নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Voice of Iluminity--(আলোকিত মানুষ এর কথা)

Iluminity

অনন্ত পথের দূরন্ত পথিক আমি। খুঁজে চলেছি এই পথের শেষ গন্তব্য।

Iluminity › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী

১৮ ই জুন, ২০১৪ রাত ১:০৩

ক্লাসে স্যার এক টানা লেকচার দিয়েই যাচ্ছেন কিন্তু দিবার ওইদিকে খেয়াল নেই। প্রচন্ড বিরক্ত লাগতেসে ওর। রাফির কথা মাথায় ঘুরতেসে। “ছেলেটা ভাব নিতেসে খুব, হাহ। আমার সাথে ভাব নিয়া লাভ নাই। আচ্ছা ৩ দিন ধরে কোন কথাই বললো না। এইটা খুবই অবাক করা বিষয়। আমি কী একবার কল দিবো? নাহ, দেয়া ঠিক হবে না মনে হয়......” একমনে এসব ভেবে যাচ্ছিল দিবা।



ওর চিন্তায় ছেঁদ পড়লো স্যারের কথায়। এই মেয়ে দাঁড়াও- হঠ্যাত স্যারের ডাক।

- বল একটু আগে কি বললাম।

- স্যার, পারবো না।

- তুমি কী ক্লাসে আছো? এতো অমনোযোগী কেন?



দিবা কিছু না বলে দাঁড়িয়ে থাকে। স্যার একটু পর বললেন, বসো।

দিবার এবার মেজাজ খারাপ হয় রাফির উপর, ওর জন্যই বকা খাইতে হল।



-------------------------------------------------------------------------------------------------------------------------



দুপুরে বাসায় বসে বসে মোবাইল টিপতেসিল এমন সময় হঠ্যাত রাফির কল। আশ্চর্য, কলটা দেখে মেজাজ খারাপ হওয়ার কথা, অথচ দিবার মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠলো।

নিজের উপরই এবার বিরক্ত হল সে। গলায় বিরক্তির একটা ভাব নিয়ে কল ধরলো।

-হ্যালো।

-কিরে কী খবর তোর?

-ভালো।

-ও, কী করতেসিলি?

-কিছুনা। কেন ফোন দিসস? দরকারি কিছু?

-নাহ, এমনেই দিসি।

-আমার কথাআ বলতে ইচ্ছা করতেসে না, রাখ ফোন।

-কেন? কি হই...... (টুট) হ্যালো, হ্যালো।



-------------------------------------------------------------------------------------------------------------------------



মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষন ওটার দিকে তাকিয়ে থাকে রাফি। ভয়ানক মেজাজ খারাপ হয় নিজের উপর। “কেনো আমি কল দিলাম”- নিজেকেই প্রশ্ন করে সে।



চুপচাপ কিছুক্ষন বসে থাকে রাফি। কিছুক্ষন পর নিজেকেই নিজে বুঝায়, “মায়া আসলেই খারাপ জিনিশ।

মায়াবতী যদি জানে তার মাইয়ায় কেউ বিভর তখন সেই মায়া আরো মারাত্তক হয়ে যায়।”

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩১

আহসানের ব্লগ বলেছেন: কষ্ট পেলাম :(

২৮ শে জুন, ২০১৪ রাত ৩:১০

Iluminity বলেছেন: কষ্ট আর আনন্দ নিয়েই তো মানুষের জীবনের পূর্ণতা আসে। :)

২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৩

মিনুল বলেছেন: "মায়া আসলেই খারাপ জিনিস" ।সুন্দর!

২৮ শে জুন, ২০১৪ রাত ৩:১১

Iluminity বলেছেন: জ্বী। ধন্যযোগ

৩| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মায়া আসলেই খারাপ জিনিস। সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

২৮ শে জুন, ২০১৪ রাত ৩:১১

Iluminity বলেছেন: ধন্যযোগ। :)

৪| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২০

রুমিনীল বলেছেন: জীবনটাই তো এমন। মায়ায় মায়ায় মায়াপুরি।

২৮ শে জুন, ২০১৪ রাত ৩:১১

Iluminity বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.