![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিদ্রিতা,
সেরাদের সব তালিকা কি তোমার মুখস্ত? এই যেমন সেরা ক্রিকেটার শচিন, সেরা ফুটবলার পেলে, সেরা দৌড়বিদ উসাইন বোল্ট, সেরা সাতারু ফেলফস আর সেরা সুন্দরী হলে তুমি। কিন্তু সমস্যা হল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় তুমি অংশ নিতে পারবে না। অবাক হলে তাই না? কিন্তু কেন সেটা কি জান? কারনটা হল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মানবীদের জন্য, উর্বশীদের জন্য নয়। তুমি মানবী নও, তুমি পরী। তো পরীর মেয়ে, তোমার ডানা দুটি কোথায়?
আচ্ছা তুমি এত সুন্দর কেন বলতে পার? শুধুমাত্র তোমার চুলের বিনিময়েই আমি পুরো পৃথিবী দিয়ে দিতে পারি। তোমার চুলের দিকে তাকালেই ইচ্ছে করে জীবনানন্দ দাসের মত লিখে ফেলি,
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা;
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ; অতি দূর সমুদ্রের পর
হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা
কিন্তু দুঃখের বিষয় জীবনানন্দের মত প্রতিভা আমার নেই। আমি অতি সাধারন একটি ছেলে
তুমি কি জান কিছু কিছু দৃশ্য কখনও পুরনো হয় না। সবুজ পাহাড়, পাহাড়ের পাদদেশে নীল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। উপরে বিশাল আকাশ। সমুদ্রের তীরে তরুণটির কাঁদে মাথা রেখে বসে আছে তরুণীটি। অপেক্ষা করছে সূর্যাস্তের। সূর্য অস্ত গেলেই তারা বাড়ি ফিরবে। প্রস্তুত হবে রাতের জন্য। আমরা কি হতে পারি না সেই তরুণ তরুণী? অপেক্ষাই রইলাম তোমার সাথে সূর্যাস্ত দেখার।
ইতি
বিভ্রম
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৪
আমি অপদার্থ বলেছেন: দারুণতো। ভাই চিঠি পাঠাইয়া দেন ।আমি শিউর প্রেমে পড়ে যাবে এই চিঠি পেলে।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
রাতুল_শাহ বলেছেন: দারুণ রোমান্টিক।
নিদ্রিতাকে দিয়েছেন?
না দিলে দেরী নয়, দিয়ে দিন।