![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব ব্লগ - ikrupam.blogspot.com
বাংলা আমার মুখের ভাষা
মধুর ভাষা ভাই
কে বলে মাধুর্য নাই
সে এদেশের মানুষ নয়
মায়ের মুখের প্রথম শেখা বুলি
সে এই বাংলা ভাষার অক্ষর গুলি।
মধুর আমার মায়ের হাসিঁ
মধুর তার ভাষা
শান্তিতে প্রকাশ করি
মনের যত ভাব-ভরসা
ভাষার জন্য যুদ্ধ করা আমরা এক জাতি
তবু কেন এই ভাষাকে অবজ্ঞাকরি।
বাংলায় হাসিঁ খিলি বাংলায় গান গাই
তবু কেন তার প্রতি
মনের টান নাই।
দূঃখ আমার এই খানে
কেন এরা জন্মায়।
বাংলা ভাষার নেই যার টান
এইখানে না থাকে যেন তারা
অন্য কোথায় যান।
২৭ শে মে, ২০১৬ রাত ১:৩২
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: এতদিন উত্তর দেয়ার অপশন খুজে পাইনি। তাই উত্তর দেয়া হয়নি! কেমন আছেন আপনি?
২| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:২০
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: অনেক দিন ব্লগে আসা হয় না। মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ সকাল ১০:২৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ