নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদভ্রান্‌ত রিফাত

উদভ্রান্‌ত রিফাত › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্তর এবং ইব্রাহিম মেডিকেল কলেজ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

বিশ্বজিৎ, সাগর–রুনি, ডাক্তার ইভা – শিরদাড়ার একেকটা কশেরুকা খুলে ফেলতে থাকে। কবি মেহেরুন্নেসা সহ অসংখ্য খুনের খুনি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড। ঘরের মধ্যে তখন একটা মেরুদণ্ডহীন দুঃখবিলাসী কুসংস্কারাচ্ছন্ন লাশ আত্মনিগ্রহে মেতে ওঠে।

বুমেরাং এর মত কুসংস্কারটাই প্রেরনা হয়ে দাড়ায়। ফেব্রুয়ারী- ৪১ বছরের এক অবহেলিত বৃক্ষের বীজবপনের মাস।

কেপে উঠল টেকনাফ থেকে তেতুলিয়া। অদৃশ্য এক তুষারের মতো ধবধবে সাদা ঘোড়ায় চেপে ফিরে এসেছে বাংলাদেশ। চারিদিকে তুমুল করতালির বৃষ্টি, গগন বিদারি চিৎকার-“পদ্মা মেঘনা যমুনা- তোমার আমার ঠিকানা।“ । এক একটি চিৎকারে শত সহস্ত্রাব্দির স্নায়ুক্ষয়। ঘামে ভিজে নতুন প্রজন্মের প্রক্ষালন। এ যেনো ৪১ বছরের পাপ মোচনের জন্য গঙ্গা স্নান। “জ্বলে পুড়ে মরে ছারখার- তবু মাথা নোয়াবার নয়” বাংলাদেশ- এ যেন এক আবেগময় প্রত্যাবর্তনের রূপকথা।

বাংলাদেশ জেগেছে। রাজনীতিবিদদের অপকর্মের দায়ভার এ প্রজন্ম কাধে তুলে নিয়েছে। এই প্রজন্মের সামনে বিকল্প কোন পথ ছিল না যখন মুমূর্ষু রাজনীতি, বিচার ব্যাবস্থা ভয় আর দুর্নীতির নিগড়ে বন্দি। মশাল-মোমবাতি দিয়ে সুশৃঙ্খল প্রতিবাদের সংস্কৃতি সারা পৃথিবীর তরুণদের জন্য এক অনুকরনীয় অনুসরণীয় মডেল।

রাজনীতিবিদ দের বলি- আসুন প্রজন্ম চত্বরে। ঘামে ভিজে গঙ্গা স্নান করুন। ১০ টাকার ফ্রেশ পানির বোতল কিনে ফ্রেশ হোন। ।জামায়াত-শিবিরকে বলি- এই প্রজন্ম আপনাদের প্রত্যাখ্যান করেছে, এ আপনাদের নৈতিক পরাজয়।

আমি নিজে ইব্রাহিম মেডিক্যাল কলেজের ছাত্র। গত বৃহস্পতিবার দুপুরে শ’খানেক ছাত্র-ছাত্রি পিচ ঢালা পথে- কাঠ ফাটা রোদে গলা ফাটিয়েছে- চিৎকার করে বলেছে- “ফাঁসী চাই ফাঁসী চাই, কাদের মোল্লার ফাঁসী চাই।“ “পদ্মা মেঘনা যমুনা- তোমার আমার ঠিকানা।“ “লাখ শহীদের বাংলায়- রাজাকারের ঠাই নাই।“ তাদের এই সংগ্রামী সংস্কৃতিকে সকল ব্লগার সাধুবাদ জানাবেন- আশা করি

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

পথহারা সৈকত বলেছেন: রিফাত............আমার অনেক প্রিয় একটা মানুষ তোমাদের ইব্রাহিম মেডিক্যাল কলেজের পড়ে। সে তোমাদের সাথেই আছে। ভাল থেক তোমরা আর দোয়া করি ইতিহাসের সাক্ষি হয়ে যাও ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু : শাহবাগে আন্দোলন চলছে

Click This Link

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

ইমির বলেছেন: Rifat vai ajke apnake dekhe khub valo laglo .eksathe onek khon chillailam amra .

৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:২১

সরলতা বলেছেন: প্রিয়তে নিয়ে যাচ্ছি রিফাত ভাই। :)

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

উদভ্রান্‌ত রিফাত বলেছেন: thank u সরলতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.