নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

শেষ বাসের যাত্রী

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫

এভাবে আমি আর কতদিন থাকব?

নিশূন্য প্রহরগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে!

জগদ্দল পাথরের মত এক একটা পলক

ফেলতে ফেলতে আজ আমি কুকুরের মত ক্লান্ত!

প্রতিরাতে শাহবাগের শেষ বাসটার যাত্রী আমি,

মাছের ডাঙ্গায় তোলা চোখের মত,-

বিবশ চোখধারী কিছু সহযাত্রী নিয়ে,

আমি প্রতিরাতে বাড়ি ফিরে যাই- একা।

ভোরবেলার কথা আমাকে জিজ্ঞেস করোনা,

আমি বহুদিন ভোর দেখিনি।

সন্ধ্যার কথাও বোলনা,

সন্ধ্যায় আমি আমার সারাদিনের কর্মহীনতার ক্লান্তি,-

দুহাতে সরাতে বে-শ ব্যস্ত থাকি।

তুমি যদি আমার সাথে দেখা করতে চাও,

তাহলে সবথেকে ভাল কি হয় জান?

শাহবাগের মোড়ে শেষ বাসটার অপেক্ষায় থেক!

তখন অতগুলো মাছের চোখের মাঝে,

তোমার চোখটা আমি; খুব সহজেই

খুঁজে নিতে পারব...











৩০।০৯।২০১২

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: সে আসুক। তারপর আপনারা দুজন মিলে মাছগুলাকে পাইকারী দরে কিনে নিয়ে গিয়ে একটা ফিস্ট দেন!

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মাছ না তো হামা ভাই, মাছের চোখ! অনেক রাতের বাসে ফেরা মানুষগুলোর চোখ কেমন ডাঙ্গায় তোলা মাছের চোখের মত নিস্প্রান হয়ে থাকে! :(

মানুষগুলো যে বড় শূন্য হয়ে যাচ্ছে!
চোখগুলো যে বড় মৌন হয়ে যাচ্ছে!

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! আর কিছু বলতে পারছিনা ! আপনাকে অনলাইনে দেখে মনে হয়েছে আজ কিছু পোষ্ট করবেন ! শুধু শুধু মিনিট দশেক আগে আপনার ব্লগ ঘুরে এলাম ! প্লাস নেন !

২০ শে জুন, ২০১৩ রাত ১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ হে স্বপ্নবাজ!

যে চোখে আজ স্বপ্ন খেলে না,
সেই চোখ মরে গেছে জলে ডুবে,
যে চোখ আজ মায়ায় ভাসেনা,
সেই চোখ পুড়ে গেছে পাপে তাপে!


আপনাদের ভালবাসায় কবি অভিভূত! প্লাস গ্রহনে আনন্দ হল! :)

শুভকামনা!

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার যতগুলো কবিতা পড়েছি তার মধ্যে এটি একটি অন্যতম সুন্দর কবিতা।

তুমি যদি আমার সাথে দেখা করতে চাও,
তাহলে সবথেকে ভাল কি হয় জান?
শাহবাগের মোড়ে শেষ বাসটার অপেক্ষায় থেক!
তখন অতগুলো মাছের চোখের মাঝে,
তোমার চোখটা আমি; খুব সহজেই
খুঁজে নিতে পারব...

অসাম ++++++

২০ শে জুন, ২০১৩ রাত ১:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী ! বেশ পুরনো কবিতা, পোস্ট করতে ইচ্ছে করলো! এই কবিতা খানা লিখে আমি বেশ তৃপ্তি পেয়েছিলাম। কবিতায় যন্ত্রনা বন্দী করতে পারলে বেশ আনন্দ হয়!

অনেক ভালো থাকুন। শুভকামনা!

৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১:০৪

রাইসুল নয়ন বলেছেন: তারা অপেক্ষা করে কি?
জানিনা!!
হয়তো করে!!
প্রত্যেক রমণীরই প্লান বি থাকে :)

২০ শে জুন, ২০১৩ রাত ১:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ওরে রে , ভাই রাইসুল দেখি রমণী অন্তর্যামী! কোন সাধনায় আপনি সেই অতল রহস্য উন্মোচন করিলেন কবি জানিতে চায়! :)

জগদীশ জানিয়েছিলেন যে বৃক্ষও প্রতীক্ষায় থাকে,
কবি জানিয়াছে যে তারাও প্রতীক্ষায় থাকে! তবে কিনা এই প্রতীক্ষা প্রায়শই বড় দুর্বোধ্য হইয়া থাকে!

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১:১১

লিটল হামা বলেছেন: ঐসব ছাড়েন! আমার ক্ষিধা লাগসে। মাছ ভাজা খাইতে ইচ্ছা করতাসে। জানেনই তো কবি বলেছেন ক্ষুধার রাজ্যে মানুষের শূন্য চোখ যেন ফ্রাই করা লইট্যা ফিশ!

২০ শে জুন, ২০১৩ রাত ১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: এইডা কেডা! ? :-*

ধন্দে পড়সিলাম হামা ভাই, লিটল হামার সাথে তো পরিচিয় ছিল না!

জী জনাব, কবি আরও বলিয়াছেন কবিতায় ক্ষুধা নিবৃত হয়না, ক্ষোভ নিবৃত হইলেও হইতে পারে। আর সক্রেতিস বলিয়াছেন, ক্ষুধা লাগিলে ব্লগে না ঘুরিয়া রান্নাঘরে হানা দেওয়া উত্তম! ;)

৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
মাছ ভাজা হইলে হামা ভাই'র পরে ডাক দিয়েন।

২০ শে জুন, ২০১৩ রাত ১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আল্লারে, লেখতে চাইলাম কবিতা, মাইনশে ভাবসে মাছ ভাজার রেসিপি দিসি! তাইলে আসেন মাছ-ই ভাজা হোক। তা ভাইজানের কি মাছ পছন্দ? ভাজা কি হাল্কা না কড়া? তেল কি সয়াবিন না সূর্যমুখী?

৭| ২০ শে জুন, ২০১৩ রাত ২:০৪

বটবৃক্ষ~ বলেছেন: hahah!! comment porchi r hashchi!! =p~ =p~

ভোরবেলার কথা আমাকে জিজ্ঞেস করোনা,
আমি বহুদিন ভোর দেখিনি।
সন্ধ্যার কথাও বোলনা,
সন্ধ্যায় আমি আমার সারাদিনের কর্মহীনতার ক্লান্তি,-
দুহাতে সরাতে বে-শ ব্যস্ত থাকি।


সত্যি সবগুলো লাইন চমৎকার লেগেছে বরাবরের মতোই!!

মাছখোর দের কথা আর বইলেননা!! :-< :-< =p~ =p~

২০ শে জুন, ২০১৩ রাত ২:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: হায় রে, কার কছে বিচার দিমু, এত দুঃখের একটা কবিতা দিলাম, মানুষ হাইস্যাই অস্থির! :( ইস, রম্য লেখলে নির্ঘাত হিট খাইতাম চরম! :-&


কবিতা ভালো লেগেছে জেনে আনন্দ হল বটবৃক্ষ!


হামা ভাই আর দুর্জয় কবিরে মাছ ভাজা খাওয়াইতেই হইব! :)

৮| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:০০

শ্রাবণ জল বলেছেন: মানুষের নিষ্প্রাণ চোখকে বললেন মাছের চোখ।

যারা ভাল লিখেন, তাদের এই একটা বিষয়ে আমি খুব মুগ্ধ হই।
কোথেকে থেকে যে কি সব উপমা নিয়ে আসেন, আমার চিন্তায় ও আসেনা এত কিছু, লেখা তো দূরের কথা।

লেখায় ভাল লাগা।

২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ঢাকা শহরে বাসে ক্লান্ত মানুষের চোখের খুব নিষ্প্রান লাগে, বিশেষ করে অনেক রাতে ফেরা মানুষদের, মাছের চোখের মত!

উপমায় ভালো লাগা জেনে আনন্দ হল! :)

লিখতে লিখতে কিন্তু হয়ে যায়!

কবিতায় আবার আপনাকে পেয়ে ভালো লাগছে শ্রাবন! বাইরে দারুন বৃষ্টি!

শুভকামনা!

৯| ২০ শে জুন, ২০১৩ ভোর ৫:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ম্যাচিউরড্‌ কবিতা!
আর কিছু বলার নেই;

শুভকামনা কবি।।

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: পরিপক্ক হয়েছে বলছেন? :) বেশ, বেশ ভালো লাগলো! :)

অশেষ ধন্যবাদ হে সোনালী ডানার চিল,- আমার ব্লগে উড়ে আসার জন্য!

শুভকামনা!

১০| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:১৩

বৃতি বলেছেন: অনেক ভাল লাগা থাকল কবিতায় :)

২১ শে জুন, ২০১৩ রাত ১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বৃতি!

শুভকামনা!

১১| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৬

লাবনী আক্তার বলেছেন: ইশ! এতই ব্যস্ত আপনি যে তাকে শাহবাগের মোড়ে যেতে হবে দেখা করতে? :( :(

কবিতায় ভাললাগা রইল।

২১ শে জুন, ২০১৩ রাত ১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা :), মজার বলেছেন!

অসহায় কর্মহীন ব্যস্ততা! :( একসময় কাটিয়েছি এই রকম দিন!


শুভকামনা রইলো লাবনী!

১২| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন: শাহবাগের মোড়ে শেষ বাসটার অপেক্ষায় থেক!
তখন অতগুলো মাছের চোখের মাঝে,
তোমার চোখটা আমি; খুব সহজেই
খুঁজে নিতে পারব...

দারুন দৃশ্যকল্প! কবিতায় অজস্র প্লাস ++++++++...............

শাহবাগের মোড়ের বাসগুলার কথা উল্লেখ করার কারন কি? অন্য বাসের কথাও তো বলতে পারতেন! ওগুলোর প্রতি বিশেষ দুর্বলতা আছে নাকি আপনার? আমার আছে বলতে পারেন। যদিও সার্ভিসের বাজে অবস্থা !

২১ শে জুন, ২০১৩ রাত ১:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ ধন্যবাদ নাজিম ভাই! আমি আপনার লেখার ভক্ত হয়ে গেছি! আপনার ভালো লাগায় অজস্র আনন্দ! :)

একসময় সারাদিন সন্ধ্যা ক্যাম্পাসে কাটিয়ে অনেক রাতে শাহবাগের মোড় থেকে বাসে উঠে বাড়ি যেতাম। দীর্ঘ দিন ছিল এই রুটিন! বিশ্ববিদ্যালয় জীবনটা বড় রঙ্গিন ও বাউন্ডুলে ছিল!

সার্ভিসের অবস্থা আর কি বলব?:( ঢাকা শহরে বাস যাত্রা অসম্ভব যন্ত্রনাময় হয়ে গেছে।

আপনার দূর্বলতার কারন কি?

১৩| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কমেন্টের এই দুই লাইন

মানুষগুলো যে বড় শূন্য হয়ে যাচ্ছে!
চোখগুলো যে বড় মৌন হয়ে যাচ্ছে!

আর কবিতার শেষ চার লাইন খুব মনে ধরলো। উদাস ভাবে আক্রান্ত হইলাম!!!

সুন্দর !

২১ শে জুন, ২০১৩ রাত ২:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার খুব মনে ধরতে পারা বিশাল ব্যাপার! অনেক আনন্দ! :)

মানুষগুলো যে বড় শূন্য হয়ে যাচ্ছে!
চোখগুলো যে বড় মৌন হয়ে যাচ্ছে!
মনগুলো যে সব মরু হয়ে যাচ্ছে!
নদীগুলো যে খুব দুঃখী হয়ে যাচ্ছে!
প্রেমগুলো যে সব খুনী হয়ে যাচ্ছে!
ফুলগুলো যে সব খুব ভুল হয়ে যাচ্ছে!
পথগুলো যে সব পাথরে ডুবে যাচ্ছে!
ভোরগুলো যে সব রোদে পুড়ে যাচ্ছে!
তবু কি তুমি জাগবে না?
ভাঙবেনা কি তোমার মৃত্যুর নিকষ কালো ঘুম?
একটু কি, একবারের জন্য কি আর ভিজবেনা জলে,
একটিবারের জন্যও কি আর খুলবে না তোমার নিশীথ দুয়ার?
অনির্বাণ একাকী চাঁদের আলোয় ভাসবেনা তোমার অপলক লাবন্য?
আর একটিবারের জন্যও কি বাঁচবে না?
আর একটি জন্য কি গাইবেনা উড়বার গান?
আর কখনও কি মেলবে না ডানা আকাশ হবার?

জাগো ওগো জীবননাথ, নিতি আনন্দ আমার!
জাগো ওগো স্বপনসূর্য, চির নির্বান আমার!
জাগো ওগো জাগানিয়া পাখি,তব মুক্তি আমার!



দিদি, একটা কবিতা হয়ে গেল! :) এই কবিতা তাহলে আপনার জন্য, কবির নিবেদন! জানাবেন কেমন হল!

শুভকামনা!

১৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০

আরজু পনি বলেছেন:

অপেক্ষা, বিষাদ, হতাশা! :(

সুন্দর।

২১ শে জুন, ২০১৩ রাত ২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: অপেক্ষা, বিষাদ, হতাশা! :( -- সহমত আপু।

তবে একটা কথা, সবাই আমার লেখায় এত শুধু দুঃখ খুঁজে পায় কেন?
কবি কি বলেনা কর্মহীনতার ক্লান্তি কি দুঃসহ? নিষ্প্রাণ মাছের চোখ কত অসহ্য? কবি কি বলেনা যে সে সতেজ মায়ালু একজোড়া চোখের জন্য কত আকুল?

শুভকামনা রইলো আরজুপনি আপু!

১৫| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪

শাওণ_পাগলা বলেছেন: খুবই চমৎকার লাগলো! সহজ ও সুন্দর কবিতা। মাছের চোখের উপমা টা সত্যি সুন্দর ছিলো।

কিছু কবিতা পড়তে গেলে দেখা যায়, মাঝপথে নিষ্প্রান হয়ে যায় (পাঠক হিসেবে এটা আমার ব্যর্থতাও হতে পারে)।
এই কবিতা পড়তে গিয়ে ওরকম কোন অনুভূতি হয়নি।

২১ শে জুন, ২০১৩ রাত ২:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শাওন ভাই! কবিতা ভালো লাগায় আনন্দ হল! বিশেষ করে মাছের চোখের উপমা ভালো লাগায়!

আপনার পর্যবেক্ষণ দারুন হইসে, অনেক কবিতাই আসলে মাঝপথে একটু খেই হারিয়ে ফেলে। একটা কবিতা শুরু করার থেকে আসলে সেটার কাব্যিক সমাপ্তিটা কঠিন।

শুভকামনা রইলো! ভালো থাকুন নিরন্তর!

১৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৪১

বোকামন বলেছেন:






তোমার চোখটা আমি; খুব সহজেই
খুঁজে নিতে পারব...



হয়তো গিয়েছি হয়ে যন্ত্রদানব
ভর করে রোজ কর্মদানব

ভয় !! নাহ্

আমার দৃষ্টিতে নেই দানবীয় ছায়া
তাই ভুলে যাইনি ও চোখের মায়া ...।

ভালোলাগলো লিখতে হবে ?
কবি বুঝে নিতে পারবে না ? কতটুকু ভালো লাগলো !!

২১ শে জুন, ২০১৩ রাত ২:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: কবি আপনার ভালোলাগা বুঝতে পেরেছে বোকামন ভাই! কবি অশেষ আনন্দিত!

আমার দৃষ্টিতে নেই দানবীয় ছায়া
তাই ভুলে যাইনি ও চোখের মায়া ...। --- বেশ বেশ!


শুভকামনা রইলো! অনেক অনেক ভালো থাকুন।

১৭| ২১ শে জুন, ২০১৩ রাত ২:৫২

সমানুপাতিক বলেছেন: ইয়ে মানে, আপনার তাবৎ মেয়েভক্তকুলকে কি জানান উচিত ছিল না, যে শাহবাগের শেষ বাসটা ক'টায় ছাড়ে? #:-S 8-| 8-| তাদের হয়ত টাইম টেবলটা দরকার!

২১ শে জুন, ২০১৩ রাত ৩:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনিই একমাত্র টাইম টেবিল জানতে চাইলেন, ইয়ে মানে, আপনি আমার 'মেয়েভক্তকুল' এর মধ্যে পড়েন কিনা জানতে ইচ্ছে করছেনা। :( আর বিষয়টা নিয়ে আপনি এত চিন্তা অথবা দুশ্চিন্তায় পড়লেন কেন এটাও জানতে ইচ্ছে করছেনা।

পরবর্তীতে আপনি আর যদি কখনও আমার কবিতায় মন্তব্য করেন আমি আশা করবো সেটা কবিতা সংশ্লিষ্ট হবে।

১৮| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:০৭

সমানুপাতিক বলেছেন: ভাই, আমি কবিতা পড়তে ভালবাসি । কবিতা ভাল লেগেছে- সেটা আমার বলা উচিত ছিল আগে । বাকিটুকু দুষ্টামি করা । আশা করি সহজভাবে নেবেন । বুঝতে পারিনি আপনি হার্ট হবেন । সরি ফর দ্যাট ।

২১ শে জুন, ২০১৩ রাত ৩:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সেক্ষেত্রে আমিও দুঃখ প্রকাশ করছি! কবিতা যে ভালো লাগতেই হবে এটা না, কবিতা নিয়ে আপনি যে কোন কথায় বলতে পারেন, সমালোচনা আমি খুব ভালা পাই!

কবিতা ভালো লাগায় আনন্দ পেলাম!

শুভকামনা রইলো!

১৯| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:

১২তম ভাললাগা জানবেন কবি।


++++++

২২ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অভিবাদন গ্রহন করুন স্নিগ্ধ কবি!


শুভকামনা রইলো অনিঃশেষ!

২০| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

নিয়েল হিমু বলেছেন:
আমি প্রতিরাতে বাড়ি ফিরে যাই- একা।
ভোরবেলার কথা আমাকে জিজ্ঞেস করোনা,
আমি বহুদিন ভোর দেখিনি।


অন্নেকককককক সুন্দর । :)

২২ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
সন্ধ্যার কথাও বোলনা,
সন্ধ্যায় আমি আমার সারাদিনের কর্মহীনতার ক্লান্তি,-
দুহাতে সরাতে বে-শ ব্যস্ত থাকি।


ধন্যবাদ হিমু ভাই!

ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.