![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিয়মিত কবিতা লিখি। ব্লগের বন্ধুরা আমাকে একজন কবি হিসেবেই পাবেন।
এখন মধ্যরাতে
এমনকি ক্লান্ত বিস্ময়ও
হাওয়া বয় খুচরো
পথের পানিতে ভাঙ্গা পয়সার কৌমুদী
তখনও এ গ্রহের পথে কেউ থাকে
কাঙ্গাল বলেও উপেক্ষা নেই
সামান্যই পায় যদিও
রাতের আঁধারে কে আর থাকে হাত বাড়িয়ে
সুতরাং কিছুটা একাই
কানামাছি ভো ভো করে এগিয়ে যায়
গাছ পায়, পাথর পায়, মানুষও পায়
তবুও জড়িয়ে ধরা যায় না
জ্যোৎস্নার মতো ছলনায় সকলই
ছায়া শুধু দীঘ'তর হয়। ।
©somewhere in net ltd.