো লাগে!
লিখতে থাকুন অনেক অনেক, আর অল্প সামান্য পড়ুন প্রিয় কবিদের লেখা। সুন্দর লেখা দেখবেন সময়ের ব্যাপার মাত্র!
অনেক ভাল থাকুন!
শুভকামনা!
১৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:০৮
একজন আরমান বলেছেন:
যদিও এই চাওয়া তার, খুব গভীরের
গহীন গহ্বর থেকে উঠে আসা, দীর্ঘশ্বাস হতে পারে,
যা তোমার সচেতন শরীর সবসময় শুনতে পায়না,
কঠিন কথা বলেছেন।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: যদিও এই চাওয়া তার, খুব গভীরের
গহীন গহ্বর থেকে উঠে আসা, দীর্ঘশ্বাস হতে পারে,
যা তোমার সচেতন শরীর সবসময় শুনতে পায়না,
কঠিন হৈতারে, তয় কথা কিন্ত ঠিক হে একজন আরমান!
ভালো থাকুন, অনেক শুভকামনা রইলো!
১৫| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২১
s r jony বলেছেন:
চমৎকার হইছে, +++
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ s r jony! কবিতা ভালো লাগায় আনন্দম!
শুভকামনা!
১৬| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:১২
এরিস বলেছেন: নিয়ে গেলাম।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ ধন্যবাদ এরিস! কবি সম্মানিত!
১৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
জ্যোস্নার ফুল বলেছেন: ঈশ্বর যাদের কথা ভুলে গেছেন,
তাদেরকে ছাড়া অন্যেরা শোন, একটু মিলিয়ে নিয়ে যেও,
জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়।
অসম্ভব ভালো লিখেন আপনি।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ হে জ্যোস্নার ফুল ! আপনার ভালো লাগায় কবির অনেক আনন্দ!
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
শুভকামনা!
১৮| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার সত্যভাষণ আর জীবনবোধের তীব্রতা এড়ানোর উপায় নেই।
শুভকামনা কবি!!
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: উড়ে এল সোনালী ডানার চিল! আপনার নিক এত কাব্যিক! যতবার আপনি আমার ব্লগে আসেন, ততবারই ঠিক এইটাই ভাবি আমি!
বিকাল বেলা কবিদের মনে আহা উহু জাগিয়ে বেশ মজা নেন আপনারা, কারও কথা না ভেবেই হুট করে অন্ধকার নামিয়ে নিয়ে আসেন!
শুভকামনা!
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:১১
মামুন রশিদ বলেছেন: আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
বাহ !! তাই যেন হয় ।
০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
এইটায় তো হওয়ার কথা!
শুভকামনা মামুন ভাই!
ভালো থাকুন!
২০| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: কি ব্রাদার ব্লগে আসেন না ক্যান. খ্রাপ লিখি বইলা ভুইলা গেলেন...
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: গতকাল গেসিলাম, আপনে তো এখনও অন্ধকারের গান লিইখ্যা যাইতাসেন! এইটা খুব খ্রাপ হইতাসে! মনে মনে মাইনাচ দিয়ে আসছি!
আপনার লেখা আমার ভাল লাগে, আপনে এইডা জানেন ব্রাদার!
শুকামনা রইলো।
২১| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন:
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন:
২২| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সোহাগ সকাল বলেছেন: সুন্দর কবিতা! অনেক ভালো লাগলো। কবিতায় বড় মন্তব্য করতেও অভিজ্ঞতা লাগে। আমার অভিজ্ঞতা নেই। তাহলে সুন্দর একটা মন্তব্য করা যেত।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর মন্তব্য কিন্তু করলেন সোহাগ সকাল ! সহজ সরলের চেয়ে সুন্দর আর কি আছে! আপনি সহজ কথা অনেক ভাল লাগলো!
শুভকামনা রইলো!
অনেক ভাল থাকুন!
২৩| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: কথাগুলো কিভাবে যেন ভেতরে গেথে গেল...মানুষ যা একদম ভেতর থেকে চায় তাই পায়...এ কথা এতদিন মেনে এসেছি...আজ নতুন করে মানলাম..নতুন ভাললাগা নিয়ে..+++++..প্রিয়তে নিলাম
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মায়াবতী নীলকন্ঠি ! কবিতা ভাল লাগায় অনেক আনন্দ!
.মানুষ যা একদম ভেতর থেকে চায় তাই পায়...
কবিতা প্রিয়তে নেওয়ায় কবি সম্মানিত!
শুভকামনা রইলো মায়াবতী!
ভাল থাকুন!
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...
জোশ ছিল