নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমাকে সে নিয়েছিল নীল

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৪

আমাকে সে নিয়েছিল নীল জোছনায়,

নক্ষত্রের আশীর্বাদ প্লাবিত ঢেউয়ে,

পবিত্র স্নান সেরে উঠে আসলেও,

অনুভূতির চিক চিক চিবুকে কেমন ,

আদিম এক নোনতা স্বাদ জেগে থাকে।

আকাশের তারা কত আছে চোখ মেলে,

গুনে দেখবার জন্য বেঁচে নেই কোন চারন কবি,

রাজকন্যেরা সব সোনার খাঁচায় ঝাড়বাতি জ্বালে সাঁঝকালে।

একজন দিয়েছিল নির্দেশ উত্তাল আনন্দযজ্ঞের,

মানবীয় সুর জাদুর বাসনা মন্দিরের দ্বারে,

ভীরু আগ্রাসি পায়ে দাঁড়িয়ে ছিলাম পূজারী আনাড়ী।

পথে বৃষ্টি ছিল, হাতে ছিল শুধু সোনালুর ঝুরি।

রক্ত কান্তল কৃষ্ণচূড়া নেইনি বলে,

ফিরিয়ে দেয়নি দ্বাররক্ষী কেন জানি,

নবীন ছিলাম বলেই বোধহয়!

তখন আর কে জানত,

হৃদয়ের গোধূলী রাঙ্গা সিঁদুর ছাড়া যে

এ দেবী রাখেনি মন কোন মন্দিরে।



আমাকে সে নিয়েছিল নীল অরন্যে,

মহাকালের বেদনা অভিষিক্ত আলিঙ্গনে ,

তবুও ধেয়ে এসেছিল হিমেল তুষারযুগ,

অনন্তর মৃত্যুর মত শুভ্রতার কোল ঘেঁষে,

এমন করেই জাগতো কামনা আদিম যুগলের,

তখন কে শেখাত শ্লোক হৃদয় বিনিময়ের?

তখন কে ধরেছিল দাঁড়িপাল্লা পাপ-পূন্যের?

গুহার চিত্রলিপির প্রানের কানে বাজে,

আলো ছায়া শক্তিমান শীৎকার ঝঙ্কার,

আকাঙ্খা পাত্রের কামনাবতী দলের জীবনপাত্রে,

প্রথিত হত পবিত্র সেইসব স্বপ্নবান আলোকবীজ,

তখন কে বানাত নিয়ম মধু বিনিময়ের?

তখন কে শেখাত পাঠ অনুতাপ শাস্ত্রের?





আমাকে সে নিয়েছিল নীল জলে,

বৃক্ষের সবুজ আল্পনার ইন্দ্রজাল নৈঃশব্দে,

যাযাবর পথিকের জন্য পথের নিবিড় অপেক্ষায়,

ধারে ধারে ঘাসফুল আর প্রাচীনের ছায়া সাজালেও,

পথের বুক জুড়ে থেকে যায় ধূলি ধূলি প্রান্তর।

কিছু শিকড় সঞ্চারী স্বপ্ন, পাখিদের সাথে সন্ধি পাতিয়ে,

পাড়ি দেয় দূরতম অস্তাচলের সীমানা,

কেউ কেউ ছড়িয়ে পরে বাতাসে,

ফুলেদের সাথে ভ্রমরের প্রনয় প্রবাহে,

পারিজাত পাল্কিতে করে বধূবাড়ী যায় সোনাবীজ।

পাহাড়চূড়ায় চড়ে বসে কিছু সবুজ,

টিলায়, উপত্যকায় আর নিরস পাথরের খাঁজে খাঁজে,

জাগিয়ে তোলে জীবনের মাতাল বিপ্লব।

সমুদ্রের কিছু জলকণা নিকষ অভিমানে ডুব দেয় অতলে,

যেখানে এমনকি সূর্যেরও নেই স্পর্শের অধিকার।

প্রেমে উত্তাল আবেগে আকাশচারী হয় কিছু মেঘ,

দূর দ্বীপবাসিনী দয়িতার বিচ্ছেদে সাথী হয় বাসনাদূত।

কিছু জল বয়ে চলে অবিরল,-

মন তার শঙ্খিনী থেকে যাবে সব জনমে!



আমাকে সে নিয়েছিল আগুনের নীল রাত্রিতে,

উৎসব মদিরায় ঢুলু ঢুলু সময়ের আত্মা ভর করে,

জনপথ ও জনপদের অলিতে গলিতে, জানালায়, কার্নিশে,

এক একটি প্রান সুরভিত ফুলের আনন্দে চোখ মেললেও,

সন্ধ্যার নিষ্পত্তিতে কিছু মুখের কাজল ধুয়ে যায় জলে,

কিছু জামার হাতা ভিজে যায় ছেলেবেলার মত অলক্ষ্যে!

বুকের মধ্যে বেজে চলে এখনও সেই রাতভর আদিবাসী ঢাক,

চারদিকে সতেজতা জাগানিয়া ফসলের পাহাড়ী ঢেউ,

সভ্যতার অস্তিত্ব জানানোর মত নেই একটিও মানুষ সচেতন,

তারাগুলো সেই রাতের মতই এখনও মিটি মিটি দেখে যায়,

এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,

কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,

শুধু যদি সে বুঝে নিত পাখিটার বুকে ছিল অচেনা অরণ্যের ঝড়,

শুধু যদি জেনে যেত সে একটিবারের জন্যে হলেও,

ভালোবাসা ছিল খুব পাখিটার ছোট বুকে অপলক টলমল ।







**** ইন্টারনেট সংযোগ নাই, বড় কষ্টে আছি। :( অনেকে অনেক সুন্দর সুন্দর লেখা দিচ্ছে, ঠিকমত পড়াও হচ্ছে না! কবিতা পোস্ট দেওয়া হচ্ছেনা, এই দুঃখে কবিতাও লেখা হইতেসে না। :( গতকিছুদিন একটা লাইন খুব যন্ত্রনা দিচ্ছিল- 'আমাকে সে নিয়েছিল ... ' । লিখতে লিখতে বিশাল হয়ে গেল, তাই থামিয়ে পোস্ট দিয়ে দিচ্ছি, না হলে আরও অতিকায় হয়ে যাবে, তখন হয়ত আমার নিজেরই আর পড়তে ইচ্ছে করবে না ! বিলম্বিত প্রতিমন্তব্যের জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। ভালোবাসা রইলো সবার জন্য! :)

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
কবি চমৎকার কবিতাটি থামাইয়া দিয়ে আপনি কিন্তু ভালো করেন নাই!!

এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,


এমন সব স্তাবক কি শব্দ গুনে লেখা যায়!!

শুভকামনা রইল..............

১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল! কিছু লাইন ভাল লেগে যায়, এই দুইটা লাইন আমারও ভালো লেগেছে!

এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,

লেখাটা খুব যন্ত্রনা দিচ্ছিল! আমাকে সে নিয়েছিল ... আমাকে সে নিয়েছিল ... একটা ট্রেনের মত ক্রমাগত মাথার মধ্যে ঘুরলে কেমন লাগে? শেষ ঘোষনা করতে পেরে শান্তি লাগছে! :) লেখাটা আমার প্রিয় হয়ে গেছে! (বিশেষ ভাবে আবেগায়িত হয়েছি লেখার সময়)

শুভকামনা রইল!

২| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আশিক মাসুম বলেছেন: খুব ভালো লাগলো।

১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই!

কবিতায় আপনাদের পাওয়া দারুন আনন্দের! :)

অনেক অনেক ভালো থাকুন!

৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: নীল হয়ে গেলাম ! চমৎকার লাগলো !

১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: নীল হয়ে গেলাম ! - দারুন বলেছেন তো! এক্কেরে নীল হয়ে গেলাম! :)

** স্বপনবাজ ভাইরে মিস করি! :( উনি আছেন কেমুন?

৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

সোহাগ সকাল বলেছেন: সুন্দর কবিতা!

১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল ! কবিতা ভালো লাগায় আনন্দ! :)

শুভকামনা রইলো!

৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


শিরোনাম দারুন আর কবিতা +++++

১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ইদানীং শিরোনাম ভালো বললে বেশ আনন্দ হয়! :) আমি লেখার শিরোনাম ঠিক করতে পারিনা একদম!

ধন্যবাদ ভাই কান্ডারী !

অনেক অনেক শুভকামনা রইলো!

৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১:০৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অসাধারণ হৈছে।
:)

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে নির্লিপ্ত স্বপ্নবাজ! আনন্দম! :)

আপনার নিকটাতে কিছু আছে, নিক নিয়েই লিখে ফেলতে ইচ্ছে করে!


শুভকামনা!

৭| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:৪১

একজন আরমান বলেছেন:
সব ক্রেডিট যে কাকে দিবো বুঝতেছি না। আপনাকে নাকি তাকে !
দারুন হয়েছে।

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দুইজনরেই দেন, তবে আমারে অল্প একটু বেশী দিয়েন! কষ্ট কইরা লেখলাম যে! :)

শুভকামনা রইল আরমান ভাই! মজার মন্তব্য করলেন !

৮| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১

মামুন রশিদ বলেছেন: আমাকে সে নিয়েছিল নীল অরন্যে,
মহাকালের বেদনা অভিষিক্ত আলিঙ্গনে ,
তবুও ধেয়ে এসেছিল হিমেল তুষারযুগ,


চমৎকার কবিতায় প্লাস+

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনন্তর মৃত্যুর মত শুভ্রতার কোল ঘেঁষে,
এমন করেই জাগতো কামনা আদিম যুগলের,
তখন কে শেখাত শ্লোক হৃদয় বিনিময়ের?
তখন কে ধরেছিল দাঁড়িপাল্লা পাপ-পূন্যের?


ধন্যবাদ মামুন ভাই!

অশেষ শুভকামনা!

৯| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে । এই লাইন টা কানে বাজছে গুনগুনিয়ে

আমাকে সে নিয়েছিল নীল জলে,
বৃক্ষের সবুজ আল্পনার ইন্দ্রজাল নৈঃশব্দে,

নেটের লাইন না থাকলে দুনিয়াতা থমকে গেছে এমন মনে হয় !
ভালো থাকুন ।

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
যাযাবর পথিকের জন্য পথের নিবিড় অপেক্ষায়,
ধারে ধারে ঘাসফুল আর প্রাচীনের ছায়া সাজালেও,
পথের বুক জুড়ে থেকে যায় ধূলি ধূলি প্রান্তর।


ধন্যবাদ অপর্ণা! কবিতা ভালো লাগায় আনন্দ!

নেটের লাইন না থাকলে কেমন যে কষ্ট লাগে, ব্লগের বন্ধুদের বুঝার কথা!

শুভকামনা!

১০| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাইরে, নেট না থাকলে কি যে খারাপ লাগে! সারাদিনে কেবার বসতে না পারলে মনে হয় ইম্পরট্যান্ট কিছু একটা কাজ বাঁকি রয়ে গেছে!

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাইরে, নেট না থাকলে কি যে খারাপ লাগে! -- বুকে আসুন ভাই! ঠিকঠাক কষ্ট বুঝতে পারছেন! লেখক মানুষ আপনি, আপনার তো বোঝারই কথা! :)

শুভকামনা!

১১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

মঈনউদ্দিন বলেছেন: চমৎকার

জাগানিয়া ফসলের পাহাড়ী ঢেউ,
সভ্যতার অস্তিত্ব জানানোর মত নেই একটিও মানুষ সচেতন,
তারাগুলো সেই রাতের মতই এখনও মিটি মিটি দেখে যায়,
এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই মঈনউদ্দিন!

এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,
শুধু যদি সে বুঝে নিত পাখিটার বুকে ছিল অচেনা অরণ্যের ঝড়,
শুধু যদি জেনে যেত সে একটিবারের জন্যে হলেও,
ভালোবাসা ছিল খুব পাখিটার ছোট বুকে অপলক টলমল ।


শুভকামনা!

১২| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

রেজোওয়ানা বলেছেন: নেটের লাইন ঠিক হয়ে যাক তারাতারি!!

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: আপা, নেট না থাকার দুঃখে কালিদাসের মত 'মেঘদূত' থুক্কু 'নেটদূত' লেখতে মন চায়তেসে! :(

১৩| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: স্বপ্ন স্বপ্ন শব্দ।

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বপ্ন স্বপ্ন শব্দ

- দারুন বলেছেন হা- মা ভাই!

আমাকে সে নিয়েছিল নীল নীল স্বপ্নে!

আরও চালায়ে যাব নাকি? :-B :-B

১৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

বোকামন বলেছেন:






৭ম ভালোলাগায় সিক্ত করলাম আপনার এই কবিতাটি :-)
কঠিন ভাষা বা শব্দ বোকামনের ভালোলাগে না ....

তবুও মাঝে মাঝে সহজ কিছু শব্দের জন্যই ভালোলাগা অনুভব করলাম। যেমন-

জনপথ ও জনপদের অলিতে গলিতে, জানালায়, কার্নিশে,
এক একটি প্রান সুরভিত ফুলের আনন্দে চোখ মেললেও,
সন্ধ্যার নিষ্পত্তিতে কিছু মুখের কাজল ধুয়ে যায় জলে,



জিজ্ঞাসা করলাম না- কেমন আছেন :-)
জানিনা কিভাবে খুব ভালো থাকা যায়, তবুও বলছি
কবি অনেক অনেক ভালো থাকুন।
শুভকমানা নিরন্তর .......

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কঠিন ভাষা বা শব্দ আমিও এড়িয়ে চলি, কিন্তু আফসোস বোকামন ভাই, জীবন যে এড়িয়ে চলেনা! কোন মোড় থেকে যে জটিল হতে শুরু করে সব কিছু! জীবনের রূপকথা গুলো রূপ নেয় উপন্যাসে!

আপনার ভালো লাগা ও অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!

জিজ্ঞাসা করলাম না- কেমন আছেন :-)
জানিনা কিভাবে খুব ভালো থাকা যায়, তবুও বলছি
কবি অনেক অনেক ভালো থাকুন।


কবিতার মত করেই কবিকে শুভকামনা!

যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়!


অনেক ভালো থাকুন!

১৫| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:০৭

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: :) :) :)

১৬| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

কাহিনী কি কবি?
ঝেড়ে কাশেন :)

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: :-* সেই কাহিনীটাই তো এত বিশদ বিস্তারে বর্ননা করলাম!

আপনি আরো কি শুনতে চান কবি?
আরও কি কিছু বলার থাকল বাকি?

১৭| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

এরিস বলেছেন: এমন করেই জাগতো কামনা আদিম যুগলের,
তখন কে শেখাত শ্লোক হৃদয় বিনিময়ের?
তখন কে ধরেছিল দাঁড়িপাল্লা পাপ-পূন্যের?

এখন যে আছে, 'তাকে' দেখতে ইচ্ছে করছেনা একদম। সে না দেখা-ই থাক। আড়ালে থেকে থেকে সব দেখিয়ে দিয়ে যাক। প্রতিদিন ভালো লাগা ভালো লাগা বলতে ভালো লাগে বলুন? একদিন খারাপ লাগা বলার মতো কিছু লিখবেন।

শুধু যদি সে বুঝে নিত পাখিটার বুকে ছিল অচেনা অরণ্যের ঝড়,
শুধু যদি জেনে যেত সে একটিবারের জন্যে হলেও,
ভালোবাসা ছিল খুব পাখিটার ছোট বুকে অপলক টলমল ।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,


ইহা একখানা বিশেষ আবেগায়িত লেখা, এই লেখাটা ভাল না হইলে বিশেষ দু:খের কারন হইত। :) আর কিছুই যখন হলনা,তখন অন্তত কবিতাটা হোক!

আমার অনেক ফালতু লেখা আছে, ধীরে সুস্থে দিব, আগে দুই একটা চলনসই লেখা দিয়ে ইমেজটা হোক! :-0

শুভকামনা !

১৮| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুনীল শব্দগুচ্ছের চতুষ্কোণ প্রকাশ!

চমৎকার।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: একেবারে প্রোফেসরীয় মন্তব্য!

সুনীল শব্দগুচ্ছের চতুষ্কোণ প্রকাশ!

চারের মধ্যে অনেক মজা আছে!


শুভকামনা!

১৯| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: নেট নাই তো কি হইছে !!! ওয়ার্ড এ লিখে রাখেন পরে পোষ্ট দিবেন ।

১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ওয়ার্ড এ লিখে রাখা যায়, এইটা ঠিক বলসেন, তবে গরম গরম কবিতা লেইখ্যা পোস্ট দেওয়ার একটা মজা আছে। ওয়ার্ড এ লিখে ফালাই রাখলে কবিতা ঠান্ডা হইয়া যায়! :-B

২০| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: "হৃদয়ের গোধূলী রাঙ্গা সিঁদুর ছাড়া যে
এ দেবী রাখেনি মন কোন মন্দিরে।"

হঠাত করেই কোন কোন লাইন একটু গাড় দাগ কেটে যায় :(

ভালো থাকবেন :#) :#)

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম দেহঘড়ির মিস্তিরি!!! কবিতা ভালো লাগায় আনন্দ হল! কিছু লাইন আসলেই ভাল লেগে যায় হুট করে।

শুভকামনা!

ভাল থাকুন!

২১| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

রাইসুল নয়ন বলেছেন: কাণ্ডারি ভাই আর আপনি কি লম্বা কবিতা লেখার ট্রেনিং নিচ্ছেন কোথাও!!

তবে দারুণ হয়েছে, আমি কেন যেন আপনার কবিতায় এক ভিন্ন স্বাদ পাই, তবে অজানা।


ইদানীং তেমন আসি না সামুতে তাই অনাকাংখিত দেড়ির জন্য নিজের উপর নিজের মেজাজ খারাপ লাগছে আর আপনাকে দুঃখিত বলা ছাড়া কি আর বলবো!!

কামনা, সব সময় ভালো থাকা হোক।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার কবিতা 'নিচুজাত' আমাকে যারপরনাই মুগ্ধ করেছে, দারুন লিখেছেন! আপনাকে অভিনন্দন!

অতিকায় কবিতা লেখায় কান্ডারী ভাইকে পেয়ে বেশ শান্তি পেয়েছি! :)
আপনিও চলে আসুন দলে!

কবি আপনার ভালো লাগার কাছে কৃতজ্ঞ! আমার লেখা যে কবিতা হয় এইটা জেনেছি আপনাদের কাছ থেকে!

আপনার কাছ থেকে আরও লেখা চাই!

অনেক অনেক শুভকামনা রইলো!

২২| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬

সায়েম মুন বলেছেন: কবিতাটা প্রাণবন্ত্য। ঘোরে ছিলাম পুরোটা সময়।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই, আপনি কবি মানুষ, আপনার ভাল লাগার বিশেষ মূল্য আছে! :)

শুভকামনা রইলো!

অনেক ভাল থাকুন!

২৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:১০

শুকনোপাতা০০৭ বলেছেন: কবিতাটা পড়তে পড়তে মনে হলো,নীল ঘোরে ছিলাম!! ভালো লাগল খুব :)

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা! কবিতা লেখার সময় আমিও ঘোরের মধ্যে চলে গেসিলাম, ঘোর সন্চারিত হওয়ায় আনন্দ! :)

শুভকামনা!

ভালো থাকুন!

২৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার সুন্দর হইছে. +++

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন ব্রাদার! :)

২৫| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,
শুধু যদি সে বুঝে নিত পাখিটার বুকে ছিল অচেনা অরণ্যের ঝড়,
শুধু যদি জেনে যেত সে একটিবারের জন্যে হলেও,
ভালোবাসা ছিল খুব পাখিটার ছোট বুকে অপলক টলমল ।




লাস্ট প্যারাটা বেশি সুন্দর হয়েছে....অনেক ভালোলাগা!

এখন কি জালযুক্ত হয়েছেন???

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে বটবৃক্ষ! মেলা দিন পর দেখা হইলো, কেমন আছেন?

কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,


প্রিয় কবিতা ভালো লাগায় আনন্দ! :)

এখনও জালযুক্ত হইনাই, অফিস ফাঁকি দি্য়া যতটুকু হ্য় আর কি? !

শুভকামনা!

২৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ...অনেক সুন্দর ।।
শুভ কামনা ।
ভালো থাকুন।।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া!

শুভকামনা রইলো!

২৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এবং দুর্দান্ত। অসাধারন একটা কবিতা!!!!
মুগ্ধপাঠ!

২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই! আপনার ভালো লাগায় অনেক আনন্দ হয়!

আপনার গল্পটা পড়েছি সকালে অফিসে, পরে সন্ধ্যায় বৃষ্টির মধ্যে কবরে ডুবে যাওয়ার অনুভুতিটা নিয়ে একটা কবিতা আসি আসি করেও লেখা হল না। আপনার লেখার শেষ অংশটা মাথায় ঘুরেছে!

কবিতার সাথে থাকুন! সকৃতজ্ঞ শুভকামনা!

২৮| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:১৬

শ্রাবণ জল বলেছেন: এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,
শুধু যদি সে বুঝে নিত পাখিটার বুকে ছিল অচেনা অরণ্যের ঝড়,
শুধু যদি জেনে যেত সে একটিবারের জন্যে হলেও,
ভালোবাসা ছিল খুব পাখিটার ছোট বুকে অপলক টলমল ।


বেশ সুন্দর।

এই কবিতা কি আপনি বিশেষ কাউকে চিন্তা করে লিখেছেন??
কেন যেন মনে হল কবিতা না এটি। কাউকে যেন অলক্ষ্যে বলে যাচ্ছেন কিছু।

যা হোক, লেখায় ভাল লাগা।
কিভাবে যে এত সুন্দর করে লিখেন, ভাবছি।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে রে শ্রাবণ ! আপনি তো কঠিন পাঠক! কবির নাড়ির স্পন্দন বুঝে ফেলসেন!

সাধে কি বলি জহুরী আপনি!


এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও


শুভকামনা রইলো শ্রাবণ!



২৯| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৮

শ্রাবণ জল বলেছেন: আমরা তো খাই সুজি
তাই কিছু না কিছু বুঝি! 8-| 8-|

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে রে #:-S #:-S


তখন আর কে জানত,
হৃদয়ের গোধূলী রাঙ্গা সিঁদুর ছাড়া যে
এ দেবী রাখেনি মন কোন মন্দিরে।


:(

৩০| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ১৫ তম ভালোলাগা +++++++

২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অপূর্ন! ১৫ তম অভিবাদন গ্রহন করুন!


শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.