নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ৎঁ
আমি
আমার
পিরামিড
বুকের কোটরে
লখিন্দর লৌহকফিনে
ফালি ফালি মমি করে রাখি-
তোর সব দুঃখ আর স্বপ্ন, একলা গান,
তোর সব হড়িয়াল অরণ্য ভোর, ছেলেবেলার বৃষ্টি
সোনালু প্রহর, তোর সব ঘুঘু-সুখ ঘোর ঘোর অমানিশা পিছুটান,
আকাশ জোনাকী জারুল- মায়ালু রাত্রি, অশ্রু বিন্দু- মুক্তোর ফুলে; কাজল ভ্রমর,
চাঁদজাগা সমুদ্রে নিশালাগা নেশাতুর, অসহ্য উন্মাতান, আমাদের সেই সব- অতলের অভিযান!
ঞ্চঁ
তুই
নক্ষত্র
রাত শেষে
চাঁদ ডুব ভোরে
নীলিমার নেশায় চুর
গভীর নীল আকাশ হবি বলে-
মেঘ হয়ে শুধুই জল ভালোবাসবি বলে-
আমিও হেঁটেছিলাম পৃথিবীর সব সমুদ্রে সমুদ্রে
উটের কুঁজে জমিয়ে রেখেছিলাম কামনার শঙ্খ সরোবর!
হয়েছিলাম তীব্র দুপুর, শনশনে বেহুলা বাতাস, দিকশূন্য তেপান্তর!
তুই শুধুই অমরত্ব ভালোবেসেছিলি বলে, তুই কেবলই অনন্তের হতে চেয়েছিলি বলে-
বাসনা বালির বুকে- পিরামিড হয়ে মুখ গুজে পড়ে থেকেছি, জানে সেই স্ফিংস, জানে সব মরুঝড়!
*** পিরামিডের ছবি ঠিকঠাক আসলো না!
প্রথমত বামে স্পেস দিয়ে সরা যায় না, আর এক লাইনে কয়টা শব্দ ধরবে তার জায়গা নির্দিষ্ট করা, তাই সাজিয়ে গুছিয়ে দুইটা পিরামিড পাশাপাশি রাখা গেল না, আশা করি পাঠক কল্পনা করে নেবেন!
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়! লেখা সাজানোর সুযোগ থাকলে সত্যিকার ছবিটা আনা যেত! এখানে যেমন অর্ধেক পিরামিড থেকে বাকিটা কল্পনা করতে হচ্ছে, তখন অন্য পাশও আনা যেত!
শুভকামনা রইলো!
২| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
ইখতামিন বলেছেন:
খুব সুন্দর লাগলো
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে ইখতামিন! আপনার নামের সাথে ফারাও ফারাও ভাব আছে, পিরামিড কবিতায় আপনার ভালো লাগা তাই অবশ্যই আনন্দের!
শুভকামনা!
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
হ্যা সৌরভ বলেছেন: অনেক সুন্দর আইডিয়াময় কবিতা | ভালো লাগলো |
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হ্যা সৌরভ!
ভালো থাকুন!
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
হে কবি কী দিয়ে তোমাকে জানাবো আমি
অনেক সুন্দর তোমার আইডিয়া খানি
হা হা হা .........
অনেক সুন্দর হয়েছে আপনার আইডিয়া। ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! অনেক ধন্যবাদ বাঙালী ভাই!
পাশাপাশি দুইটা পিরামিড থাকলে ছবির মজাটা বোঝা যায়!
শুভকামনা রইলো!
৫| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: দুটোই ভাল লেগেছে কবি।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সেলিম ভাই! দুইটা পিরামিড মিলে কিন্তু একটাই কবিতা!
আশা করি প্রবাস জীবন ভালো কাটছে আপনার!
শুভকামনা রইলো!
৬| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে, সুন্দর
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস!
ভালো থাকুন!
৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০২
হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালা হইছে তয় এই ডিজাইন আর দেখতে ভাল্লাগে না
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: উপ্পস! তবে কবিতা ভাল হওয়াটাই মূল কথা, ডিজাইন তো ব্যাপার না! তবে এখানে এক রকম লাগছে কারণ ডিজাইন শুধু এক দিকেই আছে। অন্য দিকে দেখানো যাচ্ছে না! আর একটা জিনিস হচ্ছে একটা বড় ছবির ছোট অংশ হচ্ছে এই বক্র ধার গুলো! তো এই গুলো দিয়ে হাত মকশো করছি বলতে পারেন, বড় ছবির প্র্যাক্টিস! সেই হিসেবে এরকম আরো বেশ কিছু কবিতা পড়তে হতে পারে বলে আমি আশঙ্কা করছি! হা হা!
শুভকামনা রইলো হামা ভাই!
৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২১
বোধহীন স্বপ্ন বলেছেন: কাব্য বড় দৃষ্টিনন্দন!
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ বোধহীন স্বপ্ন! আগে তো দেখনদারি- তারপর না গুনবিচারি! বিজ্ঞাপনের যুগ, চেহারা ভালো না হইলে মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না, আর এ তো শুকনো কবিতা! তাই একটু সাজুগুজু- এতে যদি কবিতা চলে!
ভালো থাকুন!
৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: এলিয়ে পড়া পিরামিডের কাব্য বেশ লাগল কবি। আরও কবিতা চাই, ভিন্ন আঙ্গিকে এবং বিষয় নিয়েও লিখবেন আশা করি।
শুভেচ্ছা।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় প্রোফেসর! পিরামিড এলিয়ে পড়তো না, এক দিকে চাপায়ে আছে বলে এই অবস্থা! যখন ছবি বানামু তখন দেখবেন পিরামিড খাড়া হইসে! হা হা!
কবিতা যখন যেমন আসে, তবে আমি নিজেও অনেক দিন একই রকম টনে লিখে যাচ্ছি, নতুন কিছু পেলে আমারই লিখে শান্তি! আপাতত পাচ্ছি না, এই ফাঁকে ছবি ফোটানোর বিষয়টা প্র্যাক্টিস হচ্ছে!
শুভকামনা রইলো!
১০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো হয়েছে ভাই।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রথি ভাই!
ভালো থাকুন নিরন্তর!
১১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুটো কবিতাই দারুণ !
আমার একটা প্রিয় শব্দ আছে জানেন তো ? "সরোবর" !
ভালো থাকুন ।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: "সরোবর" শব্দটা ছোটবেলা থেকেই অনেক ভালো লাগে, রূপকথা দিয়েই সরোবরের সাথে প্রথম পরিচয়!
তোর ঠোঁটের পেয়ালায়
হীরামন হেমলকের একটা চিরকূট পুড়ছিল
তোর চোখে ছিল শুকপাখি সরোবর,
অবরুদ্ধ জোছনার জল,
অনেকদিন কেউ কাঁদেনি বলে,
একটা বাঁশী খুব ঝরেছিল ঝরঝর!
শুভকামনা!
১২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
মামুন রশিদ বলেছেন: দুইটা পিরামিড কল্পনা করে নিয়েছি ।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি জানতাম আপনি পারবেন মামুনা ভাই! আপনার উপর এই ভরসাটুকু আমার সব সময়েই ছিল!
আপনাদের সিলেটে নিশ্চয় বৃষ্টি শুরু হয়ে গেছে! আপনাদের আবহাওয়াটা বড়ই মনোরম!
১৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
আমিজমিদার বলেছেন: রম্বসের আকারে একটা কবিতা লেইখেন ভ্রাতা।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: লেখসি একটা অতিকায় রম্বস, তারপর সেইটা আবার ঘুড়ি বানাইতে মন চাইসে, সেইটারে এক সপ্তাহ ধরে ঘুড়ি বানানোর চেষ্টা করে আপাতত ওইটা না রম্বস না ঘুড়ি না কবিতা অবস্থায় আছে! দেখি, শেষ করতে পারলে পোস্ট দেব!
ভালো থাকুন ভ্রাতা!
১৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
ক্লান্ত তীর্থ বলেছেন: অনেক ভালোলাগা রইলো কবি!
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ক্লান্ত তীর্থ!
ভালো থাকুন!
১৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
নিশ্চুপ দেবদূত বলেছেন: ভালো লাগলো। দুটি কবিতাই ভালো হয়েছে।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নিশ্চুপ দেবদূত! কবিতা পাঠে আনন্দ!
ভালো থাকুন!
১৬| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা ভালো লাগলো কবি।
সামুর এই সমস্যার জন্য কাগজে কলমে লিখে ছবি আপলোড দেন ।
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল পরামর্শ দিসেন! শুধু ছবি নয়, সাধারণ বিন্যাসে লেখার জন্যেও কিন্তু এইটা জরুরী, সব লাইন শুরু থেকে শুরু করা কবিতার জন্য ক্লান্তিকর! দেখি একটা পোস্ট দিতে হবে!
শুভকামনা রইলো হে স্নিগ্ধ শোভন!
১৭| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২০
চিরতার রস বলেছেন: ভাই ডিজাইনের চিন্তা মাথায় না নিয়া, কবিতার চিন্তা মাথায় নিয়া কবিতা লেখেন। আপনার লেখার হাত ভাল। তবে আমার মনে হয় ডিজাইন এর কথা মাথায় রাখলে অনেক শক্তিশালী অনুভূতি, শক্তিশালী শব্দকেও আপনাকে পাশ কাটিয়ে যেতে হচ্চে। এটা কবিতাকে গলা টিপে মারার মতন। কবিতাকে আপন গতিতে বাড়তে দেওয়াটাই মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে।
শুভ কামনা কবি।
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চিরতার রস! আপনার কথা খুব করে মাথায় রাখবার মত অবশ্যই! কবিতার থেকে বড় কিছু নয়, ডিজাইন তো কিছুই না! এবার আমি যেটা ভাবি সেইটা হচ্ছে কবিতায় ডিজাইন আমার লিখতে লিখতেই আসছে, খুব প্ল্যান করে আমি কাজটা শুরু করি নাই। কিছু কবিতার মধ্যে ছবি হওয়ার বাসনা থাকে, আমি সেইটার ছবি ফোটানোর চেষ্টা করি, আর কিছু লেখাতে ছবির প্রশ্নই থাকে না, আমি সেইটাতে ছবির কথা ভাবি না! এখন যেটাতে ছবির কথা ভাবি, এখন পর্যন্ত সেই সব লেখায় ছবি যোগ করা সেই লেখাতে আলাদা একটা ছন্দ যোগ করেছে, ছবি সহ আর ছবি ছাড়া লেখাটার তুলনা করলে খুব পরিস্কার বুঝতে পারি! এই জিনিসটা আমার নিজের জন্যই খুব বিস্ময়ের! লেখার চিত্র বিন্যাস যে লেখার অন্তর্গত ছন্দে ছাপ ফেলতে পারে, এইটা আমার ধারণা ছিল না! এইটা আরেকটা মজা! আর ছবির জন্য অনেক শব্দ, অনুভূতি নিয়ে অনেক নাড়াচাড়া করা লাগে, ছবিতে ফিট করার জন্য। এর মধ্যে থেকে কবিতাটাকে বাচিয়ে রাখা এবং ফুটিয়ে তোলা আমার কাছে একটা ছেলেমানুষী চ্যালেঞ্জ মনে হয়, আমি খুব উপভোগ করি। সাধারণভাবে মনের মত একটা শব্দ পেলেই হয়, কিন্তু ডিজাইন করতে গেলে শুধু আপনাকে মনের মত শব্দ না, সাইজ মত শব্দও লাগবে, তো উপযুক্ত শব্দের জন্য খুজতে হয় অনেক- এইটা আমার ভালো লাগে!
কিন্তু শেষ কথা হচ্ছে- সবার উপরে কবিতা, তাহার উপরে নাই! তাই কবিতার যে মূল সৌন্দর্য- সেইয়াটকে ডিজাইন করতে গিয়ে নষ্ট করলে সেইটা অসম্ভব দুঃখজনক!
আপনার মন্তব্যে অনেকগুলো প্লাস!
শুভকামনা রইলো!
ভালো থাকুন, সাথেই থাকুন!
১৮| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখার বাহ্যিক আকৃতির সাথে লেখার প্রকৃতির মিল দেখে মুগ্ধ
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই!
ভালোলাগায় ভালোলাগা বাড়ে!
ভালো থাকার শুভকামনা রইলো!
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
উটের কুঁজে জমিয়ে রেখেছিলাম কামনার শঙ্খ সরোবর! ভাবনার খোরাক হলো।
প্রথম কবিতায় কয়েকট শব্দে কাজ করলে পুরোপুরি মাত্রায় চলে আসতো!
শুভেচ্ছা কবি।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: শব্দগুলো মার্ক করে বুঝাই দিলে সুবিধা হইতো কবি, মাত্রা বিষয়টা তেমন বুঝি না, কানে একটু একটু লাগছে, কিন্তু কোথায় কীসে আটকাচ্ছে সেইটা জানি না!
শুভকামনা রইলো!
২০| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতাকে চিত্রকলার রুপ দেয়ার চেষ্টা কম হয়নি। ওপার বাংলায় অদ্ভূত সুন্দর কিছু চিত্রকলার কবিতা দেখেছি, আবার কবিতা হিসেবে দেখলে ব্যর্থও। কবিতার নিজস্ব একটা ভাষা আছে, সেটা না দিতে পারলে কবিতা থাকেনা।
বাংলাদেশেও এই ব্যাপারটা দেখেছি দাঊদ হায়দার এবং তার পরবর্তী কিছু কবির কাছে। টানেনা কেন জানি।
পশ্চিমা কবিতায় অসংখ্যবার অসংখ্য রুপে দেখেছি। সেখানেও যখন চিত্রকলা বাঁ ডিজাইনে জোর দেয়ার চেষ্টা বেশি হয়ে গেছে তখন কবিতা কে হৃদয়গ্রাহী মনে হয় নি। আবার অনেকে হয়তো চিত্রকলাকেই কবিতা বলতে চাচ্ছেন।
আপনার এই প্রয়াস ভালো। যদি সম্পূর্ণ চিত্রকলা সমন্বিত কবিতার বই করেন, খারাপ হবেনা। পূর্ণাংগ বই এদেশে দেখিনি। বেস্ট অব লাক।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর বলেছেন দূর্জয় কবি! আপনার কাছ থেকে বিষয়টা আরো জানার ইচ্ছে রইলো!
এইটা একটা খুব ঝামেলার কাজ, ছবি আর কবিতা একসাথে টিকিয়ে রাখা, কোথাও ছবি হলে কবিতা হচ্ছে না, কবিতা হলে সে ছবি পাত্তা দিচ্ছে না, এরকম সামান্য কিছু অভিজ্ঞতা আমার নিজেরই হচ্ছে!
আমার ইচ্ছে আছে শুধু চিত্রকলা নিয়ে বই করার, কিন্তু তার আগে বিষয়টা বুঝতে হবে আরো ভাল, আপাতত বলতে পারেন নানাভাবে প্র্যাক্টিস, আর ছবি ফোটানোর ছেলেমানুষী আনন্দ!
শুভকামনা রইলো কবি!
ভালো থাকুন!
২১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: জানে সেই স্ফিংস, জানে সব মরুঝড়!
দুটোই সুন্দর, তবে দুই নাম্বারটা একটু বেশি !!
২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক দিন পরে আপনার দেখা পেলাম সুপ্রিয় ফ্রাস্ট্রেটেড! আশা করি ভাল ছিলেন!
কবিতা ভালো লাগায় অনেক ভাল লাগা!
শুভকামনা!
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সামুতে এলাইনমেন্ট সিস্টেম থাকলে ভাল ছিল।
তাহলে আপনার লেখাটা আর দৃষ্টিনন্দন হত।
লেখা অসাম হইছে।