নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর ওরা আমাকে পুড়িয়ে মারলো হুলুস্থুল উল্লাসে,
মধ্যযুগের ডাইনী হবার কোন সুযোগই ছিল না আমার,
তখন নাকি পবিত্র সন্তদের উপস্থিতিতে,
যাকে বলে পুন্যঝরা উৎসব মুখর পরিবেশে,
ডাইনীদের পুড়িয়ে মারার রেওয়াজ ছিল।
দুর্ভাগা বঁধুদের সতী বাসনায় পুড়ে যাবার এখন চল নেই,
ওসব এখন বড় ব্যাকডেটেড হয়ে গেছে বোধহয়।
তবুও ওরা আমাকে জ্বালিয়ে দিল,
যান্ত্রিক শবদেহ ওদের আজ যথেষ্ঠ ছিল না,
সতেজ সজীব মাংস পোড়া ধূপ ছাড়া,
আজ আর চলছিল না কিছুতেই।
অথচ ওরা তো জানতো,-
যেই মাংস পুড়বে, তাতে ভালোবাসার পরশ ছিল ঝিলমিল,
যেই হাত পুড়বে, তাতে ভরসার ছোঁয়া ছিল জ্বলজ্বলে,
যেই বুক পুড়বে, তাতে এক দেবশিশুর বাগান ছিল মায়াতুর,
যেই চোখ পুড়বে, তাতে তাদেরই মত প্রতীক্ষা ছিল নীড়ে ফিরবার,
আমার মতই ওদের হৃদয়েও তো খেলেছে জীবনের অনির্বান পিয়াস,
তবুও ওরা আমাকে জ্বালিয়ে দিলো কমলা রঙের হিংস্রতায় মুড়ে,
ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই! আমরা এক আজব সময়ে আজব দেশে বাস করছি! কবিতা তীব্র বা কোমলে কিছু যায় আসে না, প্রতিদিন পুড়ছে মানুষ! জ্বলছে আমার স্বদেশ!
২| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: কিছু বলার নেই...
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: কিছুই বলার নাই আমাদের হামা ভাই, শুধু যে দিন পেট্রোল ঢেলে ম্যাচ মেরে দেবে, সেইদিন পুড়ে যাওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই, বলারো নেই, আমার আপনার কথায় কারো কিছু যায় আসে না!
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
তিক্তভাষী বলেছেন: "তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?" কী প্রচন্ড কষ্ট ফুটে উঠেছে এ কয়েক শব্দের এই একটি বাক্যে।
না, এটা অমানবিক। অসভ্যতার চুড়ান্ত নিদর্শন। একটি স্বাধীন দেশে এই নৃশংসতা অকল্পনীয়!
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: না, এটা অমানবিক। অসভ্যতার চুড়ান্ত নিদর্শন। একটি স্বাধীন দেশে এই নৃশংসতা অকল্পনীয়! -- অকল্পনীয়, কিন্তু অবাস্তব নহে, প্রতিদিনই ঘটছে, প্রতিদিন পুড়ছে! তবে যারা পুড়ছে তারা বেশির ভাগ খেটে খাওয়া গরীব ও কিছু দূর্ভাগা মধ্যবিত্ত! এরকম কিছু পুড়ে মরলে বাংলাদেশের কিছু যায় আসে না!
৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
একজন আরমান বলেছেন:
কমলা রঙের হিংস্রতায় মুড়ে
হিংস্রতার রং বুঝি কমলা !
কবিতা নিয়ে আর কি মন্তব্য করবো?
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ভেতরে মানুষ রেখে যখন গেট আটকে বাসে আগুন দেওয়া হয়, প্রথমে কালো ধোঁয়া, তারপর কমলা রঙের আগুনের উল্লাস, তুমি কখনও এরকম আগুন দেখনি আরমান?
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
৫| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
সানড্যান্স বলেছেন: হ্যা প্রয়োজন ছিল বৈ কি?
নাহলে পেপার ওয়ালারা কি ছাপত?
কোন দল তোমাকে কর্মী দাবী করত?
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমার ছাই উড়িয়ে ক্ষমতার মজা নিত কারা? - এইটাই তাহলে বাংলাদেশ!
আমাদের আর খারাপও লাগে না, আমাদের আর লজ্জাও লাগে না! আমরা এই পৃথিবীর গর্ব, এই সভ্যতার অহঙ্কার! আমরা এখনও রাস্তায় মানুষ পুড়িয়ে দেই!
৬| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ কবিতা এই পোড়া সময়ে,
আপনার কবিতার অসীমগতি নিয়ে তো কিছু বলবার নেই,
শুভকামনা কবি।।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: চিল ভাই, বাংলাদেশ ভালো নাই, এত অমানবিক না হইলে কী চলে না? আর কোনোভাবে কী ক্ষমতার, ভোটের, নির্বাচন এই সব বাল ছালের বাটোয়ারা করা যায় না?
৭| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
ফাতিন আরফি বলেছেন: আসলেই প্রয়োজন ছিল বৈকি!!!!
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক, আমরা যে এখনও বিরাট জানোয়ার জাতি, মানুষের মুখোশে হায়েনার চারণভূমি- এইটা প্রমান করার জন্য প্রয়োজন বই কি!
শুভকামনা ফাতিন!
নিরাপদে থাকুন!
৮| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ধূর্ত উঁই বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
আমারও একই প্রশ্ন।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: কিন্তু উত্তর কে দেবে বন্ধু? আমরা সবাই এই প্রশ্ন করতেই থাকবো, রাস্তায় মানুষ পুড়তেই থাকবে!
৯| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: বিদ্রোহ চাই বিদ্রোহ !!! দুর্নীতিগ্রস্ত নয় , খুনি বিদ্রোহ !!! শেষ লাইনটা আগুন জ্বালানোর মতো !
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: বিদ্রোহ চাই বিদ্রোহ !!! দুর্নীতিগ্রস্ত নয় , খুনি বিদ্রোহ !!!
বিদ্রোহ চাই বিদ্রোহ !!! দুর্নীতিগ্রস্ত নয় , খুনি বিদ্রোহ !!!
বিদ্রোহ চাই বিদ্রোহ !!! দুর্নীতিগ্রস্ত নয় , খুনি বিদ্রোহ !!!
১০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২
নুর ফ্য়জুর রেজা বলেছেন: "তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল? "
তীব্র একটা ধাক্কা খেলাম কবি।
++++
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আজ সকালে পত্রিকা খুলে দেখলাম দুই হন শ্রমিক মারা গিয়েছে, কাল তাদের বাসে আগুন দেওয়া হয়্বেছিল! শ্রমিক পুড়লে কী যায় আসে বাংলাদেশের?
১১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: এসব জিজ্ঞাসা উত্তরহীন-ই থেকে যাবে সবসময়, আর আমরা মুখ লুকাব লজ্জায়। কিংবা একদিন হয়তো তাও করব না।
ভালো লিখেছেন কবি।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আর আমরা মুখ লুকাব লজ্জায়। কিংবা একদিন হয়তো তাও করব না। - আমরা প্রায় ওই পর্বে চলে আসছি প্রোফেসর! আজ সকালেও দুই শ্রমিক পুড়ে মৃত্যুর খবর, আমরা কী লজ্জা পাচ্ছি?
১২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ, কবি!
তবে কবিতার বক্তব্যে দারুণভাবে ব্যথিত হলাম।
আমার মতে, আপনি কবিতার শিরোনাম ওপরে দেন নি, দিয়েছেন শেষ লাইনে!
শুভেচ্ছা জানবেন, ৎঁৎঁৎঁ
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার মতে, আপনি কবিতার শিরোনাম ওপরে দেন নি, দিয়েছেন শেষ লাইনে! - পোস্ট করার পর আমারও মনে হচ্ছিল, আপনার কথায় নিশ্চিত হলাম এবং শিরোনাম্ নিয়ে গেলাম!
কবিতা পাঠে কৃতজ্ঞতা মইনুল ভাই!
নিরাপদে থাকুন!
১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: যেই মাংস পুড়বে, তাতে ভালোবাসার পরশ ছিল ঝিলমিল,
যেই হাত পুড়বে, তাতে ভরসার ছোঁয়া ছিল জ্বলজ্বলে,
যেই বুক পুড়বে, তাতে এক দেবশিশুর বাগান ছিল মায়াতুর,
যেই চোখ পুড়বে, তাতে তাদেরই মত প্রতীক্ষা ছিল নীড়ে ফিরবার,
আবেগী হয়ে গেলাম ইফতি ভাই!
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার মতই ওদের হৃদয়েও তো খেলেছে জীবনের অনির্বান পিয়াস,
তবুও ওরা আমাকে জ্বালিয়ে দিলো কমলা রঙের হিংস্রতায় মুড়ে,
ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
মামুন ভাই, আজকেও পত্রিকায় দুই শ্রমিক পুড়ে মারা যাওয়ার খবর! এ কোন সভ্যতা?
১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকেই তো যাচ্ছে এখন পুড়ে..
হাহাকার তাই সিক্ত চিবুক জুড়ে..।
অনেক ভালো লাগলো,প্রিয় কবি..।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেকেই তো যাচ্ছে এখন পুড়ে..
হাহাকার তাই সিক্ত চিবুক জুড়ে..।
আকাশে মাংস পোড়া ধোয়া, বুক জুড়ে হাহাকার, পড়ে থাকে কিছু অকাল অর্থহীন ছাই!
১৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
- প্রয়োজন, প্রয়োজন, হায়েনাদের রক্ত ছাড়া চলে? কিন্তু আমরা মানুষেরা একটা হায়েনা রাজনীতির সভ্যতায় জিম্মি! এইটাই দুঃখ!
১৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
এহসান সাবির বলেছেন: সেইরকম কবিতা হইছে ভাই..........
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আর সেইরাম কবিতা, পত্রিকা খুললেই তো মনটা খারাপ হয়ে যায়! প্রতিদিনের কর্মস্থলে বের হওয়ার আগে প্রিয়জনের কাছ থেকে শেষ বিদায় নিয়ে বের হওয়ার পরিস্থিতি চলে আসছে, অথচ আমরা কোনো যুদ্ধাবস্থায় নেই! অবাক ব্যাপার, তবে আমরা আর এতে আশ্চর্য হই না!
১৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ওরা হিংস্র , বিবেকহীন আর আমরা - আমি - আপনি সভ্যতার ছাই !
খুব ভালো কবিতা !
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ওরা হিংস্র , বিবেকহীন আর আমরা - আমি - আপনি সভ্যতার ছাই !
হায়েনার চারণভূমি, এই কী আমাদের বাংলাদেশ!
১৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: শুধু দীর্ঘশ্বাস ফেললাম
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: শুধুই দীর্ঘশ্বাস! এছাড়া সাধারন মানুষের আর কি করার আছে? আর পুড়ে যাওয়া ছাড়া?
১৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
কিছু বলার নেই কবি ।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলে কিইবা বলার আছে? দেখা ছাড়া, পুড়ে যাওয়া ছাড়া? আরও অনেক কিছুই করার ছিল, কিন্তু সেই আগুন আমাদের তারুন্যে পাচ্ছি না, সব আগুন আজ পেট্রোল বোমার অধিকার!
২০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
বড্ড কঠিন একটা প্রশ্ন করে ফেললেন ভাই ।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় - আপনাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে, চিরকাল এই দিন যাবে না, আগুন শুধু পেট্রোল বোমা নয়, জনতার বুকেও জ্বলছে। একদিন সব হিসেব চুকাতে হবেই মন্ত্রীগণ, একদিন তোমাদের চিতাও জ্বলবে!
- আপনি যদি সত্যিকার মন্ত্রী হতেন!
২১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩
মঈনউদ্দিন বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
আগুন যেদিন পেট্রোল বোমা ছেড়ে আমাদের হৃদয়ে জ্বলবে, সেদিন আর এই প্রশ্ন আমাদের পোড়াবে না!
২২| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১০
প্রিন্স মাহমু দ বলেছেন: কিছু বলার নেই ।
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: কিছুই কি করার নেই? বলবার নেই? আমরা শুধু পুড়ে যাব? আর কিছু জানোয়ার আমাদের আগুনে আলু পুড়িয়ে খাবে?
২৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
অপর্ণা মম্ময় বলেছেন: ছাইয়ের ব্যবহার আগেও ছিল, এখনো আছে। আধুনিকতা ক্ষেত্র বিশেষে মুখোশ মাত্র।
ভালো থাকো
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আগে মেয়েদের কে পুড়িয়ে সমাজ সভ্যতা বেশী মজা পাইত, সতী ডাইনীদের ব্যাপার ছিল। এখন অবশ্য পুরিয়ে মারাটা লিঙ্গ পরিচয়ের উর্ধবে উঠে গেছে, নারী পুরুষ নির্বিশেষে পুড়িয়ে মারা চলছে। আমরা কি দাবী করবো আমাদের সভ্যতা বেশ এগিয়েছে?
২৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সময়ের বাস্তবতা আর ক্ষমতার নির্মমতা,
আড়ালে কাঁদে কবির কবিতার খেরোখাতা
"সতেজ সজীব মাংস পোড়া ধূপ ছাড়া,
আজ আর চলছিল না কিছুতেই।"
বোধহীনদের বোধোদয় হব কবে...
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: সময়ের বাস্তবতা আর ক্ষমতার নির্মমতা,
আড়ালে কাঁদে কবির কবিতার খেরোখাতা,
আমরা সবাই কাঁদছি, আমাদের চোখের জলে যেদিন আগুন জ্বলে উঠবে, সেইদিন বোধহীন দের বোধ আসবে হয়তো, সেদিন ওদের না আসলেও ক্ষতি নেই, তখন সভ্যতায় ওদের ছাই উর্বরতা বাড়াবে! সেই দিনের অপেক্ষায় আমরা সবাই!
২৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২
মশিকুর বলেছেন:
এসিড কবিতা!! কিছুই বলার নাই, খালি +
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা পড়ে আমি আপনি পুড়ি, কিন্তু যারা মানুষ আগুনে পোড়ায়, তাদের পুড়ান যাবে কোন আগুনে?
২৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
বোধহীন স্বপ্ন বলেছেন:
যেই মাংস পুড়বে, তাতে ভালোবাসার পরশ ছিল ঝিলমিল,
যেই হাত পুড়বে, তাতে ভরসার ছোঁয়া ছিল জ্বলজ্বলে,
যেই বুক পুড়বে, তাতে এক দেবশিশুর বাগান ছিল মায়াতুর,
যেই চোখ পুড়বে, তাতে তাদেরই মত প্রতীক্ষা ছিল নীড়ে ফিরবার,
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার মতই ওদের হৃদয়েও তো খেলেছে জীবনের অনির্বান পিয়াস,
তবুও ওরা আমাকে জ্বালিয়ে দিলো কমলা রঙের হিংস্রতায় মুড়ে,
ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
২৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ভাললাগা
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
জ্বালাময়ী কবিতা
++++++
শুভ কামনা
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই!
শুভকামনা কাগজের নৌকা,
নিরাপদ থাকুন!
২৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
সপ্নাতুর আহসান বলেছেন: শুধু হাহাকার করি আর করি আর্তনাদ। চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নাই?
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: করার আছে অনেক কিছু, কিন্তু জানি না কেন করা যাচ্ছে না! আমরা সবাই একা! কিন্তু দুর্বৃত্তরা সঙ্গবদ্ধ! হয়ত তাই!
২৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
বোকামন বলেছেন:
কবি পুড়ে পুড়ে বাষ্প হোন
বাষ্প রূপ নেয় শব্দে
শব্দের রক্তাক্ত চাহনি, পাঠক আমি হই নিজেও বড্ড বেশী ক্লান্ত .... ।
কবিতা হোক বিদ্রোহের হাতিয়ার
শুভকামনা হে কবি
ভালো থাকা ভালো থাকুক ।।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা হোক বিদ্রোহের হাতিয়ার - কবিরা সব সময়ে তাই চেয়ে আসছে, অন্তত সামান্য পরিমানে হলেও যদি একটু নাড়িয়ে দেওয়া যায়- তাহলেই সেই কবিতা জনম সার্থক!
ভালো থাকুন বোকামন ভাই, নিরাপদে থাকুন!
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!
৩০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
বটবৃক্ষ~ বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
জিজ্ঞাসাটা বড় বেশি হৃদয়ে বিঁধলো!! তবে কোন জবাব নেই .........
আমরা আজ বোধহীন জাতি!!!
এমন শক্তিশালী প্রশ্নেই হয়তো একদিন ওদের বিবেক নড়বে!! সেইদিনের প্রতীক্ষায়.........
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা সুপ্রিয় বটবৃক্ষ! আমরা অপেক্ষায় আছি, যেদিন আমাদের চোখের জলে আগুন জ্বলে উঠবে, সেইদিন হয়তো ওদের বিবেক নাড়ানো সম্ভব হবে!
* বিবেক নামক কাল্পনিক বস্তুটা সবাই ধারন করে কিনা এইটাও আমার একটা প্রশ্ন!
নিরাপদে থাকুন!
৩১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তারপর ওরা আমাকে পুড়িয়ে মারলো হুলুস্থুল উল্লাসে
***
ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
আপনার কবিতাটা জ্বলন্ত বর্তমানের এক জ্বলজ্বলে, নিষ্ঠুর ছবি।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুপ্রিয় সোনাবীজ ভাই, আসলে আমাদের তেমন কিছুই বলার নেই, আমরা অষ্টপ্রহর নিরুপায় দর্শক হয়ে শুধু দেখে যাচ্ছি, পুড়ে যাচ্ছি! শ্রমিকের ঘাম শ্রমে আর সভ্যতা এগুচ্ছে না, ওদের ছাই দরকার!
৩২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
ওদের এই সভ্যতার বড় প্রয়োজন। আমাদের শরীর পোড়া ছাইয়ে তাদের বাসনার অট্টলিকা গড়ে উঠে...
অসাধারণ লিখেছেন কবি।
শুভকামনা। ভালো থাইকেন।
সাবধানে থাইকেন।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন:
ওদের এই সভ্যতার বড় প্রয়োজন। আমাদের শরীর পোড়া ছাইয়ে তাদের বাসনার অট্টলিকা গড়ে উঠে...
- ঠিক, ঠিক, আগে আমরা শুধু ঘাম আর শ্রম দিতাম, এখন ওদের মাংস পোড়া ছাইও লাগবে!
আপনিও ভালো থাকুন, নিরাপদ থাকুন!
৩৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
লাবনী আক্তার বলেছেন: তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল
দারুন লিখছেন।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার মতই ওদের হৃদয়েও তো খেলেছে জীবনের অনির্বান পিয়াস,
তবুও ওরা আমাকে জ্বালিয়ে দিলো কমলা রঙের হিংস্রতায় মুড়ে,
ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
আর কি বলার আছে লাবনী? আর কি বলার আছে?
৩৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
সিদ্ধার্থ. বলেছেন: ছিল !! নাহলে কি ভাবে বুঝতে পারতাম যে আপনি এতই গুরুত্বপূর্ণ আমাদের সভ্যতায় ?
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আমাদের না হে, আমাদের ছাই এত গুরুত্বপূর্ন হল- এইটাই দুঃখ রে ভাই!
৩৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ধিক, সভ্যতাকে।
তীব্র কবিতায় ভালোলাগা।।
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আমর খুব সভ্য হে দূর্জয় কবি, আমাদের মানব উন্নয়ন সুচক তরতর এগিয়ে চলেছে, আমরা রাস্তায় নিরীহ মানুষ পুড়িয়ে মারি, তাদের ছাই দিয়ে আমরা ক্ষমতার মারপ্যাচ কষি, আমাদের থেকে সভ্য আর কে আছে? আপনি ধিক দিলে হবে?
৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা কবি। ভাল থাকুন। নিয়ত লিখে যান।
১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই! ক্ষমতার মারপ্যাঁচে মানুষ হত্যা বন্ধ হোক, আমরা একটু সভ্য হই!
ভালো থাকুন!
৩৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল হইছে।
কয়েকটা বানান ভুল দেখছি, ঠিক করে নিয়েন কবি।
১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই!
বেশ বানান ভুল থাকার কথা, বানান চেক করি নাই, আপনার বানান সহযোগিতায় ধন্যবাদ, এইটা দারুন হচ্ছে যে আমরা সবাই মোটামুটি শুদ্ধভাবে লেখার চেষ্টা করছি! শুধু যদি ভুল বানানগুলোর দিকে ইঙ্গিত দিতেন, বড় উপকার হইতো!
নিরাপদে থাকুন!
৩৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
তীব্র কষ্ট ,অভিমান, ক্ষোভ এ ভরা এই প্রশ্নের উত্তর কি আছে ?
শেষ লাইন গুলো সত্যি অনেক স্পর্শ করলো ।
১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আরও অনেক প্রশ্নের মত এইটাও শুধু প্রশ্নই থেকে যাবেম, এর উত্তর হবে না!
বেশ কিছুদিন পর আপনার দেখা পাওয়া গেল অদ্বিতীয়া!
নিরাপদে থাকুন!
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
মোঃ ইসহাক খান বলেছেন: তীব্র কবিতা!