নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু মেঘে সমুদ্র পাঠায় পত্র পর্বতের কাছে,
পত্রে অতলের কিছু দুঃখ গাঁথা থাকে জমাট গোপন,
যা হয়ত কেবল নিঃসঙ্গ শিখরকেই বলা চলে,
যা হয়ত কেবল অভিমানী এক একলা চূড়াই বুঝতে পারে।
প্রান ঝরে ঝরে অসূর্যস্পশ্য অতলের অন্ধকার উৎসবে,
বিয়োজিত জৈবিক অনু বয়ে আনে পূর্ব জনমের পূর্নিমা স্মৃতি,
কিছু কিছু মেঘে আবার ডুবে যাওয়া শিখরের কান্না থাকে স্বাধীনের প্রতি,
তবে কিনা তারা খুব কমই উড়ে যেতে পারে দিগন্তের সীমানা পোষ্টে,
তাইতো কিছু মেঘ শুধু ঝরে পড়ে চন্দনের বনে,
তাইতো কিছু ঝড় উপকূলে উপকূলে উপড়ে ফেলে গোলাপের সব আয়োজন ।
কিছু কিছু নদী ফিরতি খামে ছুটে চলে পদাতিক প্রহর গুনে,
সমুদ্রের মোহনা বাক্সে ফেলতে হবে পর্বতের সফেদ নিঃসঙ্গতার দিনলিপি,
পথে পথে মাটির আলিঙ্গনে নদীর বুকে জাগে মোহিনী প্রেম,
মেঘ হয়ে যে জল কাশফুলের আঁচলে দেখেছিল তরুনী বাসনার মেলা,
নদী হয়ে সেই জল মিলনের মধুঘাম স্নানে বয়ে চলে হাসিমুখ স্রোতে।
সব শরতে কাশফুল ফুটলেও,
সব ভালোবাসা চতুর্দশপদী আবহে জমে না,
কিছু স্বপ্ন গাংচিলের সাথে পাখা মেলে ডুবে যায় হলুদ নদীতে,
বাতাস আর বর্ণচোরা পালের দিকনিষ্ঠ ভালবাসায়,
সরীসৃপের মত বুক পেতে গড়িয়ে চলে শিমুল মেঘ।
শঙ্খীল শরতের অশরীরী ঝাঁঝালো গন্ধে মাতাল চড়ুইয়ের ঝাঁক,
এক চিলতে রোদ্দুর আর এক দানা অন্নের নবান্ন সম্মেলনে,
কাশবনে কাশবনে পবিত্র নৈবেদ্যের পসরা সাজিয়ে তোলে।
সেইসব রাতে তারাদের নীল আত্মা ভর করে জোনাকিদের হৃদয়ে,
আকাশগঙ্গার জানা আছে যদিও আদিম সূর্যের নিখুঁত বৃত্তান্ত,
অচিন দীঘির জানা আছে যদিও সাদাকালো জোছনার বশীকরণ মন্ত্র,
নিঃস্বঙ্গ অরণ্যের কাছে তবু অপেক্ষায় মাথা কুটে যায় এক ক্ষুধার্ত মরুভূমি।
*** ছবি নিজ বাগিচার, তবে ফুলের নাম জানতে চেয়ে দয়া করে লজ্জা দেবেন না! বরং কারও জানা থাকলে জানিয়ে যাবেন আশ করি! কবিতাদেরও নাম জানি না, নাম না বলেই পাখি উড়ে গেছে!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: খুব মজার একটা মন্তব্য করলেন খালিদ ভাই! কবিতা ভালো হলে পাঠক অবশ্যই আছে।
তবে সার্ভার খুব যন্ত্রণা দিচ্ছে। আমি নিজেই খুব কষ্ট করে পোস্ট দিলাম, অন্যের পোস্টেও খুব স্বচ্ছন্দে যেতে পারছিনা!
এর মাঝে আপনার মন্তব্য অন্যরকম ভালোলাগা নিয়ে আসলো!
শুভকামনা! অনেক অনেক ভালো থাকুন!
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৬
বটবৃক্ষ~ বলেছেন: কিসুই বুঝিনাই!!
ফুলগুলোর সাথে প্রেম হয়ে গেলো!! আমার বাগানে নাই!এগুলো কি দেশি ফুল!আমি কখনৈ এমোন ফুল দেখিনি! নাম বলতে পারলামনা!! দুটো ফুলই ওসাধারন!! আর ছবি তুলেছেনও খুব চমৎকার!! +++++++++
ছবিগুলো সেইভ করে রাখলাম আমার ফুলের ছবিগুলোর সাথে!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: বটবৃক্ষের থাকে আকাশ বিস্তারী প্রজ্ঞা, বটবৃক্ষ কবিতা কিছুই না বুঝলে তো কবির জন্য মেলা দুঃখ!
সমুদ্র থেকে মেঘ উড়ে যায় পর্বতের দিকে, সেই মেঘে সমুদ্র অতলের কিছু জমাট দুঃখ পাঠায় পর্বত শিখরের প্রতি। সমুদ্রের অতল আর পর্বতচুড়া- এরা দুইজন পৃথিবীর দুই বিপরীত মেরু, তাদের মধ্যে এই জন্য বোঝাপড়া দারুণ নিশ্চয়! আবার সমুদ্রের মধ্যেও তো আছে অনেক চুড়া বন্দী, তারাও হয়ত মুক্তির বাসনা পাঠায় মুক্ত চূড়ার প্রতি। আর যে মেঘজল আকাশ দিয়ে উড়ে যায় পর্বতের কাছে, সেই একই জল আবার ফিরতি খামে নদী হয়ে গড়িয়ে চলে সমুদ্রের দিকে। এই যাওয়া আসার পথে তারা কত কিছু যে দেখে! প্রথম কবিতা এইটা নিয়েই!
দ্বিতীয়টা স্রেফ শরতের কবিতা, শরত ও হেমন্ত আমার প্রিয় দুই ঋতু!
পরের ফুলটা হাইব্রীড মনে হয়, আর প্রথমটা আমি জানি না। কেনার সময় নাম বলে দেয়, কিন্তু কিনে আনতে আনতে আমি ফুলের নাম ভুলে যাই! বাগানের ফুল নিয়ে আরেকটা পোস্ট দিব! আপনিও আপনার বাগানের ফুল আমাদের দেখান!
শুভকামনা!
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা কবিতা প্রিয় কবি। সত্যি অসাধারন। আমার অনেক ভালো লেগেছে। এই কবিতা আবৃতি করতে অনেক ভালো লাগবে। প্লাস।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কাভা! গত কয়েক দিন কবিতায় আপনাকে পাইনাই!
কবিতা আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক আনন্দ হচ্ছে! এই মেঘলা আকুলিয়া আবহাওয়ায় অফিস করার দুঃখ একটু ভুললাম মনে হচ্ছে!
আপনি কি আবৃত্তি করেন? আমার টুকটাক করতে ভাল লাগে, স্কুলে করতাম! একবার এক প্রতিযোগিতায় গিয়ে কবিতা ভুলে সে কি কেলেঙ্কারী! সেই বিভীষিকার কাহিনী বলব একদিন!
ভাল থাকুন কাভা, অনেক অনেক!
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা!
শুভকামনা রইলো!
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
মামুন রশিদ বলেছেন: সব শরতে কাশফুল ফুটলেও,
সব ভালোবাসা চতুর্দশপদী আবহে জমে না,
কিছু স্বপ্ন গাংচিলের সাথে পাখা মেলে ডুবে যায় হলুদ নদীতে,
খুব সুন্দর একটা কবিতা । ভাল লেগেছে তাই ভাললাগা দিলাম +
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: বাতাস আর বর্ণচোরা পালের দিকনিষ্ঠ ভালবাসায়,
সরীসৃপের মত বুক পেতে গড়িয়ে চলে শিমুল মেঘ।
অনেক ধন্যবাদ মামুন ভাই! কবিতা পাঠে আনন্দ!
ভালো থাকুন! শুভকামনা রইল!
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর++
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!
শুভকামনা রইলো নিরন্তর!
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
হৃদয় রিয়াজ বলেছেন: হৃদয় ছুয়ে গেল।পোস্টে ৩য় ভাললাগা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম হৃদয় রিয়াজ! কবিতা ভালো লাগায় অনেক আনন্দ!
ভালো থাকুন!
শুভকামনা রইলো!
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১
আদনান শাহ্িরয়ার বলেছেন: এক চিলতে রোদ্দুর সকালের কাশবন মুগ্ধতা গাংচিলের মতো রেখে উড়ে গেলাম ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ কবি, এক লাইনের মন্তব্যেই বলে গেলেন অনেক কিছু!
কবিতা পাঠে আনন্দ!
শুভকামনা রইলো!
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা কবি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে চন্দ্রকবি!
ভাল থাকুন !
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ ও অনন্য +++
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই!
শুভকামনা রইল!
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: লেখা বরাবরের মতই খুব সুন্দর, তবে একটু টাইপড লাগছে। লেখনীতে ভিন্নতা চাই। একটা উচ্ছল ছন্দকবিতা লিখলে কেমন হয়?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: টাইপড হয়ে যাওয়ার বিষয়টা আমারও কিছুদিন মাথায় ঘুরছিল, আজ আপনারও মনে হচ্ছে। তীক্ষ্ণ পর্যবেক্ষনের জন্য ধন্যবাদ! আরও কয়েকটা লেখা আছে নির্মানাধীন ঠিক এই টোনে!
লেখায় একটা ভাঙচুর দরকার!
উচ্ছল ছন্দকবিতার বিষয়টা মাথায় থাকলো!
শুভকামনা হামা ভাই!
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
রাধাচূড়া ফুল বলেছেন: খুব সুন্দর লেখা। আর ছবি দুটিও চমৎকার ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ রাধাচূড়া ফুল! আপনার নিকটা সুন্দর!
আমার বাগানের পিচ্চিটা কৃষ্ণচূড়া না রাধাচূড়া বলতে পারবেন? -
শুভকামনা!
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফুলগুলোর নাম জানতে চেয়ে লজ্জা দিলাম! ফুলগুলো সুন্দর, তেমনি আপনার কবিতা।
অদৃশ্য প্লাস দিলাম!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আগেই নাম জানিনা বলে স্বীকার করে নেওয়ায়ই খুব বেশী লজ্জা লাগছেনা বোধহয়!
কবির অদৃশ্য প্লাস লুফে নিলাম অশরীরী ভালোবাসায়!
শুভকামনা!
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ লেগেছে!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ কোথাও যেতে অনিচ্ছুক একজনকে!
আমারও মাঝে মাঝে কোথাও যেতে ইচ্ছে করেনা একদম!
কবিতা ভাললাগায় আনন্দ!
শুভকামনা রইলো!
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
সমুদ্র কন্যা বলেছেন: কবিতা বুঝি কম, তাই খুব একটা আপনও লাগে না কবিতাকে। ব্যাখ্যা পড়ে বুঝতে পারলাম। প্রথম কবিতাটা পড়তে খুব ভাল লাগল। সুন্দর শব্দমালায় সাজানো গুছানো।
ফুলগুলো কি সুন্দর! মুগ্ধ হয়ে গেলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা কেন বুঝতে চান আপু? একটা গানিতিক সমীকরণ বোঝাটা খুব জরুরী, কিন্তু কবিতার মধ্যে বোঝাবুঝি কিছু নাই। শুধু আছে একটুখানি ভাব আর ভালোলাগা! ভালোলাগলেই খুশি!
হে হে আমার বাগানের ফুল!
সুন্দর তোমাকে হতেই হবে!
শুভকামনা রইলো!
উপরে হামা ভাইকে বলা হয়নি, আপনারা কিন্তু খুব চমকে দিয়েছেন!
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: দুটা চারবার পড়লাম !~
আমার মতে আপনার সেরা কবিতা !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অভি! আপনি আমার কবিতার একজন নিয়মিত পাঠক, আপনার মতামত খুবই গুরুত্বপূর্ন, সেরা মনে হওয়া মানেই একটা ভালো কবিতা! আনন্দম!
শুভকামনা!
১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার জোড়া কবিতায় ভালোলাগা রাখলাম।
ফুলগুলোও কবিতার মত সুন্দর
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ চিল ভাই!
আমি একটা চিল পুষছি,- ওর নাম হচ্ছে সোনেলা সৌভিক চিল! ও অল্প অল্প জাদু শিখছে, আমি ওর জাদু শেখার অপেক্ষায় আছি!
শুভকামনা!
১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা দারুণ লেগেছে!
শুভকামনা কবি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় প্রোফেসর!
কবিতা ভালো লাগায় আনন্দ হচ্ছে!
ভালো থাকুন, ভালো লিখুন!
১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতাদ্বয় অসামান্য! তবে ভালোভাবে এখনও বুঝে উঠতে পারিনি! আর ফুলের ছবির সাথে কবিতার সম্পর্কটাও ধরতে একটু কষ্ট হয়েছে। আমি তো যাচ্ছেতাই ছবি দিয়ে চালিয়ে দেই! আপনি প্রাসঙ্গিক ছবি দিয়ে থাকেন তাই জিজ্ঞাসা, অন্যভাবে নেবেন না। অনেক ভালো লেগেছে, প্লাস জানিয়ে গেলাম প্রিয় কবি।
সময় সুন্দর ও শুভ হোক!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার যে ভালো লেগেছে দিপ ভাই, এটাই কবিতাদ্বয়ের জন্য যথেষ্ট!
মেঘের সাথে গোধূলির কি আসলেই কোনো সম্পর্ক আছে? তবু একজনের আলোয় আরেকজন রাঙ্গা হয় যে?
আসলে কবিতার সাথে এই ফুলদুটোর ভাবগত কোনো সম্পর্ক নেই, ওরা দুজনেই সুন্দর হউক, এইটুকুই প্রত্যাশা! এর মাঝে একজনের আলোয় আরেকজন রাঙ্গা হতে পারলে তো সোনায় সোহাগা!
আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর ছবি দেন কবিতার সাথে! আমারও দিতে ইচ্ছে করে, কিন্তু একটা সুন্দর ছবি খুঁজে বের করাটা একটা পরিশ্রমের ব্যাপার, হাতের কাছে ফুল থাকায় ফুল দিচ্ছি! এই কবিতাদের জন্য যদি ছাদে কিছু কাশফুল ফোটানো যেত, তবে বেশ হত!
শুভকামনা দিপ!
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০
অনির্বাণ প্রহর বলেছেন: সুন্দর! সুন্দর! কবি আমি সুন্দরের পূজারী, অনবদ্য কবিতা।
কিছু কিছু মেঘে সমুদ্র পাঠায় পত্র পর্বতের কাছে,
পত্রে অতলের কিছু দুঃখ গাঁথা থাকে জমাট গোপন,
যা হয়ত কেবল নিঃসঙ্গ শিখরকেই বলা চলে,
যা হয়ত কেবল অভিমানী এক একলা চূড়াই বুঝতে পারে।
তাইতো কিছু মেঘ শুধু ঝরে পড়ে চন্দনের বনে,
তাইতো কিছু ঝড় উপকূলে উপকূলে উপড়ে ফেলে গোলাপের সব আয়োজন ।
সব শরতে কাশফুল ফুটলেও,
সব ভালোবাসা চতুর্দশপদী আবহে জমে না,
কিছু স্বপ্ন গাংচিলের সাথে পাখা মেলে ডুবে যায় হলুদ নদীতে,
বাতাস আর বর্ণচোরা পালের দিকনিষ্ঠ ভালবাসায়,
সরীসৃপের মত বুক পেতে গড়িয়ে চলে শিমুল মেঘ।
পুরো কবিতাটাই কোট করে দিতে হয় দেখা যায়।
শুভকামনা রইল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ হে অনির্বাণ কবি! কবিতা অনেক ভালো লেগেছে জেনে অনেক আনন্দ হচ্ছে!
শঙ্খীল শরতের অশরীরী ঝাঁঝালো গন্ধে মাতাল চড়ুইয়ের ঝাঁক,
এক চিলতে রোদ্দুর আর এক দানা অন্নের নবান্ন সম্মেলনে,
কাশবনে কাশবনে পবিত্র নৈবেদ্যের পসরা সাজিয়ে তোলে।
সেইসব রাতে তারাদের নীল আত্মা ভর করে জোনাকিদের হৃদয়ে,
আকাশগঙ্গার জানা আছে যদিও আদিম সূর্যের নিখুঁত বৃত্তান্ত,
অচিন দীঘির জানা আছে যদিও সাদাকালো জোছনার বশীকরণ মন্ত্র,
নিঃস্বঙ্গ অরণ্যের কাছে তবু অপেক্ষায় মাথা কুটে যায় এক ক্ষুধার্ত মরুভূমি।
কবি আপনি সুন্দরের পূজারী, তবে চলুন কিছু মোহিনী অন্ধকার পান করে আসি, একমাত্র যথাযথ অন্ধকারই পারে সুন্দরের বিশুদ্ধ কামনাকে জাগাতে, যেমন শুধুমাত্র রাতের আধারেই ডানা মেলে ধূধূ পূর্নিমা!
২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ইফতি ভাই অসাধারণ।
একরাশ ভাললাগা কবি।
++++++++++++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: একরাশ ধন্যবাদ হে স্নিগ্ধ কবি! কবিতা ভালো লাগায় অনেক ভালো লাগা!
শুভকামনা রইলো!
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৩
শ্যামল জাহির বলেছেন: ক্ষুধার্ত মরুর পিপাসা মেটাতে আমি ভালবাসার বৃষ্টি হতে পারি। কিন্তু খাদক মরুভূমির ক্ষুধা মিটাই কিসে(?)!
*
*
*
চমৎকার!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা, তাইতো, খাদক মরুভূমির ক্ষুধা মেটানোর উপাই কী?
একটা শ্যামল সুনামি বইয়ে দিলে কেমন হয়? সবকিছু খুব শ্যামল সবুজ হয়ে গেলো! তখন কি ক্যাকটাসেদের জন্য আমাদের মন খারাপ করবে?
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
লাবনী আক্তার বলেছেন: দারুণ! কবিতা ও ছবি!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা ও ছবি ভালো লাগায় যুগলবন্দী ভালো লাগা!
শুভকামনা রইলো!
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
মেহেরুন বলেছেন: সব শরতে কাশফুল ফুটলেও,
সব ভালোবাসা চতুর্দশপদী আবহে জমে না,
কিছু স্বপ্ন গাংচিলের সাথে পাখা মেলে ডুবে যায় হলুদ নদীতে,
বাতাস আর বর্ণচোরা পালের দিকনিষ্ঠ ভালবাসায়,
সরীসৃপের মত বুক পেতে গড়িয়ে চলে শিমুল মেঘ।
দারুন ++++++্
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন:
আকাশগঙ্গার জানা আছে যদিও আদিম সূর্যের নিখুঁত বৃত্তান্ত,
অচিন দীঘির জানা আছে যদিও সাদাকালো জোছনার বশীকরণ মন্ত্র,
নিঃস্বঙ্গ অরণ্যের কাছে তবু অপেক্ষায় মাথা কুটে যায় এক ক্ষুধার্ত মরুভূমি।
শুভকামনা রইলো মেহেরুন!
২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
তাইতো কিছু ঝড় উপকূলে উপকূলে উপড়ে ফেলে গোলাপের সব আয়োজন ।
কিছু কিছু নদী ফিরতি খামে ছুটে চলে পদাতিক প্রহর গুনে,
শঙ্খীল শরতের অশরীরী ঝাঁঝালো গন্ধে মাতাল চড়ুইয়ের ঝাঁক,
এক চিলতে রোদ্দুর আর এক দানা অন্নের নবান্ন সম্মেলনে,
কাশবনে কাশবনে পবিত্র নৈবেদ্যের পসরা সাজিয়ে তোলে।
+++ অসাধারন
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
সেইসব রাতে তারাদের নীল আত্মা ভর করে জোনাকিদের হৃদয়ে,
আকাশগঙ্গার জানা আছে যদিও আদিম সূর্যের নিখুঁত বৃত্তান্ত,
অচিন দীঘির জানা আছে যদিও সাদাকালো জোছনার বশীকরণ মন্ত্র,
নিঃস্বঙ্গ অরণ্যের কাছে তবু অপেক্ষায় মাথা কুটে যায় এক ক্ষুধার্ত মরুভূমি!
ধন্যবাদ ভাই কান্ডারী!
কবিতা পাঠে আনন্দ!
২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭
রেজওয়ান তানিম বলেছেন: আপনার বেশ কয়েকটি কবিতা দেখলাম। তারমধ্যে এটা বেশ ভালোই লাগল।
আপনার লেখায় শব্দ ব্যবহারে একটু কাঠিন্যের প্রতি ঝোক আছে, আশা করছি এটা একটু কমাতে পারেন। ভাব ও ভাবনাগত বৈচিত্র্য আরেকটু দরকার। তাহলে আরো সুন্দর কবিতা পাওয়া যাবে আপনার কাছ থেকে আমার বিশ্বাস।
বাই দ্যা ওয়ে, এরকম কিম্ভুত নিক কি করে উচ্চারণ করি ? মডারেশনের কাউরে ধরেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে স্বাগতম রেজওয়ান মাহবুব তানিম ভাই! আপনাকে পেয়ে অনেক খুশি লাগছে!
আপনার 'কালোবেড়ালের পাপার্ত পাখনা' পড়েছি আজ, 'রাজশ্রী'- কবিতায় ঘুরছি, সময় নিয়ে মন্তব্য আলোচনা পড়ে দেখতে হবে!
ইদানীং মন জটিলে মজেছে, আমি আসলে ভালো লাগার একটা শব্দ খোঁজার চেষ্টা করি। আপনি যে কাঠিন্যের প্রতি ইশারা দিলেন, মাথায় থাকবে!
ভাব আর ভাবনার খোঁজেই থাকি, কিন্তু বৈচিত্রের মুন্সীয়ানাটা এখনও অলৌকিক!
গত কিছুদিনের লেখাগুলো একটা টোনে, একটা প্যাটার্নে হচ্ছে। আমি নিজেও একটু ভাংচুর খুঁজছি!
আপনি আমার কয়েকটা কবিতা পড়েছেন, ভেবেছেন- এইটা ভেবে অনেক ভালো লাগছে!
সব পাখি গান গায় না, সব সত্য সূর্য নয়, সব জীবনের মানে থাকে না,
তেমনি সব নিকেরও উচ্চারণ হয়না!
শুভকামনা তানিম ভাই!
অনেক অনেক ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এত সুন্দর কবিতার এখনো কোন কমেন্ট এলো না কেন বুঝে আসে না!!!!! ভাল কবিতার পাঠক কি নেই???!!!!!