নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে নিয়ে খুব খেলিস,
তুই, তোরা, এ-পাড়া, সে-পাড়া…
ইচ্ছে হয় আর ডেকে বলিস,
যাহ্ শালা, তোর গায়ে গন্ধ,
সরে হাঁট, কয় দিন গোসল করিসনা!
এহ মা, কী ভীষন নোংরা!
এই সর সর, এক লাত্থি খাবি।
আমাকে নিয়ে হাসিস জানি,
কিন্তু তোদেরকে বলছি শোন-
তোদের মত লোভী শুয়োরগুলোর জন্য
আছে এক বিরাট সুখবর!
সারাজীবন পেট ভরে খেয়েছিস,
তার বেশী ছড়িয়ে নষ্ট করেছিস,
মোটা তাজা হয়েছিস,
ঝলমল রৌদ্রে স্যাঁকা, রেশমি পেলব ত্বক,
পাছা ভর্তি চাপ চাপ মাংস
তোদের জন্য একটা কসাইখানা গড়া হচ্ছে।
তোদের সুরভিত থাইগুলো মশলায় ভেজানো হবে,
সুমাত্রার মশলা, একটুও অনাদর হবে না বুঝলি?
বিশাল উৎসব হবে, সবাই হাজির হবে,
দেখে মনে হবে যেন কেয়ামতের ময়দান!
আমন্ত্রন পত্রও ছাপানো হয়ে গেছে,
এই মহান উৎসব এর সম্মানিত অতিথিবৃন্দ-
জগতের অনাহারী ক্ষুধার্ত কুকুরগন,
ইতিমধ্যে রওনা হয়েছেন পথে।
রান্নার আগুনটুকু কোথা থেকে আসবে ভাবতো?
না না তোদেরকে পোড়ানোর জন্য-
পৃথিবীর একটা গাছও কাটা পড়বে না।
তোদের নেকীর হিসেবের যে আমলনামা,
ওগুলো খুব বিশাল হয়ে গেছে জানিস?
তোদের নেকীর হিসেব রাখতে রাখতে
স্বর্গের ব্যাংক গুলো প্রায় দেউলিয়ার পথে!
তোদের আমলনামার কাগজ যোগাতে যোগাতে
নিষিদ্ধ গন্ধম বৃক্ষগুলোও প্রায় বিলুপ্তির পথে।
এতক্ষণে বুঝে ফেলেছিস তাইনা?
ঐ আমলনামা পুড়িয়েই আগুন হবে
বেহেস্তী বাবুর্চি ভর্তি জাহাজটাও নোঙর তুলেছে।
চির যৌবনা, চির কুমারী,
কামে- রসে টইটুম্বুর বেহেস্তের পবিত্র মাগী বৃন্দ-
ওনারা আসতে বড়ই ইচ্ছা প্রকাশ করেছেন।
পান পাত্র হাতে অতিথি সেবায়-
ওনারা থাকবেন কাতারে কাতারে,
কুকুরগুলো বড়ই উদগ্রীব অপেক্ষায় আছে রে,
আমাকে নিয়ে তো খুব হাসিস না?
এবার দেখিস..
*** এইটাও তের মাত্রার ভূমিকম্পের সাথে লেখা, রেগে ছিলাম খুব, এখনও রাগটা উঠে আসছে। একটু আগেই অফিসের সামনে উৎসব করে ইজি বাইক ভাঙ্গা হল, বলার অপেক্ষা রাখেনা যে পেটের দায়ে বের হয়েছিল সে, আরও অসংখ্য দিন-আনি-দিন-খাই মানুষের মত। ওদের ব্যঙ্ক ব্যলান্স নাই, জমানো টাকা নেই, আগামিতে পুষিয়ে নেওয়ার কোনো প্রতিশ্রুতি নেই। ওদের যে রাস্তায় না নামলে চলে না, এইটা বোঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। যার পেট আছে, ক্ষুধা আছে, ঘরে কয়েকটা প্রিয় মুখ আছে অপেক্ষায়, যাদের কাছে খালি হাতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমি তাকিয়েছিলাম চালকের চোখের দিকে, তার চারপাশে ভাঙ্গা কাঁচের টুকরো, কিন্তু আমি দেখছিলাম তার চোখ! তার চোখ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। প্রতি পাঁচ বছর পরে এই একই দৃশ্য, সে যে দল ক্ষমতাই থাকুক, যে দল বিরোধী দলে থাকুক! এদেরকেই ভোট দিতে হয় আমাদের, মনে হচ্ছে ভোটটা এর থেকে কুকুর দিয়ে খাওয়ায় দিলে শান্তি পাইতাম, জানোয়ারদেরকেই যদি ভোট দিতে হয়, এই ভোট নিয়েই প্রতিবার এত কামড়াকামড়ি, সেই ভোট মানুষরূপী জানোয়ারদের দিয়ে লাভ কী? সত্যিকার জানোয়ারদেরই দেওয়াই তো ভাল!
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লায়লা! প্রকাশ হয়তো সুন্দর, কিন্তু বাস্তবতা যে বড় কুৎসিত!
শুভকামনা!
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
মামুন রশিদ বলেছেন: কি করবো! কামলা মানুষ, তাই রিস্ক নিয়েও আসতে হয় কর্মক্ষেত্রে । কখন কোন নিরপরাধ শিকার হবে ভয়ন্কর আক্রোশের, তা কেউ জানে না ।
কবিতায় বর্তমান নিদারুণ বাস্তবতা উঠে এসেছে দারুণ ভাবে ।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: কি করবো! কামলা মানুষ, তাই রিস্ক নিয়েও আসতে হয় কর্মক্ষেত্রে । কখন কোন নিরপরাধ শিকার হবে ভয়ন্কর আক্রোশের, তা কেউ জানে না ।
- এই হচ্ছে পরিস্থিতি! এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! আর কী বলার আছে!
শুভকামনা! আশা করি নিরাপদে ঘরে ফিরবেন!
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এত সুন্দর লেখেন কী ভাবে?
অনেক ভাল লাগা রইলো। ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: নোংরা বাস্তবতার সুন্দর লেখা দিয়ে কী হয়? যে চোখ আজ ভেঙ্গে যেতে গুড়ো গুড়ো হয়ে যেতে দেখলাম, সে কী আজ খালি হাতে বাড়ি ফিরবে না? সুন্দর লেখায় কী আর ওর মুখে অন্ন জুটবে?
শুভকামনা রইলো ভাই! নিরাপদে যেন বাড়ি ফিরতে পারেন!
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম !
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: মুন ভাই, আর কিচ্ছু বলার নেই। নিরাপদে যেন প্রিয়জনের কাছে সবাই দিন শেষে ফিরতে পারে, এইটাই এখন প্রার্থনা!
শুভকামনা!
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০
আদনান শাহ্িরয়ার বলেছেন: দ্বিতীয় প্লাস । দাঁত কামড়ানো ভালো লাগা !
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আদনান! আমরা আর কতোকাল এরকম জিম্মি হয়ে থাকবো?
নিরাপদে বাড়ি ফিরুন- এই কামনা রইলো!
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
এরিস বলেছেন: কে বলতে আসবে এসব? আমরা ওরকমই। পাঁচ বছর এই বনের বাঁশ খাই, পাঁচ বছর ওই বনের। যারা পোড়ালো, তাদের কি ভাবা উচিত না যে, সরকার ম্যাডামের গাড়িটি সুরক্ষিত আছে, বিরোধী ম্যাডামের গাড়িটিও ঠিক। তাহলে সেই বাইকচালকের দোষ কি? পাঁচ বছর পরপর ভোট দেয়, সেই দোষ?
কে জানে, আপনার কবিতাটি ওদের চোখে পড়ে হয়তো আপনার বাইকটিও জ্বলছে এতক্ষণে।
তোদের সুরভিত থাইগুলো মশলায় ভেজানো হবে,
সুমাত্রার মশলা, একটুও অনাদর হবে না বুঝলি?
কতদিন ধরে মশলায় ভেজালে সেটা কুকুরের মুখে রুচবার যোগ্য হবে, সন্দেহ পোষণ করছি।
তোদের নেকীর হিসেবের যে আমলনামা,
ওগুলো খুব বিশাল হয়ে গেছে জানিস?
তোদের নেকীর হিসেব রাখতে রাখতে
স্বর্গের ব্যাংক গুলো প্রায় দেউলিয়ার পথে!
তোদের আমলনামার কাগজ যোগাতে যোগাতে
নিষিদ্ধ গন্ধম বৃক্ষগুলোও প্রায় বিলুপ্তির পথে।
এতক্ষণে বুঝে ফেলেছিস তাইনা?
ঐ আমলনামা পুড়িয়েই আগুন হবে
একদিন সত্যি সত্যি এই আগুনের অপেক্ষায় আছি। কবিতার আগুন ছড়িয়ে যাক সব প্রাণে, সাদাকে সাদা আর কালোকে কালো যেন সবাই বলতে পারি।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: কে বলতে আসবে এসব? আমরা ওরকমই। পাঁচ বছর এই বনের বাঁশ খাই, পাঁচ বছর ওই বনের। - দামী কথা বলেছেন হে এরিস! জনগন যেরকম, নেতাও সেরকমই হবে। কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষ যারা, ওরা তো আর কোনো দলেরই দালালী করে না, ওদের কে নির্বিঘ্নে কাজ করতে দিলে ওরাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ, জাতি হিসেবে আমরা যতটুকু এগিয়েছি- তা ওদেরই শ্রমের ফসল। অথচ ওদের পেটে লাথি না মারলে আমাদের গনতান্ত্রিক ভোট উৎসব হইতেসে না, মুখ খারাপ না করে আসলে আর বলার কিছু নাই!
শুভকামনা রইলো এরিস! মানুষ একদিন জাগবে, ক্ষোভে ফেটে পড়বে- এই দিনটার জন্যই শুধু অপেক্ষা!
৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বাস্তব কবিতা ভালো লাগলো
আসলে মানুষ মানুষের জন্য এই কথাটা আমাদের সবার জানা থাকলেও কেউ মানেনা এই যুগে
কাকে মেরে কে উঠবে এই চিন্তা সবার মধ্য কাজ করে
মানসিক ভাবে পরিবর্তন দরকার আমাদের
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
ৎঁৎঁৎঁ বলেছেন:
আসলে মানুষ মানুষের জন্য এই কথাটা আমাদের সবার জানা থাকলেও কেউ মানেনা এই যুগে
কাকে মেরে কে উঠবে এই চিন্তা সবার মধ্য কাজ করে
মানসিক ভাবে পরিবর্তন দরকার আমাদের - আমাদের বেশীরভাগ মানুষ ভাল, অন্যের বিপদে এরা জান বাজি রেখে এগিয়ে আসে। কিছু মানুষের ক্ষমতা লোভের কাছে আমরা সবাই জিম্মি হয়ে আছি, পরিবর্তন চাই, চাই, -
শুভকামনা রইলো!
৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ক্ষোভের বহিঃ প্রকাশ খুব ভাল ভাবে হয়েছে
এই পরিস্থিতির জন্যি আমারাও কম দায়ি নয় , তাদের প্রকৃত পরিচয় আর কর্ম জানা সত্ত্বেও , পারিবারিক পরম্পরা অনুযায়ী
অন্ধ-মানুশের মত আমারা এদের নির্বাচিত করে আসছি , আর এরা কায়েম করেছে রাজনৈতিক সন্ত্রাস নামক নতুন শোষণের এক হাতিয়ার ।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: এই পরিস্থিতির জন্যি আমারাও কম দায়ি নয় , তাদের প্রকৃত পরিচয় আর কর্ম জানা সত্ত্বেও , পারিবারিক পরম্পরা অনুযায়ী
অন্ধ-মানুশের মত আমারা এদের নির্বাচিত করে আসছি , আর এরা কায়েম করেছে রাজনৈতিক সন্ত্রাস নামক নতুন শোষণের এক হাতিয়ার । - দারুনভাবে সহমত ভাই! সুবিধাবাজ মধ্যবিত্ত তার আখের গোছাইতে দুর্বৃত্তকে দিয়েছে ক্ষমতার মসনদ, জী হুজুর জী হুজুর করে আত্মা বেঁচে দুধ কিনেছে, এর মূল্য দিচ্ছে আমাদের খেটে খাওয়া মানুষ! আর কত?
শুভকামনা ভাই, নিরাপদে যেন বাড়ি ফিরতে পারেন!
৯| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
গগণজয় বলেছেন: ভাল লাগলো। বাস্তবতা টা এত জঘন্য এখন।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: জঘন্য এক বাস্তবতায় বন্দী হয়ে আছি আমরা, জিম্মি আমাদের জীবিকা-জীবন! আমরা আমাদের সভ্য দাবী করি, আমাদের একটু লজ্জাও হয় না!
শুভকামনা ভাই! নিরাপদে থাকতে পারুন- এই কামনায় রইলো!
১০| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
হাসান মাহবুব বলেছেন: এইটা আরো বেশি ঝাঁঝালো। এরকম কিছু আবারো লেখা শুরু করেন।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হামা ভাই! ভালো বলসেন- প্রতিদিনই মনের মধ্যে এত ঝাঁঝ জমা হইতেসে- একটু উগরে দিতে পারলে শান্তি পেতাম! এ ছাড়া আর কী করবো? মানুষ- তুমি আবার কবে জেগে উঠবে? তুমি ছাড়া তোমার কথা ভাবে না তো কেউ!
ভালো থাকুন ভাই! নিরাপদে ঘরে ফিরুন- এইটাই কামনা!
১১| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সব কিছু বদলায় শুধু বদলায় না আমাদের রাজনীতি। মানুষ মরলে তাদের কি দায় আছে??? তাদের আসলে দোষ নাই দোষ আমাদের । আমরাই তাদের সুযোগ করে দিয়েছি এই ধরণের নোংরামি করার।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: তাদের আসলে দোষ নাই দোষ আমাদের । আমরাই তাদের সুযোগ করে দিয়েছি এই ধরণের নোংরামি করার। - - আমরাই বান্দর মাথায় তুলেছি, আমাদেরই নামাতে হবে। তবে সমাজের যে অংশ ক্ষমতার মধু খায়, সেই অংশ কিন্তু রাস্তায় পড়ে পড়ে মার খায় না!
শুভকামনা রইলো হে স্নিগ্ধ! নিরাপদে থাকুন!
১২| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আরেকটি দ্রোহের কবিতা , চমৎকার !
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ!
শুভকামনা রইলো! নিরাপদে থাকতে পারুন!
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কয়েকশ টাকা ভাড়া দিয়ে নিরাপত্তাহীন সিএনজিতে অফিসে গেলাম্ । দ্রোহী হয়ে ওঠাটাই স্বাভাবিক।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: ঘর থেকে কর্মক্ষেত্রে যাওয়ার আগে প্রিয়জনের কাছ থেকে বিদায় নিয়ে বের হওয়ার মত অবস্থা, অথচ আমরা কোনো যুদ্ধাবস্থার মধ্যে নেই! নিদারুণ হাস্যকর!
নিরাপদে ঘরে ফেরার কামনা রইলো সেলিম ভাই!
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: বাস্তবতা মিশ্রণ প্রদিবাদী কবিতা। বেশ ভাল হয়েছে।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা! আশা করি ভালো আছেন!
নিরাপদ কামনা রইলো!
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২
বোধহীন স্বপ্ন বলেছেন:
ভয়াবহ কবিতা!!!
মনে হচ্ছে ভোটটা এর থেকে কুকুর দিয়ে খাওয়ায় দিলে শান্তি পাইতাম, জানোয়ারদেরকেই যদি ভোট দিতে হয়, এই ভোট নিয়েই প্রতিবার এত কামড়াকামড়ি, সেই ভোট মানুষরূপী জানোয়ারদের দিয়ে লাভ কী? সত্যিকার জানোয়ারদেরই দেওয়াই তো ভাল!
শুনেছিলাম কোন দেশে নাকি একবার মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে একটা কুকুর দাড় করানো হয়েছিল । আমাদেরও সেই ব্যাবস্থা করতে হবে ।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: শুনেছিলাম কোন দেশে নাকি একবার মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে একটা কুকুর দাড় করানো হয়েছিল । - তাই নাকি? কম দুঃখে তারা এই কাজ করে নাই, এইটা বুঝতে পারছি। আমাদের অবস্থাও ওই দিকেই চলছে!
শুভকামনা রইলো বোধহীন স্বপ্ন! নিরাপদে থাকুন- এই প্রত্যাশা রইলো!
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২
মোঃ ইসহাক খান বলেছেন: খুব তীব্র লেখা।
সমস্ত অশান্তি এবং অনাচার ঘুচে যাবার কামনা করছি।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই!
সমস্ত অশান্তি এবং অনাচার ঘুচে যাবার কামনা করছি। -
আমিন!
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লিখেছেন। ভাললাগা রইলো।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই!
শুভকামনা রইলো!
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চালিয়ে যান
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই, এই ধরনের কবিতা লিখতে চাই না, এই অনাচার দেখতে চাই না!
মানুষ মানুষ ভাই ভাই,
জগত জুড়ে শান্তি চাই!
শুভকামনা রইলো নাজমুল ভাই!
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৩
বৃতি বলেছেন: কি নির্মম বাস্তবতা!
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: নির্মম, কুৎসিত, নোংরা এক বাস্তবতা!
শান্তি কবে? কতদূর?
শুভকামনা বৃতি!
নিরাপদে থাকুন!
২০| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতটা যেন ক্রোধের শব্দরূপ। ভালো থাকবেন।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ তনিমা আপা! আমাদের মনের মধ্যে যে টুকরা টুকরা ক্ষোভ আর ক্রোধ জমা হচ্ছে, একসাথে যদি উগরে দিতে পারতাম, পরিবর্তন হয়ে যেত!
নিরাপদে থাকুন- এই প্রত্যাশা রইলো!
২১| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
এম মশিউর বলেছেন: খামোশ,
কবিকে দেখে কেউ আর হাসবেন না! উনি যখন রাগে- তখন উনার মধ্য থেকে এমন সুন্দর সুন্দর কবিতা বের হয়ে আসে।
আপনার কবিতা পড়ে আমার হাসতে ইচ্ছে করছে; যদি আরেকটা কবিতা বেরিয়ে আসে, আমার জন্য।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা আসলেই একটা মজার ব্যাপার, ভাল থাকলে কেন জানি কবিতা আসেনা, লিখতেও ইচ্ছে করে না, রাগে দুঃখে টগবগ করলে কবিতা ফুইড়া বার হইয়া আসে, আগে ভাবতাম কবিতার জন্য দুঃখ লাগে, এখন বুঝছি ক্রোধও লাগে!
ঠিক আছে মশিউর ভাই, আপ্নেরে সাইজ দিমু নে একদিন মুডমত- ওইদিন কিন্তু আপত্তি করতে পারবেন না!
২২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
এহসান সাবির বলেছেন: প্রিয় কবি........
চমৎকার...!!
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই!
নিরাপদে ঘরে ফিরুন- এই প্রত্যাশাই রইলো!
২৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিচ্ছু বলার নেই।
আমরা সাধারন ঝড়ে পড়া পাতার দলে।
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সেটাই রে ভাই, আমরা পাবলিকেরা ঝরা পাতা,পাতা পুড়ায়ে ওরা পিকনিক পিকনিক খেলবে! আর কী বলার আছে?
নিরাপদে ঘরে ফিরুন- এই একটাই প্রত্যাশা!
২৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১১
শায়লা িসিদ্দক বলেছেন: অসাধারণ
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শায়লা!
নিরাপদে থাকতে পারুন- এই প্রত্যাশা!
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৫
১৯৭১স্বাধীনতা বলেছেন: আসলেই যদি এমন হতো!!!লিখে হয়তো রাগ কমে কিংবা আরো বাড়ে----কোন্দিন কি এমন আসবে যখন লিখে রাগ কমাতে হবেনা এদের উপর থেকে?অথবা আর রাগই হবেনা,কারণ এই পশুরাই থাকবে না?
পোস্টে +++++++++++
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই যদি এমন হতো!!!লিখে হয়তো রাগ কমে কিংবা আরো বাড়ে----কোন্দিন কি এমন আসবে যখন লিখে রাগ কমাতে হবেনা এদের উপর থেকে?অথবা আর রাগই হবেনা,কারণ এই পশুরাই থাকবে না?
আগে হোক আর পরে হোক- এইটাই হতে হবে, কারন পশুর সঙ্খ্যা কম, কিন্তু ওদের হাতেই ক্ষমতা!
ধন্যবাদ ১৯৭১স্বাধীনতা! ৭১ এর স্বপ্ন সফল হোক!
২৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
মাহমুদ০০৭ বলেছেন: কি আর বলব রে ভাই । ভাষা হারাই ফেললাম ।
ভাল থাকুন ভাই ।
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সেটাই, আর কী বলার আছে, আমরা শুধু দেখে যাই, আমরা শুধু পুড়ে যাই!
২৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: শব্দের ভাজে কি যে ভীষণ আক্ষেপ! ভাল হয়েছে ঝাঁঝালো কবিতা!
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: নিরাপদে থাকতে পারুন নাজিম, - এখন শুধু এইটাই কামনা!
কবিতা লিখে কী হয়? কবিতা কি পুড়ে যাওয়া মানুষের যন্ত্রণা কমাতে পারে, খালি হওয়া মায়ের কোল ভরতে পারে?
২৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: "পোড়াবি যখন পেট্রোলে কেন? তোদের চিতার আগুনে পোড়া..."
গতকাল সন্ধ্যায় শাহবাগ হয়ে বাসায় ফিরে টিভিতে নিউজ স্ক্রলে দেখি বাসে আগুন দিয়েছে এবং ২০জন আহত হয়ে হাসপাতালে। আমিও থাকতে পারতাম ঐ বিশজনের দলে। হয়ত আজ ছিলাম না, কিন্তু কাল যে থাকবোনা কে বলতে পারে?
কবি, দ্রোহের অনলে স্ফুলিঙ্গ কণা রেখে গেলাম।
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: "পোড়াবি যখন পেট্রোলে কেন? তোদের চিতার আগুনে পোড়া..."- সেটাই, সেটাই!
শাহবাগের খবর দেখে আমিও হতভম্ব, আমরা যে কেউ ওই বাসে থাকতে পারতাম, আমাদের কারো না কারো প্রিয় মানুষই পুড়েছে!
স্ফুলিঙ্গ- তুমি জ্বলে ওঠ দাবানল হয়ে!
২৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
এরকম কবিতাই হয়তো কিছুটা ক্রোধ ঘুচাতে পারে!!
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ক্রোধ ঘুচিয়ে কী হবে, এখন যে এক দাবানল চাই!
কাঁদছে বাংলাদেশ!
পুড়ছে বাংলাদেশ!
৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
আহসান জামান বলেছেন:
... জানোয়ারদেরকেই যদি ভোট দিতে হয়, এই ভোট নিয়েই প্রতিবার এত কামড়াকামড়ি, সেই ভোট মানুষরূপী জানোয়ারদের দিয়ে লাভ কী? সত্যিকার জানোয়ারদেরই দেওয়াই তো ভাল!
চমৎকার!
কবিকে ধন্যবাদ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জামান ভাই!
আর কতদিন আমরা জানোয়ার দের কাছে জিম্মি থাকবো! এই সিদ্ধান্ত হতে হবে আমাদেরকেই!
নিরাপদে থাকতে পারুন, এই প্রার্থনা রইলো!~
৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
অপর্ণা মম্ময় বলেছেন: এবার দেখিয়ে দাও !!!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সময় আসবে হে, ভোরের আগে সূর্য যেমন ওঠে না, তেমনি সব কিছুরই সময় আছে বৎস! নিমন্ত্রনপত্র পৌছে যাবে ঠিকানায়!
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবতাটাকে সুন্দর করে তুলে ধরেছেন,,,,,,,,,,ভাল লেগেছে ভীষণ