![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর দুঃখে,
সুখের পাছে অশ্রু ঝড়ে ৷
তাই-তো নয়ন মানিক জ্বলে
মনের ঘরে বসত করে,
তুমি-ই দিলে দুঃখ গড়ে ৷
কি আর দুঃখে,
দুঃখহীন সুখের পাছে,
জোড়া শালিক নহে নাচে ৷
বুঝবে না কোনো দিনও,
থাকতে জীবন শালিক কারে ৷
কি আর দুঃখে,
দুঃখবীনা সুখ পাখিটা,
নহে অফুরন্ত বনের খদ
খাঁটি জীবনের স্পৃহা
আসে নাই কবু সুখ থাকিয়া ৷
কি আর দুঃখে,
সে নহে সংগ্রামী,
যে দুঃখ ছাড়া অগ্রগামী,
ওরে-সুখের বাধনে জীবন হেয়,
দুঃখের স্পর্শেই শ্রেই জীবন ৷
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
মেজদা বলেছেন: সুন্দর লিখেছেন। ধন্যবাদ