নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শান্তি প্রিয় ব্লগার ikrupam.blogspot.com

মোঃ ইমরান কবির রুপম

আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com

মোঃ ইমরান কবির রুপম › বিস্তারিত পোস্টঃ

আমার কথা শবেবরাত

০১ লা জুন, ২০১৫ সকাল ১১:৫২

আগেই বলে রাখি , ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না । আর যা লিখছি তা কার মনে বা কোন কিছু কে কটাক্ষ করে নয় আর ইসলাম কে তো নয়েই ।আমি নিজে একজন মুসলিম।তার পর ও কেউ যদি আমার লেখার কোন প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন । কোন বিতর্কে যরাতে চাই না । আসলে আমি লিখতাম ই না ,কিন্তু যেহেতু ব্লগ একটি ডায়রি তাই আমার ডায়রিতে আমার মনে ভাবনা প্রকাশ করছি ।
আমি যতদূর জানি কোন এক যুদ্ধে আমাদের প্রিয় নবী হযরত (সাঃ) ওনার দাতে প্রচুর ব্যাথা পেয়েছিলেন , তিনি কোন কিছু খেতে পারছিলেন না । আমার মনে হয় সেই জন্যেই তিনি নরম কিছু খেতে চাইছিলেন ।সম্ভবত সে কারনেই তিনি হালুয়া রুটি খেয়েছিলেন । তিনি প্রচন্ড ব্যাথা পেয়ে কিছু না খেতে পেরে হালুয়া রুটি খেতেন । আমাদের উচিত এই দিনটি কে গভির ভাবে পালন করা এর মর্ম বুঝা । আমরা তা করছি ও আর করবো ও । আমার কথা অন্য খানে । আমরা আজ শুধু হালুয়া রুটি তৌরি আর তা বিতরনে এতোটাই বিভর যে , শবেবরাতে ইবাদত করতেই ভূলে যাই বা অনেক সময় ইবাদত করাই হয় না । আপনার বাড়িতে যদি কেই মারা যায় আর আমি যদি আপনার বাড়ীর পাশে উচ্চ শব্দে মাইকে গান বাজাই তখন আপনার অবস্তা কেমন হবে ? অবশ্য ই এটা কেউ ভালো চোখে দেখবে না , দেখার ও কথা নয় ।আমি মনেকরি হযরত (সাঃ) ব্যাথায় কষ্টে হালুয়া খেয়েছেন কিন্তু আমরা আজ কি করছি ? আমাদের কোন অসুখ নেই তার পর ও আজ হালুয়া রুটি খাচ্ছি । এটা কি মরার বাড়ীর পাশে উচ্চ শব্দে মাইক বাজানো নয়। আপনি যদি কঠিন কোন অসুখে ভুগে ক্যাকাতে (প্রলাপ ) করতে থাকেন আর আমার কোন অসুখ নেই তার পর ও আপনার কাছে গিয়ে আপনার মতো প্রলাপ কররি , তা হলে বিষয় টা কেমন হবে ? আমার মনে হয় এই হালুয়া রুটি খাওয়াতে (সাঃ) কষ্ট পান । তাই আমি মনে করি শবেবরাতের দিন আমাদের উচিত সারা দিন রোজা রাখা আর ইবাদত বন্দেগির মাধ্যমে পার করা , হালুয়া রুটি আমরা অন্য দিন ও খেতে পারবো । আমি আবার ও বলছি ধর্ম সম্পর্কে আমার ধারনা ক্ষুদ্র । আমার এই পোস্টটি সম্পর্কে কেউ ভুল বুঝবেন না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.