নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমি মৃত্যু মানি না

২১ শে মে, ২০১৪ বিকাল ৫:১৬

আমি মৃত্যু মানি না

শুধু দেখি মানুষ হারিয়ে যায়

যেমন হারিয়ে ফেলি চকচকে শৈশব,

দুপুরগুলোকে ঘুঘু পাখি ঘোরে বাজতে শেখার

প্রবল জন্মে, দিনের আলো ফুটলে

কাঁচের নক্ষত্রেরা যেমন

হারিয়ে যায়, মেহগনি আলমিরায়!



আমি আর কোনো মৃত্যু বিশ্বাস করি না

আমি তো দেখি মরে যায়

শুধু সময়

অসহায়!

তরতজা মুহুর্তগুলো, অকরুণ হত্যায়

হয়ে যায় নিরর্থক অতীত!



তাই কোনোভাবেই মৃত্যু গ্রহণ করতে পারি না

এই জগতে মৃত্যু প্রমাণিত সত্য নয়

কাঠগড়ায় কেউ স্বাক্ষী তো দিল না

দেখ- আমি ঘাতক মৃত্যুর শিকার,

তোমরা মৃত্যুর মৃত্যদন্ড দেবে না?

আমি কোথাও শুনিনি

কোথাও দেখিনি

কোথাও পড়িনি!



তাই আর মৃত্যুকে মেনে নেওয়া যাচ্ছে না কোনভাবেই!

মৃত্যু নামের কলঙ্কিত মিথ্যাকে

একশ উনপঞ্চাশটা আনাহারী পেরেকে

দূর্ভেদ্য কফিনে করে দেব বহিস্কার!

আমি দেখি পাখি-

হয়ে যায় মল, মাটির মিলনে মধু

সঞ্চারী বৃক্ষের ডালে-

পাখি ও পাতা মূলত একই-

কেবল অস্তিত্বের এপিঠ আর ওপিঠ!

তাই আজ মৃত্যুকে প্রত্যখ্যান করে বলতেই হচ্ছে-

অমরত্ব, তুমিও এবার জাহান্নামেই যাও

তুমি তো ভবিষ্যতের মতই অলীক অভিমান!



তাই আমি দেখি জীবন এক-

অলৌকিক আলো-

আর

তৃষ্ণার্ত জলের-

দূর্বোধ্য পৌনঃপুনিক-- জন্মান্তর অভিযান!

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বকুল০৮ বলেছেন:
তাই আমি দেখি জীবন এক-
অলৌকিক আলো-
আর
তৃষ্ণার্ত জলের-
দূর্বোধ্য পৌনঃপুনিক-- জন্মান্তর অভিযান!
...........।

অনেক ভালো লাগলো!

২২ শে মে, ২০১৪ সকাল ১০:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বকুল! ব্লগে স্বাগতম!

শুভকামনা রইলো!

২| ২১ শে মে, ২০১৪ রাত ৮:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:
গঠনটা ভালো লাগছে, বাট মূলভাবটা বেশি ক্লিয়ার না।


কবি কি জাগতিক মৃত্যুকে অস্বীকার করার চেষ্ট্রা করেছেন??

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আসলে আমার নিজের কাছেও খুব বেশী ক্লিয়ার না! বেশ কিছু দিন ভাবছিলাম, কিন্তু ঠিক সাইযে আনতে পারছিলাম না, এখনো যে পেরেছি সেইটা মনে হয় না, আরপরেও একটা চেহারা দাড়িয়েছে, এই আর কী!

হ্যা, আমি জাগতিক মৃত্যুকে অস্বীকারের চেষ্টা না, স্রেফ অস্বীকার করেছি! যেইটা একমাত্র নিশ্চিত, সেইটারে ইনিয়ে বিনিয়ে প্রত্যাখ্যান করার একটা আলাদা মজা আছে কিন্তু ভাই! সবাইরে মরতে দেখেন বইলা আপনিও যে মরবেন তার গ্যারান্টি কি? কেউ কী নিজে মইরা আইসা বলতে পারসে? নিজে কখনো মরসেন?

৩| ২১ শে মে, ২০১৪ রাত ৯:১৮

মামুন রশিদ বলেছেন: খুব একটা ভালো লাগেনি ।

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: অপ্রত্যাশিত নহে, ভেজালে একটা লেখা হইসে! আমি নিজেই পুরো সন্তুষ্ট না, আবার মনে হচ্ছে যা বলার বলসি তো!

ধন্যবাদ মামুন ভাই, অকপটে মতামত জানানোয়, ভালো লাগার থেকে খারাপ লাগা জানানো বেশী জরুরি! তাতে উকৎর্ষের সম্ভাবনা থাকে!

শুভেচ্ছা রইলো!

৪| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: তাই আমি দেখি জীবন এক-
অলৌকিক আলো-
আর
তৃষ্ণার্ত জলের-
দূর্বোধ্য পৌনঃপুনিক-- জন্মান্তর অভিযান!


কবিতা মানেই কি দর্শন ?
উপভোগ্য হয়েছে ভাই !

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা মানে দর্শন কেন হবে কবি? কবিতা মানে কবিতা, কিসে কবিতা হয় কেউ জানে না, হলে পড়ে বোঝা যায়, যে কোনো কিছুই কবিতা হতে পারে! নাকি?

শুভেচ্ছা রইলো!

৫| ২১ শে মে, ২০১৪ রাত ১১:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি তো দেখি মরে যায়
শুধু সময়
অসহায়!


পাখি ও পাতা মূলত একই-
কেবল অস্তিত্বের এপিঠ আর ওপিঠ!


গভীর দর্শন !

সাহসী কবিতায়,
গভীর ভালোলাগা ! ++

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বপ্নচারী! দার্শনিক কবিতা হইসে নাকি?

ভালো লেগেছে, তাই গভীর আনন্দ হল! আমি এই কবিতা নিয়ে কিঞ্চিত সংশয়ে ছিলাম!

শুভেচ্ছা রইলো!

৬| ২২ শে মে, ২০১৪ রাত ৩:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: সরল শব্দ-প্রচার। সুন্দর।

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় প্রোফেসর! জটিল শব্দে কবিতা লেখার অভিযোগে আমার হৃদয় আজ ভারাক্রান্ত, সহজ ভাষায় লেখার চেষ্টা করে দেখছি!

শুভেচ্ছা রইলো!

৭| ২২ শে মে, ২০১৪ ভোর ৫:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, শব্দের ঘোরপ্যাঁচে ভাবনার পরশ ছুঁয়ে গেল।

ভালোলাগা একরাশ।।

২২ শে মে, ২০১৪ সকাল ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: চিল ভাই! কেমন আছেন? কবিতার ভাবনাটাই আসলে একটু প্যাচানো ছিল! আপনার ভালোলাগায় আনন্দ!

শুভেচ্ছা রইলো!

৮| ২২ শে মে, ২০১৪ ভোর ৫:৫৩

সায়েদা সোহেলী বলেছেন: ।তোমরা মৃত্যুর মৃত্যুদণ্ড দেবে না?


।অনেক ভালো লিখেছেন , একগুচ্ছ ++ +

২২ শে মে, ২০১৪ সকাল ১১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েদা সোহেলী! অনেক দিন পরে আপনার দেখা পাওয়া গেল! ভালো লেগেছে জেনে ভরসা অ আনন্দ উভয় প্রাপ্তি হইলো!

শুভেচ্ছা রইলো!

৯| ২২ শে মে, ২০১৪ সকাল ৯:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর লিখেছেন।

২২ শে মে, ২০১৪ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে বঙ্গভূমি!

শুভেচ্ছা রইলো!~

১০| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৫৮

সময়ের ডানায় বলেছেন: ভালোলাগা রইল।

২২ শে মে, ২০১৪ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সময়ের ডানা! আপনার প্রো পিকটা সুন্দর আছে!


শুভেচ্ছা রইলো!

১১| ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:২১

ইমিনা বলেছেন: প্রতিটি লাইনের ভাবের গভীরতা মুগ্ধ করার মতো। অনেক অনেক ভালো লাগলো :) :)

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধ্যনবাদ ইমিনা! পাঠে আনন্দ!

শুভকামনা রইলো!

১২| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: আমরা পৃথিবীতে অল্প সময় থাকি। কিন্তু এই সময়টায় অনুভূতিগুলোর পারমুটেশন কম্বিনেশন করলে যে সংখ্যাটা পাবো তা গণনাযোগ্য না। এভাবেই আমরা অসীম ধারণ করি নিজেদের ভেতর। এভাবেই মৃত্যুকে উপেক্ষা করা যায়। ভালো লাগলো মহৎ অনুভবের কবিতা।

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মৃত্যুকে অস্বীকার করার মজাই আলাদা হামা ভাই!

শুভেচ্ছা রইলো!

১৩| ২২ শে মে, ২০১৪ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: মৃত্যু নামের কলঙ্কিত মিথ্যাকে
একশ উনপঞ্চাশটা আনাহারী পেরেকে
দূর্ভেদ্য কফিনে করে দেব বহিস্কার! .....

তাই আজ মৃত্যুকে প্রত্যখ্যান করে বলতেই হচ্ছে-
অমরত্ব, তুমিও এবার জাহান্নামেই যাও
তুমি তো ভবিষ্যতের মতই অলীক অভিমান!

......

ভাল লাগল।



গ্রহন = গ্রহণ
প্রমানিত = প্রমাণিত

হবে।

২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা! বানান সহযোগিতায় বিশেষ করে, এভাবে একটা দুইটা করে বানান শিখ্যা ফেলুম একদিন!

শুভকামনান রইলো!

১৪| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:০৯

ফা হিম বলেছেন: দৃশ্যেরও মৃত্যু হয়...

২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, দৃশ্য- সে তো সময়ের প্রকাশিত শরীর, সময় মরলে দৃশ্যকেও হতে হয় অদৃশ্য!

শুভেচ্ছা রইলো ফা হিম!

১৫| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//তাই আজ মৃত্যুকে প্রত্যখ্যান করে বলতেই হচ্ছে-
অমরত্ব, তুমিও এবার জাহান্নামেই যাও//


-হাহাহা! সুন্দর!

কবির সাথে একাত্ম হয়ে আমিও বলি: মৃত্যু তোমায় আমরা মানি না! X(

২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: মৃত্যু তোমায় আমরা মানি না! X( - হাহা, কথা আসলে একটাই, তোমারে গুনলেও যা, না গুনলেও তাই! তাইলে না গুইনাই মজা নিই! কী বলেন!

শুভেচ্ছা রইলো মইনুল ভাই!

১৬| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:২৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অমরত্ব, তুমিও এবার জাহান্নামেই যাও
তুমি তো ভবিষ্যতের মতই অলীক অভিমান

অমর দুইটা লাইন ! সেরকম !

২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: হাহা, অমরত্বরে জাহান্নামে পাঠান লাইনও অমর কইতে চান?!

শুভেচ্ছা রইলো আদনান ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.