নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কেমিক্যাল দিকশূন্যতা

২৪ শে জুন, ২০১৩ রাত ১০:২৪

কেমিক্যাল দিকশূন্যতার এক বিকালে,

জড়ভরতের মত রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম।

শরীরের পাশ দিয়ে হুশ হুশ করে,

বের হয়ে যাচ্ছিল যান্ত্রিক শূন্যতার শবদেহ।

তোমাদের সভ্যতায়,

অবনীল তেজস্ক্রিয় সাইরেন বাজাতে বাজাতে

জনপথগুলো কেমন নদী হয়ে

কংক্রিটের পলি ফেলে চলে মাঠ বন পেরিয়ে।

পাখিদের স্বপ্নে সায় জানাবার জন্য-

বৃক্ষের প্রয়োজন নেই কোনো আর,

সিগন্যাল পোস্টের বাতি দেখে,

পথ চলবে হাইব্রীড বুনোহাঁসের ঝাঁক।

টাওয়ার থেকে টাওয়ারে চলবে ব্যাপক,

নীল খামে গোঁজা হৃদয় চালাচালি।

অদেখা স্পর্শের বাইরের অন্তরজালিক সরোবরে,

ডুবতে ভাসতে গোত্তা খাবে সাইবার যুবক যুবতীর দল।

বিলবোর্ডের মেঘের প্রেমে দেখো একদিন,

ফেরারী হবে তোমাদের ঐ সব রাডারের ঘুড়ি,

যদিও তা দেখে হেসে উঠবার মত আর

কোনো কাঠবেড়ালী বেঁচে থাকবে না সেদিন!

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন++++++

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স!

শুভকামনা!

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

টুম্পা মনি বলেছেন: তোমাদের সভ্যতায়,
অবনীল তেজস্ক্রিয় সাইরেন বাজাতে বাজাতে
জনপথগুলো কেমন নদী হয়ে
কংক্রিটের পলি ফেলে চলে মাঠ বন পেড়িয়ে।

অন্যরকম।

পাখিদের স্বপ্নে সায় জানাবার জন্য-
বৃক্ষের প্রয়োজন নেই কোন আর,
সিগন্যাল পোস্টের বাতি দেখে,
পথ চলবে হাইব্রীড বুনোহাঁসের ঝাঁক।


তাই কি??

বিলবোর্ডের মেঘের প্রেমে দেখো একদিন,
ফেরারী হবে তোমাদের ঐ সব রাডারের ঘুড়ি,
যদিও তা দেখে হেসে উঠবার মত আর
কোন কাঠবেড়ালী বেঁচে থাকবে না সেদিন!


হৃদয় ভারাকান্ত করল।

যাই হোক সুন্দর লিখেছেন।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন:


পাখিদের স্বপ্নে সায় জানাবার জন্য-
বৃক্ষের প্রয়োজন নেই কোন আর,
সিগন্যাল পোস্টের বাতি দেখে,
পথ চলবে হাইব্রীড বুনোহাঁসের ঝাঁক।


কোথাও কোথাও তো বটেই!
:(

তারপরেও থেকে যায় শুভকামনা!

৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ চন্দ্রকবি! :)


শুভকামনা!

৪| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! কবিতা পাঠে আনন্দ! :)


শুভকামনা!

৫| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার :) :)

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ! :)


শুভকামনা রইলো!

ভালো থাকুন!

৬| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:০৬

রাইসুল নয়ন বলেছেন: কবি!!
এতো বেগ কোথায় পান বলেন দেখি!!
অসাধারণ সব কবিতা দিয়ে সামুর কবিতা বিভাগকে সমৃদ্ধ করে যাচ্ছেন প্রতিনিয়ত!
মাঝখানে আসা বন্ধ করে দিয়েছিলাম, প্রিয় অনেক নিক এখন আর পোস্ট দেয়না :(
আর আমি কবিতা ছাড়া অন্য পোস্ট পড়িনা বললেই চলে।

আপনার ফেবু লিংক তো দিলেন না ব্যস্ততার জন্য বোধ করি, আমারটা রইলো :)

Click This Link

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার অশেষ ভালোলাগায় কবি তো পুরো আত্মহারা! আনন্দম! আনন্দম! :)

আসলে ভালোলাগা আপনার মনে, যা আপনি ছড়িয়ে দেন লেখায়!

এখন আসলে পড়ার মত হাতে সময় থাকে খুব কম :( তার মধ্যে যা আমারও পড়া হয় তা কবিতাই!

ফেবু লিঙ্ক দিয়েছি :) বন্ধুত্তের আহ্বান পাঠিয়েছি। আপনার কভার পিক তো সেইরাম! চুরি করতে মন চাইসে!

শুভকামনা!

৭| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: টাওয়ার থেকে টাওয়ারে চলবে ব্যাপক,
নীল খামে গোঁজা হৃদয় চালাচালি।

নীল খামে করে হৃদয় চালাচালি একসময় বারান্দা থেকে বারান্দায় চলত। এখন এই এসএমএস এর যুগে সেটা টাওয়ার থেকে টাওয়ারে চলে।

দারুন দৃশ্যকল্প একেছেন কবিতায়!

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
টাওয়ার থেকে টাওয়ারে চলবে ব্যাপক,
নীল খামে গোঁজা হৃদয় চালাচালি।
অদেখা স্পর্শের বাইরের অন্তরজালিক সরোবরে,
ডুবতে ভাসতে গোত্তা খাবে সাইবার যুবক যুবতীর দল।


গতরাতে একটানে চলে আসল লেখাটা! লিখে মজা পেয়েছি নাজিম ভাই!

আহ! সেই নীল খামের মধ্যে ভরে হৃদয় চালাচালি! চিঠি একটা মজার জিনিস ছিল রে ভাই! চিঠি লেখার যুগে কমবেশি সবাইকেই টুকটাক সাহিত্য চর্চা করতে হত। :)

শুভকামনা রইলো!

৮| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অদেখা স্পর্শের বাইরের অন্তরজালিক সরোবরে,
ডুবতে ভাসতে গোত্তা খাবে সাইবার যুবক যুবতীর দল।


মনে গেঁথে গেলো লাইনদুটি +++++++

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারী!

অনেক অনেক শুভকামনা!

৯| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভবিষ্যৎ পৃথিবীর এক দৃশ্যপট দেখলাম কবিতায়।

কবিতা সুন্দর বলা যায় অনায়াসেই তবে কবিকে কবিতা লেখার পাশপাশি শব্দ গঠনে মনোযোগী হতে অনুরোধ করি। গদ্য যত সহজে সম্পাদনা করা যায় কবিতা হয়ত তত সহজে করা যায় না আর করতে গেলে পুরো ফরম্যাটই বদলে যায় কখনো কখনো । তাই সেটা কবির মতো করেই থাকুক। বরং বানান নিয়ে বলি ---

জড়ভরত - হবে।

কংক্রিটের পলি ফেলে চলে মাঠ বন পেড়িয়ে > পেরিয়ে

( এপাড় , ওপাড় , আমাকে রাস্তাটা পাড় করে দাও, নদী পাড় হবো )

কোন আর কোনো -- এখানে একটু দেখা দরকার।

বৃক্ষের প্রয়োজন নেই কোন আর, > কোনো

কোন কাঠবেড়ালী বেঁচে থাকবে না সেদিন > কোনো

( কোনো কোনো দিন তাকে ঘরে নিয়ে ফিরি .....

কিংবা

কোন সে বনের আড়ালে
লুকিয়ে গেলো খেয়া যে ....। )

----- এগুলো উদাহরণ দিলাম। এই মুহূর্তে এই উদাহরণই মাথায় এলো।


----- কবিতা ভালো লেগেছে সত্যিই।

ভালো থাকা হোক।

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: জরভরত বানান যে ঠিক নাই এটা মনে হচ্ছিল আর বুঝতে পারছিলাম যে আপনি এসে ঠিক করে দেবেন! :) আপনি আসার পর থেকে বেশ সুবিধা হইসে, বানান নিয়ে টেনশনে না থেকে বেশ নিশ্চিন্তে যা খুশী লেখা যাচ্ছে ! :-B

দিদি গনিতে পড়সি, বাংলা ব্যকরন সংশ্লিষ্ট যে কোন বিষয় থেকে খুব ১০০ হাত দূরে থাকতাম!

'কোন' আর 'কোনো' এর ঘটনা বুঝতে পারিনাই, কখন কোনটা হবে?

'কি' আর 'কী' নিয়েও আমি খুব আতঙ্কে থাকি!

১০| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! শুরুতেই শরীরের পাশ দিয়ে দমকা বাতাস দিয়ে গেল ! কেমিক্যাল দিকশূন্যতার এক বিকালে,
জরভরতের মত রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম।
শরীরের পাশ দিয়ে হুশ হুশ করে,
বের হয়ে যাচ্ছিল যান্ত্রিক শূন্যতার শবদেহ। +++

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অভি ভাই! আমাদের মধ্যে বেশ কিছু স্বপ্নবাজ থাকলে হয়ত আমরা বের হয়ে যেতে পারব১

শুভকামনা রইলো!

১১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩০

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: বিলবোর্ডের মেঘের প্রেমে দেখো একদিন,
ফেরারী হবে তোমাদের ঐ সব রাডারের ঘুড়ি,
যদিও তা দেখে হেসে উঠবার মত আর
কোন কাঠবেড়ালী বেঁচে থাকবে না সেদিন!...

কাঠবিড়ালীগুলো বেঁচে থাক...আর থাকুক নীল খামের হৃদয়..

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন:
কাঠবিড়ালীগুলো বেঁচে থাক...আর থাকুক নীল খামের হৃদয়..

ধন্যবাদ মায়াবতী নীলকন্ঠি!

শুভকামনা!

১২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: মেসেজ ই ভরসা হাতের লেখা শ্রী-হীন :)

ভাগ্য ভাল এই যুগে পদার্পণ করেছি :)

টাওয়ার থেকে টাওয়ারে চলবে ব্যাপক,
নীল খামে গোঁজা হৃদয় চালাচালি।
অদেখা স্পর্শের বাইরের অন্তরজালিক সরোবরে,
ডুবতে ভাসতে গোত্তা খাবে সাইবার যুবক যুবতীর দল।


২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: হাতের লেখা শ্রী- হীন হওয়ার কারণই কিন্তু এইটা যে চিঠি না লেখা! চিঠি লিখতে হলে হাতের লেখার দিকে মনোযোগ চলে আসত বৈকি!

আপনি কি পেশায় ডাক্তার? মানে নিক দেখ জানতে ইচ্ছে করলো? আরও অনেক মানেই হতে পারে! বেশ মজার নিক আপনার।


শুভকামনা রইলো!

১৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা কি আর কী নিয়ে জানাইয়া দিবো। বাংলা ব্যাকরণ নিয়া আমারও ঝামেলা আছে। ফ্রী তে শিখতে গেলে ভুলে যাবেন সব , পার্টি চাই , পার্টি ! :P

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ঘোর কলিকাল! যেইখানে তৃষ্ণার জলটুকুও কিনিয়া খাইতে হয় সেইখানে মানুষজন বিদ্যা দানেরও বিনিময় মূল্য খোঁজে! অনায়াসে বলিতে পারে, ইহা ফ্রি নহে! B:-/ =p~ =p~

তবে পার্টির বিষয়টা পছন্দ হইসে! গুগলীয় পার্টি না, রিয়াল পার্টি!

!:#P !:#P !:#P

১৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: অন্তর্জাল
আন্তর্জালিক
অন্তর্জালিক ----------- একটু চেক করে নিয়েন ।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা কিন্তু ইচ্ছা করেই করেছি, সঠিক শব্দটা অন্তর্জালিক হয়ত, কিন্তু এটাকে ভেঙ্গে অন্তর টাকে আলাদা করে লিখতে চেয়েছি অন্তরজালিক, যেখানে অন্তর্জাল আর অন্তরের জাল, দুইটাই ভাবা যেতে পারে!

এক্সপেরিমেন্টাল! :-B

কৃতজ্ঞতা দিদি, এই মনোযোগী পাঠের জন্য!

শুভকামনা!

১৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

একজন আরমান বলেছেন:
শরীরের পাশ দিয়ে হুশ হুশ করে,
বের হয়ে যাচ্ছিল যান্ত্রিক শূন্যতার শবদেহ।


বেশ সুন্দর লেগেছে লাইন দুটি।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ কিছুদিন পরে দেখ হল কি আরমান ভাই! আশা করি ভালো আছেন!

আপনাকে পেয়ে আনন্দ হচ্ছে! :)

শুভকামনা!

১৬| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:০১

সোহাগ সকাল বলেছেন: "সিগন্যাল পোস্টের বাতি দেখে,
পথ চলবে হাইব্রীড বুনোহাঁসের ঝাঁক"

সুন্দর লিখেছেন। অনেক ভালো লাগলো।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল!

চারিদিকে যেমন হাইব্রীড উৎসব চলছে!


শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.