![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
মাঝে মাঝে ঘুম ভেঙ্গে
বসে পরি বিছানায়
এই বুঝি যুদ্ধ হল আমার আঙ্গিনায়
হাত বারিয়ে দেখি যখন
পাশে আমার কেউ নাই
বুঝতে আর হয়না বাকি
এটা ছিল স্বপ্নময় ।
খানিক বাদে যখন আবার
ঘুমিয়ে পরি অজানায়
বুকটা আমার ফেটে পরে
স্বপ্ন ভঙ্গের বেদনায়
আবার যখন ঘুম ভাঙ্গে
নিশী যেন ভোর না হয়
আবার উঠে বসে পরি
কোন অ-জানার অপেক্ষায়
©somewhere in net ltd.