![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
আজ ৬ ই রমজান । ২০০৮ সালের এই দিনে তোমার চির শয়নে রেখে অসেছি ! ৫ ই রমজান তুমি যে কখন দু চোঁখ বন্ধ করেছিল তা আমরা কেউই জানি না । সে দিন থেকে আর কোন দিন তুমি চোঁখ দুটি খুলে একবার ও আমাদের দেখ না । বলবো না আজকে তোমায় মনে পরে ! বরং প্রতিদিন প্রতিক্ষনে তোমায় মনে পরে । তোমার অভাব সব সময় অনুভব করি । প্রতি বছর ভাবি তোমায় নিয়ে বিস্তারিত কিছু লিখবো , কিন্তু হয়ে উঠে না যখনি লিখতে যাই , তখনেই চোঁখে অশ্রু ধরে রাখতে পারি না । আজ ও তার ব্যতিক্রম হয় নি । তবে আজকে আর বেশী কিছু লিখছি না । বাবা তুমি যেখানে থাকো ভালো থাক । আমরা সবাই তোমার জন্য দোয়া করি । আব্বা আমি আপনার কথা রাখতে পারি নি , এখনো আম্মাকে সঠিক পথে ফিরাতে পারিনি । বাবা তোমার বড় ছেলে আমাকে পথে বসিয়েছে । আমি কোন রকম কষ্ট করে অনার্স শেষ করছি । তোমার বড় মেয়ের বিয়ে দিয়েছি । তার কোলে ফুটফুটে একটা মেয়ে হয়েছে । তুমি থাকলে তাকে কত না আদর করতে তাই না আব্বা ? দোয়া করেন আব্বা তোমার ছোট মেয়েটা এবার এস এস সি পরীক্ষা দিবে । বাবা আজ তোমার আদর্শের কথা খুব মনে পরে । শত কষ্ট হলেও তুমি হারাম উপার্জনের খাওয়া খাওয়াতে না । বাবা আমিও তোমার আদর্শ হতে এক চুল ও বিচলিত হ ই নি । আর কোন দিন হবো ও না । এই দোয়াই করি । তুমি যে আমাদের রান্না করে খাওয়াতে তার স্বাথ আজ ও ভুলিনি ! কতো সহজেই না তোমার কথা গুলো লিখে দিলাম তাই না । এজন্য একটি ফটোগ্রাফ কবিতার কথা মনে হয় ।
*এই ব্লগ পোস্ট টি আমার সকল ব্লগ আইডিতে এক যোগে প্রকাশিত হ ই লো
২| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৮
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ধন্যবাদ কাবিলা ভাই
৩| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩৫
আব্দুল্যাহ বলেছেন: জেনে খুশি হলাম আপনি সৎ পথে আছেন। আপনার বাবা পরেনি কিন্তু আপনি আপনার দুই বোনকে লালন করতে পেরেছেন। আপনার ছোট বোন ভালো রেজাল্ট করে ভালো কোথাও চান্স পাবে এই দোআ রইল।
আর আপনার বড় বোনের বাচ্চা ও বোন ভালো থাকুক এই কামনা রইল।
৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৯
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: দোয়া করবেন আব্দুল্যাহ ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৪
কাবিল বলেছেন: আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করি।
পরিবারের জন্য শুভকামনা রইল।