নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে অদ্ভুত জিনিসেও মজা/আগ্রহ খুজে পাইনা, আবার অতি সাধারন জিনিসের মাঝে চরম উৎসাহী হয়ে উঠি

আমি অপার হয়ে বসে আছি

অনেক কিছুই বলতে আর লিখতে ইচ্ছে করে কিন্তু যখন মাথায় আসে তখন লেখার সুযোগ থাকেনা, আবার যখন লেখতে যাই তখন মাথায় আসেনা গোছানো কিছু!! তাই ব্লগ শুধুই পড়ি। শুধুই পড়ি।। শুধুই পড়ি।।।

আমি অপার হয়ে বসে আছি › বিস্তারিত পোস্টঃ

মা কে নিয়ে

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

আমি কখনো কবিতা লিখিনি। আজ কেন যেন লিখতে ইচ্ছে হচ্ছে। চিন্তা করলাম মা কে নিয়ে লিখলে কেমন হয়!!?



সামুতে প্রথম কবিতা লেখার প্রয়াস........







তুমি মা বলে

আমি তব সন্তান

তুমি বিনা কভু

এ ধরায় হত না মোর স্থান



তুমি রাত্রির অনাবিল স্নিগ্ধতা

তাই আমি দিনের আলোয় অলোকিত

আমি হয়েছি আজ ফলবান কারন

তুমি ছিলে ফুলে ফুলে সুশোভিত



তুমি মেঘ হয়ে রেখেছ মোরে ছায়ায়

কিংবা বারিষ হয়ে ঝরেছ ধারায়

তোমাকে সাগর মেনে আজ আমি নদী

তুমিই ভালোবেসেছ মোরে নিরবধি....





মা, ও মা তোর পায়ে দিস মোরে ঠাঁই

আমি যে সেথায় আশ্রয় চাই।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

ভবঘুরের ঠিকানা বলেছেন: ++++++++++++

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

রাজা খায় গাজা বলেছেন: ভাল লাগছে...

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মা, ও মা তোর পায়ে দিস মোরে ঠাঁই
আমি যে সেথায় আশ্রয় চাই।

আর আমি বলেছি-
মায়ের স্মরনে
নিত্যতায়-
ভুলিনা যেন কভু;
প্রভূ,
যদিও তোমায়
কখনো ভুলেও যাই।।

মা - মা পোষ্টের সংকলন:উৎসর্গ পৃথীবির সকল মাকে ও স্বপ্নবাজ অভি যিনি মা শব্দটির মান রক্ষার অভূতপূর্ব সৈনিক।
-তে যুক্ত করে দিয়েছি

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: অনেক সন্মানিত বোধ করছি বিদ্রোহী ভৃগু ভাইয়া।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য!

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: ধন্যবাদ

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

তওসীফ সাদাত বলেছেন: মা নিয়ে যাই বলি, যাই লিখি। কম হয়ে যাবে। যতটা সম্ভব মা কে নিয়ে অনুভূতি প্রকাশ করে যাবো তাই।

ভাল লেগেছে কবিতাটি।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: সহমত

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

আমি ইহতিব বলেছেন: ভালো চেষ্টা। শুভ কামনা আপনার জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯

আমি অপার হয়ে বসে আছি বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

আমি অপদার্থ বলেছেন: সুন্দর হয়েছে++++++++

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

ইখতামিন বলেছেন:
ভালো হয়েছে। সুন্দর হয়েছে।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার!

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ । :)

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতায় প্লাস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.