নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ তোমাদের এক আগুনে ফাগুনের ভালবাসার গল্প বলতে এসেছি,
আমি আজ তোমাদের এক স্বপ্ন জাগানো দিন রাত্রির কাব্যের কথা বলতে এসেছি,
আজ আমি ওই বুড়ি ভিখারীর সারাদিনের তিনশো পঞ্চান্ন টাকার কথা বলবো,
উত্তরবঙ্গ থেকে আসা নাম না জানা কোনো বীরাঙ্গনার একাকি সংহতির কথা বলবো,
আমাকে চিলের ডানা মেলার মত স্লোগান দেওয়া কিশোরীর কথা বলতে হবে,
টিফিনের টাকা বাঁচিয়ে এক ঘণ্টা হেঁটে এসে ছোট্ট বন্ধু রাকিবের কথা না লিখলে চলবে না,
পকেট থেকে কয়েকটা মোমবাতি বের করে বলেছিল,
কাল টিউশনির টাকা পেলে মশাল কিনে আনবে।
সত্তুরে বুড়ো রমিজ সেই সকাল থেকে ক্লান্তিহীন যে নেচে গেল জোয়ারে জোয়ারে,
পাশের বাড়ির ভাবীর পাঁচ বছুরে টুকিকে রাস্তা থেকে টেনে তুলে আনতে হয়েছে,
সারা সপ্তাহ ধরে শুক্রবারের স্বপ্ন দেখছে দূরের কোনো তরুন চাকুরে,
-- কবে ছুটি, কবে প্রান মিলবে মিছিলে!
অনেক রাতে বাসায় ফিরেও ঘুমাতে পারেনা দোকানের সেলসম্যান ইকবাল,
মাথার মধ্যে শুধু ছলাত ছলাত আছড়ে পড়ে জাগরণের ঢেউ।
আমার পাপ হবে যদি আমি আজ ঐ মায়ের কথা না বলি,
যে অনাগত সন্তান গর্ভে নিয়ে শাহবাগ এসেছিল বাংলাদেশ দেখাবে বলে।
গাবতলীর সিএনজিওয়ালার কথাও বলতে হবে,
শাহবাগ যাব শুনে বলেছিল ‘যা খুশী দিয়েন, মামা’।
বিয়াল্লিশ বছরের শীত ঠেলে আজ বাংলায় বসন্তের ঢেউ আনলে যারা,
ইস্পাতে কণ্ঠ বেঁধে নতুন দিনের স্লোগান ডাকলে যারা,
দুঃখিনীর এক আঁচল দুঃখ আর শহীদের এক ফোঁটা রক্তের হিসেব চুকাতে জেগেছ যারা,
কবি তোমাদের কথা বলবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ,
কবি তোমাদেরকে ভালবাসতে কবিতার কাছে দায়বদ্ধ,
ইতিহাসে তো তোমাদের কথা লেখা হবেনা,
ইতিহাস যাদেরকে ভুলে যায়, কবির তাদেরকে ঠিকই মনে রাখতে হয়!
১৪/০২/২০১৩
*** অবশেষে সেই কসাইয়ের ফাঁসি, আঙ্গুলে 'ভি' নাচিয়ে হেসে হেসে চলে যাচ্ছিল এক দ্বিপদী হায়েনা, ওর ঠোঁটে ছিল আমার ভাইয়ের রক্তপানের ইতিহাস। তাই কিছু মানুষ জেগেছিলো, রাস্তায় নেমেছিল, চিৎকার করে প্রতিবাদ করেছিল। আজ তাদের কথা মনে পড়ছে, মনে পড়ছে জাফর মুন্সী, রাজীব হায়দার, তরিকুল ইসলাম শান্ত সহ নাম না জানা আরও কেউ, তোমরা আজ বেঁচে থাকতে আমাদেরই মত স্বার্থপর হাসিখুসি, কিন্তু চিরকাল দানবের রাজ্যে মানবের প্রতিষ্ঠায় বলি দিতে হয়েছে নিঃশঙ্ক প্রান। আমরা তোমাদের ভুলবোনা!
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবি ভোলেন না, এবং একসময় সত্যের দাবি আদায় করেই ছাড়েন!
বাঁধভাঙা কিছু শব্দ, কবি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সত্যের দাবী আদায় করতে জানে উপরের মানুষেরা, কবি স্রেফ দেখে যায়। কলমে আর কীই বা দেওয়া যায় আসলে?
এই কবিতা ঐ সময় খুব আবেগ নিয়ে লেখা, আবেগের কবিতা শিল্পোত্তীর্ণ হয় খুব কম, অন্তত আমার তাই মন হয়। তবে এইখানে কবিতা না, আবেগটাই মুখ্য!
শুভকামনা প্রোফেসর!
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শিল্পোত্তীর্ণের কথা ভেবে কোনো কবি কবিতা লেখেন কিনা আমি জানিনা। তবে আবেগ থাকলে সেই কবিতা কালোত্তীর্ণ হয়ে যায় এর অনেক উদাহরণ আছে।
কবিতায় মুগ্ধ পাঠ! ভালো থাকুন। সব সময়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: শিল্পোত্তীর্ণের কথা ভেবে কোনো কবি কবিতা লেখেন কিনা আমি জানিনা। - শিল্পের কথা মাথায় থাকলে আর লেখার সাহস হতো না, অন্তত কবিতা! নাপিতের মত ফোড়া কাটি বলেই দু লাইন লেখা বের হয়!
সুন্দর মন্তব্যে ভালো লাগা সজীব ভাই!
শুভকামনা রইলো!
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: ইতিহাস তার এক দুঃসহ কালিমা মোচন করলো!
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও আরেকটা কথা বলা হয়নি। কবিতার আবেগে আমিও ভেসেছি ৩ৎঁ ভাই। এমনতর নাম বেছে নিয়েছেন, উচ্চারণেও সমস্যা, লিখতেও! হাঃ হাঃ হাঃ
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ৩ৎঁ - হা হা, আমার নিকের যতগুলো সৃজনশীল প্রকাশ পেলাম এটি তার অন্যতম! আপনি আমার নিক বানান করে লিখতে গিয়েছেন? আমি কিন্তু কোথাও লিখতে গেলে কপি-পেস্ট করি! আর আমার নিকের উচ্চারণ তো কখনই করার চেষ্টা করিনা!
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা অনেক ভালো লাগছে।
জনগনের জয় দেখাটাও আনন্দের।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: জনতার বিজয় আনন্দের, সত্যের বিজয় প্রশান্তির!
শুভকামনা দূর্জয় কবি!
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: ঠিক বলেছেন ! শিল্পোত্তীর্ণ হয়তো নয় কিন্তু আবেগউত্তীর্ণ তো বটেই ।
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আবেগউত্তীর্ণ শব্দটাকে কি- 'আবেগোত্তীর্ণ' এইভাবে লেখা যায়?
আবেগের সঞ্চালনটাই প্রত্যাশা ছিল, এইটুকুতেই প্রাপ্তি!
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
টিউশনি ফাঁকি দিয়ে শাহবাগে কাটানো সেই বিনিদ্র রাত্রি যাপনের চিত্র মনে করিয়ে দিলেন ভাই। কি দিন কাটিয়েছি সেসময়! ভাবতেও পারিনি নিজের ভেতরে এতটা আক্রোশ, এতটা উদ্যম আছে!
কবিতা খুব ভাল হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: সারা সপ্তাহ ধরে শুক্রবারের স্বপ্ন দেখছে দূরের কোনো তরুন চাকুরে,
-- কবে ছুটি, কবে প্রান মিলবে মিছিলে! - এইটা হচ্ছি আমি! টানা তিন সপ্তাহ শুক্রবার শুক্রবার ঢাকা এসেছিলাম!
ভাবতেও পারিনি নিজের ভেতরে এতটা আক্রোশ, এতটা উদ্যম আছে! - এই প্রজন্ম পথে নামার সুযোগটাই যে সেভাবে পায় নি, সমবেত আগুনটা আমাকে শিহরিত করেছিল তুমুল!
আবার দেখা হবে, মিছিলেই হলে ভালো!
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
বাংলার মাটি,
দূর্জয় ঘাঁটি,
বুঝে নিক দুর্বৃত্ত!
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২
নেক্সাস বলেছেন: ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
ঘুমন্ত আমি বলেছেন: রাজাকারের ফাসির রায়ের বাস্তবায়ন চাই ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, এইবার বিড়ালের গলায় ঘন্টা বাঁধা!
কাগুজে রায় শুধু নয়, রায়ের বাস্তবায়ন চাই!
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
একজন আরমান বলেছেন:
ইতিহাস যাদেরকে ভুলে যায়, কবিকে তাদের ঠিকই মনে রাখতে হয় !
শাহবাগ আমাদের ইতিহাস। অনেক নাটক হলেও শেষ পর্যন্ত আমাদের মূল দাবী আদায় হচ্ছে বলে। এখন শুধু ঝোলানোর অপেক্ষায়।
জয় বাংলা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: শাহবাগ আমাদের ইতিহাস। অনেক নাটক হলেও শেষ পর্যন্ত আমাদের মূল দাবী আদায় হচ্ছে বলে। এখন শুধু ঝোলানোর অপেক্ষায়।
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার!
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা।
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন:
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: সেইসব দীন! ভাবতে গর্ব হয় আমিও সেখানে ছিলাম!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর বলেছেন হামা ভাই, আমরা গর্ব করে একসময় বলতে পারবো, আমরাও রাস্তায় নামতে পেরেছিলাম! আবার যখন ডাক আসবে, আবার নামার প্রস্তুতি থাকুক! তবে আরো সতর্ক, রাজপথে স্বপ্ন লুট হওয়ার হাহাকারে আর পুড়তে চাই না!
ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
স্লোগানের সুরটা মনে পড়লে এখনও গায়ে কাঁটা দেয়!
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর হয়েছে কবিতা। শাহবাগের সেই নিখাদ উত্তাল সময়টা হাতে গুণে কয়েকটা দিনের হলেও এখনো সেই স্বার্থহীন আন্দোলনের শ্লোগান শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে।
যাইহোক কবি, তোমাকেও আমি মনে রাখবো যেহেতু কবিকে অনেক কিছু মনে রাখতে হয়/ হবে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: কী সব উত্তাল স্বাপ্নিক দিন ছিলো কিছু, ক্যাম্পাসভত্তিক নানারকম ছোটবড় মুভমেন্টে ছিলাম, শত চেষ্টাতেও রাস্তায় মানুষ নামানো কী ভীষণ কঠিন জানি। আর এখানে কোনো কর্মসুচী, সংগঠন ছাড়াই একটা গনজোয়ার কেমন দানা বাধলো!
লেখকেরা কবিদের মনে রাখবার দায়িত্ব নিলেই সেটা যুতসই হয়, সাহিত্যের অধ্যাপকদের থেকে তো বহুগুণ ভালো!
শুভকামনা!
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
ইতিহাস যাদেরকে ভুলে যায়, কবির তাদেরকে ঠিকই মনে রাখতে হয়!
চমৎকার বলেছেন!!
কবিতাও খুব সুন্দর হয়েছে।।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
মহাকাব্য লিখে মহাকবিরা ইতিহাস রচনা করেছেন, আমরা তো কেবল মনে রাখি!
শুভকামনা চিল!
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! সেই সব দিন!!! খুব সুন্দর ভাবে আপনি লিখেছেন। ভালো লাগলো অনেক।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যাঁ কা_ভা, এ সেই সব দিন! সেই সব আগুন ঝরানো দিন!
শুভকামনা!
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ,
"আমার পাপ হবে যদি আমি আজ ঐ মায়ের কথা না বলি,
যে অনাগত সন্তান গর্ভে নিয়ে শাহবাগ এসেছিল বাংলাদেশ দেখাবে বলে...."
একটি কাল-জাগানিয়া অনুভবের কথা লিখে ফেলেছেন ।
এ অনুভবকে যারা বোঝেনা , শতত প্রশ্নবাণে বিদ্ধ করে, তারা হয়তো নিজের "মা"কে ও শ্রদ্ধার, ভালোবাসার চোখে দেখেনি কোনও দিন। "মা"য়ের নারী শরীর দেখেছে শুধু তাদের লোলুপ চোখে ।
শুধু এই কবিতার কবিকেই নয়, এর পাঠকদেরকেও জানাই সশ্রদ্ধ সালাম !
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ! এখানে লেখা কোনো চরিত্র কাল্পনিক না, আমি শুধুমাত্র ঘটনাগুলো তুলে এনেছি, তাদের কথাগুলোই কাব্যিক, তাদের গল্পগুলোই কাল জাগানিয়া! এই মায়ের কথাও কিন্তু সত্যিম, পত্রিকায় পড়া।
আর আপনি খুব চমৎকার কথা বলেছেন, যারা শাহবাগে সাধারন মানুষের আবেগ কে বিরানী হাবি জাবি দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চায়, এরা আসলে বিশ্বাস করে ওদের জন্মে ওদের বাবা মা এর মধ্যে কোনো প্রেম ভালোবাসা হয়নি, ওদের বাপ ওদের মায়ের শরীরের লোভে শুধু সেক্স করতো।
আপনার প্রতি রইলো শ্রদ্ধা ও শুভকামনা!
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: ক - তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার!