নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নাতুর বেলা শেষে

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

স্বপ্নাতুর বেলা শেষে সব পাখিই বুঝি ঘরে ফেরে,

ঠোঁটে তুলে আনে কাঠ-কুটো,আর কয়েক দানা শস্য,

অপেক্ষায় কেউ থাকবেনা জেনেও মুছে যায় সন্ধ্যার রংতুলি,

সকালের নাকফুল যদি সময়ের পুকুরে ডুব দেবার পণ করেই থাকে,

বিষন্ন বঁধুর একলা জানালায় বিছানো এলোচুলের মায়াজালে,-

নকশা তোলার আকাঙ্ক্ষায় ছন্নছাড়া কিছু বাসনা বিবাগী হবেই!

জলে বন্দী মাছেদের খুব আকাশে উড়বার সাধ হয় কিনা,

এইটুকু জানার অপেক্ষায় থাকেনি কখনও কোন মেঘের দল।

আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,

কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!







মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো।

:) :)

২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই!

শুভকামনা রইলো!

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:১১

একজন আরমান বলেছেন:
স্বপ্নাতুর বেলা শেষে

সব বেলাতেই কি স্বপ্নেরা মিশে থাকে?

কবিতায় ভালো লাগা।

২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সব বেলাতেই স্বপ্ন মিশে আছে কিনা এটা তো জানিনা এখনও, তবে কারও না কারও তো স্বপ্ন মিশে থাকেই! সময় খুব কঠিন বিচারক, প্রতি মুহূর্তেই স্বপ্নের খাজনা সে ঠিকই বুঝে নেয় মধুপিয়াসীদের কাছ থেকে। তবে আপনার প্রশ্নটার পরেই যে প্রশ্নটা মাথায় ঘুরল - আসলে সব পাখি কি ঘরে ফেরে? ফিরতে পারে?


শুভকামনা একজন আরমান!

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: কথা দিলাম সন্ধ্যার রংতুলিতে অপেক্ষা এঁকে দিবো , ছন্নছাড়া বাসনারা নকশা আকবে নাকফুলের , মেঘের দল এসে দেখা করে যাবে জলে বন্দী মাছদের আর আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!

+ আর শুভকামনা কবি !

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন লিখেছেন অভি ভাই!

কথা দিলাম সন্ধ্যার রংতুলিতে অপেক্ষা এঁকে দিবো , ছন্নছাড়া বাসনারা নকশা আকবে নাকফুলের , মেঘের দল এসে দেখা করে যাবে জলে বন্দী মাছদের


শুভকামনা স্বপ্নবাজ!

৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কথা দিলাম সন্ধ্যার রংতুলিতে অপেক্ষা এঁকে দিবো , ছন্নছাড়া বাসনারা নকশা আকবে নাকফুলের , মেঘের দল এসে দেখা করে যাবে জলে বন্দী মাছদের কাছে আর আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!
+ আর শুভকামনা কবি !

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!

৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রাকৃতিক উপমা :) ভাল লাগল।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কতদিন পরে দেখা হল মহাজাগতিক স্বর্ণা আপু!

কবিতা পাঠে আনন্দ!

শুভকামনা রইলো!

৬| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৯:১৩

শ্রাবণ জল বলেছেন: নির্নিমেষ ভাল লাগা।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর একটা ছবি দিয়েছেন তো শ্রাবণ!

সিঁদুর রাঙ্গা এক গোধূলি সাক্ষী রেখে,
একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,
একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,
একদিন খুব হয়ে যাব রোদ্দুর,
একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,
একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,
পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।
সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোন মায়ায়,
তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!

আপনার প্রো পিক থেকে একটা কবিতা চলে আসলো মনে হচ্ছে! :-B :-B :-B

শুভকামনা!

৭| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৯

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে চন্দ্রকবি!


শুভকামনা রইলো!

৮| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৮

সুফিয়া বলেছেন: স্বপ্নাতুর দিনগুলো আমাকেও কেবল ডাকে। তাই তো সময় কাটাই কবিতার ফাঁকে।

Click This Link

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুফিয়া আপা!

দিনগুলো হয়ত এমনি ডেকে ডেকেই যাবে!

শুভকামনা রইলো!

৯| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:০২

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনটা খুব সুন্দর !

সকালের নাকফুল যদি সময়ের পুকুরে ডুব দেবার পণ করেই থাকে,
বিষন্ন বঁধুর একলা জানালায় বিছানো এলোচুলের মায়াজালে,-

--- বধু বানান এইটা হইব ভাইডি । তবে এই দুই লাইন সত্যি সুন্দর !!!

বধু তুমি কার !!!

কোন আর কোনো নিয়া দেখা যায় এখনো ভ্যাজালে আছেন !

আপনার জন্য দিলাম আমার কবিতার তিন লাইন ---

" স্বপ্ন গুলো চিলেকোঠায় উঠে যায় পা টিপে টিপে
ভোরের হলুদে; তোমার চায়ের কাপে
তোমায় বলে দিতে; ধোঁয়ার রোদ্দুরে আমি আছি । "

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
" স্বপ্ন গুলো চিলেকোঠায় উঠে যায় পা টিপে টিপে
ভোরের হলুদে; তোমার চায়ের কাপে
তোমায় বলে দিতে; ধোঁয়ার রোদ্দুরে আমি আছি । "

অদ্ভুত সুন্দর! কবি অভিভূত! :) :)


আমার কাছে যে গীতবিতান খানা রইয়াছে তাহাতে এইরূপ লেখা-

বঁধু, কোন আলো লাগল চোখে!


তাহলে কোনটা ঠিক? আরেকটা বানান হয় বধূ, কিন্তু 'বধু' কি হবে?
তবে শুদ্ধ বানান যেটাই হোক- বঁধু বানানটাই সুন্দর! অতএব কবি ইহাই লেখিবে, আর তাহাই সত্য যাহা অভিধান নয়, কবি রচিবে! :-0 :-0 :-0

কোন আর কোনো ওর মধ্যে দয়া করে বিভেদ-হানাহানি তৈরি করবেন না দিদিটি! কি আর কী নিয়ে প্রবেমে আসি, আপনি এর মধ্যে সবকিছু আরও কঠিন করে তুলবেন না! :(

''বহুদিন পরে বৃষ্টি ছুঁয়ে,
বহুদিন পরে বৃষ্টিতে ঝরে,
বহুদিন পরে বৃষ্টিতে মিশে,
আমি একা তবু;
তুমি আমি মিলে,
আমরা দুজন,
আমরা আবার,
সেই কবেকার
‘আমরা’ হয়ে যাই...।''

ৎঁৎঁৎঁ এর নিবেদন রইলো আপনার প্রতি! :)

শুভকামনা!

১০| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:১১

বটবৃক্ষ~ বলেছেন: জলে বন্দী মাছেদের খুব আকাশে উড়বার সাধ হয় কিনা,
এইটুকু জানার অপেক্ষায় থাকেনি কখনও কোন মেঘের দল।
আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা



প্রতিটা লাইনই অসম্ভব সুন্দর....

অপর্ণা আপির কবিতায়ও +++++ :)

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা
বটেবৃক্ষের বিস্তার পিয়াসী আকাঙ্খার ছাউনি তুলে,
গড়ে দেব এক চিলতে বারান্দায় এক মুঠো রোদ্দুরের প্রশান্তি!



শুভকামনা রইলো বটবৃক্ষ!

১১| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে !!!! :) প্লাস!

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আজ আমি কোথাও যাবোনা,
চুপটি করে বসে রব ঘরের কোনে,
আজ আমি মেলবো না পাখা,
আজ আমি দেবনা আমাকে তোমাদের,
আমার ক্লান্ত ঘামের ফোঁটা আজ তোমাদের নয়,
আমার গোল্লাছূটের সকাল সন্ধ্যা তোমাদের নয়,
আমার অভিমানী প্রহরগুলো আজ তোমাদের নয়,
আজকের একলা দুপুর আমার একলার!
আজ আমার ছুটি!
আজকের দিনে আমি আর কোথাও যাব না!

১২| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: অভিধানেই বধু পাইছি। এনিওয়ে আর বিভেদ করবো না। গেলাম এক্কেবারে X((

তুমি আমি মিলে,
আমরা দুজন,
আমরা আবার,
সেই কবেকার
‘আমরা’ হয়ে যাই...।'

----- স্মৃতি আনন্দের , স্মৃতি বেদনার , স্মৃতি জটিলতার !

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: বধু, মিছে রাগ করোনা! (বধু বানান সই :-& )

দিদি রাগ করলে কিন্তু খেলবোনা! X((

এক্কেবারে গেলে আমার বানান ঠিক করবে কিডা?:(

১৩| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

নকশা তোলার আকাঙ্ক্ষায় ছন্নছাড়া কিছু বাসনা বিবাগী হবেই!

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
অপেক্ষায় কেউ থাকবেনা জেনেও মুছে যায় সন্ধ্যার রংতুলি,
সকালের নাকফুল যদি সময়ের পুকুরে ডুব দেবার পণ করেই থাকে,
বিষন্ন বঁধুর একলা জানালায় বিছানো এলোচুলের মায়াজালে,-
নকশা তোলার আকাঙ্ক্ষায় ছন্নছাড়া কিছু বাসনা বিবাগী হবেই!

১৪| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬

শ্রাবণ জল বলেছেন: হায়রে.. আল্লাহ্‌ যারে দেন, একবারে দুহাত ভরিয়ে দেন। :|

মানুষ ছবি দেখেই কবিতা লিখে ফেলে। আর আমি কি হইলাম!! :| :| :| :|

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি হয়েছেন শ্রাবণ জল,
অকাতরে অপলক কেবলি ঝরে ঝরে যায়!

আপনার প্রো পিক আসলেই সুন্দর! :)

১৫| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

বঁধু এটাই খুব সম্ভবত সঠিক বানান ।

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা ভাই কান্ডারী, বঁধু ঠিক আছে! দেখলেন না রাগ করে চলে গেল! বঁধু বানান ভুল হলে যেতনা! বলতো বধু ঠিক! =p~ =p~ =p~ =p~

অপর্ণাদি আসার পরে অবশ্য বানান বিষয়টা মাথায় আসছে, আগে তো বানান নিয়ে কিছুই ভাবতাম না!

১৬| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩

টুম্পা মনি বলেছেন: সকালের নাকফুল যদি সময়ের পুকুরে ডুব দেবার পণ করেই থাকে,
বিষন্ন বঁধুর একলা জানালায় বিছানো এলোচুলের মায়াজালে,-
নকশা তোলার আকাঙ্ক্ষায় ছন্নছাড়া কিছু বাসনা বিবাগী হবেই!


চমৎকার লিখেছেন। :D :D :D

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: জলে বন্দী মাছেদের খুব আকাশে উড়বার সাধ হয় কিনা,
এইটুকু জানার অপেক্ষায় থাকেনি কখনও কোন মেঘের দল।
আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!


ধন্যবাদ টুম্পামনি! আপনার কবিতা পড়ে আসলাম! আপনি তো চমৎকার লেখেন, আরও বেশী বেশী লেখা উচিত!

শুভকামনা!

১৭| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪

আমিনুর রহমান বলেছেন:



প্রতিটি লাইনেই মায়া ভরা। অসাধারন ও অনন্য +++

আপনার বঁধু বানান ঠিক আছে ...

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই! আপনার মন্তব্যে আনেক ভালো লাগা! :)

ছবিতে কি পিতা ও পুত্র? দারুন সুন্দর!

উভয়ের জন্য লাল নীল শুভকামনা!

১৮| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০১

নাজমুল পথিক বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ৤

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম নাজমুল পথিক! কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো!

আবার আসবেন! :)

শুভকামনা!

১৯| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন:


Chobite amra bap-beta .... :D

mobile achi tai banglish likha. Ami to vebechila srabon er pro-pic dekhe jevabe kobita likhecho amader bap-betar pic dekho bujhi akta likhba :p

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিকই আন্দাজ করসিলাম! আপনার মুখের অভিব্যক্তি এক পিতা যখন তার সন্তান পৃথিবীর সামনে তুলে ধরে, ঠিক সেই গর্বিত আনন্দ!

এখনি লেখা শুরু করা যেত, কিন্তু একটু বের হতে হচ্ছে, আমি আপনাদের বাপ বেটাকে নিয়ে লেখার অপেক্ষায় রইলাম! :)

বেটার জন্য অনেক অনেক আদর রইলো!

২০| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

মাক্স বলেছেন: +++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স! আল পাচিনো আমার খুব প্রিয় একটা মুখ, তার সাথে ব্লগার মাক্স যুক্ত হয়ে অন্যরকম একটা ভালো লাগা!


শুভকামনা!

২১| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

নাজিম-উদ-দৌলা বলেছেন: আমার সবচেয়ে বেশি ভাল লাগছে এই অংশটুকুঃ

জলে বন্দী মাছেদের খুব আকাশে উড়বার সাধ হয় কিনা,
এইটুকু জানার অপেক্ষায় থাকেনি কখনও কোন মেঘের দল।

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে মনে মনে মিস করছিলাম!

খুব গল্প লেখার কথা চিন্তা করছি! কবিতা পিছু ছাড়ছেনা! গল্প এবার লিখেই ফেলবো!

শুভকামনা রইলো নাজিম ভাই! ভালো থাকুন!

২২| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: ওহ ,আমার নামে এইসব চলছে ! খুব ভালো , মনে রাখুম সব ! X((

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: এই সেরেছে, আপনি যে এসে আবার পড়ে ফেলবেন এটা তো চিন্তা করিনি! :-* :-*

২৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: অতি চমৎকার হয়েছে জনাব ইফতি।

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হা-মা ভাই! আপনার ভালো লাগা এক অন্যরকম ভরসানন্দ নিয়ে আসে! :)


আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!


শুভকামনা ভাই!

২৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত!! চমৎকার! অনেক ভালো লাগল প্রিয় কবি।

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে কাল্পনিক_ ভালোবাসা! আপনার আগমনেরই আপ্রাপ্তি ছিল!

আনন্দম! আনন্দম!

শুভকামনা রইলো!

আপনার অমরত্ব পিয়াসী সাধুদের গল্প পড়ছি! সেইরকম!

২৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

রাইসুল নয়ন বলেছেন:




ক্ষুধা মিটলনা।

আরও বড় হলে খুশী হতাম।
অসাধারণ লিখেছেন।

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ ধন্যবাদ নয়ন কবি!

আসলে লিখতে লিখতে দুয়েকটা কথা এসে কবিতাকে সমাপ্ত ঘোষণা করতে বাধ্য করে! যেমন- এই কবিতার শেষের দুই লাইন লিখে ফেলার পরে মনে হল এর পরে আর কিছু লেখার নেই! এরকম অন্য কিছু লেখার ক্ষেত্রেও খেয়াল করেছি!

আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা

শুভকামনা!

২৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

বটবৃক্ষ~ বলেছেন: শ্রাবণ জল বলেছেন: হায়রে.. আল্লাহ্‌ যারে দেন, একবারে দুহাত ভরিয়ে দেন।....ঠিক!! :( /:) /:)

তাই তো এনারা দুহাতে লিখেন!!

আপনিতো সব কিসু নিয়েই লিখলেন, আমার বটবৃক্ষ নিয়ে একটা কাব্য লিখে দেননা !! আমার ব্যানারে ঝুলিয়ে রাখবো!! :):)

লবিং করে গেলুম!;)

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: শ্রাবণের সাথে মন্ত্রণায় জুটিয়াছেন হে বটবৃক্ষ! :( /:) /:)


বটেবৃক্ষের বিস্তার পিয়াসী আকাঙ্খার ছাউনি তুলে,
গড়ে দেব এক চিলতে বারান্দায় এক মুঠো রোদ্দুরের প্রশান্তি!

এরকম বেশ কিছু লেখা থাকার কথা বটবৃক্ষ ! মাথায় থাকলো বটবৃক্ষের কথা! আবার যখন লেখার ঘোর আসবে তখন লিখে ফেলবো! :)

এখন এত ঝামেলায় এত ব্যস্ত থাকি! :(



:(

২৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!




ভাই অসাধারণ লাগলো।
কবিতাটি প্রিয়র তালিকায় নিয়ে গেলাম।



২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা হে স্নিগ্ধ কবি! আপনার অনেক ভালো লাগায় অনেক আনন্দ!

ভালো থাকুন ভাই, শুভকামনা রইলো অনিঃশেষ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.