![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথাও কোনো কবিতা নেই
চুপচাপ বসে আছি
সামনে সাদা কাগজ বিছিয়ে
কাফনের মতই শুভ্র!
আজ আমার কলম শূন্য
ভোর রাত্রির পানশালা
অথবা বারবনিতার হৃদয়!
কোথাও কোনো দুঃখ নেই
আনন্দ নেই
নিরেট অনুভূতিশূন্যতায়
ছেয়ে গেছে দশ দিক চরাচর।
তিরিশের পর বেঁচে থাকাটা ক্লান্তিকর
হয়ে দাঁড়ায়- কখনো কখনো-
ভরদুপুরে হাটুমুড়ে
ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে
বটের ছায়ায়, ক্লান্ত
আর কোনোদিন না উঠলেও কি হত না?
এই ভেবে- মুড়িয়ে যায় আনমনে
আহা, সবুজ ছায়ায়-
যারা মিলিয়ে যায়...
জীবনের কাছে কোনো নালিশ নেই
অভিমানের তো আর কথাই ওঠে না
শুধু প্রশ্ন থেকে যায়-
কেন?
আজ তবে সব পাখি
ফিরে যাক আকাশে
মৃত্তিকা- তোমার জন্য
রইল পড়ে ঝরাপালক
আর আমি!
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভেচ্ছা রইলো হে স্বপ্নবাজ! কবিতারা দেখ-টেখা দিচ্ছেন তো?!
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:০৫
মামুন রশিদ বলেছেন: তিরিশের পর বেঁচে থাকাটা ক্লান্তিকর
হয়ে দাঁড়ায়- কখনো কখনো-
ভরদুপুরে হাটুমুড়ে
ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে
বটের ছায়ায়,
কেনু? কেনু? এখন যৌবন তার, বয়স তিরিশ যার
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! এখন যৌবন তার, বয়স তিরিশ যার - সহমত! তবে কিনা এই তিরিশেই ভরদুপুর, এই ভরদুপুরে হাটুমুড়ে বসে পড়তে ইচ্ছে করলে সেইটা নিয়ে কবিতা ছাড়া আর কিছুই চলে না, সত্তর এ পৌঁছে হাটু ভেঙে পড়াটা আর কবিতা থাকেনা, বাস্তবতা হয়ে দাঁড়ায়! যৌবনেই না ভেঙে পড়বার প্রকৃত অনুভব সম্ভব!
৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৩৮
না পারভীন বলেছেন: অনেক ভাল লাগলো। হতাশাই জীবণ থেকে কবিতা বের করে নিয়ে আসার পথ
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নাপা আপা!
বিষ দিয়ে বিষক্ষয়,
কবিতা দিয়ে বিষণ্ণতা জয়!
৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আর আমি !!!!
শুধুই হতাশা নিয়ে বেঁচে আছি।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সাথে আমিও আছি কান্ডারী ভাই!
৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আজ তবে সব পাখি
ফিরে যাক আকাশে
মৃত্তিকা- তোমার জন্য
রইল পড়ে ঝরাপালক
আর আমি!
++++
মামুন রশিদ বলেছেন, এখন যৌবন তার, বয়স তিরিশ যার
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা, যৌবনই ভেঙে পড়বার প্রকৃত সময়!
৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লাগলো...
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রুদ্রনীল!
শুভেচ্ছা রইল!
৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:২৮
হাসান মাহবুব বলেছেন: নিরেট অনুভূতিশূন্যতায়
ছেয়ে গেছে দশ দিক চরাচর।
তিরিশের পর বেঁচে থাকাটা ক্লান্তিকর
হয়ে দাঁড়ায়- কখনো কখনো-
ভরদুপুরে হাটুমুড়ে
ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে
বটের ছায়ায়, ক্লান্ত
আর কোনোদিন না উঠলেও কি হত না?
হ রে ভাই!
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি যাক তাইলে বুঝলেন হামা ভাই, মামুন ভাই রে তো বিষয়টা বুঝানই জাইতেসে না!
৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তিরিশের পর বেঁচে থাকাটা ক্লান্তিকর
হয়ে দাঁড়ায়- কখনো কখনো-
তাহলে বিরাশি বছর বাঁচার ইচ্ছে কি ছেড়ে দিব?
শেষের স্তবক খুব ভালো লেগেছেঃ
আজ তবে সব পাখি
ফিরে যাক আকাশে
মৃত্তিকা- তোমার জন্য
রইল পড়ে ঝরাপালক
আর আমি
শুভ কামনা ইফতি ভাই।
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: কেন ছেড়ে দেব সোনাভাই? বিরাশিতে আমরা প্রখর যৌবনে ভেসে যাবার কবিতা লিখবো! কবিদের চাঁদে যেতে রকেট লাগে না!
শুভেচ্ছা রইলো!
৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: তিরিশের পর বেচে থাকা ক্লান্তিকর এই অংশের কথা গুলো ভালো লাগ্লো। যদিও আমি মনে করি তিরিশের পর মানুষ ম্যাচিউরড হয় পরিপূর্ণ ভাবে। অনুভূতির গভিরতা বাড়ে।
সে যাই হোক, কবিতা লিখতে ইচ্ছা করে খুব। পারছি না অনেকদিন ধরেই।
ভালো আছো তো কবিসাব????
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অনুভূতির গভীরতা বাড়ার কারনেই তো ধরাটা খায়, কিছু অর্থহীনতাও যে গভীর রূপ ধারন করে!
আমারো ইদানীং লেখায় ভাটার টান, ভাবছি গদ্য শুরু করি! কবিতা খুব ফাজিল জিনিস, লিখতে চেয়ে কেন জানি সব সময় লেখা আসে না, সাদা কাগজ বিছিয়ে বসে থাকতে হয়!
মিশ্র আছি হে ঔপন্যাসিকা মহোদয়া!
১০| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫
অতঃপর জাহিদ বলেছেন: ৩০ এর তো এখনও বহু দেরি একুশের পরই মনে হচ্ছে আর কি দরকার অনেক তো হলো!
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: বলেন কী! একুশেই বোধোদয়! এখনো মনে হয় আরো কিছু দিন থাকতো সবুজ!
শুভেচ্ছা রইলো জাহিদ!
১১| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:৫২
আহসানের ব্লগ বলেছেন: +
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আহসান!
শুভেচ্ছা রইলো!
১২| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭
ডি মুন বলেছেন: ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে
বটের ছায়ায়, ক্লান্ত
আর কোনোদিন না উঠলেও কি হত না?
কেন জানিনা এটা এই লাইনটা পড়ে জীবনানন্দ দাশের অন্ধকার কবিতাটার কথা মনে পড়ে গেল,
গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার ;
তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া
গুটিয়ে নিয়েছে যেন
কীর্তিনাশার দিকে ।
ধানসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম--পউষের রাতে--
কোনদিন আর জাগবো না জেনে
কোনদিন জাগবো না আমি --কোনোদিন জাগবো না আর--
কবিতায় ভালো লাগা। ভালো থাকুন সর্বদা।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার ;
তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া
গুটিয়ে নিয়েছে যেন
কীর্তিনাশার দিকে ।
ধানসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম--পউষের রাতে--
কোনদিন আর জাগবো না জেনে
কোনদিন জাগবো না আমি --কোনোদিন জাগবো না আর--
-- আহা- কীভাবে যে এরকম কেউ লিখতে পারে! প্রিয় কবির অপূর্ব কিছু লাইন তুলে দেবার জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় ডি মুন!
ভালো থাকুন নিরন্তর!
---
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভালো লাগলো
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অবাক বিস্ময়!
শুভকামনা রইলো!
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কোথাও কোনো কবিতা নেই
চুপচাপ বসে আছি
সামনে সাদা কাগজ বিছিয়ে
কাফনের মতই শুভ্র!
সুন্দর।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! প্রবাস জীবন কেমন যাচ্ছে কবির?
দূরে থাকলেও ভালো থাকুন!
১৫| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৩
একজন ঘূণপোকা বলেছেন: +++++
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ হে ঘূনপোকা!
শুভকামনা রইলো!
১৬| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪
মাহবু১৫৪ বলেছেন: +++++
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহবু১৫৪ !
ভালো থাকুন!
১৭| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২
এহসান সাবির বলেছেন: ধুস!!! এই রকম সত্যি কথা লেখা ঠিক না...
তিরিশের পর বেঁচে থাকাটা ক্লান্তিকর
হয়ে দাঁড়ায়- কখনো কখনো-
ভরদুপুরে হাটুমুড়ে
ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে......
না.. আপনাকে নিয়ে আর পারা গেল না.....
+ দিয়ে গেলাম......!!
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই! শূন্যতার বোধ নিয়ে লেখায় আপনাদের ভালোলাগা যেন পুর্নতা এনে দিল!
শুভেচ্ছা রইলো!
* যশোরে আসলে অবশ্যই ফোন দিবেন!
১৮| ০৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পুরো কবিতায় ভাল লাগার ছড়াছড়ি ------ দারুন ------
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লায়লা আপু! বিষণ্ণ কবিতায় ভালো লাগা আনন্দ এনে দিল!
শুভেচ্ছা রইলো!
১৯| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,
ত্রিশ বছর ? সে তো অনেক সময় ! জীবনানন্দ দাস তো তারই আগে কাবু হয়েছেন একথা বলে -
..... কতোবার ডানে আর বাঁয়ে
পড়িলো ঘুমায়ে
কতো-কেউ ; রহিলাম জেগে
আমি একা ; নক্ষত্র যে বেগে
ছুটিছে আকাশে
তার চেয়ে আগে চ'লে আসে
যদিও সময়
পঁচিশ বছর তবু কই শেষ হয় !
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আহা! আবারো প্রিয় কবি! সব কথা তাঁরা এত সুন্দর করে বলে গেল, আমরা এসে কী বলবো বলেন তো?
ধন্যবাদ সুপ্রিয় জী এস ভাই!
কতোবার ডানে আর বাঁয়ে
পড়িলো ঘুমায়ে
কতো-কেউ ; রহিলাম জেগে
আমি একা ;
২০| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতারা আসছে , আপাতত ছন্দ গুলো সব মেসির পায়েই থাকুক
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! মেসির জন্য শুভকামনা! কিছুক্ষণের মধ্যেই জাদু শুরু হবে আশা করি!
২১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ২:১৪
মহামহোপাধ্যায় বলেছেন: তোমার জন্য
রইল পড়ে ঝরাপালক
আর আমি!
অনেক চমৎকার লাগলো ভাইয়া।
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মহামহোপাধ্যায়!
শুভেচ্ছা রইলো!
২২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৩
জুন বলেছেন: অনেক ভালোলাগলো কবিতা ৎৎৎ ।
কালি শুন্য কলম , আর লাশ ছাড়া কাফনের কাপড়।
+
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো জুন আপু!
আশা করি ভালো আছেন!
শুভেচ্ছা রইলো!
২৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দূর্জয় কবি!
শুভেচ্ছা!
২৪| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা কবি।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই!
ভালো থাকুন!
২৫| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫
নুসরাতসুলতানা বলেছেন: কবিতা টা ভাল লেগেছে। তবে "তিরিশের পর বেঁচে থাকা ক্লান্তিকর" -এ কথার সাথে একমত হওয়া গেলনা। আমার মনে হয় জীবন অনেক সুন্দর, একেক বয়সের একেক রূপ- রং অনুভুতি।
২৬| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা! আপনার কথাও ঠিক!
তিরিশের পর বেঁচে থাকাটা ক্লান্তিকর
হয়ে দাঁড়ায়- কখনো কখনো-
মাঝে মাঝে বড় হয়ে যাওয়ার ভার ক্লান্ত করে দেয়, বয়স তিরিশ আসলে বড় হয়ে যাওয়ার একটা সময় বুঝিয়েছি!
পাঠে ধন্যবাদ! শুভেচ্ছা রইলো!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:০২
স্বপ্নবাজ অভি বলেছেন:
জীবনের কাছে কোনো নালিশ নেই
অভিমানের তো আর কথাই ওঠে না
শুধু প্রশ্ন থেকে যায়-
কেন?
+++++++্