নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Voice of Iluminity--(আলোকিত মানুষ এর কথা)

Iluminity

অনন্ত পথের দূরন্ত পথিক আমি। খুঁজে চলেছি এই পথের শেষ গন্তব্য।

Iluminity › বিস্তারিত পোস্টঃ

"সুন্দরবনের পশু সমাজের মিটিং এর সম্প্রচার"

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

বাঘ মশাই আজকে খুবই গম্ভীর। একটু পরেই শুরু হবে মিটিং। শিয়াল এখনো আসে নি।



শিয়াল দৌড়ে এসে পৌছালো। সাথে সাথে বাঘ ধমক দিয়ে বলল, কচ্ছপের দেরী করার কথা; কিন্তু ও সময় মত এসেছে আর তুমি করলা দেরী।



শিয়ালঃ আসলে হূজুর আমি খবর পেয়েছি একটু আগে।



বাঘঃ আচ্ছা থাক ওসব। এখন বল কার কী প্রস্তুতি।



টিয়াঃ আমি এখনো নতুন বাসা খুঁজে বের করতে পারি নি। বুঝতেসি না কী করব। /:)



বানরঃ হূজুর,আমি ওপারে চলে যাব ঠিক করেছি। আপনিও যাবেন সাথে?



বাঘঃ আমার এম্নিতেই বড় এলাকা নিয়ে থাকতে হয়। এখন হঠাত এলাকা সংকোচনের পাশাপাশি জানের ভয়ও বেড়েছে। ওপারে যেতে মন সায় দিবে না। কারন আমার নামের সাথেই "বেঙ্গল" জুড়ে আছে। এখানেই থাকবো। হয়ত জীবিত, নয়ত মৃত।



সাপঃ আমার তো গ্রামের দিকে যাওয়া ছাড়া কোন উপায় নাই। কিন্তু সেখানে মানুষের ভয় সবচেয়ে বেশি। দেখেলেই মেরে ফেলবে। /:)



শুশুকঃ আমাদের সংখ্যা এম্নিতেই কম। তার উপর পানি দূষন হলে এই যাত্রায় হয়ত আর টিকতে পারবো না। বিলুপ্ত হয়ে যাব আমরা।



শুশুকের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। সবাই জানে কী ঘটতে যাচ্ছে ওদের ভাগ্যে, কিন্তু কিছুই করার নেই তাদের। খরগোশ কোন কথা বলতে পারে না; শুধু মনে মনে ভাবে, "মানুষ এতো আগ্রাসী আর হিংস্র কেন?"

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

বোধহীন স্বপ্ন বলেছেন: "মানুষ এতো আগ্রাসী আর হিংস্র কেন?"

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

Iluminity বলেছেন: :( হুম

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব মানুষ না মহারাজ!
সকলে চমকে তাকায়। টিয়া ডালে বসতে বসতে বলে- কিছূ মানুষকে দেখলাম সুন্দরবন বাচাতে লং মার্চ করে সেই ঢাকা থেকে এখানে এসেছে।
আমি মাত্র মিটিং থেকে এলাম।

তারা নাকি আবার হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে রিট করেছে!

সবাই শুনল। ক্ষীন আশা নিয়ে সকলেই বাড়ীর পথ ধরল!!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

Iluminity বলেছেন: :) তা বটে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

পথহারা সৈকত বলেছেন: "মানুষ এতো আগ্রাসী আর হিংস্র কেন?"

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

Iluminity বলেছেন: হুম । ঃ(

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: মানুষ খুব খারাপ.........

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

ভ্রমন কারী বলেছেন: সুন্দরবনকে বাচাতে হবে , নিজেদের প্রয়োজনেই ।

বন আর পশু না থাকলে মানুষের মাঝে পশুর সংখা আরো বেড়ে যাবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

Iluminity বলেছেন: ঠিক বলেছেন।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

Iluminity বলেছেন: ঠিক বলেছেন।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: রামপাল নিয়ে যত পোষ্টে আপনার টা যুক্ত করে দিয়েছি ..


কিন্তু শুনেছেন তো...
রামপাল নিয়ে রিটের শুনানি মুলতবি

রামপাল তাপ বিদ্যুত প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাই কোর্ট।!!!!!!!!!!!!!!!!!!

৮| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

Iluminity বলেছেন: @বিদ্রোহী, জ্বী ভাই শুনেছি। হাইকোর্ট এই কাজ কেন করলো? বিচার বিভাগের উপর তো মানুষের আস্থা এমনিতে *ই কম,এখন তো সন্দেহ আরো বাড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.