নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

ইমানুর রহমান

ইমানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কথা দিয়ে কথা রাখনি

২৫ শে মে, ২০১৬ রাত ১০:২০

অনেক চেষ্টা করেছি তোমায় ক্ষমা করতে ,
চেয়েছি তোমায় শুধু ভালবাসা দিতে,
আমি তোমাকে আর আপন ভাবিনি ৷
কেননা তুমি আমার কোন কথাই রাখনি,
কত অনুরোধ করেছি একটা কথা রাখতে,
নিষেধ করেছিলাম কথা বলতে
রাখনি কোন কথা ৷
দিয়েছ শুধু বুক ভরা ব্যাথা-
কি এমন দায় পড়েছে যে আমি কাঁদব;
অপমান করা সত্বেও তোমায় ভালবাসব,
তোমার জন্য কোন মায়া মমতা অবশিষ্ট নেই ৷
ভুলে গেছি সব কিছু কবে সেই,
তুমি তো আমার কেউ নও
যে বলব আমায় ভালবাসা দাও
কথা দিয়ে কথা রাখনি ৷
তোমার অপমান আমি আজও ভূলিনি
কথা রাখনি তাতে আমার কি
না হয় থাকব একাকি ৷
ভালবাসতে পারলে হৃদয়ের অভাব হয় না ,
যন্ত্রনা কেউ চিরকাল সয় না,
অনেক কষ্ট করেছি তোমার জন্য ৷
তোমার ভালবাসা না পেলেই আমি ধন্য,
কথা দিয়ে যে কথা রাখে না
তার কষ্ট কেউ বোঝে না ;
আমার কথাটা যদি রাখতে সেই দিন,
সুখি হতে তুমি চিরদিন।
লিখেছেন—
ইমানুর রহমান
ডিমলা,নীলফামারী
মোবা : ০১৭৭৪-৬৯৪২৬৫
ই-মেইল : [email protected]

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: সুন্দর।

২| ২৬ শে মে, ২০১৬ রাত ১:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। এগিয়ে যান। শুভাশিস রইল।

৩| ২৬ শে মে, ২০১৬ রাত ২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: সবাই কথা রাখবে এমন কোন কথা নেই।অনেকভাবে অনেক ভালো করে পরম ভালো থাকা যায়...যাতে মানুষের বিকাশের পথ মসৃণ

৪| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৪২

বাংলা গান শুনুন বলেছেন: মানুষ ওয়াদা করে ভঙ্গ করার জন্য,এটাই মানুষের সহজাত প্রবৃত্তি।

৫| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:২৬

ইমানুর রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ দাদা ভাই বিজন রায় ৷

৬| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৩৩

ইমানুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ ৷ মন্তব্যর জন্য অনেক
অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৩৪

ইমানুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই জাহেদ ৷মন্তব্যর জন্য অনেক
অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৩৫

ইমানুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই বাংলায় বানান শুনুন । মন্তব্যর জন্য অনেক
অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.